রুল ৭২ কি?

রুল ৭২ বা বিধি ৭২ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে যেকোনো পরিমানের বিনিয়োগকৃত টাকা কত বছরে বা কত % সুদে  দ্বিগুণ হবে এটা নির্নয় করার সংক্ষেপ কৌশলকে বুঝায়। এটি মূলত ফিন্যান্স এর একটি সূত্র।

রুল ৭২ কি বা বিধি ৬৯ কি তা যদি জানা না থাকে তাহলে কত পারসেন্টে কত বছরে সুদের হার দ্বিগুন হবে তা নির্ণ করতে পারবেন না।
 

রুল ৭২ এর নিয়ম অনুযায়ী :

  • টাকা দ্বিগুণ হলে ৭২ কে মেয়াদ দিয়ে ভাগ করলে সুদের হার পাওয়া যায়। আবার :
  • ৭২ কে সুদের হার দ্বারা ভাগ করলে মেয়াদ পাওয়া যায়।

উদাহরণস্বরূপ:

১২% বার্ষিক সুদে ১,০০০ টাকা কত বছরে দ্বিগুণ হবে?

এখানে আমাদের টাকার পরিমান দেওয়া আছে। দ্বিতীয় শর্ত অনুযায়ী ৭২ কে সুদের হার দিয়ে ভাগ করলে (৭২/১2) ৬ বছর হয়।

তাহলে ৬ বছরে ১০% সুদে ১০০০ টাকা দ্বিগুণ হবে।

উদাহরণ২:

তোমার এলাকায় জমির দাম ১০ বছরে দ্বিগুণ হয়। তাহলে তার সুদের হার কত হবে?

এখানে আমাদের সময় দেয়া আছে ১০ বছর I প্রথম শর্ত অনুযায়ী (৭২/১০) বা ৭.২%। তাহলে সুদের হার ৭.২%।

পড়ালেখা বিষয়ক সব আর্টিকেল পেতে এই লিংকে ভিজিট করুন।

বিধি-৭২ অনুযায়ী ১২% হারে কত বছরে জমা টাকা দ্বিগুণ হবে?

বিধি ৭২ অনুযায়ী ৬ বছরে ১২% হারে জমাকৃত টাকা দ্বিগুন হবে।
এখানে সূত্রের ৭২ দিয়ে সুদের হার’কে ভাগ করতে হবে। তাহলে হয় ৭২/১২ = ৬ বছর।

শেষ কথাঃ

আশা করি রুল ৭২ কি? এবং বিধি ৭২ কাকে বলে? এবং উদারহন সহ বিস্তারিত জানতে পারবেন। এরকম গুরুত্বপূর্ণ তথ্য আমরা প্রায়ই শেয়ার করি। সাথেই থাকুন, ধন্যবাদ!