হিসাব বিজ্ঞান কাকে বলে? হিসাব বিজ্ঞান হলো ব্যবসায় শাখার গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আমরা আলোচনা করবো হিসাব বিজ্ঞান কাকে বলে?
হিসাব বিজ্ঞানের ভূমিকা বা হিসাববিজ্ঞান উৎপত্তির ইতিহাস
বর্তমানের এই উন্নত হিসাববিজ্ঞান তথ্য ব্যবস্থা বেশ পুরোনো। খ্রিষ্টপূর্ব ৪৫০০ অব্দে হিসাব ব্যবস্থার প্রচলন ছিলো।
তবে, খ্রিষ্টপূর্ব ৮০০ অব্দে রাজা অগাস্টাস– এর আমলে তার অর্থমন্ত্রি প্রথম জাতীয় বাজেট প্রনয়ন করেন।
তখন থেকে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ঘটে। যেটা বলা যায় খ্রিষ্টপূর্ব ৮০০ অব্দে, এবং প্রথম জাতীয় বাজেট থেকে হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয়।
আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি কোথায়
বর্তমানে যে দুতরফা দাখিলা পদ্ধতির প্রচলন দেখা যায়। তার প্রথম আবির্ভাব ঘটে ১৪৯৪ সালে ইতালির ভেনিস শহরে “লুকা ডি প্যাসিওলি” এর হাত ধরে।
তখন থেকে আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি ঘটে। আগে আমরা বলেছি প্রথম হিহসাব বিজ্ঞানের উৎপত্তির কথা। আর এখন বলছি আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তির কথা।
হিসাব বিজ্ঞানের জনক কে
যেহেতু আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয় লুকা ডি প্যাসিওলির হাত ধরে তাই লুকা ডি প্যাসিওলিকে আধুনিক হিসাব বিজ্ঞানের জনক বলা হয়।
হিসাব বিজ্ঞান শব্দটি ইংরজি “Accounting” শব্দের পরিভাষা। আবার Accounting শব্দটি ল্যাটিন শব্দ Calculi থেকে এসেছে।
Calculi শব্দের অর্থ হলো (to Count) মানে গননা করা।
আর এভাবেই, Count➡Counting➡Accounting যার বর্তমান রূপান্তর হিসাব বিজ্ঞান।
হিসাব বিজ্ঞান কাকে বলে?
হিসাব বিজ্ঞানকে সহজভাবে বুঝানোর জন্য বিশিষ্ঠ বিজ্ঞানিগত একে বিভিন্নভাবে আখ্যায়িত করেছেন।
যাইহোক, হিসাব ও বিজ্ঞান দুইটি আলাদা শব্দ। এই দুইটি শব্দের সম্মিলিত রূপই হলো হিসাব বিজ্ঞান।
হিসাবের সংজ্ঞা
এখানে হিসাব বলতে আর্থিক লেনদেনকে বুঝায়।
বিজ্ঞানের সংজ্ঞা
আর বিজ্ঞান বলতে কোনো বিষয় সম্বন্ধে সঠিক ব্যবহারিক ও বাস্তবিক বিশুদ্ধ জ্ঞানকে বুঝায়।
হিসাব বিজ্ঞানের সংজ্ঞা
“হিসাব বিজ্ঞান হলো প্রতিষ্ঠানের আর্থিক তথ্য লিপিবদ্ধকরণ ও প্রতিবেদন প্রস্তুতকরণের সেবামূলক কাজ”
আশা করি উত্তর পেয়েছেন।
শেষ কথা:
হিসাব বিজ্ঞান হলো প্রতিষ্ঠানের আর্থিক তথ্য লিপিবদ্ধকরণ ও প্রতিবেদন প্রস্তুতকরণের সেবামূলক কাজ।
হিসাব বিজ্ঞান কাকে বলে এর সহজ এবং সেরা উত্তর দেয়ার চেষ্টা করেছি। সর্বোত্তম উত্তর দেয়ার জন্য অনেকগুলো ব্লগ পড়েছি। এবং ভিডিও দেখেছি।