মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম (এসএসসি, এইচএসসি ও কারিগরি বোর্ড সহ)

Home » ফলাফল » মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম

প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী বিভিন্ন বোর্ডের পরীক্ষা দিয়ে থাকে। সেটা হতে পারে এসএসসি, হতে পারে এইচএসসি ইত্যাদি। এবং তারা বেশিরভাগ অনলাইনে রেজাল্ট দেখে থাকে। আর বেশিরভাগ শিক্ষার্থীর হাতে মোবাইল ফোন আছে। তাই আজকে জানাবো মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম গুলো।

এর ফলে যেকোনো শিক্ষার্থী সহজেই তার হাতের মোবাইল ফোন দিয়ে পরীক্ষার রেজাল্ট দেখতে পারবে।

আর আজকের এই পোস্টের মাধ্যমে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে আলোচনা করবো।

আপনি কি আপনার এসএসসি কিংবা এইচএসসি পরিক্ষার ফলাফল জানতে চান? আপনি কোন বিষয়ে কত পেয়েছেন তাও দেখে নিতে পারেন। মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম জানা থাকলে আপনি আপনার মার্কশীটও দেখতে পারবেন। তাই মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে সবকিছু জেনে নিন।

মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম

বর্তমান সময়ের শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এর রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে তা মোবাইল দিয়ে দেখা যায়।

এমনকি শুধুমাত্র এই বছরের-ই নয়, আপনি আগেরও যেকোনো সময়ের রেজাল্ট সহজে মোবাইল দিয়ে দেখতে পারবেন।

সেজন্য আজকের একটা পোষ্টের মধ্যে আমি সবগুলো টপিক আপনাদের সাথে আলোচনা করেছি।

যেমন মোবাইল দিয়ে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম, মোবাইল দিয়ে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম। এছাড়াও রয়েছে সকল কারিগরি বোর্ডের রেজাল্ট দেখার নিয়ম।

তাই পরবর্তী আলোচনাতে আপনি মোবাইলের রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারবেন।

মোবাইলে রেজাল্ট দেখার সুবিধা

এসএসসি এবং এইচএসসি এমন পাবলিক পরীক্ষা যেখানে শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর কেউ ঘুরতে যায় কিংবা কেউ কোন কাজের সন্ধানে যায়।

তখন তারা কলেজ কিংবা স্কুলে গিয়ে রেজাল্ট দেখার সুযোগ পায় না। সে ক্ষেত্রে সবার আগে তার রেজাল্টে হাতে পাওয়ার জন্য একমাত্র বিকল্প হচ্ছে অনলাইনে রেজাল্ট দেখা।

এবং এই রেজাল্ট দেখা হয় কোনো মোবাইল ফোন কিংবা কম্পিউটার দিয়ে। তবে বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থীর হাতে কম্পিউটার থাকে না।

তাই বলা যায় সবার আগে এবং যেকোনো জায়গায় বসে মোবাইলের মাধ্যমে রেজাল্ট পাওয়া অনেক সুবিধাজনক।

সেজন্য মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে জেনে নিন। তাহলে এসএসসি এবং এইচএসসি রেজাল্ট সহজেই দেখতে পারবেন।

মোবাইল দিয়ে এসএসসি রেজাল্ট দেখুন

যেহেতু বর্তমানে বেশিরভাগ শিক্ষার্থীর হাতে মোবাইল ফোন রয়েছে তাই আগে দেখাবো কিভাবে মোবাইল ফোন দিয়ে এসএসসি রেজাল্ট দেখেবেন।

আপনি মোবাইল কিংবা কম্পিউটার যেটা দিয়েই দেখেন আগে আপনাকে রেজাল্ট প্রকাশের অফিশিয়াল সাইটে যেতে হবে।

তাই আগে আমরা রেজাল্ট প্রকোশের অফিশিয়াল সাইটে যাবো। তারপর দেখবো কিভাবে মোবাইলের মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখতে হয়।

অফিশিয়াল সাইটের লিংকঃ http://www.educationboardresults.gov.bd/

এবার আপনাদের সামনে একটা ওয়েবসাইট আসবে। সেই সাইটটি একটা ফরমের মতো। এখানে আপনাকে কিছু তথ্য দিতে হবে।

১. পরিক্ষার ধরন (Examination)

২. বছর (যে বছরে এসএসসি পরিক্ষা দিয়েছেন)

৩. বোর্ড (আপনি যে বোর্ড থেকে এসএসসি পরিক্ষা দিয়েছেন)

৪. রোল (এখানে আপনার কেন্দ্রের রোল হবে)

৫. রেজিস্ট্রেশন নং (এটা আপনার এডমিট কার্ডে পেয়ে যাবেন)

৬. একটা রিক্যাপচা পূরণ করতে হবে।

তাহলে চলুন এবার দেখে নিই কিভাবে এই ফরম পূরণ করতে হয়। নিচের ছবিটি দেখুন। এখানে আমি আমার এসএসসি এর সকল তথ্য দিয়ে পূরণ করেছি।

মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম - এসএসসি

এখানে আপনি শুধু আপনার তথ্যগুলো বসিয়ে দিবেন।

যেমনঃ পরিক্ষার ধরণ যেটা আছে সেটা ঠিক থাকবে। বছর বদল করতে হবে। আপনি যে বছরে এসএসসি পরিক্ষা দিয়েছেন সে বছর দিতে হবে।

রোল নং এবং রেজিস্ট্রেশন নং আপনার এডমিট কার্ডে পেয়ে যাবেন। সেখান থেকে দেখে সঠিকভাবে বসিয়ে দিবেন।

আর, রিক্যাপচা হচ্ছে একটা সিকিউরিটি মাত্র। এটা প্রতিবার ভিন্ন আসে। যেমনঃ আমার সময় ৪+৪ এসছে। এটার উত্তর হবে ৮।

ঠিক এরকমভাবে নতুন আরেকটা ক্যাপচা আসবে। সেটার সঠিক তথ্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে সাথে সাথে আপনার এসএসসির রেজাল্ট দেখতে পারবেন।

মোবাইল দিয়ে এইচএসসি রেজাল্ট দেখুন

ইন্টারমিডিয়েট পরিক্ষা দেয়ার পর এসএসসির মতো রেজাল্ট দেখতে হয়। তখন তো বেশিরভাগ শিক্ষর্তীেই কলেজে গিয়ে রেজাল্ট নেয় না।

তাদের বেশিরভাগই মোবাইল দিয়ে রেজাল্ট দেখে নেয়। তাই এইচএসসি এর মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম জেনে নিন।

এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম কিছুটা এসএসসি’র মতো। তারপরও আমি একটু বিস্তারিত বলছি।

এবারও এইচএসসি রেজাল্ট দেখতে চাইরে প্রথমেই রেজাল্ট প্রকাশের অফিশিয়াল সাইটে যেতে হবে। অফিশিয়াল সাইটের লিংকঃ http://www.educationboardresults.gov.bd/

এবার সাইটে যে তথ্যগুলো চাইবে সেগুলো দিতে হবে। যেমনঃ

১. পরিক্ষার ধরন (Examination)

২. বছর (যে বছরে এইচএসসি পরিক্ষা দিয়েছেন)

৩. বোর্ড (আপনি যে বোর্ড থেকে এইচএসসি পরিক্ষা দিয়েছেন)

৪. রোল (এখানে আপনার কেন্দ্রের রোল হবে)

৫. রেজিস্ট্রেশন নং (এটা আপনার এডমিট কার্ডে পেয়ে যাবেন)

৬. একটা রিক্যাপচা পূরণ করতে হবে।

এরপর যখন সাবমিট বাটনে ক্লিক করবেন তখন আপনার এইচএসসির রেজাল্ট দেখতে পাবেন। নিচের ছবিতে একটা ফরম দেখুন।

মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম - এইচএসসি

এখানে আপনি আপনার তথ্য বসিয়ে দিবেন। তাহলেই হবে। কি কি তথ্য দিতে হবে তা উপরে টিক মার্কে আলোচনা করেছি।

তবে এই ফরমটি মোবাইলে এরকম নাও দেখাতে পারে। কারণ এই স্ক্রিন শর্টগুলো আমি কম্পিউটার থেকে নিয়েছি। কিন্তু নিয়ম একই।

এসএসসি এবং এইচএসসি’র রেজাল্ট দেখতে চাইলে সহজেই দেখতে পারবেন। কারন, মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম খুবই সহজ।

মোবাইল দিয়ে কারিগরি বোর্ডের রেজাল্ট দেখুন

আপনি যদি মোবাইল দিয়ে কারিগরি বোর্ডের রেজাল্ট দেখতে চান তাহলে আরও সহজে দেখতে পারবেন।

কারণ, উপরে যে দুইটা রেজাল্ট দেখার ব্যাপারে আলোচনা করেছি সে দুইটা রেজাল্ট দেখার নিয়ম যেমন কারিগরি বোর্ডের রেজাল্ট দেখার নিয়মও তেমন।

আপনি শুধুমাত্র ফরমটিতে পরিক্ষার ধরণ এর জায়গায় যে ডিপ্লোমা থেকে পরিক্ষা দিয়েছেন সে ডিপ্লোমাটি সিলেক্ট করবেন।

সেখানে দুইটা ডিপ্লোমা আছে। এরপর বাকী তথ্যগুলো এসএসসি এবং এইচএসসি রেজাল্ট দেখার মতোই।

এখানে আরেকটা বাড়তি কাজ করতে হবে সেটা হচ্ছে বোর্ড। আপনি যখন ডিপ্লোমাগুলো সিলেক্ট করবেন তখন অটোমেটিকভাবে আপনার বোর্ডটি টেকনিক্যাল বোর্ডে রুপান্তর হয়ে যাবে।

সকল তথ্য পূরন হয়ে গেলে আপনি সাবমিট বাটনে ক্লিক করে আপনার রেজাল্ট দেখতে পারবেন।

FAQ:

মোবাইলে রেজাল্ট দেখবো কিভাবে?

মোবাইলে রেজাল্ট দেখতে চাইলে প্রথমে এডুকেশন বোর্ড রেজাল্ট এর সাইটে যেতে হবে। এরপর রোল এবং রেজিট্রেশন নস্বর দিয়ে দিলেই হবে।

আমি রেজাল্ট দেখতে পাচ্ছি না কেনো?

যেদিন সকল বোর্ডের রেজাল্ট প্রকাশ করা হবে সেদিন যদি আপনি এই ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখতে চান তাহলে আপপনি হয়তো রেজাল্ট নাও দেখতে পারেন।
কারণ, ওইদিন সারা বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের রেজাল্ট দেদখার জন্য সাইটটিতে প্রবেশ করবে। তাই সাময়িক সময়ের জন্য সাইটটি ডাউন হয়ে যেতে পারে।
তবে কিছু সময় পর আবার ঠিক হয়ে যায়। তাই একটু সময় লাগতে পারে।

শেষ কথাঃ

আপনি কি এসএসসি অথবা এইচএসসি রেজাল্ট দেখতে চান? তাহলে মোবাইলেই আপনি আপনার পরিক্ষার রেজাল্ট দেখতে পারবেন।

সেজন্য মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম জেনে নিন। তাহলে মোবাইলে রেজাল্ট দেখা আপনার জন্য সহজ হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top