বর্তমান সময়ে অনেকেই ফ্রী ফায়ার গেমটি খেলে থাকে। এবং অনেকে পুরনো মোবাইলে ফ্রী ফায়ার গেম খেলেছে এখন ফ্রি ফায়ার খেলার জন্য নতুন মোবাইল কিনবে সেজন্য Free fire খেলার জন্য কোন মোবাইল ভালো এরকম একটা চিন্তায় থাকে।

Free fire খেলার জন্য কোন মোবাইল ভালো

যারা নিয়মিত ফ্রি ফায়ার গেম খেলে থাকে তাদের অনেকের মোবাইল হ্যাং অথবা স্লো হয়ে যায়।

সেক্ষেত্রে অনেকে অনেক নতুন মোবাইল কিনেছে এরপরেও ফ্রি ফায়ারের জন্য যথাযথ ঠিক কোন মোবাইলটি ভালো হবে সেটা এখনো তাদের আইডিয়ায় হয়নি।

ঠিক এই কারণেই অনেকে বারবার ফ্রী ফায়ার খেলার জন্য কোন মোবাইল ভালো তা বুঝতে না পারায় নতুন মোবাইল কিনা নিয়ে অনেক সংশয় থাকেন।

তাই প্রতিটা ফ্রী ফায়ার লাভার এর উদ্দেশ্য করে আমি আজকের এই কনটেন্টের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দিবো যে বর্তমান সময়ে Free fire খেলার জন্য কোন মোবাইল ভালো হবে।

এবং এটাও মাথায় রেখেছে যে ভালো মোবাইল বলতেই অনেক দামি বা 30 থেকে 40 হাজার টাকার মোবাইল সাজেস্ট করব এমনটা কিন্তু নয়।

আমি আপনাদেরকে একেবারে লো বাজেটের মধ্যে সবচেয়ে ভালো এবং পারফেক্ট মোবাইলটি সাজেস্ট করব যেটা দিয়ে আপনারা ফ্রি ফায়ার খেলার সময় অনেক ভালো পারফর্ম পাবেন।

সব কিছু বিবেচনা করে আমি আজকের এই কনটেন্টটি খুবই ছোট আকারে পাবলিশ করব।

এর কারণ হচ্ছে আপনারা ঠিক যে মোবাইলটি খুঁজছেন সেই মোবাইলটির বিস্তারিত যাতে আমি সহজে এবং সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সেজন্য আজকের কনটেন্ট খুবই ছোট হবে।

Free fire খেলার জন্য ভালো মোবাইল কতটা দরকার?

আসলে free fire থেকে শুরু করে pubg এবং অনলাইন যত গেম আছে সবগুলো হাই কোয়ালিটির গ্রাফিক্স দিয়ে নির্মিত গেম।

তাই এই গেমগুলো খেলার জন্য মোটামুটি একটা ভালো মানের মোবাইলের প্রয়োজন হয়।

আর যেহেতু আমাদের দেশে ফ্রী ফায়ার এবং পাবজি অনেক প্লেয়ার আছে তাই তারা তাদের গেম এক্সপেরিয়েন্স আরো বাড়ানোর জন্য তারা ভালো কোয়ালিটির মোবাইল ফোন খুঁজে থাকে।

কিন্তু ভালো কোয়ালিটির মোবাইল ফোন খোঁজাটাতে সমস্যা নেই। এখানে মূল সমস্যা আসে বাজেটের মধ্যে।

সহজভাবে বলতে গেলে সবাই ভালো মোবাইল প্রত্যাশা করলেও বাজেটের কারণে ভালো মোবাইল কেনা হয় না।

এজন্য অনেকেই ফ্রী ফায়ার খেলার জন্য ভালো মোবাইল সিলেক্ট করতে পারে না।

এতে তাদের গেম এক্সপেরিয়েন্সে অনেক সমস্যা হয়। যেমন পরবর্তীতে তারা লো কোয়ালিটির মোবাইল কিনে।

পরে আর ভালোভাবে গেম খেলা হয় না। কিছুক্ষণ পর পর মোবাইল হিট হয়ে যায় কিংবা স্লো হয়ে যায়।

তাই সহজে বলা যায় যে ফ্রী ফায়ার খেলার জন্য ভালো কোয়ালিটির মোবাইল খুবই গুরুত্বপূর্ণ।

সেজন্য বাজেটের মধ্যে ফ্রী ফায়ার খেলার জন্য একটা ভালো কোয়ালিটির মোবাইল নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব।

২০২৩ সালে Free fire খেলার জন্য কোন মোবাইল ভালো হবে?

বর্তমানে বাজারে অসংখ্য ভালো মোবাইল দেখা যায়। এমনকি এখনকার সময় মোবাইল কোম্পানিগুলো গেম ইউজার টার্গেট করে মোবাইল তৈরি করে।

তাই আপনি যখনই কোন মোবাইল কিনতে যাবেন তখন দেখবেন যে সেই মোবাইলগুলোর র‍্যাম এবং প্রসেসর সবগুলো গেম খেলার জন্য উপযোগী।

সেজন্য নতুন মোবাইল কিনতে গেলে অনেকে অনেক দ্বিধায় পড়ে।

টেকনো মোবাইল

বর্তমান সময় খুবই স্মুথলি এবং ফাস্ট গেম এক্সপেরিয়েন্স এর মধ্যে অন্যান্য মোবাইলের সাথে সমানভাবে টেক্কা দিয়ে টেকনো মোবাইল ভালো একটা অবস্থানে রয়েছে।

তাই আজকে আমি টেকনোলজি মোবাইলটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে tecno spark 10 pro। এ মোবাইলটি সম্প্রতি বাজারে এসেছে।

তাই বলা যায় মোবাইলটি সম্পূর্ণ নতুন মডেলের। টেকনো সবসময় ইউজার ফ্রেন্ডলি এবং ভালো ইউজার এক্সপেরিয়েন্স মোবাইল তৈরি করে থাকে।

যদিও তাদের মোবাইল গুলো নিয়মিত দেখা যায় না। অর্থাৎ তারা নিয়মিত তাদের মোবাইল গুলো লঞ্চ না করলেও প্রত্যাশিতভাবে খুব ভালো একটি মোবাইল লঞ্চ করে।

তাহলে চলুন আমরা এখন tecno spark 10 pro সম্পর্কে একটু ভালোভাবে জেনে নেই।

মোবাইলটিতে রয়েছে 6.8 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি স্ক্রিন।

এবং এটিতে আছে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ফুল এইচডি ভিডিও রেকর্ডিং অপশন।

সামনের ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরা হচ্ছে ৩২ মেগাপিক্সেল। এবং মোবাইলটিতে রয়েছে ৫০০০ mAh ব্যাটারি।

সেই সাথে ১৮ ওয়ার্ডের সুপারফাস্ট চার্জিং। আর মোবাইলটিতে দুই ভেরিয়েন্ট র‍্যাম রয়েছে। ৪ জিবি এবং ৮ জিবি।

প্রসেসরের দিক দিয়ে দেখতে গেলে ২.০ গিগাহার্জ অক্টাকোর সিপিইউ। এবং প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলোই জি ৮৮।

আর ইন্টারনাল স্টোরেজ হিসেবে থাকছে ১২৮ জিবি রম।

এছাড়াও আরো অন্যান্য অনেক ফিচার রয়েছে। সাধারণত মোবাইল ফোন কিনতে গেলে ওই ফিচারগুলোর দিকে তেমন একটা লক্ষ্য করা হয় না।

তাই আমি পোস্টটি সংক্ষেপ করার স্বার্থে ওই ফিচারগুলো উল্লেখ করলাম না।

Free fire খেলার জন্য মোবাইলটি কতটুকু ভালো?

আমাদের দেশে সাধারণত ফ্রী ফায়ার গেমটি খেলার জন্য প্লেয়াররা মিড বাজেটের (মিডিয়াম বাজেট) মোবাইলের দিকে অনেক ফোকাস করে।

সাধারণত মিড বাজেটের মোবাইল গুলো দিয়ে অনায়াসে ফ্রী ফায়ার গেমটি খেলা যায়।

তবে সমস্যা হচ্ছে বেশি দিন খুব ভালো পারফর্ম পাওয়া যায় না।

বর্তমান সময়ে মোবাইলের চিপ সংকট এর কারণে মোবাইলের দাম বেড়ে যাওয়ায় আগের মত মোবাইল কেনায় খুব ভালো একটা আন্দাজ করা যায় না।

তাই আমি আপনাকে বলব আপনি যদি ফ্রি ফায়ার গেমটি খুব ভালোভাবে এনজয় করতে চান তাহলে টেকনোর সর্বশেষ মোবাইল tecno spark 10 pro মোবাইলটি দেখতে পারেন।

অনেক টেক ইউটিউবার এর রিভিউ থেকে জানা যায় যে মোবাইলটি এই বাজেটের মধ্যে ফ্রী ফায়ার খেলার জন্য খুব ভালো হবে।

মোবাইলটির দাম হচ্ছেঃ

৳15,690 4/128 GB
৳17,990 8/128 GB

এছাড়াও বাজারে আরো অন্যান্য ব্র্যান্ডের মোবাইল গুলো ফ্রী ফায়ার খেলার জন্য খুব ভালো মোবাইল হিসেবে গণ্য হয়।

যেমন এর মধ্যে খুব জনপ্রিয় মোবাইল ব্যান্ড হচ্ছে শাওমি। যাদের মোবাইল পারফর্ম খুব ভালো।

কারণ তাদের মোবাইলগুলোতে চিপ অনেক স্ট্রং হয়ে থাকে। এবং বাজেটের মধ্যে মোবাইল গুলো পাওয়া যায়।

তবে এই মুহূর্তে তাদের কোন লেটেস্ট মডেল না থাকায় আমি এই পোস্টটিতে শাওমি সম্পর্কে কোন আপডেট দিতেছি না।

তবে যখনই তাদের কোন নতুন মোবাইল রিলিজ হবে আমি সাথে সাথে পোস্টটি আপডেট করে দেব।

যাতে করে আপনারা শাওমি ব্র্যান্ডের কোন মোবাইল দিয়ে ফ্রী ফায়ার খেললে ভালো হবে তা জানতে পারেন।

এছাড়া আমি অনেক আর্টিকেল দেখেছি যেগুলো বিগত দুই বছর আগের আপডেট দিয়ে রেখেছে। যেখানে অনেক পুরাতন মোবাইলের মডেলের কথা উল্লেখ করা হয়েছে।

তাই আমি সেরকম কিছু না করে নতুন এই মুহূর্তে আপাতত একটা মডেলের কথা উল্লেখ করেছি। নতুন রিলিজ হওয়ার সাথে সাথে আমি আরো মডেল যুক্ত করব।

শেষ কথাঃ

আপনি যদি Free fire খেলার জন্য একটি ভালো মোবাইল কেনার কথা চিন্তা করেন তাহলে আপনার জন্য এখানে সেরা কিছু সাজেশন রয়েছে।

তাই পুরো পোস্টটি আপনি মনোযোগ সহকারে পড়লে বুঝতে পারবেন যে আপনি ফ্রি ফায়ার খেলার জন্য কোন মোবাইলটি কিনলে সবচেয়ে ভালো হবে।