যদি কোনো কারণে আপনার মোবাইল হারিয়ে যাওয়ার ভয় থাকে তাহলে google find my device এর সহায়তায় আপনার মোবাইল খুঁজে নিন।
মোবাইল হারানো বা চুরি হওয়ার পর অনেক কষ্ট লাগে।
কারন এই মোবাইল আর ফিরে পাবার কোনো সম্ভাবনা থাকে না।
তাই দামি মোবাইলটা হারেোন গেলেও আর কিছুই করারা থাকে না।

এই মন্তব্যগুলো বলতে পারেনা না জানা লোকের জন্য।
বর্তমানে প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। এখন আর মোবাইল হারানোর ভয় নেই।
সহজেই আপনার হারানো মোবাইল খুঁজে নিতে পারবেন মাত্র ১ মিনিটেই।
হ্যাঁ এমনটাই। আজকে আপনাদের সাথে গুগলের একটি সার্ভিসকে পরিচয় করিয়ে দিবো।
সার্ভিসটির নাম হলো google find my device। যাকে আপনি find my device বলতে পারেন।
এই find my device এর সাহায্যে আপনি খুব সহজেই আপনার হারানো মোবাইল খুজে পেতে পারেন।
কিভাবে আপনার হারানো মাবাইল খুঁজে পাবেন তার বিস্তারিত জেনে নেয়া যাক।
google find my device কি?
এটা আর নতুন করে বলতে হচ্ছে না।
আমরা সবাই জানি যে, গুগল বর্তমানে টেক জায়ান্টগুলোর মধ্যে সবার সেরা। সেরাই বলতে পারেন।
কারন অপারেটিং সিস্টেম থেকে শুরু করে সার্চ ইঞ্জিন পর্যন্ত গুগলের আছে।
ঠিক অপারেটিং সিস্টেম কিংবা গুগল মেইলের মতোই একটা প্রোডাক্ট হলো google find my device।
এটা একটা সফটওয়্যার বা মোবাইল অ্যাপ্লিকেশন। যার এন্ড্রয়েড ভার্ষন রয়েছে গুগল প্লে স্টোরে।
google find my device কিভাবে কাজ করে
আপনাদের কে একবোরেই সহজে বুঝিয়ে বলবো যে, অ্যাপসটি কিভাবে কাজ করে।
google find my device কাজ করে মূলত নেটওয়ার্কের ভিত্তিতে।
তবে এমন কিছু ফিচার রয়েছে যার কাজ আপনি অফলাইনেও করতে পারবেন।
মানে অফলাইনেও আপনার মোবাইল সিকিউর করতে পারবেন।
তবে আপনার হারানো মোবাইল খুঁজে পেতে হলে মোবাইল হারানোর আগে মানে, আপনার মোবাইলটি এখন আপনার হাতে থাকতেই google find my device একটিভ করতে হবে।
একটিভ করার নিয়ম একটু পরেই আলোচনা করছি। তার আগে আরেকটু বিবরণ জেনে নিই।
আপনি যখন একটিভ করবেন তখন, আপনার জিমেইল দিয়ে একটিভ করতে হবে।
যে জিমেইল দিয়ে find my device অ্যাপটি একটিভ করবেন সেই জিমেইল দিয়েই আপনার কম্পিউটারে লগইন করে নিবেন।
যদি কম্পিউটার না থাকে তবে বিকল্প নিয়েও আলোচনা করবো।
গুগলের এই অ্যাপটি পুরোপুরিভাবে একটিভ হয়ে গেলে কম্পিউটারে সার্চ দিবেন যে, “google find my device” লিখে।
তারপরেই আপনার মোবাইলের ডিটেইলস পেয়ে যাবেন।
এখানে ফিচার হিসেবে থাকছে যদি আপনার মোবাইল হারিয়ে যায় তখন আপনি google find my device এর সাহায্যে মোবাইলে রিংটোন বাজাতে পারবেন।
এমনকি যদি আপনার মোবাইল সাইলেন্টও থাকে তবুও আপনি রিংটোন বাজাতে পারবেন।
যার ফলে আপনার মোবাইলটি খুঁজে পাবার বেশ একটা সম্ভাবনা থাকে।
এরিয়া সহ দেখুন
এখানে আপনার এরিয়াও দেখতে পাবেন। যেখানে আপনার হারানো মোবাইলটি আছে সেই এরিয়া দেখতে পাবেন।
তাই আপনার লোকেশনটি ও পেয়ে যাচ্ছেন।
যদি আপনার মনে হয় যে, আপনি আর মোবাইলটি পাবেনন বা উদ্বার করতে পারবেন না।
তখন আপনার মোবাইলের সকল ডাটা রিমুভ করে দিতে পারবেন।
এমনকি চোর যদি আপনার মোবাইলের ডাটা অফ রাখে তবুও আপনার মোবাইলের সকল ডাটা রিমুভ করতে পারবেন।
এটা মূলত কাজ করে অনলাইনেই।
তবে অফলাইনে আপনার কম্পিউটার থেকে মোবাইলের সকল ডাটা রিমূভ করার পরে আপনার মোবাইলে চোরটি যখনই অনলাইনে আসবে তখনই সবকিছু রিমূভ হয়ে যাবে।
ফলে আপনার কোনো তথ্যই চুরি হবে না। মোটামুটি এই অ্যাপসের এই ফিচারগুলো আছে।
এবার জেনে নেয়া যাক যে, কিভাবে google find my device আপনার মোবাইলে অন করবেন।
google find my device অন করুন
এই google find my device সম্পর্কে পুরোটা নিশ্চয়ই জেনে গেছেন। এটা একটা দূর্দান্ত ফিচার বা সার্ভিস।
তাই এক্ষুনই আপনার মোবাইলে এই ফিচারটি চালু করে নিন।
প্রথমে আপনার প্রয়োজন অ্যাপটি। এটি পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে। একেবারেই বিনামূল্যে।
প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন “google find my device” লিখে। তারপরে ইনস্টল করে নিবেন।
তারপর অ্যাপটি ওপেন করে নিবেন। তারপরে আপনার একটা জিমেইল দিয়ে লগইন করে নিবেন।
সেই একই জিমেইল দিয়ে আপনার কম্পিউটারে লগইন করে নিবেন।
তারপরে চেক করার জন্য find my device লিখে সার্চ দিবেন।
তারপরেই দেখতে পাবেন যে, আপনার মোবাইল এবং মোবাইলের মডেল দেখতে পাবেন।
তার সাথে আরও দেখতে পাবেন যে, আপনি কোন নেটওয়ার্কে কানেক্ট আছেন।
বিকল্প বা কম্পিউটার না থাকলে অন্য যেকোনো একটা মোবাইলে সেই ইমেইলটি লগইন করে রাখবেন।
যেটা আপনি google find my device এ সেটআপ করেছেন।
হারিয়ে গেলে বা চুরি হলে করণীয় কি?
প্রথমেই অন্য যে মোবাইলে একই জিমেইল লগইন করেছেন সেই মোবাইলে গুগল ক্রোমে গিয়ে find my device লিখে সার্চ দিবেন।
তাহলে আপনার চুরি হওয়া মোবাইলে যদি ইন্টারনেট কানেক্ট থাকে তবে, সহজেই লোকেশন সহ বিস্তারিত পেয়ে যাবেন।
আর যদি ইন্টারনেট কানেক্ট না থাকে তবে, আপনার মোবাইলের লকস্ক্রিনের লক পর্যন্ত পরিবর্তন করতে পারবেন।
আর যদি মনে হয় মোবাইল পাওয়ার কোনো সম্বাবনা নেই তবে, আপনার মোবাইলে থাকা গুরুত্বপূর্ন ডাটা রিমুভ করে দিতে পারবেন।
শেষ কথা:
যদি এই অ্যাপটির রেটিং দিতে বলা হয় তবে, আমি ১০ এ ৯.৯ ই দিবো। খুবই হেল্পফুল একটা অ্যাপ।
তাছাড়া গুগলের প্রতিটা প্রোডাক্টই অস্থির হয়ে থাকে। তাই আজ এই পর্যন্ত।
আপনি যদি পুরোপুরি google find my device একটিভ করে থাকেন তবে, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।