বর্তমান সময়ে মানুষের জানার আগ্রহের শীর্ষে রয়েছে ফরেক্স ট্রেডিং মার্কেট সম্পর্কে। ফরেক্স ট্রেড সম্পর্কে অনেকে অনেক জায়গায় শুনে থাকে।

বর্তমান সময়ে অনেকে ফরেক্স ট্রেড করে অনেক টাকা ইনকাম করে। তাই আপনিও যদি ফরেক্স ট্রেড করে টাকা ইনকাম করতে চান তাহলে আগে ফরেক্স ট্রেডিং শিখতে হবে। আপনি যদি ফরেক্স ট্রেডিং শিখতে চচান তাহলে এখানে ব্যাসিক গাইডলাইন পেয়ে যাবেন।

কিন্তু আদৌতে ফরেক্স ট্রেডিং কি? এবং কিভাবে ফরেক্স ট্রেড করতে হয়। এই সব বিষয়ের বিস্তারিত, রিসোর্স এবং সঠিক তথ্যের মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করবো।

ফরেক্স ট্রেডিং নিয়ে যে সকল প্রশ্ন তৈরি হয় তা হলোঃ

  1. ফরেক্স ট্রেডিং কি বাংলাদেশে বৈধ?
  2. ফরেক্স ট্রেডিং কি হালাল?

এছাড়াও আপনি আজকের ব্লগ থেকে যা কিছু জানতে পারবেন তা হলোঃ

  • ফরেক্স ট্রেডিং স্ট্রাটেজি
  • ফরেক্স ট্রেডিং শিখুন
  • ফরেক্স ট্রেডিং কিভাবে করে
  • কিভাবে ফরেক্স ট্রেডিং করে আয় করবেন
  • ফরেক্স ট্রেডিং এর সময়

ফরেক্স ট্রেডিং কি?

যারা ফরেক্স শুরু করতে চান তাদের অনেকের হয়তো জানা আছে যে ফরেক্স ট্রেডিং কি? এখন, যারা জানেন কিংবা যারা নতুন তাদের সবাইকে আবার বলে দিচ্ছি।

ফরেক্স ট্রেডিং হলো ফরেন এক্সচেঞ্জ। যেখানে বৈদেশিক মুদ্রার লেনদেন হয়ে থাকে। তাই এটাকে বৈদেশিক মুদ্রা বাজার বলে। কিছু বৈদেশিক মুদ্রা যেমনঃ USD, EUR ইত্যাদি।

এই ফরেক্স ট্রেড সম্পর্কে আজান জন্য কিছু স্ট্রাটেজি করতে হবে। তাহলেই বুঝতে পারবেন যে বিষয়টি আসলে কি??

ফরেক্স ট্রেডিং স্ট্রাটেজি

বর্তমান সময়ে তো আমরা প্রায়ই শুনে থাকি যে অমুক তমুক ফরেক্সে ট্রেন্ড করে হাজার কিংবা লাখ টাকা আয় করেছে।

কিন্তু আসলেই আয় করেছে কিনা? কিংবা কিভাবে এই আয়টা হয়েছে। তা জানার জন্য আমি একটা ফরেক্স ট্রেডিং স্ট্রাটেজি করেছি।

তাহলে দেখে নিন সেই স্ট্রাটেজি কি বলছে। ফরেক্স ট্রেড কিভাবে কাজ করে। তাহলে আপনি যদি ফরেক্স মার্কেটে আসতে চান আপনার জন্য অনেক কিছু জানার থাকবে।

ফরেক্স ট্রেন্ড এর প্রথম এবং প্রধান বিষয় হচ্ছে বাজার উঠানামার বিষয়।

যেমনঃ আপনার কাছে $100 ডলার আছে। এখন এই $100 ডলার আমাদের কারেন্সি অর্থাৎ BDT তে 85 টাকা করে। যার মূল্য দাঁড়ায় 100*85= 8500 .

এখন, আপনি জানতে পেরেছেন যে ডলারের দাম বেড়ে গেছে। যেখানে ডলারের বর্তমানমূল্য 88 টাকা। এবার আপনি যদি সেই ডলার বিক্রি করেন তাহলে আপনি পাচ্ছেন 100*88 = 8800 .

এখানে আপনার লাভ হচ্ছে 8800-8500 = 300 . তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার ডলারের পরিমান একই ($100)।

কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 300 টাকা মুনাফা। অথচ, আমরা যদি বাংলাদেশের বাজারের কথা বলি তাহলে আমাদের পকেটে যদি ১০০০ টাকা থাকে তাহলে সেটার মান ১০০০-ই হবে।

আবার $50 ডলার থাকলে সেটাও $50 ডলার ই হবে। ১ মিনিট,, যখন বলেছি ৫০ ডলার থাকলে ৫০ ডলারই হবে তখন আবার আপনাদের কনফিউশন লাগছে।

আসল কথা হলো কারেন্সির মান রীতিমতো পরিবর্তন হতে থাকে। আপনাদেরকে একটা উদদাহরণ দিই।

আজ থেকে ৫ বছর আগে ডলার প্রতি মূল্য ছিলো ৫৬ টাকা। যেটা এখন বেড়ে দাঁড়িয়েছে ৮৫ (স্বাভাবিক বাজার) থেকে ৯০ (অস্থিতিশীল বাজার) টাকা।

ডলারের দাম কিভাবে পরিবর্তন হলো? এটার অনেকগুলো কারণ রয়েছে। তবে গুরুত্বপূর্ণ কারণ হলো Purchasing power parity (PPP) বা ক্রয়ক্ষমতা সমতা।

উইকিপিডিয়া থেকে PPP সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। [তথ্যসূত্র উইকিপিডিয়া]

আর, নিচের ভিডিওটিতে ফরেক্স ট্রেডিং এর (A – Z) রয়েছে। যদিও হিন্দিতে রয়েছে তবে বিষয়টি খুবই উপকারি।

ফরেক্স ট্রেডিং কিভাবে করে

ফরেক্স ট্রেডিং স্ট্রাটেজিতে আমি শুধুমাত্র ফরেক্স ট্রেডিংয়ের একটা ওভারভিউ আলোচনা করেছি। “ফরেক্স ট্রেডিং শিখুন” সেকশনে ফরেক্স ট্রেডিং সম্পর্কে আরও জানতে পারবেন।

ফরেক্স ট্রেডিং কিভাবে করে

মূলত কোনো বৈদেশিক কারেন্সি কিনে তা আবার মূল্য বৃদ্ধির সাথে সাথে বিক্রয় করাকে বুঝায়। এই কারেন্সি অনেক দেশের হতে পারে।

যেমনঃ আমেরিকান ডলার, ইউরোপীয় ইউরো, রিয়াল আরও অনেক কারেন্সি রয়েছে। এখন আপনি চাচ্ছেন যে ফরেক্স ট্রেড করবেন।

ফরেক্স ট্রেড মূলত মানি এক্সচেঞ্জ মার্কেট। এখানে আপনি এক দেশের টাকাকে অন্য দেশের টাকায় রুপান্তর করার মাধ্যমে ট্রেড করতে পারবেন।

উদাহরণস্বরূপঃ আপনি আজকে ১ ডলার কিনেছেন ৯০ টাকা করে। আবার কালকে সকালে দেখেছেন যে ১ ডলারের দাম ৯৫ টাকা হয়ে গেছে।

এখন আপনি যদি আপনার সেই ১ ডলার বিক্রি করে দেন তাহলে আপনি সহজেই ৯৫-৯০= ৫ টাকা লাভ করতে পারছেন।

তবে, এখানে যেমন লাভের অপার সম্ভাবনা রয়েছে তেমনি ক্ষতিরও সম্ভাবনা রয়েছে। ফরেক্স ট্রেড করে অনেকে দেউলিয়া হয়ে যাচ্ছে।

আসল কথা ফরেক্স মার্কেটিং এ কাজ করতে হলে ফরেন এক্সচেঞ্জ সম্পর্কে প্রচুর ধারণা এবং উপস্থিত বুদ্ধি থাকতে হবে।

এবার আসল কথায় আসা যাকঃ আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে, ফরেক্স ট্রেডিং কিভাবে করে?

১. কারেন্সির জোড়া নির্বাচন

ফরেন মার্কেটিং এ প্রথম এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একজোড়া কারেন্সি নির্বাচন করতে হবে। যেমনঃ USD, EUR।

একজোড়া নির্বাচনের কারণ হচ্ছে আপনি সরাসরি বাংলাদেশি টাকা (BDT) তে ট্রেড করতে পারবেন না। ট্রেড করার জন্য জনপ্রিয় একটি কারেন্সি সিলেক্ট করতে হবে।

এখানে সিলেক্ট করা বলতে আপনাকে বাংলাদেশি টাকা দিয়ে ডলার কিনতে হবে। ডলার কেনার পর সেই ডলারের মাধ্যমে ট্রেড করতে হবে।

কেনা/বেচার সময় কারেন্সি জোড়ার (USD, EUR) যে পরিমান(ইউনিট) নির্ধারন করেন তাকে লট বলা হয়।

২. মার্কেট এনালাইজ

আজকের মার্কেট কেমন যাচ্ছে। যে কারেন্সিতে ট্রেড করেছেন সেই কারেন্সির দাম কতটা উঠানামা করছে।

কখন ট্রেড করলে লাভজনক হবে কিংবা কখন উইথ ড্র করলে লাভজনক হবে এ সকল কাজ মার্কেট এনালাইসিস এর মধ্যে রয়েছে।

তবে মার্কেট এনালাইসিস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পাট হচ্ছে ফরেক্স ট্রেডিং এর সময়। ফরেক্স সময় নিয়ে নিচে বিস্তারিত আলোচনা রয়েছে।

৩. জোড়া মুদ্রার মূল্য দেখা

আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন যে ডলার কিনে ইউরোতে ফরেন মার্কেটে এক্সচেঞ্জ করবেন তখন ডলার এর বাজারমূল্য এবং ইউরোর বাজারমূল্য যাচাই বাচাই করতে হবে।

ডলারে কম টাকায় কিনে এবং ইউরোতে বেশি রেটে এক্সচেঞ্জ করতে পারেন তাহলে আপনার জোড়া মুদ্রার শক্তিশালী মুদ্রাটির মূল্য বেশি হবে।

৪. আপনার পজিশন নির্বাচন করুন

আপনি যখন ফরেক্স কিংবা শেয়ার বাজার, যেখানেই ইনভেস্ট করেন আপনার প্রত্যাশা থাকে উপরের দিকে। মানে বাজারের বেশি রেটে বিক্রি করা।

আবার যখন ফরেক্স বাজারে ডলার কিনবেন (আমরা প্রাইমারি কারেন্সির উদারহণ দিচ্ছি) তখন চাইবেন যে কম রেটে ডলার কেনার জন্য।

কারণ, কম রেটে ডলার কিনলে ফরেন বাজারে যে মুদ্রার সাথে এক্সচেঞ্জ করবেন সেই মুদ্রার মান বেশি পাবার সম্ভাবনা রয়েছে।

নোটঃ শুধুমাত্র কম রেটে কেনায় লাভ করা যায় না। আরও অনেক কারণ জড়িয়ে থাকে। যেটা পুরো ব্লগটি পড়লে বুঝতে পারবেন।

উপরের যে চারটা পয়েন্ট উল্লেখ করেছি তার সবগুলো ডেমো একাউন্টে প্র‌্যাকটিস করার সময় মনোযোগ দিয়ে কাজে লাগাবেন।

অর্থাৎ ট্রেড করার সময় এই চারটা বিষয় মনোযোগ দিয়ে কাজে লাগালে সহজেই ফরেনে লাভবান হতে পারবেন।

মূলত একজন ট্রেডার ফরেক্স ট্রেডিং করার সময় ১. জোড়া কারেন্সি নির্বাচন, ২. মার্কেট এনালাইজ, ৩. জোড়া মুদ্রার আপডেট মূল্য দেখা ৪. যে পজিশনে বেশি লাভ হবে সেই পজিশন নির্বাচন করে।

ফরেক্স ট্রেডিং শিখুন

ফরেক্স ট্রেড স্ট্রাটেজি অনেকের মাথার উপর দিয়ে গেছে। ফরেক্স ট্রেড এর মূল বিষয় হচ্ছে আপনি কোনো কারেন্সিতে বিনিয়োগ করা।

এবং সেই কারেন্সির মান যখন বেড়ে যাবে তখন আপনি সেই টাকা আপনার হাতে নিয়ে আনবেন। অর্থাৎ অন্য কারেন্সি গুলো আপনার কারেন্সিতে উইথড্র করবেন।

তাহলে যে পরিমান কারেন্সির পার্থক্য পেয়েছেন সেটাই আপনার লাভ/লোকসান। তবে, আমি যত সহজভাবে বলে গেছি ব্যাপারটা তত সহজ নয়।

ফরেক্স ট্রেডিং শেখার জন্য অফিশিয়ালি সুযোগ কম রয়েছে। কারণ, যারা ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানে তারা তেমন একটা শেয়ার করে না।

যাইহোক! কিছু রিসোর্স এর সহায়তায় এখন আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ফরেক্স ট্রেড করতে হয়।

মনে করেন যে ফরেক্স ট্রেড শেখার ব্যাসিক একটা গাইডলাইন। তবে এডভান্স নিয়েও আলোচনা করবো। কিন্তু আজকের ব্লগে না, অন্য আরেকটি ব্লগে।

আরেকটা কথা বলি যে, ফরেক্স ট্রেড করে কিভাবে আয় হয় তা আপনাদেরকে পরিষ্কার কোনো ধারণা দেই নি।

এখানে লাভ বা ক্ষতি হয় মূলত দুইটা কারেন্সির রেট এর তফাৎ এ। এটাও হয়তো বুঝতে কষ্ট হবে। আরেকটু নিচে পরিষ্কার ধারণা রয়েছে।

ফরেক্স ট্রেড শেখার সহজ এবং কার্যকরী উপায় হচ্ছে ডেমো অ্যাকাউন্ট। আমরা ইউটিউবে কিংবা ফেসবুকে অনেক ফরেন এক্সচেঞ্জ সফটওয়্যার দেখি।

বেশিরভাগ ক্ষেত্রেই সেটা বিজ্ঞাপন আকারে আসে। মূলত ওই অ্যাপ বা ওয়েবসাইটগুলোতে ট্রেড করা করা।

সেই সাইটগুলোতে আগে একটা ডেমো একাউন্ট তৈরি করতে হবে। বলে রাখি যে, ফরেন এ প্রায় চার ধরনের একাউন্ট রয়েছে।

১. ফরেক্স একাউন্টঃ

ফরেক্স অ্যাকাউন্ট ব্যবহার করে কারেন্সি এক্সচেঞ্জ করা হয়। লট সাইজের উপর নির্ভর করে চার ধরনের ফরেক্স একাউন্ট হয়ে থাকে। যেমনঃ

  • স্ট্যান্ডার্ড ফরেক্স অ্যাকাউন্টঃ এই ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতি লটে ১০০,০০০ ডলার পর্যন্ত ট্রেড করা যায়।
  • মিনি ফরেক্স অ্যাকাউন্টঃ এই ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতি লটে ১০,০০০ ডলার পর্যন্ত ট্রেড করা যায়।
  • মাইক্রো ফরেক্স অ্যাকাউন্টঃ এই ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতি লটে ১০০০ ডলার পর্যন্ত ট্রেড করা যায়।
  • ন্যানো ফরেক্স অ্যাকাউন্টঃ এই ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতি লটে ১০০ ডলার পর্যন্ত ট্রেড করা যায়।

উল্লেখ্য যে, প্রতি লটে যত বেশি ট্রেড করা যাবে, লিভারেজ এর জন্য তত বড় অংকের মুদ্রা ট্রেড করা যাবে।

এখানে লিভারেজ নামটি হয়তো আর শুনেন নি। চলুন লিভারেজ নিয়ে একটা ব্যাসিক আলোচনা করা যাক।

২. লিভারেজ কি?

ফরেক্স মার্কেট এ লিভারেজ পাওয়া যায় এই লিভারেজ মানে হলো আপনি কত লোন নিবেন। ১. ১০০ লিভারেজ মানে হলো আপনি আপনার একাউন্ট এর ১০০ গুন লোন নিলেন।

এখন আপনার একাউন্ট ব্যালান্স যদি ১০০ ডলার হয় তাহলে আপনার একাউন্ট এর পরিমান হবে ১০০*১০০ = ১০০০০ ডলার।

কিন্তু আপনার একাউন্ট ব্যালান্স শো করবে ১০০ ডলার। কিন্তু আপনি ১০০০০ ডলার সমমানের ট্রেড ওপেন করতে পারবেন। [উৎস: fxhelpbd.com]

আপনি যদি বেশি লিভারেজ নেন তাহলে বেশি লটে ট্রেড করতে পারবেন। লট সম্পর্কে উপরে আলোচনা রয়েছে।

আপনি যদি বেশি লটে ট্রেড করেন তাহলে ব্রোকার বেশি কমিশন পাবেন। এবার ব্রোকার সম্পর্কে জানা যাক।

যদিও লিভারেজ, ব্রোকার লট ইত্যাদি সম্পর্কে আগেই আলোচনা করা উচিত ছিলো। আপনাদেরকে মূল থিউরি বুঝানোর জন্য আগে ওভারভিউ করেছি।

৩. ব্রোকার কি?

আমি হয়তো আগেই বলেছি যে, ফরেক্স ট্রেড করার সময় কারেন্সির জোড়া নির্বাচন করতে হয়। অর্থাৎ ফরেক্স বাজারে জোড়া মুদ্রার ক্রয় বিক্রয়ের মাধ্যমে ট্রেড হয়ে থাকে।

আপনাদের হয়তো জানার কথা যে ফরেক্স মার্কেট সম্পূর্ণ ভার্চূয়ালি। এখানে কাউকে স্বশরীরে থাকতে হয় না।

কিন্তু তবুও ফরেক্স বাজারের মুদ্রা কেনা এবং বিক্রির জন্য সবাইকে এক যায়গায় জড়িত হতে হয়। আর এখানেই ব্রোকারের উপস্থিতি রয়েছে।

ফরেক্স ব্রোকাররা ফ্লাটফর্ম সরবরাহ করে। যেখানে ট্রেডাররা ক্রয় অথবা বিক্রয় করতে পারে। এটা মূলত ওয়েবসাইট কিংবা অ্যাপ হতে পারে।

ভালো মানের ব্রোকার সিলেক্ট করার আগে ৪ টা বিষয় খেলায় করবেন।

  1. কোনো ডেমো ট্রেড  করার সুযোগ দেয় কিনা!
  2. তারা ট্রেড সম্পর্কে যথেষ্ট জ্ঞান শেয়ার করে কিনা!
  3. তাদের পার্ফমেন্স কেমন!
  4. তারা আপনাকে কতটুকু নিরাপত্তা দিচ্ছে।

আজকে সবকিছুর সাধারণ ধারণা দিয়েছি। ফরেক্স মার্কেটে আরও অনেক কিছু আছে যেগুলো রিসার্চ করা লাগে।

পরবর্তী আর্টিকেলগুলোতে লাইভ ফরেক্স ইনভেস্ট দেখাবো। এবং লাইভ এনভেস্ট এর আগে ডেমো ইনভেস্ট দেখাবো।

তাই আশা করা যায় যে আপনি যদি আজকের ব্লগ থেকে পরবর্তী সময়গুলোতে সাথে থাকেন তাহলে ভালো কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন।

কিভাবে ফরেক্স ট্রেডিং করে আয় করবেন

ভালোভাবে ফরেক্স সম্পর্কে জানতে পাররে সহজেই ফরেক্স ট্রেডিং করে আয় করতে পারবেন। তাও ভালোভাবে আয়ত্ব করতে পারলে আপনি অন্যদের মতোই অনেক টাকা আয় করতে পারবেন।

১. ফরেক্সে সফলভাবে আয় করতে চাইলে প্রয়োজন একটা ভালো ব্রোকার। কারণ, ফরেক্সে লাভ করার জন্য প্রচুর রিসার্চ করতে হয়।

একটা ভালো ব্রোকারের সহায়তায়ও আপনি ফরেন মার্কেটে রিসার্চ করতে পারবেন। আবার, কিছু কিছু ব্রোকারের সার্ভিসে অনেক সমস্যা হয়।

যেমনঃ রিয়েল টাইমে ব্রোকারগুলো তথ্য দিতে পারে না। আবার ব্রোকারের সাইটগুলো স্লো হয়ে থাকে। তাই, অবশ্যই একটা ভালো ব্রোকর নির্বাচন করবেন।

২. লট সম্পর্কে ভালোভাবে জানুন। কারো কারো মতে শুরুতে ফরেক্সের ন্যানো লটে ট্রেড করলে ভালো হয়।

সেখানে যদি আপনার লস হয়ে যায় তাহলে তেমন একটা লস হবে না। তাই তারা শুরুতে ন্যানো লটে ট্রেড করার পরামর্শ দেয়।

৩. ফরেক্স বাজারে লাভ করা কিংবা ক্ষতি হওয়ার অন্যতম কারণ হচ্ছে ফরেন বাজারের সময়। আমরা সবাই জানি যে প্রতিটা দেশের সময় একই সাথে যায় না।

যেমনঃ আমাদের দেশে সকাল ৮ টা হলে ইন্ডিয়াতে ৭:৩০ বাজবে। এই যে সময়ের তফাৎ এটা কিন্তু ফরেক্স বাজারের উত্থান পতনের কারণ।

নিচে ফরেক্সের সময় নিচে খোলাকুলি আলোচনা রয়েছে। যেটাতে আপনি ফরেক্স মার্কেটের সময় সম্পর্কে সব কিছু জানতে পারবেন।

ফরেক্স ট্রেডিং এর সময়

আমরা যেমন নির্দিষ্ট একটা সময়ে অফিস কিংবা কাজ করি তেমনি ফরেক্স বাজাও নির্দিষ্ট একটা সময় থেকে আরেকটা সময় পর্যন্ত খোলা থাকে।

সেরকমভাবে ফরেন বাজারও নির্দিষ্ট সময়ে খোলে আবার বন্ধ হয়। তবে সবচেয়ে বিপদজনক ব্যাপার হচ্ছে এক দেশের সময়ে যখন ফরেক্স খোলো এমন সময় অন্য কোনো দেশে ফরেক্স এক্সচেঞ্জ বন্ধ হয়।

তাই ফরেক্স এক্সচেঞ্জের জন্য আগে সময়ের কনসেপ্টটি বুঝা দরকার। দেখা গেছে আমাদের দেশে ৯ টা তে বাজার খুলেছে।

এখন আপনি চাচ্ছেন বাজার খোলার সাথে সাথে এক্সচেঞ্জ করবেন। কিন্তু তখন আপনার প্রাইমারি কারেন্সি অ্যামেরিকাতে কত টাকায় রয়েছে তা অ্যামেরিকার টাইমে বুঝতে হবে।

সময় নিয়ে আপাতত এতটুকুই জেনে রাখুন। আমি সময়ের ব্যাপারটা আরো রিসার্চ করে আপনাদেরকে আপডেট দিবো।

জনপ্রিয় ৪ টি দেশের ফরেক্স বাজারের সময় জেনে নিনঃ

  • New York: 8 a.m. to 5 p.m. (EST)
  • Tokyo: 7 p.m. to 4 a.m. (EST)
  • Sydney: 3 p.m. to 12 a.m. (EST)
  • London: 3 a.m. to 11 a.m. (EST}

ফরেক্স ট্রেডিং কি হালাল

ট্রেড করবেন আর লাভবান হবেন। তাহলে হারাম হালালের বিষযটি চলে আসে। আমরা সাধারণত জানি যে কোনো প্রকার ঝুঁকি ছাড়া নিশ্চিত ইনকামকে হারাম বলে। তাহলে,,,

ফরেক্স ট্রেডিং কি হালাল

ফরেক্স বাজারে ট্রেড করা ইসলাম কি বলে তা জানার আগে আমি একজন অভিজ্ঞ শিক্ষককে জিজ্ঞেস করেছি।

আমার প্রশ্ন ছিলোঃ ফরেক্স ট্রেডিং বা ফরেন এক্সচেঞ্জ কি হালাল?

উত্তরঃ শতভাগ হালাল! তখন আমি তাকে আবার প্রশ্ন করেছিলাম যে কিভাবে হালাল? তখন তিনি এভাবে বর্ণনা দিয়েছেন যে,

“ফরেক্স বাজারে কারেন্সি এক্সচেঞ্জ করাতে এখানে লাভও হতে পারের আবার লসও হতে পারে। যেহেতু লাভের পাশাপাশি লস আসবে তাই এখানে ঝুঁকি রয়েছে।

আর যেখানে ঝুঁকি আছে সেখানে হারামের বিষয়টি আসে না।  এটা হালাল।” তাই ওনার বিবরণে বুঝা যায় যে ফরেন এক্সচেঞ্জ হালাল।

ব্যাপারটি ইসলামিক হওয়ায় সঠিক রেফারেন্স ছাড়া কিছু বললে ঝামেলা থাকে। তাই আমি আরও কিছু হুজুরদের ইউটিউব ভিডিও দেখেছি।

সেখানে ভিডিওগুলো দেখে যা বুঝলাম তা হলো ইসলামের সকল শরিয়াহ মোতাবেক এক্সচেঞ্জ করা হয় তাহলে এটি জায়েজ।

আবার, আপনি কেনাবেচার সময় কোনো চুক্তি অবলম্বন করেছেনে কিংবা কোনো রুলসের বাইরে গিয়ে এক্সচেঞ্জ করেছেন তাহলে এটাকে হারাম বলে।

এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আপনি ফরেন বাজারে জয়েন করতে চান। তাহলে তো আপনার কিছু টাকা লাগবে।

এখন, আপনি সেই টাকা জোগান দেয়ার জন্য কোথাও থেকে ঋন নিয়েছেন। এবং ঋনের টাকা পরিশোধের জন্য তাকে একটা লভ্যাংশ বা মুনাফা প্রদান করেছেন তাহলে সেটি হারাম।

এমনিতে ঋন নেয়া এবং ঋনের টাকা পরিশোধের জন্য মুনাফা বা সুদ প্রদান করা হারাম।

আরও ধারণা পাবার জন্য আপনি কোনো একজন আলেমকে জিজ্ঞেস করতে পারেন। যিনি ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানে বা বুঝে।

ফরেক্স ট্রেডিং কি বাংলাদেশে বৈধ

খুব গুরুত্বপূর্ণ এবং আইনত একটা টপিক হচ্ছে ফরেক্সের বৈধতা। বাংলাদেশে ফরেক্স অনুমোদিত কিনা?

বাংলাদেশে ফরেক্সের লেনদেনের অনেক শর্ত থাকে। নিচে কিছু আলোচনা করা হলো।

১. ফরেক্সের মাধ্যমে অবৈধভাবে কোনো মুদ্রা কেনা বেচা করা যাবে না। মানে, আপনি ফরেক্সের নাম করে অবৈধভাবে কোনো কারেন্সি লেনদেন করতে পারবেন না।

২. ফরেক্স প্রশিক্ষনের নাম করে কোনো ব্যক্তি যদি বুয়া প্রশিক্ষন কেন্দ্র গড়ে তোলে তাহলে সেটা অবৈধ।

৩. ফরেক্সে এমন কোনো মাধ্যমে ডিপোজিট করা যাবে না যেযগুলো বাংরাদেশে নিষিদ্ব বা অবৈধ।

৪. আপনাকে এমন কোনো ফরেক্স প্লাটফর্মে ট্রেড করতে হবে যেগুলো বাংলাদেশে বৈধ বা অনুমোদিত।

FAQ – ফরেক্স ট্রেডিং

Q. ফরেক্স ট্রেডিং কি

ফরেক্স ট্রেডিং হল একটি আর্থিক বাজার যেখানে ব্যবসায়ীরা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা বিনিময় করে। এটি বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে তরল বাজার, প্রতিদিন ট্রিলিয়ন ডলারের লেনদেন হয়।

Q. ফরেক্স ট্রেডিং এর কাজ কি

ফরেক্স ট্রেডিং হল একটি বিনিময় বাজার যেখানে ব্যবসায়ীরা এবং বিনিয়োগকারীরা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা কিনতে এবং বিক্রি করতে পারেন।

Q. ফরেক্স ট্রেডিং কিভাবে করে

ফরেক্স ট্রেডিং শুরু করার জন্য, আপনাকে একটি ফরেক্স ব্রোকার খুঁজে পেতে হবে। একটি ফরেক্স ব্রোকার হল একটি প্রতিষ্ঠান যা ব্যবসায়ীদের এবং বিনিয়োগকারীদের ফরেক্স বাজারে প্রবেশ করতে এবং ট্রেড করতে সাহায্য করে।

Q. ফরেক্স ট্রেডিং কি বাংলাদেশে বৈধ

হ্যাঁ, ফরেক্স ট্রেডিং বাংলাদেশে বৈধ। বাংলাদেশ ব্যাংকের ২০০৬ সালের একটি নির্দেশিকা অনুসারে, বাংলাদেশে ব্যক্তি এবং কোম্পানি উভয়ই ফরেক্স ট্রেডিং করতে পারে। তবে, ফরেক্স ট্রেডিং করার জন্য, ব্যবসায়ীদের অবশ্যই বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত একটি ফরেক্স ব্রোকার থেকে একটি ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে। (এই তথ্যটি গুগল বট থেকে সংগ্রহ করছি)

Q. ফরেক্স ট্রেডিং কি হালাল

ফরেক্স ট্রেডিং হালাল কিনা তা নিয়ে ইসলামী আইনবিদদের মধ্যে মতভেদ রয়েছে। কিছু ইসলামী আইনবিদ বিশ্বাস করেন যে ফরেক্স ট্রেডিং হালাল, কারণ এটি একটি বৈধ ব্যবসায়িক কার্যকলাপ। তারা যুক্তি দেন যে ফরেক্স ট্রেডিং মূলত মুদ্রা বিনিময়ের উপর ভিত্তি করে, যা একটি বৈধ ব্যবসায়িক ক্রিয়া।

শেষ কথাঃ

আপনি যদি ফরেক্স ট্রেডিং শিখে আয় করতে চান তাহলে প্রাথমিক থেকে তার উপরের সকল ধারনা পেয়ে যাবেন।

আর আজকের ব্লগটি আপনার উপকারে এসেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর কোনো সমস্যা থাকলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ!