স্কিটো সিম অফারে আছে দারুন দারুন সব অফার। কারন সবাই জানে বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। তাইতো স্কিটোতে ৩৳ থেকে ইন্টারনেট অফার শুরু। তাই আপনার পছন্দের ইন্টারনেট অফার এখানে। যেই প্যাক কিনতে মন চাইবে তাই পেয়ে যাবেন এখানে।

যারা নতুন স্কিটো সিম কিনেছেন এবং নতুন অ্যাপ ব্যবহার করছেন তাদের জন্য রয়েছে সেরা স্কিটো সিম অফার।
তাই জেনে নিন আপনার জন্য কোন অফারটি রয়েছে। চলুন জেনে নেয়া যাক আজকের স্কিটো সিম অফার।
স্কিটো কি?
স্কিটো মূলত বাংলাদেশে একটি নতুন সিম। যেটা গ্রামিনফোন নিবেদিত এবং Telenor গ্রুপের একটা অংশ।
স্কিটোকে বলা হয় ডিজিটাল সিম।
যেটা দিয়ে আপনার লাইফকে আরও স্মার্ট করে তুলতে পারেন। এখন ডিজিটাল বলতে কি বোঝায়?
এখানে ডিজিটাল বলতে বোঝানো হয়েছে স্কিটো মোবাইল অ্যাপ ব্যবহার করে সহজেই ইন্টারনেট প্যাক কেনা অথবা ডাটা প্যাক চেক করা ইত্যাদি।
আর সবচেয়ে বড় সুবিধা হলো স্কিটো যেহেতু নতুন তাই এই অ্যাপটি ব্যবহার করতে গেলে স্কিটো বট আপনাকে সহায়তা করবো।
যার ফলে স্কিটো মোবাইল অ্যাপের ফুল এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন। তাই আরও আছে স্কিটো সিম অফার
- আপনার জন্য: রবি ইন্টারনেট অফার।
স্কিটো সিম কি কি অফার দিয়ে থাকে? এটা একটা কমন প্রশ্ন।
তাই আমরা স্কিটো অফিশিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে গিয়ে দেখলাম, স্কিটো সেরা কিছু ইন্টারনেট বা ডাটা প্যাক অফার করে থাকে।
এবং এসএমএস প্যাক ও কল রেট। তবে আমার কাছে কল রেট এবং ডাটা প্যাক অফার ভালো লেগেছে।
স্কিটো সিমের এমবি অফার
স্কিটো সিম অফারের মধ্যে স্কিটো সিমের এমবি অফারগুলো আসলেই অসাধারণ লেগেছে।
যেমন এখানে ৩ টাকা থেকে এমবি অফার শুরু।
তবে এটা মনে রাখবেন সব অফার সবসময় থাকে না।
স্কিটো সিম অফারে তিন ধরনের এমবি অফার রয়েছে প্রথমত মান্থলি।
মানে প্রতি মাসের বা মাসিক প্যাকগুলো পেয়ে যাবেন। তারপরে রয়েছে উইকলি বা সাপ্তাহিক।
এখানেও আপনি প্রতি সপ্তাহের এমবি পেয়ে যাবেন।
এবং শেষে রয়েছে ৩ দিন ব্যাপি ইন্টারনেট অফার। নিচে মান্থলি বা ১ মাসের ইন্টারনেট প্যাকগুলো দেখে নিন।
ইন্টারনেট | টাকা | বিবরণ |
৭ জিবি | ৪৯৮৳ | অটো রি-নিউয়াল নয়। |
২ জিবি | ২২৯৳ | অটো রি-নিউয়াল নয়। |
অফারগুলো একটু অবাক করা লাগে আসলে তাদের অফারগুলো সবসময় একরকম থাকে না।
তাদের আপডেট অফারগুলো জানতে হলে স্কিটোর অফিশিয়াল ফেসবুক পেজে নজর রাখুন।
তারা সেখানে আপডেট অফারগুলো দিয়ে থাকে।
- আপনার জন্য: রবি ফ্রি ইন্টারনেট।
তারপরে আছে স্কিটো সিম অফারে উইকলি বা সাপ্তাহিক অফার।
সেখানে মোটামুটি আপনি ভালো অফার পাবেন বলে আশা করি।
তবে আরও ভালো অফার পেতে হলে স্কিটো মোবাইন অ্যাপটি ব্যবহার করবেন।
স্কিটো এর সাপ্তাহিক ইন্টারনেট প্যাক।
ইন্টারনেট | টাকা | বিবরণ |
৫০০ এমবি | ৪৪৳ | অটো রি-নিউয়াল নয়। |
৩ জিবি | ১০৪৳ | অটো রি-নিউয়াল নয়। |
১.৫ জিবি | ৮৯৳ | অটো রি-নিউয়াল নয়। |
এখানে তিনটা উইকলি অফার দেয়া আছে চাইলে এগুলো কিনতে পারেন।
এই অফারগুলো পেতে চাইলে আপনার মোবাইলে স্কিটো অ্যাপটি ওপেন করলেই পেয়ে যাবেন। আপনার ভালো লাগলে অবশ্যই কিনতে পারেন।
- আও পড়ুন: অফলাইনে গুগল ম্যাপ দেখুন।
তারপনে একটা ডাটা মিনি প্যাক আছে খুবই হেল্পফুল হবে বলে আমি মনে করি।
স্কিটো সিম অফারে সবচেয়ে ছোট এবং কম দামের প্যাক হলো ৩ টাকার প্যাক।
আমাদের ইমার্জেন্সি মূহুর্তে এটা নিয়ে চলতে পারবো। হ্যাঁ এই প্যাকে আছে ৬০ এমবি। এবং মেয়াদ ৩ দিন।
তাই আপনার ইমার্জেন্সি সময় পার করুন স্কিটোর সাথে।
স্কিটো সিম অফার
বাংলাদেশে নতুন হিসেবেও স্কিটো সিম অফারগুলো খুবই দারুন। যেমন ইন্টারনেট অফার এবং এসএমএস অফার।
তবে সেরা অফারগুলো মধ্যে সেরা হলো কল রেট।
আপনি যদি স্কিটো ব্যবহারের চিন্তা করে থাকেন তাহলে বিস্তারিত জেনে নিতে পারেন।
স্কিটো সিমের কল রেট
এটা তো গেলো ইন্টারনেট প্যাক। স্কিটো সিম অফার এর সেরা বা সবচেয়ে আকর্ষন হলো এর কল রেট।
আর স্কিটো এর কল রেট গুলো সবসময় একই থাকে।
তাই আপনি স্কিটো তে যখনই আসবেন আর উপভোগ করতে পারবেন সেরা কল রেট।
স্কিটো ৩ ধরনের কল রেট অফার করে থাকে। যেমন স্কিটো টু স্কিটো।
স্কিটো টু অন্য যেকোনো গ্রামীনফোন নম্বরে। স্কিটো টু যেকোনো লোকাল নম্বরে। দেখে নিন কল রেটগুলো।
কল টাইপ | টাকা | বিবরণ |
স্কিটো-স্কিটো | ০.৬০/মিনিট | ভ্যাট সহ ০.৮০/মিনিট/২৪ ঘন্টা |
স্কিটো-জিপি | ০.৬০/মিনিট | ভ্যাট সহ ০.৮০/মিনিট/২৪ ঘন্টা |
স্কিটো-লোকাল | ০.৬০/মিনিট | ভ্যাট সহ ০.৮০/মিনিট/২৪ ঘন্টা |
এখানে দেখতেই পাচ্ছেন তাদের কল রেটগুরো। খুবই দারুন কল রেট অফার করছে তারা।
আপনি যদি স্কিটো সিম কেনার কথা ভাবছেন তবে স্কিাটোর সেরা ফিচার হিসেবে কল রেটগুলো দারুনভাবে উপভোগ করতে পারবেন।
এছাড়াও স্কিটো সর্ট ম্যাজেস সার্ভিস বা ( এসএমএস ) অফার করছে।
আর এসএমএস এর মূল আকর্ষন হলো আপনি শুধু দেশিয় নম্বরেই নয় বরং ইন্টারন্যাশানার সিমেও এসএমএস করতে পারবেন।
শুনতে অবাক লাগলেও এমনটাই অফার করছে স্কিটো।
তবে সেখানে আপনার কেনা এসএমএস প্যাকগুলোতে হবে না।
সেটা আপনার ব্যালেন্স থেকে আলাদা করে কেটে নিবে। বিস্তারিত।
স্কিটো সিমের এসএমএস প্যাক
আমি হয়তো আগেই বলে এসেছি স্কিটো সিম অফার এ শুধু দেশের সিম না বিদেশি সিমেও ম্যাসেজ পাঠানো যায়।
হয়তোবা স্কিটোর এই ফিচারটি খুব শীগ্রই জনপ্রিয় হয়ে উঠবে।
স্কিটো সিম অফারে এসএমএস প্যাকগুলো ০.২৫/এসএমএস থেকে শুরু করে ৩.৩৩/ এসএমএস পর্যন্ত হয়ে থাকে।
প্রথমত স্কিটো টু স্কিটোতে এসএমএস করলে প্রতি এসএমএসে ০.২৫৳ করে ব্যালেন্স কাটবে।
আবার সেখানে ভ্যাটসহ ০.৩৩/এসএমএস খরচ হবে।
আপনি যদি বিদেশি যেকোনো নম্বরে এসএমএস করেন তবে আপনার ব্যালেন্স খরচ হবে ২.৫০৳ এবং ভ্যাটসহ ৩.৩৩৳।
এছাড়াও সাধারণ এসএমএস প্যাক পাবেন। সেখানে স্কিটো দুইভাবে অফার করেছে।
প্রথমত সাপ্তাহিক এবং ডেইলি বা দৈনিক। আপনাদের সুবিধার্থে লিংক দিয়ে দিলাম। লিংক
শেষ কথা:
বর্তমান সময়ে ফাস্ট গোয়িং মোবাইল অপারেটর হিসেবে খুব পরিচিত লাভ করেছে স্কিটো।
বিশেষ কয়েকটি কারণের মধ্যে একটি হচ্ছে স্কিটো সিম অফার।
এসএমএস প্যাক, দূর্দান্ত ফিচার বা ইন্টারন্যাশানাল যে ফিচারগুলোর কারণে স্কিটো দিন দিন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।
এবং এখানে কয়েকটি স্কিটোর সিম অফার সহ কিছু অফার উল্লেখ করা আছে।
নোটঃ সময়ের সাথে সাথে স্কিটো তাদের অফারের প্যাকগুলো আপডেট করে থাকে।
তাই এখানে দেখার পর স্কিটো অ্যাপে আারেকবার দেখে নিবেন।
আর বলে রাখি যে আমাদের ভুল হতে পারে। কোনো প্রকার ভুল হলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ধন্যবাদ