আপনার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করুন খুব সহজেই। এখানে সহজভাবে উপস্থাপন করা হয়েছে।
ব্রডব্যান্ডের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন তো প্রায় ঘরে ঘরে ওয়াইফাই দেখা যায়। তাই আপনি যদি আপনার রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে চান?
তবে, শেষ পর্যন্ত পড়লে, সহজেই রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। এবং কে কে ওয়াইফাই চালাচ্ছে তাও দেখতে পারবেন। ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম সম্পর্কেও জানতে পারবেন।
রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম।
ওয়াইফাই আসাতে আমাদের ইন্টারনেট জগৎ আরও একধাপ এগিয়ে। সহজেই ব্রাউজিং, স্ট্রিমিং, অনলাইন গেম ইত্যাদি করা যায়।
কিন্তু আমাদের দেশের আইএসপিরা পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম বলে দেয় না। কিংবা তারা ইউজার আইডি দিতে চায় না।
তার কারন হলো আমরা রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম জানি না। কিন্তু আজ আমি আপনাদের শিখিয়ে দিবো কিভাবে রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করবেন।
রাউটারের পাসওয়ার্ড মোবাইল কিংবা কম্পিউটার যেকোনো একটা দিয়েই পরিবর্তন করতে পারবেন।
মোবাইল দিয়ে রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম জেনে নিন।
আপনি চাইলে মোবাইল দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। এমনকি যেভাবেই করেন না কেনো এটা খুবই সহজ এবচং সিম্পল।
আপনার রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য প্রথমে লাগবে, রাউটারের আইডি এবং পাসওয়ার্ড। আইডি পাসওয়ার্ডের ব্যপারটা একটু বুঝিয়ে বলি।
আমাদের ওয়াইফাই এর একটা নাম থাকে। এবং একটা পাসওয়ার্ড ও থাকে। এবং সঠিক পাসওয়ার্ড দিলেই আমরা আমাদের রাউটারের ইন্টারনেট এক্সেস করতে পারি।
ঠিক একই ভাবে আমাদের প্রত্যেকটা রাউটারে একেকটা আইডি এবং পাসওয়ার্ড থাকে। যেটা দিয়ে আমরা এডমিন প্যানেলে লগইন করতে পারি।
এই আইডি এবং পাসওয়ার্ড সাধারনত আইএসপি যখন আপনাকে ইন্টারনেট লাইন দিবে, তখন রাউটার সেটআপ করার সময় দিয়ে থাকে।
যদি আপনাকে না দেয় তবে আপনি বলবেন যে, আপনার রাউটারের এডমিন আইডি এবং এডমিন পাসওয়ার্ড লাগবে। তখন তারা আপনাকে একটা ইউজারনেম এবং পাসওয়ার্ড দিবে।
এরপরে লাগবে আইপি এড্রেস। আপনার রাউটারের আইপি এড্রেসটি ব্রাউজারে টাইপ করুন।
আর যদি আইপি এড্রেস না জানেন তবে, আপনার রাউটারটিতে দেখবেন একটা আইপি এড্রেস লেখা আছে। যেমন 192.168.1.1। অন্য কোনো রকম ও হতে পারে।
আবার, ১৯২.১৬৮.০.১ admin password, 192.168 o 1 পাসওয়ার্ড পরিবর্তন tp লিংক। এগুলো হচ্ছে টিপি লিংক এর আইপি।
আর যদি রাউটারের পেছন থেকে দেখা সম্ভব না হয় তবে, আপনার মোবাইলে যদি ওয়াইফাই কানেক্ট থাকে তবে, আপনার মোবাইলে ওয়াইফাই অপশনে যাবেন।
এবং সেখানে Advance Setting দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। তারপরে নিচের দিকে দেখতে পাবেন যে, IP Setting নামে আরেকটা অপশন।
সেখানে DHCP তে সিলেক্টেড থাকবে। আপনি সেখানে ক্লিক করলে দেখতে পাবেন যে, Static লেখা আছে। Static এ সিলেক্ট করে নিবেন।
তারপরে রাউটার লেখার পাশে একটা আইপি থাকবে সেটা আপনার রাউটার আইপি। মনে রাখবেন শুধু আইপি যেটা, সেটা কিন্তু আপনার রাউটারের আইপি নয়।
রাউটার আইপি নেয়ার পরে আপনার মোবাইলের ব্রাউজারে ঠিকানা বা আইপিটি টাইপ করুন।
তারপরে একটা লগইন প্যানেল আসবে। সেখানে আইএসপির দেয়া ইউজারনেম এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিন। এরপরে আপনার রাউটারের এডমিন প্যানেল আসবে।
অন্যান্য রাউটারে পাসওয়ার্ড পরিবর্তনের নিয়ম
কিছু কিছু রাউটারে পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য কুইক সেটআপ থাকে। যদি আপনারটাতে না থাকে তবে, একটু খুঁজে নিবেন।
যেমন সিকিউরিটি অপশনে গেলে পাসওয়ার্ড পেয়ে যাবেন। সেখানে আপনার আগের পাসওয়ার্ডটি দেখতে পাবেন।
রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আগরে পাসওয়ার্ডটি মুছে ফেলুন। এবং নতুন করে আপনি যেই পাসওয়ার্ড দিবেন সেটা টাইপ করে ওকে তে ক্লিক করবেন।
তাহলেই হয়ে গেলো আপনার রাউটটারের পাসওয়ার্ড পরিবর্তন।
তবে আপনার মোবাইলে ব্রাউজার না থাকে। কিংবা আপনি যদি ব্রাউজারে জামেলা মনে করেন তবে, আপনার জন্য আরও অপশন আছে।
রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করুন মোবাইল অ্যাপ দিয়ে
মোবাইল অ্যাপ দিয়েও আপনি রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। তার জন্য প্রথমে আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে যাবেন।
গিয়ে সার্চ করবেন যে, Router setup page । তারপরেই দেখতে পাবেন যে, অনেকগুলো অ্যাপ এসেছে।
যেকোনো একটা ডাউনলোড করে নিবেন।
ডাউনলোড করার পর অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর একটা লগইন পেজ দেখতে পাবেন।
সেখানেও আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন।
তারপরেই মোবাইল ব্রাউজারের মতোই। কুইক সেটআপ থাকলে সেখানেই পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
আর যদি নাই থাকে তবে একটু খুঁজে নিলেই পেয়ে যাবেন।
শেষ কথা:
আপনারা যারা রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারছেন না, তারা আশা করি এইবার পরিবর্তন করতে পারবেন।
আর আজকের ব্লগটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ধন্যবাদ