এখন থেকে চাইলেই মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ দিয়ে মোবাইলে ফ্রি টিভি দেখতে পারবেন। যেগুলোকে টিভি অ্যাপ ও বলা হয়।
বর্তমানে ইন্টারনেট হাতের নাগালে আসার কারণে, টেলিভিশনের সামনে বসে মুভি কিংবা অন্য কিছু দেখাটা আস্তে আস্তে কমে যাচ্ছে।
ইন্টারনেট নির্ভর এই সময়টাতে টিভির পরিবর্তে মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ গুলো দিচ্ছে সেরা ফিচারসমূহ।
আজকে মোবাইলে টিভি দেখার অ্যাপ গুলোর মধ্যে সেরা তিনটা অ্যাপ নিয়ে আলোচনা করবো।
যেই তিনটার কথা বলবো তার সবগুলোই আমি ব্যবহার করে দেখেছি।
তাই নিজ অভিজ্ঞতা থেকে বলবো যে আপনাদের জন্য কোন অ্যাপসটা সবচেয়ে ভালো হবে।
মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ গুলোর মধ্যে অসাধারণ কিছু ফিচার থাকে।
যেমনঃ লাইভ টিভি, স্পোর্টস প্রেমিদের জন্য রয়েছে মোবাইলে খেলা দেখার এপস, লাইভ টিভি অ্যাপস, লাইভ স্পোর্টস। মুভি স্ট্রিমিং এবং কিছু অফিশিয়াল অ্যাপ কৃর্তক নাটক।
আবার, আপনার যদি এন্ড্রয়েড টিভি থাকে তাহলে এন্ড্রয়েড টিভি সফটওয়্যার হিসেবে অ্যাপগুলো আপনার টিভিতে চালাতে পারবেন।
প্রতিটা অ্যাপে আলাদা আলাদা ফিচার থাকে। কোনো কোনো অ্যাপে থাকে দেশি চ্যানেল সহ বিদেশি বেশ কিছু চ্যানেল। তাহলে বিস্তারিত জেনে নিন মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ।
মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ
প্রথমে আমাদের দেশীয় অ্যাপ মানে বাংলাদেশি অ্যাপগুলো নিয়ে কথা বলবো। এবং প্রতিটা অ্যাপেই রয়েছে ফ্রি এবং পেইড সাবস্ক্রিপশন।
১. Toffee (টপি)
খুবই পরিচিত একটি অ্যাপ। টপি মূলত বাংলালিংক থেকে পরিচালিত। প্রায় এখানে এখনকার আপডেটে ৬৬+ চ্যানেল রয়েছে।
এই অ্যাপটিতে সুবিধা হলো এখানে আপনি যেমন দেশিয় চ্যানেল পাবেন তেমনি, বিদেশি চ্যানেলও পাবেন। তাছাড়া স্পোর্টস চ্যানেল তো রয়েছেই।
টপিতে আপনি পেয়ে যাচ্ছেন প্রায় ১০টি ক্যাটাগরি। যার ফলে টপি দেখা বা ইনজয় করতে পারবেন। চলুন জেনে নিই ক্যাটাগরিগুলো সম্পর্কে।
একবারেই প্রথমেই পেয়ে যাচ্ছেন লাইভ চ্যানেল। এবং লাইভে শুধু টপি লাইভ ১ এবং টপি লাইভ ২ দেখতে পাবেন।
তারপরে রয়েছে এইচডি চ্যনেল। এখানে প্রায় ১২+ এইচডি চ্যানেল রয়েছে। প্রায় সবগুলো চ্যানেলই সনি কোম্পানির। যেমন এখানে রয়েছে সনি এইচডি, সনি টেন ওয়ান, সনি টেন টু। আর অনেকগুলো রয়েছে।
গুগল প্লে স্টোরে গিয়ে toffee লিখে সার্চ দিলেই এই অ্যাপটি পেয়ে যাবেন। অথবা নিচে ডউনলোড লিংক দেয়া আছে।
আর এই অ্যাপটির জনপ্রিয়তা খুবেই বেশি। এখন পর্যন্ত এর ডাউনলোড সংখ্যা প্রায় ১০+ মিলিয়ন। তাই আপনিও একবার এই অ্যাপটি ডাউনলোড করে দেখতে পারেন।
আবার মোবাইলে টিভি দেখার অ্যাপের মধ্যে রয়েছে Bongo (বঙ্গো)। আর আমি এখন পর্যন্ত এটা এবং উপরে যেটার কথা বলেছিলাম, এই দুইটি অ্যাপ দেশীয়।
২. Bongo (বঙ্গো)
আমাদের মাঝে পরিচিত একটি অ্যাপ হলো Bongo অ্যাপ। কারন আমরা এই অ্যাপটিকে বিজ্ঞাপনে, কিংবা ইউটিউবে ও দেখেছি। তাই এই Bongo অ্যাপটি আমাদের মাঝে একটু পরিচিত।
এখানে আপনি লাইভ টিভি দেখতে পাবেন প্রায় ৩৫+ চ্যানেল। তারপরে রয়েছে নিউজ চ্যানেল। যারা প্রতিদিনের আপডেট পেতে চান, তাদের জন্য এক কথায় ভালো কিছু বলে আমি মনে করি।
এর পরপরই রয়েছে এন্টারটেইমেন্ট। এন্টারটেইমেন্ট এ পেয়ে যাবেন প্রায় ১৬+ চ্যানেল। তবে আপনি যদি আসলেই এন্টারটেইমেন্ট করতে চান তবে, টপিতে যান।
কারন, এখানে এন্টারটেইমেন্ট এর জন্য যেই চ্যানেলগুলো আছে তার অধিকাংশই দেশী চ্যানেল। আবার যারা বাংলা নাটক পছন্দ করেন, তাদের জন্য মোটেও খারাপ হবে না।
একটু নিচে গেলে পেয়ে যাবেন মিউজিক এবং মুভি। মিউজিকে আছে দুইটি চ্যানেল। এবং মুভিতে আছে ৭টি চ্যানেল। উপভোগ করার মতোই।
তবে আপনার অনেকে খেয়াল করলে দেখতে পাবেন যে, একটাই চ্যানেল কিন্তু দুইটা ক্যাটাগরিতেই আছে। তাই Bongo অ্যাপ এ কতটি চ্যানেল আছে তা নির্নয় করাটা জামেলার।
Bongo তে টিভি চ্যানেলের চেয়েও বেশি পরিচিত মুভি এবং নাটক এর কারণে। তাই এখানে যেমন আছে টিভি চ্যানেল আবার তেমনি পেয়ে যাবেন অসাধারণ অনেক নাটক এবং মুভি।
৩. Bioscope (ভায়াস্কোপ)
দেশীয় আরেকটি অ্যাপ হচ্ছে ভায়াস্কোপ অ্যাপ। অন্যান্য সব ফিচারের মতোই এখানে লাইভ টিভি রয়েছে। সেই সাথে রয়েছে মুভি নাটক।
এই অ্যাপটি গ্রামীনফোন কতৃক পরিচালিত। এবং এখানে আপনি লাইভ টিভি স্ট্রিমিং উপভোগ করতে পারবেন। এখানে প্রায় ৫০+ টিভি চ্যানের রয়েছে।
এবং খুব স্মুথলি আপনি টিভি দেখতে পাবেন। তাই আপনি এই অ্যাপটি দেখতে পারেন।
আপনার পছন্দের টিভি চ্যানেলগুলোকে “আমার লিস্ট” এ যোগ করতে পারবেন। এবং পরবর্তীতে আপনার যোগ করা “আমার লিস্ট” থেকে দেখতে পারবেন। তাই এই অ্যাপটিও একবার ডাউনলোড করতে পারেন।
দেশীয় তিনটা অ্যাপ নিয়ে আলোচনা করলাম। এবার একটু জেনে নিন বিদেশি বেশ কিছু জনপ্রিয় মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ গুলো।
মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ (প্রিমিয়াম)
আপনি যদি হিন্দি, ইংলিস, তামিল, তেলেগু ইত্যাদি সব মুভি দেখতে চান তবে, আপনার জন্য আছে অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স ইত্যাদি।
এখানে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। এবং সাবস্ক্রিফিশন ফি ও দিতে হবে। মানে সহজ কথায় আপনাকে কিছু টাকা খরচ করতে হবে।
শেষ কথা:
এখানে জানতে পারবেন সেরা কিছু ফ্রি মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ এবং মোবাইলে ফ্রি টিভি দেখার উপায়। আবার সেই সাথে কিছু প্রিমিয়াম অ্যাপ এর কথাও বললাম।
আপনি যদি শুধুমাত্র বিনোদেন নেয়ার জন্য মোবাইলে টিভি দেখার অ্যাপ খোঁজেন তবে, আমি বলবো আপনি ফ্রি গুলোই দেখেন। ধন্যবাদ