বর্তমান সময়ের আলোচিত একটি বিষয় হলো ব্লগিং। অনেকে ব্লগিং শুরু করতে চায় আবার অনেকে ব্লগিং এ জড়িত আছে। তাই আজকে সবার জন্য এই ব্লগটি। আজকের আলোচনার বিষয় হলো ব্লগিং কি? ব্লগিং এর ভবিষ্যৎ কেমন। ব্লগিং এর সম্ভাবনা। ব্লগিং কতটুকু লাভজনক।

ব্লগিং এর ভবিষ্যৎ কেমন। ব্লগিং এর সম্ভাবনা। ব্লগিং কতটুকু লাভজনক।

অনলাইনে আয়ের কথা আসলে সবার আগে আসে ব্লগিং।

আসলেই বর্তমানে ব্লগিং বেশ জনপ্রিয়।

তবে যারা ব্লগিং শুরু করতে চান তাদের বলবো যে, আপনি ব্লগিং ভুলেও করবেন না।

কেনো করবেন না, তারও বিস্তারিত আলোচনা করবো।

ব্লগিং কি?

সহজেই বলতে গেলে ব্লগিং হলো কোনো বিষয়ের ধারনা দেয়ার জন্য রিভিউ করা।

আমি আর বিস্তারিত বলছি। আপনি একটা প্রোডাক্ট এর বি্তিারিত আপনার অডিয়েন্সদের জানাবেন। ত

র জন্য আপনি একটা আর্টিকেল লিখলেন। যাকে আমরা ব্লগিং নামে জানি।

ব্লগিং অনেক রকম হয়ে থাকে। যেমন ভিডিও ব্লগিং, ফটো ব্লগিং, টেক্সট ব্লগিং।

টেক্সট ব্লগিংকে বলা হয় কনটেন্ট রাইটিং। তাই জেনে নিন কনটেন্ট রাইটিং কি? এবং কিভাবে শুরু করবেন।

ভিডিও ব্লগিংকে ইউটিউবে দেখা যায়। আমরা ইউটিউবে নানা ধরনের ভিডিও দেখতে পাই। যা ভিডিও ব্লগিং এর অন্তভূক্ত।

একটা ব্লগিং হয় মূলত একটা ওয়েবপেজে। যাকে আমরা ওয়েবসাইট নামে জানি। সেখানে ছবি থাকে।

এবং সাথে কিছু টেক্সট থাকে। আবার কিছু এনিমেশনও থাকে।

বর্তমানে ওয়েবসাইট তৈরির আগ্রহ ব্যাপক। তাই ৫ মিনিটেই একটি ওয়েবসাইট তৈরি করুন একদম ফ্রি।

ব্লগিং কতটুকু লাভজনক

এটার ব্যাখ্যা দিতে গেলে হয়তো আপনার লোভ লেগে যাবে।

ব্লগিংকে আপনি আপনার চাকরির সাথে তুলনা করতে পারেন। এটা হতে পারে পার্ট টাইম জব। অথবা ফুল টাইম জব।

অনলাইনে ঘরে বসে আয় করার উপায়গুলো যার মধ্যে ব্লগিং অন্যতম। এখানে আপনি শুধু লেখা লিখে যাবেন।

মানে আপনার একটা ওয়েবসাইট আছে। আপনি সেখানে কনটেন্ট লিখেন। এবং পাবলিশ করতে থাকেন।

তারপরে সেখানে ভিজিটর আসবে। এবং আপনি গুগল এডসেনস এর মাধ্যমে আয় করতে পারবেন।

আপনার যদি জানা না থাকে তবে জেনে নিন, গুগল এডসেনস কি? এবং কিভাবে গুগল এডসেনস একাউন্ট খুলবে

আপনারা যারা ব্লগিং সম্পর্কে জানেন, তারা হয়তো এটাও জানেন যে, ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগিং সাইট তৈরি করা হয়।

আবার ব্লগার দিয়ে সাইট তৈরি করা হয়।

ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট তৈরি করলে খুব দ্রুত র‌্যাংক করানো যায়। আবার এডসেনস পেলেও খুবই ভালো একটা ইনকাম হয়ে থাকে।

আমার অবিজ্ঞতা থেকে বললে আমি ব্লগারে আছি। এখানে আয় করা খুবই কষ্টের।

তবে আপনি যদি ব্লগারে আয় করতে চান, আপনাকে হাই কোয়ালিটির ব্লগ লিখতে হবে। তবেই আপনি ভালো পরিমান একাট আয় করতে পারবেন।

অনেকে জিজ্ঞেস করে যে, ব্লগিং করে মাসে কত টাকা আয় করা যায়? এটার উত্তর দিলে হবে, আপনার আয়ের কোনো লিমিট নেই।

আপনি যদি বেশি কাজ করেন বা বেশি আর্টিকেল লিখেন তবে, আয়ের পরিমানটা একটু বেশি হয়ে থাকবে।

আর ব্লগিং এর সবচেয়ে লাভজনক ব্যাপার হলো কাজের স্বাধীনতা।

আপনি যখন খুশি কাজ করতে পারেন। আবার সারা দিনে কাজ না করলেও আপনার খুশি।

তবে মনে রাখবেন যে, এই স্বাধীনতা তখনই পাবেন যখন আপনার অনেকগুলো আর্টিকেল পাবলিশের পর তা থেকে ভালো পরিমান আর্টিকেল র‌্যাংক হবে।

ব্লগিং এর সম্ভাবনা কতটুকু

সম্ভাবনার কথা বলতে গেলে অনেক ব্লগারই বলবে ভালো। আমিও বলবো ভালো। তবে কিছু খারাপ দিকও রয়েছে।

যা নতুনদের জন্য অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। তাই আজকে বর্তমান সময়ে ব্লগিং এর সম্ভাবনা কতটুকু তা আলোচনা করবো।

দেখুন, ঘরে বসে কনটেন্ট লিখে আয় করা! এটা ব্লগিং এর চেয়ে সেরা হতে পারে না।

মানে ব্লগিংই সেরা পদ্ধতি। তবে সময় পাল্টে গেছে। আপনি ভাবছেন যে, একটা ওয়েবসাইট তৈরি করবেন এবং কনন্টেন পাবলিশ করে আয় করবেন।

ঠিক একই চিন্তা বর্তমান সময়ের বেকার মানুষ জন ভাবছে। যেমনটি জানেন বাংলাদেশের বেকারত্বের হার কিন্তু কম নয়।

তার প্রতিযোগীতাও বেশি। আপনি যদি ব্লগিং শুরু করতে চান তবে, সেইভাবে প্রস্তুত হয়ে কাজ শুরু করতে হবে।

ব্লগিং এর ভবিষ্যৎ কেমন?

আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে, ব্লগিং এর ভবিষ্যৎ কেমন? বা সামনের দিনগুলোতে ব্লগিং এর চাহিদা কেমন হবে? বা আমি ব্লগিং করতে চাই! আমার জন্য কেমন হবে।

আপনার সকল প্রশ্নের উত্তর যদি আমি এক কথায় বলি তবে, আগামি কিছু বছর পর দেখবেন ব্লগিং নেই! এটা অবাক করা তাই না।

আমি কেনো বলেছি নেই তাহলে জেনে নিন।

আপনি দিনের কতক্ষন সময়ে ফেসবুকে ব্যায় করেন? তার উত্তরে হয়তো আপনার কোনো কাজ না থাকলে প্রায় সারা দিনই।

এটা খুবই হতাশা জনক। মানুষ এখন আর ব্লগ পড়ার সময়ই পায় না। তারা সারাদিন থাকে ফেসবুকে নইলে ইউটিউবে।

তাই বলাই যায় কিছু বছর পর যখন মানুষ পুরোপুরি ফেসবুক জগতে চলে যাবে তখন আপনার আর আমার ব্লগগুলো পড়ার মতো কোনো ভিজিটরই থাকবে না।

ব্লগিং এর ভবিষ্যৎ। ব্লগিং এর সম্ভাবনা। ব্লগিং কতটুকু লাভজনক
আমি দৈনিক ফেসবুকে কত সময় পার করি!

আশা করি আপনারা বঝতে পেরেছেন যে, ব্লগিং এর ভবিষ্যৎ কতটা খারাপ হতে চলেছে। আমার যুক্তির সাথে অনেকেরই যুক্তি মিলবে না। কারন:

তারা বলবে হয়তো তাহলে আমি কেনো ব্লগিং করি। আসলে আমি বেশিদিন ব্লগিং করবোও না।

আমাার অনলাইনকে নিয়ে অন্য পরিকল্পনা আছে। যার কারনে আমি এখনো আরও কিছু বছর আছি।

শেষ কথা:

ভালো মন্ধ বিচার করার মতো শক্তি একজন সাধারণ মানুষের থাকে। তাই আপনার কোনটা ভালো হবে তা আপনাকেই বিবেচনা করতে হবে।

আর যাই করবেন তা খুব দ্রুত করবেন। তবেই সফলতার স্বাদ গ্রহণ করতে পারবেন। ধন্যবাদ