PSC Full Meaning, JSC Full Meaning, JDC Full Meaning, SSC Full Meaning, HSC Full Meaning, BCS Full Meaning. এখানে দেখে নিন।
আমরা যারা শিক্ষার সাথে কম বেশি জড়িত তারা অবশ্যই এই শব্দগুলোর সাথে পরিচিত। আমাদের শিক্ষা জিবনে অনেকগুলো ধাপ থাকে।
আর সেগুলো নিচু থেকে আস্তে আস্তে উপরের দিকে যেতে থাকে। মানে আমাদের পড়ালেখার লেবেলও উপরে যেতে থাকে।
আর তখনই আমরা এই শব্দগুলোর সাথে পরিচিত হয়ে থাকি। এছাড়াও বিভিন্ন চাকরির ইন্টারভিউতে এসব প্রশ্ন প্রায়ই থাকে।
বর্তমানে আমরা এমন সময়ে চলে এসেছি বিশেষ করে এসকল সাধারণ প্রশ্ন না জানলেই নয়। কারন এগুলো একজন শিক্ষার্থীর জানা বাধ্যতামূলক।
চলুন আজকে আমরা জানার চেষ্টা করি PSC Full Meaning, JSC Full Meaning, JDC Full Meaning, SSC Full Meaning, HSC Full Meaning, BCS Full Meaning গুলো।
PSC Full Meaning:
আজকের শিশুরাই আগামি দিনের ভবিষ্যত. যা আমাদের প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়। আমরা যখন পঞ্চম শ্রেণিতে উত্তীন্ন হওয়ার পর কেন্দ্রভিত্তিক একটা পরিক্ষা দিই সেটাই হলো PSC। এর মাধ্যমে আমাদের কেন্দ্রীয় পরিক্ষার যাত্রা শুরু।
PSC Full Meaning:
PSC পরিক্ষা নেওয়ার মূল কারন হচ্ছে শিক্ষার্থীদের ভয় ভীতি দূর করা এবং কেন্দ্রীয় পরিক্ষাতে অংশগ্রহন করার মন মানসিকতা তৈরি করা।
JSC Full Meaning:
Psc পরিক্ষায় উত্তীন্ন হওয়ার পর আমরা সবাই মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তী হই। এই মাধ্যমিকে আমাদের শিক্ষাক্ষেত্রেও পরিবর্তন আসে যেমন: আমরা প্রাথমিকে ৬টি বইয়ের উপর পড়াশুনা করি।
মাধ্যমিকে অনেকগুলো সাবজেক্ট এ পড়তে হয়। সেক্ষেত্রে আমাদের ৮ম শ্রেণীতে উত্তীন্ন হওয়ার পর আরেকটা কেন্দ্রীয় পরিক্ষায় অংশগ্রহণ করতে হয়।
আর এই পরিক্ষাকেই বলা হয় JSC পরিক্ষা। JSC এর পূর্নরূপ হলো :
JSC Full Meaning:
JDC Full Meaning:
মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আলাদা বোর্ড রয়েছে। আপনি যদি মাদ্রাসা থেকে ৮ম এর পরিক্ষা দেন তাহলে সেটা JDC। এখানে JSC এবং JDC শুধু এটাই আপনি যদি স্কুল থেকে পরিক্ষা দেন তাহলে সেটা JSC, আর মাদ্রাসা বোর্ড থেকে হলে JDC।
JDC Full Meaning:
SSC Full Meaning:
আমাদের SSC পরিক্ষা শেষ হবার সাথে সাথে মাধ্যমিক লেভেলও শেষ হয়। এই পরিক্ষার মাধ্যমে আমাদের স্কুল লেভেলও শেষ হয়।
এসএসসি হলো বাংলাদেশের দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি গণপরিক্ষা। একাদশ বা এইচএসসিতে (HSC) ভর্তি হতে হলে এসএসসি (SSC) পরিক্ষায় উর্তীর্ণ হতে হয়।
মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য রয়েছে এসএসসির বিপরীতে মাদ্রাসা বোর্ড কর্তৃক পরিচালিত দাখিল পরিক্ষা।
আমরা আমাদের ভবিষ্যতের মোড় বা কে কি হতে চাই তা এই SSC তেই নির্ধারন করে ফেলি। ssc meaning :
SSC Full Meaning:
HSC Full Meaning:
মাধ্যমিকে গন্ডি পেরিয়ে যখন একজন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকে প্রবেশ করে তখন তাকে HSC বলে।আর আমরা সাধারণত কলেজ লাইফ বলে থাকি।
প্রথম স্কুল জীবন যেমন স্মৃতিময় তেমনি প্রথম কলেজ লাইফও স্মৃতিময় হয়ে থাকে। আমাদের দেশে এটি এইচএসসি বা হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা নামে পরিচিত।
তবে অন্যান্য কিছু দেশে তার ভিন্নতা দেখা যায়। যেমন: ভারত, নেপাল, পাকিস্তানে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। তথ্যসূত্র [Wikipedia]
এই HSC এর মাধ্যমে আমাদের কলেজের প্রথম ধাপ শেষ হয়। এই HSC তেই নির্ধারণ হয় আপনার বিশ্ববিদ্য়ালয়ের সুযোগ।
আপনি যদি এই দুই বছর ভালো মতো পড়াশুনা করেন তাহলে, ভালো মানের বিশ্ববিদ্য়ালয়ে পড়ার সুযোগ রয়েছে।
সেক্ষেত্রে আমাদের দেশে শিক্ষার্থী এই সময় তেমন একটা পড়ায় গুরুত্ব দেয় না। কিন্তু এই দুই বছর (hsc) খুবই গুরুত্বপূর্ণ।
তাই অনেকে জানতে চায় যে hsc এর ফুল মিনিং কি? hsc ফুল মিনিং বাংলা, সুতরাং hsc full meaning bangla দেখে নিন। hsc full meaning:
HSC Full Meaning:
BCS Full Meaning:
এই গ্রাজুয়েট বা BCS কিছুটা স্বপ্নের মতো প্রায় প্রত্যেক শিক্ষার্থীর সরকারি অফিসার হওয়ার স্বপ্ন থাকে। আর BCS কমপ্লিট করার মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হয়।
এই পড়ালেখা মানে BCS শেষ করলে বলা হয় BCS ক্যাডার। বাংলাদেশে BCS ক্যাডারে পদ মোট 26 টি যার মধ্যে 14 টি সাধারণ ক্যাডার এবং 12 টি কারিগরি ক্যাডার।
তথ্যসূত্র [Wikipedia]। এই BCS একটি সংক্ষিপ্ত রূপ। bcs full meaning:
BCS Full Meaning
শেষ কথা: যদি পূর্ণরূপগুলো সহজভাবে জানতে চানতে চান! মানে
- PSC Full Meaning
- JSC Full Meaning
- JDC Full Meaning
- SSC Full Meaning
- HSC Full Meaning
- BCS Full Meaning
তাহলে ব্লগটি মনোযোগ সহকারে পড়ুন। তবে PSC Full Meaning, JSC Full Meaning, JDC Full Meaning, SSC Full Meaning, HSC Full Meaning, BCS, Full Meaning জানতে পারবেন।
আশা করি আর ভূল হওয়ার কথা না। সাধারনত বিভিন্ন চাকরির ইন্টারভিউতে এই প্রশ্নগুলো থাকে। আর আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন আপনার জানা বাধ্যতামূলক।
ভালো লাগলো 🤩
ধন্যবাদ
Good