বর্তমানে গুগল ম্যাপ এর ব্যবহার এতটাই বেড়েছে যে যে কেউ এখন মোবাইল লোকেশন ম্যাপ দেখে তাদের গন্তব্যস্থলে পৌঁছায়।

এটা বেশির ভাগ হয়ে থাকে যখন কেউ তার নিজের এরিয়া থেকে বেরিয়ে অন্য কোন এরিয়ায় বিশেষ করে ট্যুরের ক্ষেত্রে মোবাইল লোকেশন ম্যাপ খুবই গুরুত্বপূর্ণ।

অচেনা কিংবা নতুন কোনো জায়গায় গেলে মোবাইল লোকেশন ম্যাপ দেখা লাগে। আর এখনো অনেক মানুষ আছে যারা মোবাইল লোকেশন ম্যাপ সম্পর্কে তেমন জানে না। যার ফলে তাদরে হাতে থাকা মোবাইল এর মাধ্যমেও তেমন কোনো সুবিধা উপভোগ করতে পারে না।

এখানে মোবাইল লোকেশন ম্যাপ বলতে মোবাইলে কিভাবে ম্যাপ দেখে লোকেশন বের করা হয় সে ব্যাপারে বুঝানো হয়েছে।

কেউ কেউ মনে করে গুগল ম্যাপে মোবাইল লোকেশন বের করা মানেই মোবাইলে লোকেমন ম্যাপ দেখা।

তাই যত কনফিউশন এবং যত প্রশ্ন উত্তর রয়েছে সবগুলো আজকের পোষ্টে জানতে পারবেন।

এবং সেইসাথে কিভাবে গুগল ম্যাপ ব্যবহার করে আপনার গন্তব্য স্থলে পৌঁছাবেন সে ব্যাপারে আলোচনা করা হয়েছে।

মোবাইল লোকেশন ম্যাপ বের করার নিয়ম

আপনি যদি কোন দূরে যান কিংবা কোনো অচেনা জায়গায় গিয়ে সেই জায়গা চিনতে না পারেন তাহলে লোকেশন ম্যাপ ডাউনলোড করা থাকলে সহজেই মোবাইল লোকেশন ম্যাপ দেখে নিতে পারবেন।

মোবাইলে যে কোন জায়গার কিংবা যেকোন গন্তব্যস্থলের লোকেশন বের করতে হলে প্রথমে লোকেশন ম্যাপ ডাউনলোড করতে হবে।

আপনি যদি গুগলে সার্চ করে লোকেশন ম্যাপ লাইভ দেখতে চান তাহলে স্মুথলি থাকতে পারবেন না।

কারণ লোকেশন ম্যাপ লাইভ দেখতে গেলে তখন মোবাইল কিছুটা স্লো হয়ে যায়।

এছাড়াও drag-and-drop করতে অনেক সমস্যা হয়।

তাই সর্বোত্তম উপায় হচ্ছে লোকেশন ম্যাপ ডাউনলোড করা।

এখন পর্যন্ত লোকেশন ম্যাপ হিসেবে সবচেয়ে জনপ্রিয় অ্যাপস হচ্ছে গুগল ম্যাপস।

কারন গুগল ম্যাপস এখন পর্যন্ত 10 বিলিয়ন এর ও বেশি ডাউনলোড হয়েছে।

যদিও সারাবিশ্বে 10 বিলিয়ন মানুষ নেই কিন্তু এখানে 10 বিলিয়ন ডিভাইস বোঝানো হয়েছে।

মানে এখন পর্যন্ত 10 বিলিয়ন ডিভাইসে এই ম্যাপসটি ডাউনলোড হয়েছে।

তাহলে চলুন আমরা গুগল ম্যাপস ব্যবহার করে মোবাইল লোকেশন দেখে নিই।

আমি আগেও বলেছি এখানে মোবাইল লোকেশন বলতে এক মোবাইল থেকে অন্য মোবাইলে ট্র্যাক করা নয়।

এখানে আজকের পোষ্টে মোবাইল লোকেশন বলতে মোবাইল দিয়ে কিভাবে লোকেশন বের করে নিজের গন্তব্যস্থলে পৌঁছানোর যায় সে ব্যাপারে আলোচনা করা হবে।

গুগল লোকেশন ম্যাপ লাইভ

এখন পর্যন্ত মোবাইল লোকেশন সফটওয়্যার হিসেবে গুগল ম্যাপস লোকেশন অনেক জনপ্রিয়।

কারণ এই অ্যাপসটি দিয়ে সহজেই যে কোন গন্তব্য স্থল থেকে শুরু করে যে কোন দোকানপাট বাজার এমনকি সারা বিশ্বের যেকোন খুঁটিনাটি জায়গার লোকেশন জানা যায়।

গুগলে মোবাইল লোকেশন ম্যাপ দেখার জন্য প্রথমে গুগল ম্যাপ অ্যাপটি ডাউনলোড করতে হবে।

এখানে অ্যাপস ডাউনলোড করা থেকে কিভাবে ওপেন করা হয় এগুলো দেখাতে গেলে লেখা অনেক বেশি হয়ে যাবে।

তাই আমি সহজেই কয়েকটা পয়েন্ট এর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো কিভাবে আপনারা গুগল ম্যাপ ব্যবহার করে মোবাইল লোকেশন ম্যাপ দেখবেন।

প্রথমে,

  • গুগল ম্যাপস অ্যাপটি ডাউনলোড করে নিন।
  • ডাউনলোড করার জন্য প্লে স্টোরে গিয়ে “google maps” লিখে সার্চ করলেই হবে।
  • আর সাধারণত প্রতিটা এন্ড্রয়েড মোবাইল লোকেশন সফটওয়্যার-টি ইন্সটল করা থাকে।

এইভাবে আপনি গুগল ম্যাপস সফটওয়্যারটি ডাউনলোড বা ইনস্টল করে নিতে পারেন। আর আজাদের মোবাইলে ইন্সটল হয় না তারা গুগল লাইভ ম্যাপ ব্যবহার করতে পারেন।

গুগল লাইভ ম্যাপ

আপনি যখন গুগল ম্যাপ অ্যাপটি ওপেন করবেন তখন লাইভ মোবাইল লোকেশন ম্যাপ দেখতে পাবেন।

এবং সেখানে আপনি বর্তমানে যে অবস্থায় আছেন তা দেখতে পাবেন।

যেমন আপনি আপনার এলাকার ছেড়ে অন্য এলাকায় গিয়েছেন। তখন আপনি সেই এলাকার ম্যাপটি দেখতে পাবেন।

যদি আপনি রিয়েল টাইম আপডেট দেখতে না পান অর্থাৎ আপনি যে এলাকায় গিয়েছেন সেই এলাকার ম্যাপে দেখতে না পান তাহলে আপনার মোবাইল থেকে জিপিএস (GPS) চালু করে নিবেন।

এই জিপিএস বলতে আমরা আমাদের মোবাইলের লোকেশনকে বুঝি। সহজ বাংলায়, আপনি আপনার মোবাইলের লোকেশন চালু করে নিবেন।

আমার লোকেশন কোথায় এখন

আপনার মোবাইলে জিপিএস চালু করার পর আপনি যখন পুনরায় গুগল ম্যাপস অ্যাপসটিতে প্রবেশ করবেন তখন আপনি ঠিক কোথায় আছেন সেটা দেখতে পারবেন।

আমার লোকেশন কোথায় এখন তা আমি সহজেই দেখতে পারব এবং আমার আশেপাশে ঠিক কোন পথটি আছে তাও দেখা যাবে।

এবং এটা আপনি সব সময় লাইভ দেখতে পারবেন।

মানে আপনি যেখানেই যাবেন সেখানে আপনি ঠিক কোন অবস্থায় আছেন অর্থাৎ কোন জায়গায় আছেন তা দেখতে পারবেন।

গুগল ফিচার সম্পর্কিত রিলেটেড আরো পোস্টঃ

কিভাবে লোকেশন বের করা যায়

চলুন এবার আমরা দেখে নিই কিভাবে একটি গন্তব্য স্থল থেকে অন্য গন্তব্যস্থলে যাওয়ার জন্য লোকেশন বের করা যায়।

কিভাবে লোকেশন বের করা যায়, অর্থাৎ কিভাবে একটি নতুন লোকেশন সার্চ করে সেই লোকেশন সম্পর্কে জানা যায়।

যেকোনো নতুন লোকেশন সার্চ করে সে লোকেশন সম্পর্কে জানা খুবই সহজ।

আপনি যখন গুগোল মাপস অ্যাপসটি ওপেন করবেন তখন নিচে দেখানো ফটোর মতো একটি আইকন দেখতে পাবেন।

সাধারণত এই আইকনটি গুগল ম্যাপস এর ডান পাশে নিচে কোণায় দেখা যাবে।

এবং এই আইকনটিতে ক্লিক করার পর আপনার কাছে একটা সার্চ পেজ আসবে।

যেখানে “your location” and “your destination” লেখা থাকবে।

your location

এখানে আপনি ঠিক যে জায়গা থেকে আপনার গন্তব্য শুরু করবেন সেই জায়গার নাম লিখতে হবে।

অবশ্যই ইংরেজিতে লিখবেন এবং শুদ্ধভাবে লিখবেন। তাহলে আপনি যথাযথ ফলাফল পাবেন।

এটা সাধারণত করা যায় যখন আপনি আপনার এরিয়া থেকে অন্য কোন এরিয়ায় যাবেন, তখন আপনি এই অপশনটিতে আপনার এরিয়ার নাম দিবেন।

your destination

আর এই অপশনটিতে আপনি ঠিক যেই জায়গায় গিয়ে পৌঁছবে ওই জায়গার নাম দিতে হবে। এটা মূলত গন্তব্য স্থল বোঝায়।

যাইহোক! আপনি যদি ঢাকা থেকে চট্টগ্রাম যেতে চান তাহলে আগে ইউর লোকেশন এর জায়গায় আপনি ঢাকা লিখবেন।

এবং আপনার গন্তব্য স্থল এর জায়গায় আপনি চট্টগ্রাম লিখতে পারেন।

এটা শুধুমাত্র একটা উদাহরণ ছিল আপনি এই ভাবেই আপনার এরিয়া থেকে যে এরিয়ায় গিয়ে পৌঁছবে ওই এরিয়ার নাম দিবেন।

এভাবে গুগল ম্যাপস ব্যবহার করে মোবাইল লোকেশন ম্যাপ দেখে নিতে পারবেন।

এখানে শুধুমাত্র আমি বেসিক ভাবে বুঝিয়েছি।

গুগল ম্যাপস এর অসংখ্য ফিচার রয়েছে যেগুলোর মাধ্যমে মোবাইল লোকেশন ম্যাপ ছাড়াও আপনি আরো অনেক কাজ করতে পারবেন।

যেটা পরবর্তী পোস্টে এবং পরবর্তী আপডেটের আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।

শেষ কথাঃ

মোবাইল লোকেশন ম্যাপ দেখার অনেক উপায় আছে। বিশেষ করে আপনি গুগল ম্যাপস ব্যবহার করেই মোবাইল লোকেশন ম্যাপ দেখতে পারবেন।

কিভাবে মোবাইল লোকেশন ম্যাপ দেখবেন এবং কিভাবে গুগল ম্যাপস ব্যবহার করে তা দেখবেন সে ব্যাপারে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

তাই এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়লে আপনি সকল কিছু জানতে পারবেন। আর পোস্টটি ভালো লাগলে শেয়ার করে দিন ধন্যবাদ।