Qr এর পূর্ণরূপ কি ? বা qr কোড কি? কিভাবে qr কোড বানানো যায় এসকল প্রশ্ন এখনকার সময়ে খুবই কমন।

কারন এখনকার সময় প্রতিটা ক্ষেত্রে আমরা বিভিন্ন কিউআর কোড দেখে থাকি। আবার অনেকে খেয়াল বসত কিউআর কোড তৈরি করতে চায়।

তাই আজকের এই পোস্টটি তাদের জন্য যারা জানতে চাই কিউ আর কোড এর পূর্ণরূপ কি বাকি বারকোড কি কিভাবে একটি qr-code ফ্রিতে বানানো যায় তার সকল কিছু আজকের এই পোষ্টে রয়েছে।

আমাদের দেশে ক্রমান্বয়ে qr কোড এর ব্যবহার বাড়ছে। যারা নতুন কিংবা qr কোড সম্পর্কে জানতে আগ্রহী তারা সবসময় একটা প্রশ্ন করে থাকে সেটা হলো qr কোড কি? তাই আজকে আমি প্রশ্নের উত্তর সহ qr কোড কিভাবে তৈরি করতে হয় সেই টিউটোরিয়ার পর্যন্ত দেখিয়েছি।

একটি কিউআর কোড এতই শক্তিশালী হয় যে আপনি Qr code এ শুধু কয়েকগুলো সংখ্যাই নয় বরং অনেক কিছু স্টোর বা জমা করতে পারবেন।

যেমন: একটি ওয়েবসাইট ইউআরএল, vCard কিউআর কোড যেটা হলো ব্যবসায়িক কার্ডের ডিজিটাল সংস্করণ।

এমনকি যেকোনো টেক্সট, ইমেইল, এসএমএস, ওয়াইফাই কিউআর কোড, বিটকয়েন লেনেদেনের জন্য একটি code, আরও অনেক কিছু।

তাই সহজেই বলা যায় কিউআর কোড বেশ জনপ্রিয়।

তাই আজকে আমরা আলোচনা করব qr কোড কি? এবং কিউআর কোড কিভাবে কাজ করে? কিভাবে একটি কিউআর কোড তৈরি করবেন।

qr কোড কি?

QR code হলো এমন একটি কোড যেটা স্ক্যান করে সহজেই কোনো পেজের ডিটেইলস পাওয়া যায়। যেটাকে বলা হয় Quick response code

মানে আপনি যদি নির্দিষ্ট কোনো তথ্য বা পেজ ভিজিট করতে চান তাহলে খুব সহজেই কোড স্ক্যান করে বিস্তারিত জানতে পারবেন।

যেমন থাম্নেইলে দেখা কিউআর কোড টি স্ক্যান করলে আমাদের সাইটে প্রবেশ করতে পারবেন।

এখন কথা হচ্ছে আপনি যদি আমার সাইটে ভিজিট করেন তবে আপনি তো আমার সাইটের ইউআরএল দিয়েই ভিজিট করতে পারেন।

সেখানে আপনার আবার QR code এর কি দরকার? বা কিউআর কোড কেনো ব্যবহার করব? চলুন একটা উদাহরণ এর মা্যেমে জেনে নেয়া যাক।

ধরুন, আপনার একটা দোকান আছে এবং আপনি কাস্টমারদের থেকে অনলাইন পেমেন্ট নিয়ে থাকেন। যেমন বিকাশ।

তখন কেউ যদি আপনার বিল পরিশোধ করতে যায় তখন দরকার আপনার বিকাশ একাউন্ট নম্বর।

তারপরে সে বিকাশে যাবে, একাউন্ট নম্বর দিবে, এমাউন্ট দিবে, তারপরে পিন নম্বর দিবে।

কত ঝামেলা! আবার নম্বর ভূল হবার সম্ভাবনাও থাকে। কিন্তু যদি আপনি কিউআর কোড স্কান করে লেনদেন করেন তখন সহজেই হয়ে যায়।

নম্বর ভূল হবার কোনো সম্ভাবনাও থাকে না।

কিভাবে একটি qr কোড তৈরি করবো

কিউআর কোড তৈরি করা খুবই সহজ। কিউআর কোড তৈরি করার আগে বলে দিই কিউআর কোড স্কান করতে দরকার QR code Scanner।

গুগল প্লে স্টোরে গিয়ে QR code Scanner লিখে সার্চ দিলে অনেকগুলো আসেবে। যেকোনো একটা ডাউনলোড করে নিলেই হবে।

QR code generate করার জন্য গুগলে গিয়ে সার্চ দিবেন কিউআর কোড generator । সাথে সাথে অনেকগুলো রেজাল্ট আসবে।

সেখান থেকে যেকোনো একটাতে প্রবেশ করলেই চলবে তবে প্রথমটাতে প্রবেশ করবেন যদি না তা বিজ্ঞাপিত হয়।

আমি আপনাদেরকে ইমেজের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন সাইট লিংক

qr কোড কি

এখানে উপরে ডানদিকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন।

আপনি যে ধরনের QR code বানাবেন তার জন্য আগে এর যেকোনো একটা অপশন বেচে নিতে হবে।

যেমন আপনার সাইটের জন্য কিউআর কোড তৈরি করবেন তখন ইউআরএল এ ক্লিক করে আপনার সাইটের লিংক দিতে হবে।

লিংক দিলেই বামপাশে অটোমেটিক একটা কিউআর কোড তৈরি হয়ে যাবে।

তারপরে তা ডাউনলোড করে নিবেন। আর যদি আপনার বানানো কিউআর কোড এ মাঝখানে একটা লোগো দিবেন যেমনটা আমি এই থাম্নলেইনে দিয়েছি।

তখন আগে একটা একাউন্ট খুলতে হবে এই সাইটে। একাউন্ট খুললে আরও ফিচার পাবেন। যেমন কতজনে আপনার QR code টি স্কান করেছে ইত্যাদি। যাইহোক, এভাবে কিউআর কোড গুলো তৈরি করতে পারবেন।

FAQ:

qr কোড বলতে কী বোঝায়?

কিউআর কোড হলো কুইক রেসপন্স কোড। যে কোডগুলো অনেক প্রয়োজনীয় তথ্য কিংবা উপাত্ত সংগ্রহ করে রাখে। এই পোস্টটি পড়লে কিউআর কোড সম্পর্কে আরও ভালো ধারণা পাবেন।

কিউআর কোড কি এবং কিভাবে কাজ করে

কিউআর কোড হলো কুইক রেসপন্স কোড। যেগুলা রিড করার জন্য কিউআর কোড স্ক্যানার এর প্রয়োজন হয়।

শেষ কথা:

কিভাবে qr কোড বানানো যায় তা যদি জানতে চান তাহলে আজকের এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়লেই হবে।