সহজেই মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগস করুন। এখানে বিস্তারিত গাইডলাইন দেয়া আছে।

বর্তমানে অনেকেই প্রতিনিয়ত কম্পিউটার কিনছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট কানেকশন এখনো পৌঁছায়নি। তাই তারা মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করে তারপর কম্পিউটার ব্যবহার করে।

এতে অনেকে মনে করে যে তাদের ইন্টারনেট খরচ অনেক কম হয়। যেমন কম্পিউটার দিয়ে সবাই প্রফেশনালভাবে কাজ করে না।

ফলে তাদের তেমন একটা ইন্টারনেটের প্রয়োজন হয় না। শুধু মাঝে মাঝে হালকা কিছু কাজের জন্য ইন্টারনেটের প্রয়োজন হয়ে থাকে।

তাই এই সামান্য কাজের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেট বা আমরা যাকে ওয়াইফাই বলি এই ওয়াইফাই কানেকশন নিয়ে তেমন একটা লাভ হয় না।

তাই তারা বেশিরভাগ সময় তাদের মোবাইলে বিভিন্ন ইন্টারনেট প্যাকেজ কিনে তারপর সেই প্যাকেজের মাধ্যমে কম্পিউটারে ইন্টারনেট সংযুক্ত করে থাকে।

কিন্তু অনেকেই মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট কানেকশন সংযোগ করার চেষ্টা করেও পারে না। কারণ তারা ব্যাপারটি জানেনা যে কিভাবে মোবাইলের ইন্টারনেট দিয়ে কম্পিউটার চালানো হয়।

তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনার মোবাইল থেকে কিভাবে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করে আপনার অনলাইনের প্রয়োজনীয় কাজ করবেন।

মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট কানেক্ট করা সম্ভব কিনা?

হ্যাঁ, মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট কানেক্ট করা সম্ভব। তাও আবার কোনো ঝামেলা ছাড়াই। প্রযুক্তির উন্নয়নে এই কাজটিও এখন সহজ হয়ে গেছে।

তাই আপনি মোবাইলে ডাটা প্যাক কিনে সেই ডাটা প্যাক কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। শুধু নিয়ম জানা থাকলেই হবে।

আর, আপনি যদি ব্যাপারটি নাও জেনে থাকেন তাহলে আজকে জানতে পারবেন।

মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করুন

জনপ্রিয় তিনটি পদ্ধতি রয়েছে যে তিনটি পদ্ধতির মাধ্যমে আপনি মোবাইল থেকে কম্পিউটারে চাইলে ইন্টারনেট সংযোগ করতে পারবেন।

এই ক্ষেত্রে আপনার মোবাইলের কোন সমস্যা হবে না। কিংবা আপনি কম্পিউটারে real-time স্প্রিড পাবেন।

পদ্ধতি তিনটি হলোঃ

  • ওয়াইফাই হটস্পট এর মাধ্যমে
  • Data cable এর মাধ্যমে
  • আর, Bluetooth এর মাধ্যমে

উপরে উল্লেখ করা এই তিনটি পদ্ধতির মাধ্যমে আপনি আপনার মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট কানেক্ট করতে পারবেন।

তাহলে চলুন এবার দেখে নিই কিভাবে এই তিনটি পদ্ধতির মাধ্যমে আপনি মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোহগ করবেন।

মোবাইল হটস্পট এর মাধ্যমে

সবচেয়ে জনপ্রিয় এবং ঝামেলাবিহীন ইন্টারনেট সংযোগের মাধ্যম হচ্ছে মোবাইল হটস্পট। মোবাইল হটস্পটের মাধ্যমে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করা খুবই সহজ।

আমরা সাধারণত হটস্পট ব্যবহার করে এক মোবাইল থেকে অন্য মোবাইলে যেভাবে ইন্টারনেট কানেক্ট করে থাকি ঠিক সেভাবেই মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করা যায়।

তবে, আপনি যদি মোবাইল থেকে ল্যাপটপে ইন্টারনেট সংযোগ করতে চান তাহলে মোবাইল হটস্পটের মাধ্যমে পারবেন।

কিন্তু, আপনি যদি মোবাইল থেকে পার্সোনাল কম্পিউটার বা ডেক্সটপে ইন্টারনেট কানেক্ট করতে চান তাহলে আপনার একটা ওয়াইফাই এডাপ্টার লাগবে।

কারন, পার্সোনাল কম্পিউটারগুলোতে ডিফল্টভাবে ওয়াইফাই রিসিভার থাকে না। যেটা আবার ল্যাপটপে থাকে।

তাই আপনার মোবাইল দিয়ে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করতে চাইলে আপনার একটা ওয়াইফাই এডাপ্টার লাগবে।

মোটামুটি চলার জন্য ৩৫০ টাকা থেকে শুরু করে উপরের দিকে যেকোনো একটা কিনতে হবে। এবং আপনার কম্পিউটার উইন্ডোজ ১০ হলে অটোমেটিকভাবে সেই এডাপ্টার ইনস্টল হয়ে যাবে।

এবার মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট কানেক্ট করতে চাইলে ওয়াইফাই এডাপ্টারটিকে কম্পিউটারের ইউএসবি পোর্টে যুক্ত করুন।

প্রথমে,

  • মোবাইলের হটস্পট ওপেন করুন।
  • এবার কম্পিউটারের নোটিফিকেশন সেন্টারে গিয়ে নেটওয়ার্ক ওপেন করুন।
  • তাহলে আপনার মোবাইলের হটস্পটের নাম সেখানে দেখতে পাবেন।
  • যদি হটস্পটে পাসওয়ার্ড থাকে তাহহলে পাসওয়ার্ড বসিয়ে কানেক্ট করে নিন।

ব্যাস! আপনাকে আর কিছু করতে হবে না। এখন আপনার মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট কানেক্ট হয়ে গেছে।

মোবাইল হটস্পট থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করতে কমন কিছু সমস্যা

যাদের কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা আছে তারা তেমন কোনো সমস্যায় পড়ে না। কিন্তু যারা নতুন তাদের অনেক সমস্যা হয়ে থাকে।

যেমন, কম্পিউটারের নেটওয়ার্ক অপশন কোথায় খুঁঁজে পাবো?

আপনি যদি উইন্ডোজ ১০ ব্যবহার করেন তাহলে আপনার কম্পিউটারের ডানপাশে নিচে কোণায় একটা ম্যাসেজ আইকন দেখবেন।

সেই আইকনে ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন। সেই অপশনগুলোর মধ্যে Network নামে একটা অপশন পাবেন।

Network লেখাটিতে ক্লিক করলে আপনার আশে পাশে যতগুলো নেটওয়ার্ক থাকবে তার সবগুলো শো হবে।

অথবা, আপনি চাইলে কম্পিউটারের সেটিং এ গিয়েও নেটওয়ার্ক খুঁজে পেতে পারেন। যেটা নতুনদের জন্য আরও ঝামেলার।

Data cable এর মাধ্যমে

আরও সহজ এবং দ্রুত গতির ইন্টারনেট নিশ্চিত করতে চাইলে Data cable এর মাধ্যমে মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করুন।

অনেকে ওয়াইফাই এডাপ্টার কিনে না। বলতে পারেন কারো হাতের নাগালে না থাকায় তারা এই এডাপ্টার গুলো কিনতে পারে না।

তখন তাদের কাছে বিকল্প একটি উপায় হচ্ছে Data cable এর মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়া।

তবে আপনাদেরকে বলে রাখি যে ওয়াইফাই এডাপ্টার এর চেয়েও Data cable এর মাধ্যমে দ্রুত সময়ে ইন্টারনেট ট্রান্সফার হয়।

আবার, Data cable এর দাম ওয়াইফাই এডাপ্টারের চেয়েও কম হয়ে থাকে। তাই ওয়াইফাই এডাপ্টার এর চেয়েও Data cable অনেক সুবিধাজনক বলা যায়।

ডাটা ক্যাবল এর মাধ্যমে ইন্টারনেট কানেক্ট করতে চাইলে,

  • মোবাইলের চার্জিং পোর্ট এবং কম্পিউটারের ইউএসবি পোর্টে ডাটা ক্যাবল কানেক্ট করুন।
  • মোবাইলের সেটিং অপশনে গিয়ে ওয়্যারলেস কানেকশন অপশনে যাবেন।
  • এরপর USB tethering অপশনটি অন করে দিবেন।
  • অথবা, সেটিং এ গিয়ে USB tethering লিখে সার্চ করবেন। তাহলেই USB tethering অপশনটি পেয়ে যাবেন।

অপশনটি চালু করলেই আপনার মোবাইল থেকে অটোমেটিকভাবে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ হয়ে যাবে। এই পদ্ধতিতে মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করলে অনেক দ্রুত গতির ইন্টারনেট পাওয়া যায়।

Bluetooth এর মাধ্যমে

অনেকেই হয়তো জানে না যে কিভাবে Bluetooth এর মাধ্যমে মোবাইল থেকে সরাসরি কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করা যায়।

Bluetooth এর মাধ্যমে ইন্টারনেট সংযোগ করা কিছুটা মোবাইল হটস্পট এর মত। ঠিক যেমনভাবে মোবাইল হটস্পটে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করতে একটা এডাপ্টার লাগে তেমনি Bluetooth এর মাধ্যমে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করতেও একটা এডাপ্টার লাগে।

যেটা Bluetooth অ্যাডাপ্টার নামে পরিচিত। এই এডাপ্টার গুলো বাজারে 250 টাকা থেকে শুরু করে উপরের দামে পাবেন।

এডাপ্টারটি কম্পিউটারের ইউএসবি পোর্টে সংযোগ করে দিবেন। এরপর মোবাইল থেকে Bluetooth অন করে দিবেন।

তারপর,

  • মোবাইল সেটিং এ যাবেন।
  • Bluetooth tethering অপশনটি চালু করে দিবেন।
  • অপশনটি সহজে খুঁজে পেতে সেটিং েএর সার্চ বারে গিয়ে Bluetooth tethering লিখে সার্চ করলেই পেয়ে যাবেন।

এভাবেই আপনি আপনার মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দিতে পারবেন।

শেষ কথাঃ

যারা মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করতে চায় কিন্তু কিভাবে মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট কানেক্ট করবেন তা জানে না জানলে এই পোস্টটি তাদের জন্য।

আশা করি এই পোস্টটি পড়লে আপনারা সহজেই বুঝতে পারবেন যে কিভাবে মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট কানেক্ট করতে হয়।