এই মাসে সেরা রবি ইন্টারনেট অফার গুলো এখানে দেখে নিন। রবির কম দাম থেকে শুরু করে ৩ দিন, ৭ দিন, ৩০ দিন সহ রবি কম্বো প্যাক রয়েছে।

বাংলাদেশে মোবাইল সিম অপারেটর হিসেবে রবি দ্বিতীয় অবস্থান। এই অপারেটর অর্থাৎ রবি গ্রাহকদের স্বল্পমূল্যে বেশ দারুন ইন্টারনেট অফার দিয়ে আসছে।
তাই স্বল্পমূল্যে বিভিন্ন অফার পাওয়াতে গ্রাহকও বেশ আনন্দিত। তাই এর গ্রাহক সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
কালের কন্ঠের তথ্যমতে রবির একটিভ গ্রাহক সংখ্যা ৫ কোটি ৯ লক্ষ [2020] তাদের অফারগুলো সাধারণত কম দামে অধিক ইন্টারনেট হয়ে থাকে।
রবি ইন্টারনেট অফার। robi internet offer 2023
রবির সকল অফারগুলো প্রতি মাসে আপডেট হয়ে থাকে। আপনি খেয়াল করলে দেখবেন যে, দোকানগুলোতে প্রতি মাসে মাসে একটি করে রবি ইন্টারনেট অফার পোস্টর দিয়ে যায়।
যাইহোক! আমাদের সাইটে প্রতিমাসে এই পোস্টটি আপডেট হয়ে থাকে। তাই আপনি এই পোস্টটি আপনার ব্রাউজারে বুকমার্ক করে রাখুন।
এবার কাজের কথায় আসা যাক। রবি এমবি অফারগুলো সাধারণত ৪ ভাগে হয়ে থাকে। রবি এমবি অফার এর ৩,৭ এবং ৩০ দিনের। এবং সেই সাথে কম্বো অফারও থাকে।
রবি এমবি অফার
রবির একেবারে শুরুর অফার হচ্ছে রবি এমবি অফার। রবির এমবি অফাারগুলো সাধারণত কম হয়ে থাকে।
কারণ! এখন বেশিরভাগ মানুষই মোবাইলে জিবি লোড করে। তাই রবি এমবি অফারগুলো কম। এখন প্রথমে আমরা দেখবো রবি ৩ দিনের অফারগুলো।
রবি অফার। রবি ইন্টারনেট অফার ৩ দিন
যারা কম টাকায় এবং ৩ দিন প্যাকেজের ইন্টারনেট কিনতে চান তাদের জন্য নিচের অফারগুলো সেরা হবে।
এখানে রয়েছে সেরা কিছু এমবি অফার যেগুলার মেয়াদ ৩ দিন। এখানে ২৫০ এমবি থেকে শুরু করে ৭ জিবি পর্যন্ত রয়েছে।
এবং টাকার দিক থেকে ৳১৭ টাকা থেকে শুরু করে ৳৮৯ টাকা পর্যন্ত রয়েছে। তাই এখানের যে কোনো পছন্দের ইন্টারনেট প্যাক পেতে হলে আপনার নিকটস্থ কোনো ফ্লেক্সিলোড দোকানে যেতে হবে।
অথবা যেই প্যাকেজটি কিনবেন সেই প্যাকেজের সমপরিমাণ টাকা আপনার মোবাইলে রিচার্জ করতে হবে।
সেজন্য আপনি দোকানে না গেলে হবে। আপনি বিকাশ অথবা নগদ থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন।

এখানে দেখা যাচ্ছে যে ৩ দিন হিসেবে খুব ভালো ভালো অফারগুলো পাওয়া যাচ্ছে।
আপনি যদি কোনো অফার একটিভ করতে চান তাহলে সমপরিমাণ টাকা সিমে রিচার্জ করে নিবেন। তাহলে আপনি রবি ইন্টারনেট অফার গুলো চালু করতে পারবেন।
রবি অফার। রবি ইন্টারনেট অফার 7 দিন
রবি 3 দিন অফারের পরে রবির সবচেয়ে জনপ্রিয় অফার হচ্ছে রবি ৭ দিনের এমবির অফার গুলো। এই অফার গুলো ফেসবুক ইউজার টিকটক ইউজার কিংবা ইউটিউব ইউজারদের জন্য সবচেয়ে উপযোগী হবে।
নিচে এই মাসের রবি ৭ দিনের সকল এমবি ও ইন্টারনেট অফারগুলো দেখে নিন।

এখানে কম দামের সবচেয়ে বেশি ইন্টারনেট রয়েছে ১৪৮ টাকার অফারটিতে। এখানে দেখতে পাচ্ছেন যে 148 টাকায় 14 জিবি ইন্টারনেট মেয়াদ 7 দিন।
অফারটি যদি আপনার কাছে ভালো লাগে শুধুমাত্র আপনার মোবাইলে 148 টাকা রিচার্জ করলেই হবে।
রবি ইন্টারনেট অফার ৩০ দিন
রবির সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেট হচ্ছে রবি মাসিক অফারগুলো। এ প্যাকেজগুলোতে প্রচুর পরিমাণে ইন্টারনেট থাকে।
এখানে রবির মাসিক অফারগুলো দেখে নিন। সেরা কিছু অফার রয়েছে। আপনি চাইলে মাসিক ইন্টারনেটের সেরা অফারগুলো কিনতে পারেন।

উপরে ১৫৮ টাকা থেকে শুরু করে ৯৯৮ টাকা পর্যন্ত অফার রয়েছে। তাই আপনি যদি কোনো অফার নিতে চান শুধু আপনার সিমে সমসপরিমান টাকা রিচার্জ করে নিবেন।
রবি ১ জিবি ১৫ দিন
আমরা কম বেশি সবাই জানি যে রবি ইন্টারনেট অফারের দিক থেকে সেরা। রবির সকল অফার মনমতো হয় না ঠিকই কিন্তু হিসাব করলে আসলেও খারাপ হয় না।
আপনি যদি রবি ১ জিবি ১৫ দিন অফারটি পেতে চান তাহলে সহজেই পাবেন না। কারণ এমন অফার খুবই কম দেখা যায়।
তবে আপনি চাইলে এমন অফারও পাবেন। তার জন্য প্রথমে মাই রবি অ্যাপসটি ইনস্টল করে নিবেন। অ্যাপ ইনস্টল লিংক।
এরপর অ্যাপে গিয়ে ইজি প্ল্যান বা ফ্ল্যাক্সিপ্ল্যান এ গিয়ে এমবির পরিমানের যায়গার ১ জিবি এবং মেয়াদের যায়গায় ১৫ দিন সিলেক্ট করবেন।
তাহলেই আপনি রবি ১ জিবি ১৫ দিন অফারটি পেয়ে যাবেন। এভাবে আপনি রবি যেকোনো অফার নিতে পারবেন।
রবি ১০০ টাকায় ১০ জিবি
সবচেয়ে দূর্দান্ত অফার ছিলো রবি ১০০ টাকায় ১০ জিবি। অনেকে এই অফারটি পেয়েছে।
এই অফারটি এখন আর দেয় না। তবে আপনার মোবাইলে কখনো এমন অফার আসলে সাথে সাথে নিয়ে নিবেন।
কারণ এখন অফিশিয়ালভাবে এমন অফার খুবই কম দেয়। মাঝে মাঝে এসএমএসে এর মাধ্যমে নির্দিষ্ট কয়েককজনকে দেয়া হয়।
কম টাকায় বেশি এমবি রবি 2023
আপনি যদি কম টাকায় বেশি এমবি রবিতে পেতে চান তাহলে মাই রবি অ্যাপসটি ব্যবহার করেন। মাই রবি অ্যাপসে সেরা কিছু অফার দেখা যায়। যেগুলোতে কম টাকায় অনেক এমবি পাওয়া যায়।
রবি রিচার্জ অফার 2023
রবির রিচার্জ অফার পেতে হলে উপরের ৩ টা ইমেজ দেখুন। যে তিনটাতে আমি সকল রিচার্জ অফার উল্লেক করেছি।
রবি সিমের এমবি দেখে কিভাবে? রবি এমবি চেক। রবি নেট ব্যালেন্স চেক
যদি রবি সিমের এমবি দেখতে চান তাহলে আপনার ডায়াল প্যাডে গিয়ে *8444*88# লিখে ডায়াল করুন।
তাহলে আপনার নেট ব্যালেন্স চেক করতে পারবেন। এছাড়াও আমি নিচে অনেকগুলো গুরুত্বপূর্ন ডায়াল কোড দিয়ে দিয়েছি।
- ডাটা ব্যালেন্স চেক করতে ডায়াল *৩#
- ইন্টারনেট প্যাক কিনতে ডায়াল *৪#
- মিনিট বান্ডেল কিনতে ডায়াল *০#
- ইমার্জেন্সি ব্যালেন্স নিতে ডায়াল *৮#
শেষ কথা:
এখানে অনেকগুলো রবি ইন্টারনেট অফার দেওয়া হয়েছে। আপনাদের পছন্দমতো প্যাকটি কিনতে পারেন। আর যদি পোষ্টটা ভালো লাগে তাহলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।