রুল ৭২ কি? রুল ৭২ কাকে বলে?

রুল ৭২ কি?

রুল ৭২ বা বিধি ৭২ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে যেকোনো পরিমানের বিনিয়োগকৃত টাকা কত বছরে বা কত % সুদে  দ্বিগুণ হবে এটা নির্নয় করার সংক্ষেপ কৌশলকে বুঝায়। এটি মূলত ফিন্যান্স এর একটি সূত্র।

রুল ৭২ কি?

রুল ৭২ এর নিয়ম অনুযায়ী :

  • টাকা দ্বিগুণ হলে ৭২ কে মেয়াদ দিয়ে ভাগ করলে সুদের হার পাওয়া যায়। আবার :
  • ৭২ কে সুদের হার দ্বারা ভাগ করলে মেয়াদ পাওয়া যায়।

উদাহরণস্বরূপ:

১২% বার্ষিক সুদে ১,০০০ টাকা কত বছরে দ্বিগুণ হবে?

এখানে আমাদের টাকার পরিমান দেওয়া আছে। দ্বিতীয় শর্ত অনুযায়ী ৭২ কে সুদের হার দিয়ে ভাগ করলে (৭২/১2) ৬ বছর হয়।

তাহলে ৬ বছরে ১০% সুদে ১০০০ টাকা দ্বিগুণ হবে।

উদাহরণ২:

তোমার এলাকায় জমির দাম ১০ বছরে দ্বিগুণ হয়। তাহলে তার সুদের হার কত হবে?

এখানে আমাদের সময় দেয়া আছে ১০ বছর I প্রথম শর্ত অনুযায়ী (৭২/১০) বা ৭.২%। তাহলে সুদের হার ৭.২%।

পড়ালেখা বিষয়ক সব আর্টিকেল পেতে এই লিংকে ভিজিট করুন।

শেষ কথাঃ

আশা করি রুল ৭২ কি? এবং রুল ৭২ কাকে বলে? এবং উদারহন সহ বিস্তারিত জানতে পারবেন। এরকম গুরুত্বপূর্ণ তথ্য আমরা প্রায়ই শেয়ার করি। ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *