iPhone- যার দাম অনেক বেশি। তাই iphone কেনার আগে iPhone IMEI check করে মোবাইলটি বৈধ কিনা তা যাচাই করা বুদ্ধিমানের কাজ।

iphone imei check bd

তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আইফোনের আইএমইআই চেক করবেন। এবং আফোনের IMEI চেক করার পর মোবাইলের বৈধতা যাচাই করার পদ্ধতিও দেখাবো।

আশা করি আজকের ব্লগটি পড়লে আপনার অনেক উপকারে আসবে। তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন।

প্রথমমত আইফোন আইএমইআই একটিই দেখা যায়। আর আইফোনের আইএমইআই চেক করার দুইটি পদ্ধতি রয়েছে।

iphone IMEI check পদ্ধতি

যেমনটি বলেছি, আইফোনের IMEI check করার দুইটি পদ্ধতি রয়েছে। আপনি যেকোনো একটাতে চেক করলেই হবে।

সাধারণত কারো মনে সন্ধেহ থাকলে তারা দুইভাবেই চেক করতে পারে। iphone IMEI check করার সেই দুইটি পদ্ধতি হলো মোবাইলে এবং পিসিতে।

তাই আগে আমরা পিসি দিয়ে আইফোনের IMEI check করার পদ্ধতি দেখাবো। এবং এর পরেই মোবাইলে IMEI চেক করার পদ্ধতি দেখাবো।

পিসিতে iphone imei check করার পদ্ধতি

পিসিতে আর মোবাইলে যে মাধ্যমেই iphone IMEI check করেন না কেনো আগে প্রয়োজন IMEI কোড।

তাই আগে আমরা দেখাবো কিভাবে আপনার আইফোনের আইএমই’আই কোডটি বের করবেন।

আইফোনের আইএমই’আই চেক করার দুইটি নিয়ম রয়েছে। প্রথমত, আপনার মোবাইলের সেটিং থেকে।

এবং পরবর্তী হলো কোড ডায়াল করে। যেমনটি আমি এন্ড্রয়েডে দেখিয়েছি। তাই আগে জেনে নিতে পারেন যে, এন্ড্রয়েডের imei check করার নিয়ম

এবার সেটিং থেকে আইফোনের আইএমইআই চেক করার জন্য মোবাইলের সেটিং এ যাবেন। তারপর একটু স্ক্রল করে নিচে যাবেন।

তারপের General অপশনটিতে যাবেন। সাধারনত General অপশনটি সেটিং এর নিচের দিকেই থাকে।

এরপর General এ ক্লিক করবেন। ক্লিক করার পর আরও অনেকগুলো অপশন পাবেন।

সেখানে About অপশনটি থাকবে। এই অপশনটি সাধারনত সবার উপরে থাকে। About ক্লিক করার পর একটু নিচে আসবেবন।

তারপরে IMEI লেখাটি দেখতে  পাবেন। এবং এর ডানপাশেই পেয়ে যাবেন IMEI নম্বরটি। IMEI নম্বরটি কোনো কাগজে নোট করে নিবেন।

এভাবেই আপনার আইফোনের আইএমই’আই নম্বরটি পেয়ে যাবেন। এছাড়াও আরেকভাবে আইএমই’আই নম্বর চেক করা যায়।

আইফোনে IMEI নম্বর চেক করার নিয়ম।

বিকল্পভাবে চেক করার নিয়ম হচ্ছে কোড ডায়াল করে। তার জন্য আপনার ডায়াল প্যাডে যাবেন। এবং কোড ডায়াল করবেন।

ডায়াল কোড হলো *#06# . এই কোডটি ডায়াল করলেই আপনার আইফোনের আইএমই’আই কোডটি পেয়ে যাবেন।

এবার, কোডটিও পেয়ে গেছি। এখন আপনার পিসি ওপেন করবেন। যাদের পিসি নেই তারা মোবাইল দিয়েই চেক করতে পারবে।

মোবাইল দিয়ে আইফোনের আইএমইআই চেক করার পদ্ধতি নিচে আলোচনা করা আছে।। দেখে নিতে পারেন। যাইহোক,

আপনার পিসি ওপেন করার পর iphone IMEI check লিখে সার্চ করবেন। অথবা link এ ক্লিক করুন।

তারপর Enter IMEI: এ আপনার IMEI কোডটি দিন। এবং Check apple more details এ ক্লিক করবেন।

তারপরে আপনার আইফোনের সকল বিস্তারিত পেয়ে যাবেন। যেমন: মোবাইলটির মডেল, ব্যাটারি থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন।

আর যদি মোবাইলটি নকল হয় তবে, এতো বিস্তারিত পাবেন না।

আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা দেখাবো কিভাবে মোবাইলেই আইফোনের আইএমইআই চেক করবেন।

মোবাইল দিয়ে আইফোন IMEI চেক করার পদ্ধতি।

এর জন্য প্রথমে আপনার সেটিং থেকে IMEI কোডটি সংগ্রহ করে নিবেন। IMEI কোডটি পেয়ে গেলে সেখানে থেকে কপি করে নিতে পারবেন।

কপি করার পর আপনার আইফোনের সাফারি ব্রাউজার ওপেন করবেন। এরপর iPhone IMEI check লিখে সার্চ করলেও হবে।

অথবা Check link ক্লিক করুন। এবং সেই কপি করা লিংকটি পেস্ট করুন। তারপর Check apple more details এ ক্লিক করবেন।

এরপরেই আপনার আইফোনের সকল বিস্তারিত পেয়ে যাবেন। আর এভাবেই আপনার আইফোনের আইএমইআই কোড চেক করতে পারবেন।

শেষ কথা:

আজজকের ব্লগে আমি আইফোনের আইএমই’আই চেক করার নিয়মটি দেখানো চেষ্টা করেছি।

আশা করি আজকের ব্লগটি আপনার উপকারে আসবে। ধন্যবাদ!