সবচেয়ে ভালো কল রেকর্ডার কোনটি – সেরা ৩টি কল রেকর্ডার

আপনি কি আপনার মোবাইলে কর রেককর্ডার ডাউনলোড করতে চান? সবচেয়ে ভালো কল রেকর্ডার কোনটি? এমন প্রশ্ন থাকলে এখানে জেনে  নিন।

সবচেয়ে ভালো কল রেকর্ডার কোনটি ২০২২

আমাদের অনেকের বিভিন্ন সময়ে কল রেকর্ডিং করা প্রয়োজন হয়। তখন ভালো কল রেকর্ডিং এর জন্যে একটি ভালো কল রেকর্ডারের প্রয়োজন হয়।

আপনি কি জানেন সবচেয়ে ভালো কল রেকর্ডার কোনটি? যদি না জেনে থাকেন তবে আজকে জানতে পারবেন।

একটি ভালো কল রেকর্ডের মাধ্যমে যেমন ভালোভাবে কল রেকর্ডিং করা যায়। তেমনি সবসময় অটো কল রেকর্ডিং করা যায়।

সেজন্য আজকের ব্লগে আমি আলোচনা করব সবচেয়ে ভালো কল রেকর্ডার কোনটি? এবং সবচেয়ে ভালো কল রেকর্ডার ব্যবহার করলে কি কি সুবিধা পাবেন।

চলুন কথা না বাড়িয়ে জেনে নেয়া যাক সবচেয়ে ভালো কল রেকর্ডার কোনটি? মানে কোনটির মাধ্যমে সবচেয়ে ভালো কল রেকর্ডিং হয়ে থাকে।

সবচেয়ে ভালো কল রেকর্ডার কোনটি

আমি যদি জানতে চান ভালো কল রেকর্ডার কোনগুলো? তাহলে আপনি আজকের ব্লগে জানতে পারবেন সবচেয়ে ভালো কল রেকর্ডার সম্পর্কে।

সাধারণত  ভালো কল রেকর্ডার বলতে অনেকগুলো কল রেকর্ডার রয়েছে, যেগুলো অনেক কোয়ালিটিফুল।

মানে যেগুলোর পারফর্ম দুর্দান্ত। তাই সবচেয়ে ভাল কল রেকর্ডার কোনটি এটা জানার জন্য আমি একটি লিস্ট তৈরি করেছি।

যেখানে সবচেয়ে ভালো কল রেকর্ডার গুলো উল্লেখ করেছি।

আমি যেমনটি বলেছি সবচেয়ে ভালো কল রেকর্ডার দিয়ে আপনি অটো কল রেকর্ড সেটিং অন করলে সে ক্ষেত্রে দ্বিতীয় বার আর কিছু করতে হবে না। মানে সব সময় কল রেকর্ড হতে থাকবে।

সাধারণত সবচেয়ে ভালো কল রেকর্ডের কথা বলতে গেলে, আপনার মোবাইলে যদি কল রেকর্ডার থাকে সে ক্ষেত্রে সেটি সবচেয়ে ভালো কল রেকর্ডের হয়ে থাকবে।

মানে আপনার মোবাইল দিয়ে যদি সেটিং থেকে কল রেকর্ডিং করা যায়, এবং সেটা যদি সেটিংস অবস্থায় থাকে তাহলে সেটাই সবচেয়ে ভালো কল রেকর্ডার হবে।

যেমন আপনার মোবাইলে কলিং এর থেকে সেটিং এ গিয়ে কল রেকর্ডার অন করা যায়।

যদি আপনার মোবাইলের কলিং অ্যাপ থেকেই কল রেকর্ডার করা যায় তবে, আপনাকে আর কোন বাড়তি কল রেকর্ডার ডাউনলোড বা ইন্সটল করতে হবে না।

আর যদি আপনার মোবাইলে কলিং না রেকর্ডার থাকে তবে আপনাকে আলাদা করে কল রেকর্ডিং অ্যাপস ডাউনলোড করতে হবে।

অবশ্য আপনাকে সবচেয়ে ভাল কল রেকর্ডারটি ডাউনলোড করতে হবে। তবেিই আপনি ভাল কল রেকর্ডিং করতে পারবেন।

এবার কথা হচ্ছে সবচেয়ে ভালো কল রেকর্ডার কোনটি? আপনি তো অবশ্যই সবচেয়ে ভালো কল রেকর্ডারটি ডাউনলোড করবেন।

সেজন্য আমি 3 টি সবচেয়ে ভালো কল রেকর্ডারের লিস্ট করেছি।

যেগুলো আপনি ব্যবহার করলে আপনার মোবাইলের কলিং অ্যাপস থেকে সেটিং এ যে কল রেকর্ডিং করা যায় তার চেয়েও ভালো হবে।

কল রেকর্ড অ্যাপস

আপনি যদি ভালো কল রেকর্ডের অ্যাপস খুঁজে থাকেন বা সবচেয়ে ভালো কল রেকর্ডার কোনটি এমনটি যদি জানতে চান তাহলে শেষ পর্যন্ত পড়তে থাকুন।

সাধারণত অনেক ধরনের কল রেকর্ডার অ্যাপস পাওয়া যায়। কিছু আছে ফ্রী প্রিমিয়াম। সাধারণত ফ্রি গুলো প্রিমিয়াম গুলোর চেয়েও অবশ্যই বেটার হয়ে থাকে।

কিন্তু কিছু ফ্রি কল রেকর্ডার অ্যাপস আছে যেগুলো প্রিমিয়াম কল রেকর্ডার থেকেও অনেক ভালো কাজ করে।

সেজন্য আজকে আমাদের সবচেয়ে ভালো কল রেকর্ডার কোনটি এই পর্বটিতে আপনাদেরকে জানাবো ফ্রী টপ 3 টি সবচেয়ে ভালো কল রেকর্ডার।

তার মধ্যে কিছু ভালো কল রেকর্ডার আছে সেগুলো অটোমেটিক কল রেকর্ড করতে সক্ষম। মানে কল রেকর্ডার অ্যাপস টি ডাউনলোড করার পর আপনাকে কিছুই করতে হবে না।

অ্যাপটি নিজে থেকেই কল রেকর্ড করে রাখবে, এবং যেকোন নম্বরে রেকর্ডিং করবে।

আপনাকে কিছুই করতে হবে না। তাই এমন সব দারুন ফিচার নিয়ে কিছু অ্যাপস এর রিভিউ নিয়ে আজকের ব্লগটি।

অটোমেটিক কল রেকর্ডার ডাউনলোড

যারা আমার ব্লগের রেগুলার আসে,ন তারা হয়তো জেনে থাকবেন আমি কিছুদিন আগে একটি আর্টিকেল লিখেছি যেখানে দেখিয়েছি অটো কল রেকর্ড সেটিং কিভাবে অন করতে হয়।

সেখানে আমি এমন একটি অ্যাপস এর কথা বলেছি যেটা অটোমেটিক কল রেকর্ড করতে সক্ষম।

এজন্য আপনাকে শুধু অ্যাপস টি ডাউনলোড করলেই হবে। এবং অ্যাপসটি এতই এডভান্স যে আপনাকে সেই অ্যাপস এর কোন কিছুর সেটিং করতে হবে না।

সেজন্য আজকেও আমি আপনাদের সাথে এমন কিছু কল রেকর্ডার শেয়ার করব। যেগুলো অবশ্যই আপনার কাজে আসবে।

তাই কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় চলে যাওয়া যাক। আজকের আলোচনা হচ্ছে সবচেয়ে ভাল কল রেকর্ডার কোনটি?

আমি সিরিয়াল 1 থেকে আলোচনা করে যাব। এবং প্রতিটা অ্যাপস গুগল প্লে স্টোরে পেয়ে যাবে। চলুন শুরু করা যাক।

১. অটোমেটিক কল রেকর্ডার

প্লে স্টোরে খুব অল্প সময়ে জনপ্রিয় হওয়ার একটি অ্যাপস হচ্ছে অটোমেটিক কল রেকর্ডার অ্যাপস।

অ্যাপসটির যেমন নাম তেমনই কাজ। খুবই সাদামাটা এবং বিজ্ঞাপন ছাড়া একটি অ্যাপস। শুধু ডাউনলোড করবেন আর অটোমেটিক কল রেকর্ড হবে।

এই অ্যাপসটি সারাবিশ্বে 100 মিলিয়ন+ ডাউনলোড হয়েছে। তাই আজই আপনি অ্যাপসটি ডাউনলোড করে দেখতে পারেন।

অ্যাপস সবচেয়ে বড় সুবিধা হচ্ছে শুধুমাত্র ডাউনলোড করলে হয়। আর বাড়তি কিছু করার প্রয়োজন নেই।

ডাউনলোড লিংক

২. কল অ্যাপ

মোবাইলে কল করার পাশাপাশি অটোমেটিক কল রেকর্ড করার একটি অ্যাপস হচ্ছে কল অ্যাপ।

এই অ্যাপস এর মাধ্যমে আপনি কারো সাথে কথা বলতে পারবেন, কল দিতে পারবেন। যেমনটি আমরা আমাদের সেটিং এর বাই ডিফল্ট অ্যাপ দিয়ে কোন নাম্বারে কল দিয়ে কথা বলি।

এই অ্যাপসটিতে ভালোলাগার একটি দিক হচ্ছে একই সাথে এই অ্যাপটি দিয়ে কোন নাম্বারে কল দেওয়া যাবে এবং কল রেকর্ডিং করা যাবে।

কিছু কিছু মোবাইলে দেখা যায় কলিং অ্যাপ দিয়ে কল রেকর্ডিং করা যায়। সব মোবাইলে যেহেতু এই সুবিধা থাকে না তাই, কল অ্যাপ দিয়ে একই সাথে দুটি সুবিধা পাওয়া যাবে।

এই অ্যাপসটির খুবই জনপ্রিয়। সারাবিশ্বে 100 মিলিয়ন+ ডাউনলোড হয়েছে।

তাই আপনি যদি আপনার মোবাইলে একই সাথে কথা বলার পাশাপাশি কল রেকর্ডিং করতে চান তাহলে, আপনার জন্য এই অ্যাপটি সেরা হবে।

ডাউনলোড লিংক

৩. কল রেকর্ডার – অটো রেকর্ডিং

প্রতিটা কল রেকর্ডার আলাদা করে বিবরণ দেওয়ার মতো কিছু থাকেনা। কারণ সবগুলোর প্রধান কাজ একটাই সেটা হল কল রেকর্ডিং।

এই ক্ষেত্রে কিছু কিছু অ্যাপস এ ইউজার ইন্টারফেসটা একটু ভিন্ন থাকে। আর অটো কল রেকর্ডার এবং ম্যানুয়াল কল রেকর্ডার এর মধ্যে কাজের সামান্য কিছু পার্থক্য থাকে।

যাইহোক! আমরা এবার অটো রেকর্ডিং অ্যাপসটি সম্পর্কে সামান্য কিছু ধারনা দেই। অ্যাপসটিতে অটো কল রেকর্ড হবে।

এবং অটো কল রেকর্ডার গুলোতে সাধারণত নাম্বার অ্যাড করা লাগেনা। কিন্তু এই অ্যাপটিতে আপনি যে নাম্বারে কল রেকর্ডিং করতে চান সে নাম্বার অ্যাড করতে পারবেন।

তাই অটো কল রেকর্ডার মধ্যে একটু ভিন্নতা মোটামুটি আপনাদের ভালো লাগবে। কারণ সবাই সব নাম্বারে কল রেকর্ডিং করতে চায় না।

বলতে পারেন সব নম্বরে কল রেকর্ডিং করার প্রয়োজন হয় না। তাই প্রয়োজনীয় নম্বরগুলোতে কল রেকর্ডিং করার ফিচারটি রয়েছে এই অ্যাপসটিতে।

ডাউনলোড লিংক

আমি সবগুলো অ্যাপস এর রিভিউ দেব না। শুধুমাত্র টপ যে অ্যাপগুলো রয়েছে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করেছি।

কারণ আপনারা আমার সাইটের ভিজিটর বলে কথা, আপনাদেরকে তো অবশ্যই ভালো কিছু দিতে হবে। সেজন্য আমি টপ যে তিনটে অ্যাপস রয়েছে সেগুলো উপস্থাপন করেছি।

আপনি যখন ডাউনলোড লিঙ্কে ক্লিক করে প্লে স্টোরে যাবেন তখন, আপনি নিজেই বুঝতে পারবেন অ্যাপস গুলোর জনপ্রিয়তা কতটুকু।

শেষ কথা:

যাচাই করা যে অ্যাপস গুলো উপস্থাপন করেছি, সেগুলো আপনি সিরিয়াল অনুযায়ী প্রথমটা ডাউনলোড করলে হবে। তবে তিনটার ফিচার ভিন্ন ভিন্ন।

সবচেয়ে ভালো রাউটার কোনটি এটার উত্তর জানার জন্য আপনি পুরো ব্লগ টি মনোযোগ দিয়ে পড়ুন। তাহলে জানতে পারবেন সেরা কল রেকর্ডার গুলো সম্পর্কে।

আশা করি আজকের ব্লগটি আপনার কাজে আসবে। যদি আসলেই আজকের ব্লগে আপনার উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *