জেনে নিন ব্যবস্থাপনা কি? এবং ব্যবস্থাপনা কাকে বলে? ব্যবস্থাপনার জনক কে? আধুনিক ব্যবস্থাপনার জনক কে? ব্যবস্থাপনার স্তর গুলো এবং ব্যবস্থাপনার ধারণা ব্যাখা পেয়ে যাবেন।

ব্যবস্থাপনা কি? অথবা ম্যানেজমেন্ট কি?
ব্যবস্থাপনা শব্দটি এসছে Maneggiare শব্দ থেকে। Maneggiare এর অর্থ হচ্ছে “To trained up the horses” মানে ঘোড়াকে প্রশিক্ষিত করা। সময়ের পরিবর্তনে এখন মানুষকে দিয়ে কাজ পরিচালনার সাথে সম্পৃক্ততা।
ব্যবস্থাপনা কাকে বলে?
ব্যবস্থাপনা কাকে বলে এর উদাহরণ দিতে গেলে প্রথমেই L.A Allen এর সংজ্ঞাটি দেয়া যাক। L.A Allen বলেছেন: Management is what a Management does মানে ব্যবস্থাপক যা করেন তাই ব্যবস্থাপনা।
অর্থাৎ প্রতিষ্ঠানের লক্ষ অর্জনের নিমিত্তে উৎপাদনের উপকরনসমূহকে সুষ্ঠ ও সুশৃঙ্খলভাবে সংগ্রহ, সংগঠন ও পরিচালনা করার কৌশলকে ব্যবস্থাপনা বলে।
ব্যবস্থাপনার স্তর গুলো কি কি
ব্যবস্থাপনার কাজ হচ্ছে প্রতিষ্ঠান পরিচালনা করা। প্রতিটা ব্যস্থাপনায় অনেকগুলো স্তর থাকে। তাহলে জেনে নিন ব্যবস্থাপনার স্তর গুলো কি কি?
- পূর্বানুমান ও পরিকল্পনা।
- সংগঠিত করা
- কর্মীসংস্থান
- নির্দেশনা
- প্রেসনা
- সমন্বয় এবং
- নিয়ন্ত্রন
একজন ব্যবস্থাপক এই কাজগুলো করে থাকে। আর এই কাজগুলোর সমষ্টিই হলো ব্যবস্থাপনা।
ব্যবস্থাপনা কি, বা ব্যবস্থাপনা কাকে বলে? এই প্রশ্নগুলো প্রায় আমাদের মাথায় ঘুরপাক করে। আজকে এই প্রশ্নগুলোর উত্তর বইয়ের ভাষায় জানানোর চেষ্টা করবো। এবং নিচে উল্লেখিত বাক্যগুলো উদাহরণসহ দেয়া আছে।
ব্যবস্থাপনার কার্যাবলী
ব্যবস্থাপনার বিভিন্ন কার্য রয়েছে। এগুলি হল:
- পরিকল্পনা: এটি সংস্থার লক্ষ্যগুলি নির্ধারণ এবং সেগুলি অর্জনের জন্য একটি পদ্ধতি বিকাশের প্রক্রিয়া।
- সংগঠন: এটি সংস্থার সম্পদগুলিকে সংগঠিত করার প্রক্রিয়া যাতে সেগুলি দক্ষতার সাথে ব্যবহার করা যায়।
- নেতৃত্ব: এটি সংস্থার কর্মীদের প্রেরণা এবং উৎসাহিত করার প্রক্রিয়া যাতে তারা তাদের কাজের প্রতি দক্ষতা এবং দক্ষতা বিকাশ করতে পারে।
- যোগাযোগ: এটি সংস্থার কর্মীদের মধ্যে তথ্য এবং ধারণাগুলির বিনিময়ের প্রক্রিয়া।
- সিদ্ধান্ত গ্রহণ: এটি সংস্থার জন্য গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া।
- নিয়ন্ত্রণ: এটি সংস্থার লক্ষ্যগুলি অর্জনের জন্য কর্মক্ষমতা পর্যবেক্ষণ এবং মূল্যায়নের প্রক্রিয়া।
ব্যবস্থাপনার জনক কে?
management বা ব্যবস্থাপনার জনক কে? এই প্রশ্নটি প্রায় হয়ে থাকে। Management বা ব্যবস্থাপনা অর্থাৎ আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছেন ফারাসি গনিতবিদ হেনরি ফেওল।
ব্যবস্থাপনার ধারণা ব্যাখ্যা করতে হবে
- একটি প্রতিষ্ঠানের লক্ষ অর্জনের নিমিত্তে উৎপাদনের উপকরনসমূহকে সুষ্ঠ ও সুশৃঙ্খলভাবে সংগ্রহ, সংগঠন ও পরিচালনা করার কৌশলকে ব্যবস্থাপনা বলে।
- আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেওল এর মতে ব্যবস্থাপনা হলো পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠিত করণ, নির্দেশনা, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রনের সমষ্ঠি।
- আর সাধারণভাবে বলতে গেলে কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে অন্যদের দ্বারা প্রয়োজনীয় কাজ করিয়ে নেওয়ার কৌশলকে ব্যবস্থাপনা বলে।
- পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য সম্পাদিত কার্যাবলিকে ব্যবস্থাপনা বলা হয়।
এখানে ব্যবস্থাপনার অনেকগগুলো সংজ্ঞা পেয়ে যাবেন। তাই আপনি এখানের যেকোনো একটি বললেই হবে।
আরওঃ
- রুল ৭২ কি? রুল ৭২ কাকে বলে?
- হিসাববিজ্ঞান কাকে বলে?
FAQ – ব্যবস্থাপনা কি?
ব্যবস্থাপনা হল একটি সংস্থার লক্ষ্যগুলি অর্জনের জন্য মানুষ এবং সম্পদগুলিকে প্রভাবিত করার প্রক্রিয়া।
ব্যবস্থাপনা প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা প্রণয়ন।
আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফেওল।
আমলাতান্ত্রিক তত্ত্ব, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব, আচরণগত ব্যবস্থাপনা তত্ত্ব এবং মানব সম্পর্ক তত্ত্ব।
শেষ কথা:
সাধারণভাবে বলতে গেলে কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে অন্যদের দ্বারা প্রয়োজনীয় কাজ করিয়ে নেওয়ার কৌশলকে ব্যবস্থাপনা বলে।
এক কথায় প্রতিষ্ঠানের লক্ষ অর্জনের নিমিত্তে উৎপাদনের উপকরনসমূহকে সুষ্ঠ ও সুশৃঙ্খলভাবে সংগ্রহ, সংগঠন ও পরিচালনা করার কৌশলকে ব্যবস্থাপনা বলে।
তাই আশা করি ব্যবস্থাপনা সংক্রান্ত অনেক সংজ্ঞা পেয়েছেন। তাই ব্যবস্থাপনা সম্পর্কে আরও অনেক ধারণা পেয়েছেন বলে আমি মনে করি।
আজকের ব্লগটি এই পর্যন্ত। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। ধন্যবাদ!

Hello, I am Mehedi. You can call me (Hasan N). and on this site, I share informative and tech-related articles. Explore more on my site.