ইদানিং অনেক বাংলাদেশী প্রবাসী সিঙ্গাপুরে বসবাসরত অবস্থায় আছে। এবং তারা প্রতিনিয়ত বেশি রেমিটেন্স পাঠাচ্ছে। যখন টাকা পাঠায় তখন তারা সিঙ্গাপুর ১ টাকা বাংলাদেশের কত টাকা তা জানতে চায়।
কিন্তু বেশিরভাগ ওয়েবসাইটে শুধুমাত্র যেদিন পোস্টটি করা হয় সেই দিনের তথ্য যুক্ত করে দেওয়া হয়। অর্থাৎ কেউ চাইলে সঠিক সময়ের তথ্য পায় না।
তাই আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে সিঙ্গাপুরের এক টাকা বাংলাদেশের কত টাকা হয়।
সিঙ্গাপুর ১ টাকা বাংলাদেশের কত টাকা
অনেকেই সিঙ্গাপুর থেকে টাকা পাঠানোর সময় সঠিক তথ্য না পাওয়ায় তারা অনেক কম রেটে টাকা পাঠিয়ে দেয়।
এতে করে তাদের মধ্যে একটা আফসোস থেকে যায়। সেজন্য আজকে আমি আপনাদেরকে সহায়তা করার জন্য বিস্তারিত গাইড লাইন নিয়ে এসেছি যে সিঙ্গাপুরের এখন এক টাকা কত টাকা হয়।
তবে আপনাদেরকে বলে রাখি যে সিঙ্গাপুরের কারেন্সিকে ডলার বলা হয়। তাদের কারেন্সির নাম হচ্ছে SGD.
নীচে আমি দিয়ে দিয়েছি যে সিঙ্গাপুরের এক টাকা বাংলাদেশের কত টাকা হয়। আপনারা যদি এক টাকার (ডলার) বেশি জানতে চান তাহলে 1 এর জায়গায় আপনাদের অ্যামাউন্ট বসিয়ে দিন।
এখানে আপনারা সহজেই সিঙ্গাপুরের টাকা থেকে বাংলাদেশের টাকার রেট কনভার্ট করে দেখতে পারবেন।
এবং যদি কখনো সিঙ্গাপুরের টাকার রেট বেড়ে যায় তখন এখানে অটোমেটিকভাবে আপডেট পেয়ে যাবেন।
মানে কথা আজকে এখন সিঙ্গাপুরের টাকার রেট কত চলে তা আপনি এখানেই জানতে পারবেন। এবং কখনও বেড়ে গেলে কিংবা কমে গেলে তাও আপনি সাথে সাথে আপডেট পাবেন।
উপরের চার্টটিতে $1.00 দেখা যাচ্ছে। আপনি সিঙ্গাপুর থেকে যত টাকা পাঠাতে চাচ্ছেন তত টাকার পরিমাণ এখানে উল্লেখ করুন।
যেমনঃ আপনি যদি সিঙ্গাপুর থেকে $৭০০ টাকা (সিঙ্গাপুরের কারেন্সি) পাঠাতে চাচ্ছেন তাহলে আপনি $1.00 এর যায়গায় 700 লিখে দিন।
এরপর ডানপাশে একটা রিপ্রেশ আইকন আছে। সেটাতে ক্লিক করলে আপনি সিঙ্গাপুরের ৭০০ টাকা বাংলাদেশি কত টাকা হবে তা জানতে পারবেন।
আজ সিঙ্গাপুর টাকার রেট কত
আজকে এই মুহূর্তে সিঙ্গাপুরের টাকার রেট কত তা সহজেই জানতে পারবেন। আপনাকে কোন ব্যাংকে যেতে হবে না কিংবা অন্য কারো সহায়তা নিতে হবে না।
আপনি শুধুমাত্র উপরের দেওয়া চার্ট থেকে সহজেই সিঙ্গাপুরের আজকের টাকার রেট জানতে পারবেন।
আপনাদেরকে হয়তো আগেও একবার বলেছি যে এই চার্ট থেকে আপনি রিয়েল টাইম আপডেট পাবেন।
এবং আপনি খেয়াল করলে দেখবেন যে এই চার্টটির একটু নিচে তারিখ এবং সময় দুটোই দেওয়া আছে।
এতে করে কত তারিখে কোন সময়ে সিঙ্গাপুরর টাকার রেট কত চলে তা অতি সহজেই জানা যাবে।
এই মুহূর্তে আজ সিঙ্গাপুর টাকার রেট হলো ৳৭৫.৩৮ টাকা। তবে এই মান উঠা নামা করে।
মানে এখন আছে ৳৭৫.৩৮. কিন্তু একদিন পর এই টাকার মান ৳৭৫.৩৮ থাকবে না।
তবে আপনি এই ওয়েবসাইট থেকে অর্থাৎ উপরের এই চার্ট থেকে রিয়েল টাইম আপডেট পাবেন। এবং যে কোন সময় যে কোন দিনে সিঙ্গাপুর টাকার রেট জানতে পারবেন।
সিঙ্গাপুরের ১ টাকা বাংলাদেশের কত টাকা
যারা সিঙ্গাপুর আছেন এবং বাংলাদেশের টাকা পাঠাতে চান তাদের ক্ষেত্রে সিঙ্গাপুরের ১ টাকা বর্তমানে বাংলাদেশের ৭৫.৩৮ টাকা।
তাই যারা টাকা পাঠাতে চান তাঁরা আগে ব্যাংকে গিয়ে সিঙ্গাপুর ডলার রেট জানা প্রয়োজন হবে না।
কারণ আপনি এখানে জানতে পারবেন সিঙ্গাপুর ১ টাকা বাংলাদেশের কত টাকা।
এছাড়াও সিঙ্গাপুর ১ টাকা বাংলাদেশের কত টাকা এটা জানার জন্য অনেকে গুগলে অনেক রকমভাবে সার্চ করে থাকে।
যেমনঃ
সিঙ্গাপুরের ১ টাকা বাংলাদেশের কত?,
সিঙ্গাপুর এক টাকা বাংলাদেশের কত টাকা?,
সিঙ্গাপুরের এক টাকা বাংলাদেশের কত টাকা?
এই সকল প্রশ্নের উত্তর অর্থাৎ সিঙ্গাপুরের ১ টাকা বাংলাদেশের কত টাকা আপনি তা উপরের চার্ট থেকে জানতে পারবেন।
শেষ কথাঃ
এই মুহূর্তে সিঙ্গাপুর ১ টাকা বাংলাদেশের কত টাকা তার সঠিক সময়ের আপডেট এখানে রয়েছে।
যারা সিঙ্গাপুরের রয়েছেন তারা প্রায় গুগলে সার্চ করে থাকে যে সিঙ্গাপুরের এক টাকা বাংলাদেশের কত টাকা।
তাই সহজেই এই পোস্ট পড়ে আপনি জানতে পারবেন যে সিঙ্গাপুরের এক টাকা বাংলাদেশের কত টাকা হয়।