আপনাদের অনেকের হয়তো মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম জানা নেই। আপনি যদি মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম জানতে চান তবে আমাদের আর্টিকেলটি সম্পূর্ন পড়ুন।

বর্তমানে মানুষজন এখন আর দোকানে গিয়ে ফ্ল্যাক্সিলোড করে না। এখন সবাই ঘরে বসে মোবাইলে টাকা রিচার্জ করে।
এটা আজকালকার কথা নয়। এমনকি আপনিও চাইলে ঘরে বসেই মোবাইলে টাকা রিচার্জ করতে পারবেন।
মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম
আপনি যদি মোবাইরে টাকা রিচার্জ করতে চান তবে, কোনো অপারেটরকে সিলেক্ট করতে হবে। আপনাদেরকে বুঝিয়ে বলি।
যারা মোবাইলে টাকা রিচার্জ করে তারা কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল থেকে মোবাইলে টাকা রিচার্জ করে।
আর যারা দোকানে রিচার্জ করে সেই দোকানদাররা ফ্ল্যাক্সিলোডের ব্যবসা করে। যাইহোক আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইলে টাকা রিচার্জ করবেন।
প্রথমত আপনি যেকোনো ফাইনেন্সিয়াল সার্ভিসকে সিসলেক্ট করতে হবে। এখন কথা হচ্ছে মোবাইল ফাইনেন্সিয়াল সার্ভিস কি?
এটা হলো যেসব প্রতিষ্ঠান মোবাইলেরর মাধ্যমে আর্থিক লেনদের করার ব্যবসা করে। মানে প্রতিষ্ঠান চালায়।
যাইহোক! আমরা উদাহরণ হিসেবে বলতে পারি বিকাশ, নগদ, শিওরক্যাশ, উপায় ইত্যাদি। এইসব সার্ভিস থেকে আপনি মোবাইলে টাকা রিচার্জ করতে পারবেন।
তাহলে চলুন জেনে নিই মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম সম্পর্কে। এবং বিকাশ কিংবা নগদ থেকে কিভাবে মোবাইল রিচার্জ করবেন।
এই মোবাইল রিচার্জ করে ব্যবসাও করা যায়। আমি এই আর্টিকেলে সামান্য বলার চেষ্টা করবো। যদি কেউ মোবাইল রিচার্জের ব্যবসা করতে চান তবে কমেন্ট করে জানিয়ে দিন।
বিকাশ থেকে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম
সবচয়ে জনপ্রিয় সার্ভিস বিকাশ থেকে মোবাইলে টাকা রিচার্জ করার ২ টি নিয়ম রয়েছে। চলুন ২টি নিয়মই জেনে নেয়া যাক।
প্রথম, বিকাশ অ্যাপ থেকে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম। এর পরে হচ্ছে USSD কোড ডায়াল করে।
বিকাশ থেকে মোবাইলে টাকা রিচার্জ করতে হলে প্রথমে বিকাশ একাউন্ট থাকতে হবে। আশা করি এখনকার সময়ে প্রায় সবারই বিকাশ একাউন্ট আছে।
যাদের বিকাশ একাউন্ট নেই তারা বিকাশ একাউন্ট খোলার নিয়ম জেনে নিতে পারেন।
যাইহোক! প্রথমে আমরা দেখাবো USSD কোড ডায়াল করে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম গুলো।
USSD কোড হলো আমরা ডায়াল প্যাডে গিয়ে যে কোডগুলো ডায়াল করি সেগুলো হলো USSD কোড।
আপনাদেরকে আরও বুঝিয়ে বলি। আমরা যখন মোবাইলে ব্যালেন্স চেক করতে যাই তখন যদি গ্রামীনসিম হয় তবে *566# ডায়াল করি।
এখানে যে *566# ডায়াল করলাম এই কোডটিই USSD কোড। আশা করি USSD কোড সম্পর্কে বুঝতে পেরেছেন।
এবার বিকাশ থেকে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম জেনে নেয়া যাক। আমি নাম্বারিং করে বলে দিচ্ছি।
প্রথমে আপনার মোবাইলের ডায়াল প্যাডটি ওপেন করবেন। এরপর
- প্রথমে *247# ডায়াল করবেন। [কোনো সমস্যা হলে আবার ডায়াল করবেন]
- এরপর 3. অপশনে ক্লিক করবেন। যেখানে লেখা আছে মোবাইল রিচার্জ।
- এবার অনেকগুলো অপশন দেখতে পাবেন যেমন, 1রবি 2.এয়ারটেল……. এভাবে আরও আছে। এখানে যেটা সিলেক্ট করতে হবে সেটা হলো, আপনি যে সিমে রিচার্জ নিতে চান।
ধরুন, আপনি যে সিমে রিচার্জ করবেন সেই সিম হলো গ্রামীন। তাহলে আপনাকে 4.গ্রামীন সিলেক্ট করতে হবে। এখানে আমি শুধু দেখাচ্ছি। আপনি অন্য কোনো সিমে র্চিার্জ করলে সেই সিমের পাশে যে নম্বরটি আছে সেটা ডায়াল করে সেন্ড করবেন।
4. ডয়াল করার পর সিমের ক্যাটাগরি সিলেক্ট করবেন। সেখানে আছে প্রিপেইড এবং পোস্টপেইড। আমাদের ক্ষেত্রে সাধারণত প্রিপেইড ইউজারই বেশি। তাই 1. প্রিপেইড সিলেক্ট করবেন।
5. তারপের আপনার মোবাইল নম্বরটি দিবেন।
6. এখন রিচার্জের পরিমান দিতে হবে।
7. সবশেষে পিন নম্বর দিবেন। [বিকাশ একাউন্ট এর পিন]
এবাবেই আপনি বিকাশ থেকে মোবাইলে টাকা রিচার্জ করতে পারবেন।
বিকাশ অ্যাপ থেকে মোবাইলে রিচার্জ করুন
খুবই সহজ বিকাশ অ্যাপ থেকে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম। প্রথমে বিকাশ অ্যাপটি ইনস্টল করে নিবেন।
- ইনস্টল করা না থাকলে ইনস্ট করে নিবেন। ইনস্টল লিংক, এরপর বিকাশ অ্যাপ ওপেন করবেন। তারপরে মোবাইল রিচার্জ অপশনে যাবেন।
- মোবাইল রিচার্জ অপশনটি একবারে শুরুতে থাকে। তারপর আসবে নাম বা নাম্বার দিন। সেখানে আপনার সেভ করা নাম্বার দিতে পারেন।
- যে নাম্বারে রিচার্জ করবেন সেই নম্বার সেভ করা না থাকলে নাম বা নাম্বর অপশনে নাম্বরটি বসাবেন।
- এরপর “অপারেটর বেচে নিন” অপশনে আপনার নাম্বারটি কোন অপারেটরের তা সিলেক্ট করবেন।
- পরে যা করতে হবে তা হলো টাকার পরিমান। মানে আপনি কত টাকা মোবাইল রিচার্জ করবেন।
- এখন আপনার বিকাশের পিন নম্বরটি দিবেন।
- সর্বশেষ “ মোবাইল রিচার্জ করতে ট্যাপ করে ধরে রাখুন” লেখাটিতে চাপ দিয়ে কিছুক্ষন ধরে রাখবেন।
ব্যাস! হয়ে গেছে আপনার মোবাইল রিচার্জ। বিকাশ থেকে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম দুইটাই দেখিয়েছি।
এবার আমরা দেখাবো নগদ কিংবা অন্য কোনো অ্যাপ থেকে কিভাবে রিচার্জ করবেন।
নগদ একাউন্ট থেকে মোবাইলে টাকা রিচার্জ করুন
আপনি চাইলে নগদ একাউন্ট থেকেও মোবাইল রিচার্জ করতে পারবেন। নগদে মোবাইর রিচার্জ করার নিয়ম কিছুটা বিকাশের মতো।
তবে, USSD কোড ভিন্ন। চলুন একটু বিস্তারিত জেনে নিই।
- প্রথমে *167# লিখে ডায়াল করবেন।
- এরপর 3. মোবাইল রিচার্জ সিলেক্ট করবেন।
- পরের কাজ হবে অপারেটর সিলেক্ট করা। মানে যেই সিমে রিচার্জ করবেন।
- তারপরে একাউন্টরে ধরন সিলেক্ট করতে হবে। [মানে কোন ধরনের সিমে রিচার্জ করবেন।
- মোবাইল নাম্বার বসাবেন। [যে নাম্বারে রিচার্জ করবেন।
- এমাউন্টের পরিমান দিবেন। [যত টাকা রিচার্জ করবেন তার পরিমান]
- সর্বশেষ পিন নম্বর দিবেন। [আপনার নগদ একাউন্ট এর পিন বসাবেন]
এবাবে আপনি USSD কোড ডায়াল করে মোবাইলে রিচার্জ করতে পারবেন। এবার নগদ অ্যাপ দিয়ে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম জেনে নিন।
আপনি যদি নদগ অ্যাপ দিয়ে মোবাইল রিচার্জ করতে চান তবে, প্রথমে নগদ অ্যাপ থাকতে হবে। নগদ সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
এখন,
- অ্যাপে লগইন করার পর প্রথমেই ৩ নম্বরে মোবাইল রিচার্জ অপশন পেয়ে যাবেন। বিকাশের মতোই নাম বা নাম্বার দিবেন।
- এরপর অপারেটর সিলেক্ট করবেন।
- টাকার পরিমান দিবেন।
- এরপর অপারেটর সিলেক্ট করার ক্ষেত্রে এখানে আগে থেকেই প্রিপেইড সিলেক্ট থাকবে।
- শেষে পিন বসিয়ে দিবেন।
ব্যাস, এবাবেই আপনি নগদ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন। আশা করি নগদের মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম গুলো জানতে পেরেছেন।
এবার আমরা রকেট থেকে মোবাইলে রিচার্জ নেয়া সম্পর্কে জানবো।
রকেট একাউন্ট থেকে মোবাইলে টাকা রিচার্জ করুন
ঠিক বিকাশ কিংবা নগদের মতোই রকেট একাউন্ট থেকে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম গুলো। শুধু USSD কোডগুলো ভিন্ন।
চলুন জেনে নিই রকেট একাউন্ট থেকে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম সম্পর্কে।
- ডায়াল অপশনে গিয়ে *322# লিখে ডায়াল করবেন।
- এরপর 3. নং অপশনটি সিলেক্ট করবেন। যেখানে লেখা আছে TopUp / Telco Service
- তারপর আপনি 1. TopUp সিলেক্ট করবেন।
- এখন Self এবং Other দুইটা অপশন আছে। আপনি যদি নিজ সিমে বা যে সিমে রকেট একাউন্ট আছে সেই সিমে রিচার্জ করতে চাইলে Self সিলেক্ট করবেন।
- আর যদি আপনার অন্য কোনো সিম কিংবা অন্য কারো সিমে রিচার্জ করতে চাইলে Other সিলেক্ট করবেন।
- এবার মোবাইল নম্বর দিবে।
- সবশেষে পিন দিয়ে দিবেন।
ব্যাস, আপনার মোবাইল রিচার্জ হয়ে গেছে। তারপরে রয়েছে রকেট অ্যাপ থেকে কিভাবে মোবাইল রিচার্জ করা হয়।
এব্যাপারে বলার কিছু নেই। বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ এর মতোই রকেট অ্যাপে মোবাইলে টাকা রিচার্জ করা হয়।
তাই আশা করি আপনি রকেট অ্যাপ থেকে মোবাইলে টাকা রিচার্জ করতে পারবেন। রকেট সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
উপায় একাউন্ট থেকে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম
বাংলাদেশে উপায় নতুন করে মোবাইল ফাইনেন্সিয়ালে যোগ দিয়েছে। এখন উপায় একাউন্ট মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম জেনে নিন।
- আগের মতোই ডায়াল প্যাডে গিয়ে *268# লিখে ডায়াল করুন।
- এরপর রিচার্জ অপশন সিলেক্ট করবেন।
- সিম ক্যাটাগরি সিলেক্ট করুন।[পিএপইড কিংবা পোস্টপেইড]
- যে নম্বরে রিচার্জ করবেন সেই নম্বরটি দিন।
- রিচার্জের পরিমান দিন।
- পিন কোড দিন।
ব্যাস, উপায় একাউন্ট থেকে মোবাইল রিচার্জ সম্পূর্ন হয়েগেছে।
শিওর ক্যাশ থেকে মোবাইলে টাকা রিচার্জ করুন
শিওর ক্যাশে মোবাইলে টাকা রিচার্জ করা অন্যান্য অপারেটরদের মতোই। শুধু USSD কোডটি জানা থাকলেই হবে।
প্রথমে,
- ডায়ালপ্যাড থেকে *৪৯৫# ডায়াল করুন।
- তারপরে মোবাইল রিচার্জ অপশন সিলেক্ট করবেন।
- মোবাইল নম্বর দিন [যে নম্বরে রিচার্জ করবেন]
- অপারেটর সিলেক্ট করুন [আপনার সিম যে অপারেটরের যেমন, রবি, গ্রামীন, এয়ারটেল ইত্যাদি]
- টাকার পরিমান দিন
- পিন দিন।
ব্যাস, আপনার মোবাইল রিচার্জ হয়ে গেছে। এবাবেই আপনি শিওর ক্যাশ থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন।
প্রশ্নঃ
মোবাইল রিচার্জ কার অনেক উপায়ঢ আছে। তবে এখানে আজকে যতগুলো উপায় নিয়ে আলোচনা করেছি তার সবগুলো উপায়ে আপনি মোবাইলে রিচার্জ করতে পারবেন।
শেষ কথা:
আশা করি মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। আজকের পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভূলবেন না। ধন্যবাদ!