আপনার গুগল একাউন্টকে হ্যাকের কবল থেকে বাঁচানোর জন্য google 2 step verification অপশন চালু করুন।
বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। ইন্টারনেট আমাদের জীবনকে যেমন সহজ করে তুলেছে, তেমনি আবার কঠিনও করে তুলেছে।
আপনি যখনি ইন্টারনেটে কিছু সার্চ দেন বা যতক্ষন অনলাইনে থাকেন, ততক্ষন পর্যন্ত আপনার সিকিউরিটিতে অনেক বড় ঝুঁকি রয়ে যায়।

আর আমরা অধিকাংশ মোবাইল ইউজাররাই গুগলের জিমেইল দিয়ে লগইন করি। এই গুগল একাউন্টও হ্যাক হয়ে যায়।
তাই গুগলের একাউন্ট যাতে হ্যাক না হয়, সেজন্য গুগল নিয়ে এসেছে google 2 step verification নামে স্ট্রং সিকিউরিটি ফিচার।
আপনি যদি অনলাইনে নিরাপদে থাকতে চান, তবে আপনাকে অবশ্যই google 2 step verification ফিচারটি ব্যবহার করতে হবে।
google 2 step verification কি?
আমরা প্রত্যেকেই জানি যে, যখন আমরা গুগলের জিমেইল একাউন্ট খুলে থাকি তখন একটা নম্বর এড করে থাকি।
এবং একাউন্ট খুলতে একটা ওটিপি দিয়ে লগইন করে থাকি। মানে আমরা যখন নম্বরটা দিয়ে থাকি। তখন সেই নম্বরে একটা ওটিপি পেয়ে থাকি এবং সেই সাথে ওটিপি দিয়ে একাউন্টটি সম্পূর্ন করে থাকি।
- আপনার জন্য: জিমেইল একাউন্ট খোলার নিয়ম।
এই ওটিপি দিয়ে একাউন্ট খুললে সেটা হলো 1 step verification। এবং আপনার সেই জিমেইলের সিকিউরিটি হলো ওয়ান লেয়ার বা 1 step সিকিউরিটি।
এটার মাধ্যমে আপনার জিমেইলকে শক্ত করে থাকে। যার ফলে আপনার অনলাইন জগতের তথ্য নিরাপদে থাকে।
কিন্তু এত কিছুর পরও হ্যাকাররা বা বিভিন্ন সংস্থাগুলো আপনার তথ্য চুরি করতে পারে। এই সমস্যার পরই গুগল নিয়ে এলো টু স্টেপ ভেরিপিকেশন ফিচার।
এবং এই ফিচারটি একবার চালু করলে আপনার একাউন্টের পাসওয়ার্ড জানলেও, কোনো মতেই আপনার জিমেইল একাউন্টে লগইন করতে পারবে না।
- আপনার জন্য: ফেসবুক একাউন্ট ভেরিফাই করুন।
গুগলের এই ফিচারটি যদি অন করেন, তাহলে আপনার অনলাইন জগতের নিরাপত্তা আর জোরদার হবে। তাই আজকে আপনাদের দেখাবো কিভাবে গুগলের টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন।
আপনি যদি google 2 step verification চালু করতে চান তবে, আগে আপনাকে জিমেইল অ্যাপটি ডাউনলোড করতে হবে।
যদি আপনি এন্ড্রয়েড ইউজার হয়ে থাকেন, তাহলে আগে থেকেই জিমেইল ইন্সটল করা থাকবে।
2 step verification চালু করার নিয়ম।
চালু করার জন্য শুধু জিমেইল অ্যাপ হলে হবে না। প্রথমে মোবাইলে জিমেইল একাউন্ট খোলা থাকতে হবে। আর যদি না খুলে থাকেন তবে খুলে নিন।
আমি উপরে লিংক দিয়ে দিয়েছি। একাউন্ট খোলার পরে দেখতে পাবেন আপনার একটা প্রোফাইল তৈরি হয়ে যাবে। সেই প্রোফাইলে ট্যাপ বা ক্লিক করলে একাউন্টে প্রবেশ করবেন।
অথবা এখানে ক্লিক করে ডাইরেক্ট টু স্টেপ পেজ ওপেন করুন।
- আপনার জন্য: মোবাইল দিয়ে লোকেশন দেখুন
তারপরে আপনার প্রোফাইলে ট্যাপ করার পর নিচে দেখতে পাবেন “ম্যানেজ ইউর গুগল একাউন্ট” সেখানে ক্লিক করলে এক নতুন পেজ ওপেন হবে।
যেখানে আপনি পেয়ে যাবেন জিমেইলের যাবতীয় সব ফিচার। এখানে থেকে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
এমনকি আপনার সিকিউরিটি স্কোরও চেক করতে পারবেন। যেমন আপনার সিকিউরিটিতে কোনো সমস্যা আছে কিনা?
বা আপনার একাউন্টকে আরও নিরাপদ করতে কি কি একশন নিতে হবে সব সাজেশন পেয়ে যাবেন।
- আপনার জন্য: qr code কি? এবং কিভাবে একটি qr code বানাবেন
যেহেতু আমরা সিকিউরিটি স্ট্রং করবো, তাই google 2 step verification চালু করার জন্য উপরের লেআউটে অনেকগুলো পেজ দেখতে পাবেন।
সেখান থেকে সিকিউরিটি পেজে ট্যাপ করুন। ট্যাপ করলে একটু নিচেই দেখতে পাবেন 2 step verification নামে একটা অপশন।
আপনারা যেহেতু নতুন করে google 2 step verification চালু করবেন। তখন সেখানে 2 step verification off লেখা থাকবে।
- আপনার জন্য: ফেসবুক পেজ খুলুন মোবাইল দিয়ে।
এবং সেই লেখার উপরে ট্যাপ করলেই নতুন আরেকটা পৃষ্ঠায় নিয়ে যাবে। এবং সেখানে অনেক লেখা দেখতে পাবেন।
যেমন: আপনার একাউন্টকে আর শক্ত করুন। কিংবা অপরিচিত ডিভাইস থেকে লগআউট করুন। ইত্যাদি বিষয়। একটু স্ক্রল করলে দেখতে পাবেন get started । এবং সেখানে ট্যাপ করে দিন।
চালু করতে যা যা করতে হবে
শুরু করার জন্য get started এ ট্যাপ করার পর সিকিউরিটি পেজে নিয়ে যাবে। এবং আপনার একাউন্টের পাসওয়ার্ড চাইবে।
পাসওয়ার্ড দেয়ার পর Next বাটনে ক্লিক করবেন। যদি পাসওয়ার্ড ভূলে যান তবে রিকভারি করে নিবেন।
পাসওয়ার্ড ঠিক থাকলে যেই ডিভাইস থেকে সাইনইন করেছেন সেই ডিভাইস দেখাবে। যেমন ধরুন মোবাইলে লগইন করেছেন।
তখন আপনার মোবাইলের মডেল এবং ডিভাইস নাম দেখাবে। তারপরে Continue তে ট্যাপ করবেন। তারপরে আপনার একটা ব্যাকআপ অপশন আসবে।
ব্যাকআপ অপশন বলতে বোঝায় আপনার একাউন্টটি যদি অন্য কোনো ডিভাইসে লগইন হয়, তখন আপনার সেই নম্বরে ম্যাজেস আসবে যেটা আপনি ব্যাকআপ অপশনে সিলেক্ট করেছেন।
এবং সেই নম্বরে টেক্সট অথবা কল অপশন থাকবে। তবে আমার মতে টেক্সট অপশন সিলেক্ট করলে বেস্ট হবে।
- আপনার জন্য়: রবি ফ্রি ১ জিবি বোনাস!
তারপের আপনার নম্বরে একটা ম্যাসেজ যাবে। এবং সেখানে একটা কোড থাকবে। কোডটি বসিয়ে দিন।
তবে মনে রাখবেন এমন একটা সিমের নম্বর দিবেন যেটা আপনি অনেকদিন ব্যবহারের রয়েছে। তারপরে আপনার কাজ শেষ Turn on এ ক্লিক করে দিবেন।
সাথে সাথে google 2 step verification চালু হয়ে যাবে। এবং আপনার জিমেইলে মেইল চলে আসবে।
google 2 step verification কিভাবে কাজ করে?
আশা করি 2 step verification সফলভাবে চালু করতে পেরেছেন। যদি চালু করতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানান।
এখন কথা হচ্ছে আমি তো গুগলের 2 step verification চালু করলাম তাহলে এটি কিভাবে কাজ করবে বা আমি বুঝবো কিভাবে?
এটা বুঝতে পারবেন তখনই যখন কেউ আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে অন্য কোনো মোবাইলে লগইন করবে।
আপনি যে ডিভাইসে আপনার একাউন্টের 2 step verification চালু করেছেন সেই ডিভাইসে একটা পপ আপ ম্যাসেজ আসবে।
যেখানে বলা থাকবে আপনি কি এই ডিভাইসে লগইনের অনুমতি দিবেন কিনা? যদি দিতে ইচ্ছুক তখন ইয়েস এ প্রেস করবেন।
আর যদি মনে করেন যে আপনি ডিভাইসটি চিনেন না বা জানেন না তভন আপনি নো বাটনি ক্লিক করলে সেই ডিভাইসে আর লগইন হবে না।
শেষ কথা:
আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি google 2 step verification সম্পর্কে। যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয়, তাহলে কমেন্ট করে জানান।
আর আমাদের এই সাইটের জন্য আপনার যদি কোনো সাজেশন থাকে, তবে কমেন্ট করে জানাতে পারেন।