বর্তমানে ভিটমেট অ্যাপসটি আপডেট দেওয়াতে বেশ কিছু ফিচার এখন আর নেই। যেটা ভিটমেট 2016 তে ছিল। যার ফলে ইউজাররা অনেক ইন্টারেস্টেড ফিচারগুলো আগের মত উপভোগ করতে পারে না।

ভিটমেট ২০১৬ সালের ভার্ষনটি ডাউনলোড করুন

কিন্তু অনেকেই জানে না যে ভিটমেট 2016 তে অরিজিনাল ভিটমেট ভার্শনটি এখনো চাইলে ডাউনলোড করতে পারবেন।

আজকের ব্লগে থাকছে কি করে 2016 সালের ভিটমেট ভার্সনটি আপনার মোবাইলে ডাউনলোড করবেন।

চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় যাওয়া যাক।

আজকের আলোচনা থেকে জানতে পারবেন 2016 সালের ভিটমেট এর অরিজিনাল ভার্সনটি ডাউনলোড করার উপায়।

ভিটমেট 2016 সালের অরিজিনাল ভার্শন

অনেকে ভিটমেট 2016 সালের ভার্সনটি এখনো খুঁজে থাকে। তাদের মত আপনি যদি ভিটমেট অ্যাপস এর 2016 সালের ভার্সনটি খুঁজে থাকেন তবে এখানে পেয়ে যাবেন।

আসলে ভিটমেট সফটওয়্যারটি গুগল প্লে স্টোরে না থাকায় সবাই গুগোলে সার্চ করতে থাকে। কিন্তু দেখা যায় সেখানে অসংখ্য ভিটমেট সফটওয়্যার আসে।

তবে অরিজিনাল ভিটমেট সফটওয়্যারটি পাওয়া খুবই মুশকিল। কারণ এই সফটওয়্যারটি শুধুমাত্র ভিটমেট অফিশিয়াল সাইট এর অরিজিনাল ভার্সন রয়েছে।

তাই ভিটমেট সফটওয়্যার এর অফিসিয়াল ওয়েবসাইট সবাই খুঁজে পায় না। সেজন্য আমি আরেকটি আর্টিকেল লিখেছি।

সেখানে দেখিয়েছি কিভাবে আপনি অরিজিনাল ভিটমেট অ্যাপসটি ডাউনলোড করবেন।

কারণ অরিজিনাল ভিটমেট সফটওয়্যারটিতে এখনো ইন্টারেস্টিং ফিচারগুলো রয়েছে।

যাইহোক! আগের সেই ভিটমেট অ্যাপস এবং এখনকার ভিটমেট অ্যাপস এর সাথে অনেক অমিল রয়েছে।

তাই আপনি যদি ভিটমেট 2016 সালের ভার্ষনটি খুঁজে থাকেন তাহলে আশা করি আজকের ব্লগে আপনি 2016 সালের ভিটমেট ভার্ষনটি পেয়ে যাবেন।

ভিটমেট 2016 সালের ভার্ষনটি ডাউনলোড করুন

ভিটমেট সফটওয়্যারটি সর্বপ্রথম গুগল প্লে স্টোর আসে। যার ফলে এর প্রথম ভার্ষনটি প্লে স্টোরে ছিলো।

কিন্তু গুগল থেকে ইউটিউব ভিডিও ডাউনলোডার সকল অ্যাপস নিষিদ্ধ ছিলো। আর আমরা সবাই জানি যে ভিটমেট থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়।

আপনি যদি ভিটমেট 2016 সালের ভার্ষনটি খুঁজতে যান তাহলে 2016 ভিটমেট সালের ভার্ষনটি খুঁজে পাওয়া খুবই মুশকিল হবে।

এমনকি আমি নিজেও এ ভার্ষনটি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। তবুও আপনাদের জন্য  2016 সালের ভিটমেট অ্যাপস এর ভার্সনটি খুঁজে নিয়েছি।

সেই ভার্ষনটি ছিল খুবই হালকা। এবং খুব সহজেই ব্যবহার করা যায়। এছাড়াও আরও বেশ কিছু ফিচার রয়েছে যেগুলো আপনি ডাউনলোড করলে দেখতে পারবেন।

ভিটমেট 2016 সালের সকল ভার্শন

আপনি যদি ভিটমেট 2016 সালের ভার্সনটি ডাউনলোড করতে চান তবে আপনি সহজেইন ডাউনলোড করতে পারবেন।

যদিও 2016 সালের ভিটমেট ভার্ষনগুলো তেমন দেখা যায় না। কারণ ভিটমেট 2021 সালের পর থেকে আপডেট সকল ভার্শন যে কোন জায়গায় পাওয়া যায়।

কিন্তু সর্বপ্রথম যখন ভিটমেট আপলোড করা হয়েছিল তখনকার বাসনগুলো খুঁজে পাওয়া খুবই মুশকিল ব্যাপার।

যাইহোক! 2016 সালের ভিটমেট অ্যাপস এর অনেকগুলো ভার্সন আছে। যেখানে প্রায় 10 থেকে 12 টি ভার্সন আপডেট করা হয়েছিল।

তাই আপনি আপনার পছন্দের মত বা প্রয়োজনীয় ভার্সনটি ডাউনলোড করে নিতে পারবেন। আমি সকল ভার্সনের লিঙ্ক দিয়ে দিব।

ভিটমেট 2016 ডাউনলোড লিংক

2016 সালে ভিটমেট সফটওয়্যার ট জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আপডেট করে গেছে। নতুন নতুন আপডেট আসাতে ভিটমেট 2016 সালের ভার্সনটি খুঁজে পাওয়া যায় না।

অনেক খোঁজাখুঁজি করে দুই একটি সাইটে 2016 সালের ভিটমেট অ্যাপস এর একটি করে ভার্সন পাওয়া গেছে।

এবং আমার কাছে মনে হয়েছে ভার্সনগুলো ফেইক।

যার ফলে অনেক খুঁজে ভিটমেট অরিজিনাল ভার্সনটি খুঁজে পেয়েছি। যেটা 2016 সালের ভার্সন।

তাই আশা করি আপনি যেটা খুঁজছেন সেটা পেয়ে যাবেন।

ভিটমেট 2016 সালের অরিজিনাল ভার্শনটি পাওয়ার জন্য নিছে “Download Vidmate 2016” লেখা আছে।

সেখানে ক্লিক করুন। তাহলেই পেয়ে যাবেন 2016 সালের ভিটমেট অরিজিনাল ভার্শন।

Download Vidmate 2016

উপরের লিঙ্কটাতে ক্লিক করলে আপনি ভিটমেট সফটওয়্যার এর অনেকগুলো ভার্ষন পেয়ে যাবেন। সেখানে ভিটমেট 2016 এর অনেকগুলো ভার্সন রয়েছে।

এখান থেকে ভিটমেট অ্যাপস এর 2016 সালের যেকোনো একটি ভার্সন ডাউনলোড করলেই হবে।

এবং নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন যে ভিটমেট 2015 সালেরও কিছু ভার্ষন রয়েছে।

শেষ কথা:

আশা করি আপনি ভিটমেট এর পুরনো ভার্সনটি ডাউনলোড করতে পারবেন। আর যদি কোন সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিন।

ভিটমেট 2016 ডাউনলোড করতে হলে উপরে দেয়া লিঙ্কে ক্লিক করুন।

এবং সেখানে 2016 সালের ভিটমেট এর ফুল ভার্সন পেয়ে যাবেন। ধন্যবাদ!