IMEI বা International Mobile Equipment Identity যার মাধ্যমে আসল ও নকল হ্যান্ডসেট যাচাই করা যায়। যাকে বলা হয় Mobile imei check bd করার পদ্ধতি।

Mobile imei check bd - আপনার মোবাইলের আইএমইআই চেচক করে নিন। এবং মোবাইল ফোনের বৈধতা যাচাই করে নিরাপদ থাকুন।

আজকের ব্লগে থাকছে কিভাবে মোবাইল imei চেক করার নিয়ম। এবং আপনি mobile imei check করে জানতে পারবেন যে, আপনার মোবাইলটি আসল নাকি নকল।

তাহলে চলুন পুরো প্রসেসটা জেনে নিই।

imei info

কোন মোবাইল কেনার পর সে মোবাইল এর লাইসেন্স করার জন্য কিছু প্রসেস থাকে। এবং এরপর মোবাইলটি বৈধ হয়। এর জন্য মোবাইলের imei info গুলো ডাটাবেজ করে রাখতে হয়।

যাতে করে কেউ তার মোবাইলটি বৈধ কিনা যাচাই করার জন্য চেক করলে সাথে সাথে তার imei info গুলো দেখতে পায়।

প্রতিটা বৈধ মোবাইলের imei info সেভ করে রাখা হয়। এবং কেউ imei info খুঁজলে যাতে সাথে সাথে পায়।

imei check bd – Mobile imei check – how to check imei number

প্রতিটা মোবাইল কেনার সময় imei চেক করা যায়। imei চেক করার দুইটি পদ্ধতি বা নিয়ম রয়েছে। প্রথমত মোবাইলের ঘায়ে এবং হ্যান্ডসেটে কোড ডায়াল করে।

মোবাইলের প্যাকেটে mobile imei check করার নিয়ম।

যখন আপনি নতুন মোবাইল কিনবেন তখন মোবাইলের প্যাকেটে imei কোড দেয়া থাকে। এবং সেই imei কোডটি চেক করে নিতে হয়।

যাকে আমরা বলি mobile imei check process. তারপরে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে imei check করে নিতে পারবেন।

ডায়ার করে mobile imei check পদ্ধতি।

imei check করার দ্বিতীয় উপায় হলো ডায়াল করে imei check করা। তার জন্য আপনার ডায়াল প্যাড ওপেন করবেন।

এবং সেখানে *#06# টাইপ করে ডায়াল করবেন। তাহলেই পেয়ে যাবেন আপনার imei কোড।

mobile imei check করে অফিশিয়াল ফোন চেনার উপায়

আমরা দুইভাবেই mobile imei check করার নিয়ম জেনে গেছি। এবার আমরা জানবো কিভাবে imei check [কোড] করে অফিশিয়াল ফোন চেনা যায়।

তার জন্য প্রথমে আপনার আইএমইআই কোডটি সংগ্রহ করে নিবেন। মানে আমি উপরে যেভাবে mobile imei check করার নিয়ম দেখিয়েছি।

কোডটি সংগ্রহ করার জন্য সবচেয়ে ভালো হয় কোডটি কাগজে নোট করে নিবেন।

তারপরে আপনার মোবাইলের ম্যাসেজ অ্যাপটিতে যাবেন। তারপের নতুন করে একটা ম্যাসেজ লিখবেন।

ম্যাসেজে সেন্ট করার নাম্বার এর জায়গায় 16002 নম্বরটি বসাবেন। এরপর টেক্সট করার অপশনে যাবেন।

সেখানে লিখতে হবে KYD[স্পেস]আইএমইআই কোডটি।

এটা আমি একটু বুঝিয়ে বলি। প্রখমে টেক্সট অপশনে KYD লিখবেন। অবশ্যই তা বড় হাতের হতে হবে। সবচেয়ে ভালো হয় আপনি এটা কপি করে সেখানে পেস্ট করুন।

এরপর একটা স্পেস দিবেন। স্পেস মানে খালি যায়গা। স্পেস দেয়ার জন্য আপনার মোবাইলের কি-বোর্ডের নিচে Space এ ক্লিক করবেন।

তাহলেই স্পেস দেয়া হয়ে যাবে। মনে রাখবেন স্পেস যেনো একটার বেশি না হয়। এরপর আপনার মোবাইল imei কোডটি বসাবেন।

উদাহরণ > KYD *************** এরকম হবে। স্টারগুলো হবে আপনার আইএমইআই কোড।

ম্যাসেজ সেন্ড করার কিছুক্ষন পর রিপ্লাই ম্যাসেজ আসবে। যদি আপনার মোবাইলটি বৈধ হয় তবে, “ডিভাইসটির imei বিআরসি’র ডাটাবেইজে পাওয়া গেছে”। এমনটিই লেখা থাকবে।

আর যদি ফোনটি আনঅফিশিয়াল হয় তবে “ডিভাইসটির imei বিআরসি’র ডাটাবেইজে পাওয়া যায় নি” এমন ম্যাসেজ আসবে।

সম্পর্কিত আরও প্রশ্ন

official phone check online bd

find my device with imei

imei tracker

imei চেক

শেষ কথা:

imei info এবং mobile imei check bd এটা খুবই সহজ। অনেকের জানা নেই তাই আর্টিকেলটি লিখলাম।আর্টিকেলটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ!