এখানে (Rocket Code) রকেট একাউন্ট চেক করার কোড দেখে নিন। একটু নিচেই রয়েছে রকেট একাউন্ট চেক করার কোড।

আপনার রকেট একাউন্ট চেক করার জন্য যে কোডটি রয়েছে তা দেখে নিন। রকেট একাউন্ট চেক করার কোড এখানে রয়েছে

বাংলাদেশে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, বা MFS এর মধ্যে রকেট অন্যতম । এবং এর বেশ জনপ্রিয়তাও রয়েছে ।

রকেট মূলত ডাচ বাংলা ব্যাংকের অধিনে । আমাদের অনেকের রকেট একাউন্ট আছে I কিন্তু আমরা অনেকেই রকেটের কোড জানিনা বা নতুন একাউন্ট খুলব তাই কোডটি জানা প্রয়োজন।

তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব রকেট একাউন্ট চেক করার কোড (Rocket Code) এবং কিভাবে একাউন্ট চেক করে। এখন একাউন্ট চেক করার ক্ষেত্রে দুইভাবে করা যায় !

  1. বাটন ফোন
  2. স্মার্ট ফোন

বাটন ফোনে ব্যালেন্স চেক অথবা যেকোনো লেনদেন  করার ক্ষেত্রে আমাদেরকে রকেটের কোড জানতে হবে ।

রকেট একাউন্ট চেক করার কোড

আপনি যদি বাটন ফোনে রকেট একাউন্ট চেক করতে চান তাহলে রকেট একাউন্ট চেক করার কোড জানা থাকতে হবে।

আপনার যদি রকেট একাউন্ট চেক করার কোড জানা না থাকে তাহলে একন জেনে নিন। রকেট একাউন্ট চেক করার জন্য বাটন ফোনের ডায়াল অপশনে গিয়ে *322# ডায়াল করতে হবে।

তারপর ব্যালেন্স চেক করার জন্য 5. My Acc সিলেক্ট করতে হবে। অর্থাৎ মাই একাউন্ট এ ক্লিক করতে হবে ।

রকেটে টাকা দেখার নিয়ম। how to check rocket balance

আপনার রকেট একাউন্টের টাকা দেখার জন্য *322# ডায়াল করবেন। তারপর দেখতে পাবেন 1. Balance এ ডায়াল করার পর আপনার পিন কোডটি দিতে হবে ।

সঠিক পিন দেওয়ার পর আপনার একাউন্টের বর্তমান ব্যালেন্স দেখতে পাবেন । এটা আপনার রকেট একাউন্ট এর ব্যালেন্স।

এছাড়াও আপনার প্রয়োজনীয় সেবাটি সিলেক্ট করতে পারবেন যেমন: 1. বিল পে, 2. সেন্ড মানি, 3. টপ আপ, 4. ব্যাংক একাউন্ট।

5. মাই একাউন্ট (মাই একাউন্ট সম্পর্কে উপরে আলোচনা করা হয়েছে) 6. রেমিট্যান্স 7. ক্যাশ আউট 8. মার্চেন্ট পে 9. টোল কার্ড 0. লগ আউট ।

স্মার্ট ফোনে একাউন্ট চেক একদম সিম্পল প্রথমে আপনারা প্লে স্টোর থেকে রকেটের মোবাইল  অ্যাপটি ডাউনলোড করবেন।

ডাউনলোড করার পর অ্যাপটি ওপেন করলে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য ইংরেজি এবং বাংলা অপশন আসবে। আপনার সুবিধাজনক ভাষাটি সিলেক্ট করবেন।

এরপর আপনার মোবাইল নম্বর চাইবে। যদি আপনার আগের একাউন থাকে তবে সেটি লগইন করবেন । আর যদি একাউন্ট না থাকে তবে একাউন্ট খুলে নিবেন।

মোবাইল নম্বর দেয়ার পর আপনার কাছে একটি কল আসবে এবং আপনার পিনটি দেয়ার জন্য বলবে। আপনি কলটি কেটে দিবেন।

এবং আপনার মোবাইলে একটা ওটিপি আসবে সেটা সেটা স্টেপ টুতে দিবেন এবং পিন নম্বর টিও। ভেরিফাই হওয়ার পর আবার নম্বর এবং পিন চাইবে।

যথাযথভাবে নম্বর এবং পিন দিলে লগইন হয়ে যাবে। তারপর Tap for Balance এ ক্লিক করলে সহজেই ব্যালেন্স দেখতে পাবেন। এবং উপভোগ করতে পারবেন অন্যান্য অফার।

রকেট হেল্পলাইন নাম্বার

আপনার একাউন্ট খোলার ক্ষেত্রে অথবা লেনদেন কিংবা একাউন্ট সম্পর্কিত কোনো প্রকার সমস্যা হলে তাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন।

তাদের হেল্পলাইন নম্বর হলো 16216। সাধারণত যোগাযোগ করা হয় কলের মাধ্যমে। এছাড়াও তাদের ওয়েবসাইট আছে ।

সাধারন জিগাসা:

রকেট একাউন্ট খুলতে কি কি লাগে?

রকেট একাউন্ট খুলতে আপনার জাতীয় পরিচয়পত্র (অরজিনাল) এবং আপনার নিজের একটা ছবি নিয়ে নিকটস্ত এজেন্টের কাছে গেলেই হবে ।

কিভাবে একাউন্ট খুলতে হয় জানতে এখানে ভিজিট করুন ।

আরও কোনো প্রশ্ন কিংবা কিছু জানার থাকলে তাদের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। অথবা এই লিংকে ভিজিট করুন।

রকেট ব্যালেন্স চেক। rocket balance check

আপনি যদি আপনার রকেট অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে চান তাহলে প্রথমে *322# ডায়াল করবেন।

এরপর একেবারে শুরুতেই 1.ব্যালেন্স চেক নামে অপশন আছে। সেখানে 1 ডায়াল করে তারপরে আপনার মোবাইলের পিন কোডটি দিবেন। তাহলেই আপনার বর্তমান ব্যালেন্স দেখতে পারবেন।

এচাড়াও আমাদের কাছে প্রায় প্রশ্ন আসে যে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং ব্যালেন্স চেক করার উপায়। আসলে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং ব্যালেন্স চেক এবং রকেট ব্যারেন্স চেক কথাটি একই।

শেষ কথা:

রকেট একাউন্ট চেক করার কোড (Rocket Code), রকেটে টাকা দেখার নিয়ম, রকেট ব্যালেন্স চেক এবং হেল্পলাইন নম্বর নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি।

আর কিভাবে লগইন করতে হয় সে ব্যপারেও আলোচনা করছি। আশা করি বুঝতে পেরেছেন। আর আপনাদের পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ!