বাংলাদেশের সিম অফারেটর রবি দীর্ঘদিন যাবত রবি ফ্রি ইন্টারনেট অফার দিয়ে আসছে। তা আমরা অনেকেই জানি! আবার কেউ কেউ জানি না! যারা জানেন না তাদের জন্য আজকের এই ব্লগ।

রবি ফ্রি ইন্টারনেট অফার ২০২৩ - রবি ১ জিবি ফ্রি জিতে নিন

রবির ফ্রি অফারে রয়েছে ১ জিবি ইন্টারনেট মেয়াদ তিন দিন। এমনকি যত খুশি তত বার। তাই আর দেরি না করে ব্লগটি মনোযোগ দিয়ে পড়ুন আর উপভোগ করুন রবির ফ্রি ইন্টারনেট।

আপনার জন্য: রবি ইন্টারনেট অফার

রবি কি আসলেই ফ্রি ইন্টানেট দেয়? অবশ্যই! কিস্তু কিভাবে? আসুন আপনাদেরকে একটু পরেই বলছি।

তার আগে বলে নিই এই অফারটি উপভোগ করতে হলে আপনার একটা রবি প্রিপেইড সিম লাগবে।

এবং স্মার্ট ফোন। অবশ্য স্মার্ট ফোন ছাড়াতো ইন্টারনেট ইউজ করতে পারবেন না!

রবি ফ্রি ইন্টারনেট

এখনো অনেকেরই অবাক লাগছে আসলেই কি রবি ফ্রি ইন্টারনেট দেয়? অবশ্যই দেয়। রবি ফ্রি ইন্টারনেট দেয় মূলত রেফারের মাধ্যমে।

মানে আপনি আপনার বন্ধু-বান্ধব বা যেকোনো রবি ইউজারদেরকে মাই রবিতে আনতে সহায়তা করা।

এবং প্রতি রেফারেই বোনাস পাবেন। বিস্তারিত জানতে পুবো ব্লগটি পড়ুন।

অফারটি পাবার জন্য আপনাকে এই লিংক থেকে মাই রবি অ্যাপ ডাউনলোড করুন। তারপর জটপট অ্যাপে লগইন করুন।

লগইন করার জন্য মাই রবি অ্যাপের গেস্ট পেজে Login বাটনে ক্লিক করুন। তারপর অপশন আসবে ৩ টা:

1.Login With Robi Number, 2. Login With Facebook, 3. Login With Gmail. ।

এখানে আমার সাজেসন থাকবে Login With Robi Number এ ক্লিক করে একাউন্ট খোলার।

ক্লিক করার পর মোবাইল নাম্বার চাইবে। মোবাইর নম্বর দেয়ার পর Send OTP তে ক্লিক করবেন।

OTP আসার পর সেটা দিয়ে লগইন করবেন।

অনেকের আবার আগ থেকে মাই রবি অ্যাপ আছে। তাদের উপরের স্টেপ ফলো করার দরকার নাই।

লগইনের পর মাই রবি অ্যাপরে ডানদিকে নিচে More বাটনে ক্লিক করবেন। তারপর নিচে একটু ক্রল করলে দেখতে পাবেন Refer a Friend নামক একটা অপশন।

সেখানে ক্লিক করবেন। নতুন একটা পেজ আসবে সেখানে দেখবেন Share with your friends । এটার মানে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।

শেয়ার বাটনে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে। আমার সাজেশন থাকবে Gmail অথবা Message । এগুলোর মাধ্যমে শেয়ার করলে তেমন একটা সমস্যা হয় না।

শেয়ার অপশনটা আপনার লোকাল ফাইলের মতো। শেয়ারের পর যাকে শেয়ার করেছেন তার মোবাইলে Message টা ওপেন করবেন।

সেখানে একটা লিংক দেখতে পাবেন। লিংকটি হলো মাই রবি অ্যাপের লিংক।

সেখানে ক্লিক করলে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে এবং দেখতেই পাবেন মাই রবি অ্যাপ।

তারপর ইনস্টল করে নিবেন। লগইন প্রসেসটা আপনি যেভাবে লগইন করেছেন সেভাবেই। বুঝতে অসুবিধা হলে উপরের প্রসেসটা ফলো করুন। লগইন কমপ্লিট হতে পেয়ে যাবেন বোনাস!

রবি ১ জিবি ফ্রি অফার

লগইনের পর পেয়ে যাবেন ১ জিবি বোনাস। মেয়াদ ৩ দিন। তবে আপনি শুধু ১ জিবি ইন্টানেট পাবেন তা নয়, যাকে রেফার করেছেন সেও বোনাস পাবে তবে সে পাবে ১০০ এমবি।

এখানে যে লিংক শেয়ার করবে বা রেফার করবে শুধু সেই পাবে ১ জিবি অন্যজন ১০০ এমবি। এভাবে প্রতি রেফারে ১ জিবি করে বোনাস পাবেন। এটার কোনো লিমিট নেই।

তাই আজই শুরু করুন মাই রবি রেফার ( অফার শুধুমাত্র তাদের থেকেই পাবেন যারা আগে কখনো মাই রবি অ্যাপ সফলভাবে লগইন করেনি)

যারা একবার লগইন করেছে তাদের থেকে আপনি এই অফারটি পাবেন না!

ওয়েলকাম অফার হিসেবে পাবেন ১ জিবি ইন্টারনেট মাত্র ১২ টাকা। সর্বোচ্ছ ১ বার।

মানে আপনি একবারই অফারটি নিতে পারবেন।

তবে কখনো রবি যদি রেফার অফারটি বন্ধ করে দেয় তাহলেই বন্ধ হবে।

তাছাড়াও  বিভিন্ন সময়ে রবি চোখ ধাধানো অফার দিয়ে থাকে যেমন: #### জন রেফারে স্মার্ট ফোন জেতার সুযোগ।

আরও অনেক অফার। তাই আজই ডাউনলোড করুন মাই রবি অ্যাপ এখান থেকে

আর উপভোগ করুন এই সকল অফার। আরও জানুন রবি ইন্টারনেট অফার। উপরে তার লিংক দেয়া আছে।

শেষ কথা:

রবি ফ্রি ইন্টারনেট অফারে ফ্রিতে ১ জিবি ইন্টারনেট পেয়ে যাবেন। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন রকম অফার নিয়ে আসে মাই রবি অ্যাপ।

সেই সকল অফার সম্পর্কে জানতে আমাদের সাথে থাকুন। আরও বিস্তারিত জানতে আমাদের হোম পেইজ ভিজিট করুন।

আর আপনি কি সফলভাবে অফারটি পেয়েছেন কিনা? জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ!