বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হচ্ছে বিকাশ। যারা সব সময় বিভিন্ন অফার দিয়ে থাকে। এবারের অফার হচ্ছে বিকাশ রেফার অফার ২০২৩”
বিকাশ মোবাইল অ্যাপস এর সেবা জনপ্রিয় হওয়ার পর থেকে প্রায় সারা বছর জুড়ে রেফার অফার দিয়ে থাকে।
তবে এ বছরের শুরু থেকে এই অফারটি বন্ধ থাকায় অনেকে বিকাশের রেফার অফার সম্পর্কে আপডেট ছিল না।
কিন্তু বিকাশ আবারও সেই অফারটি নিয়ে এসেছে। এবং এই অফারটি খুবই দুর্দান্ত।

এবার বিকাশের রেফারেল প্রোগ্রামে রয়েছে প্রতি রেফারে টাকা সহ আকর্ষণীয় সব পুরস্কার।
আগে আগে প্রতিটা রেফারেল অফারে শুধুমাত্র টাকা দিতো। তবে এবার টাকা’র পাশাপাশি রয়েছে দারুন সব পুরস্কার।
তাই এবার প্রতি রেফারে সবাই লাভবান হতে পারবেন। আপনিও চাইলে বিকাশ রেফার করে অনেক টাকা ইনকাম করতে পারবেন।
বিকাশ রেফার অফার ২০২৩
প্রতি বছরের মত এবারও রয়েছে বিকাশ রেফার অফার। এই অফারটি প্রতি বছরের তুলনায় এবার একটু ভিন্ন।
এবছর বিকাশের রেফার অফার থাকতো শুধুমাত্র সফল রেফারে নিশ্চিত বোনাস!
তবে এবার প্রতিটা সফল রেফারের সাথে নিশ্চিত বোনাসের পাশাপাশি রয়েছে কিছু সারপ্রাইজ।
তবে সারপ্রাইজ কি দিবে সে ব্যাপারেও বিস্তারিত বলা আছে।
এবং প্রতিটা পুরস্কার অনেক দামী দামী। নিচে আমি লিস্ট দিয়ে দিয়েছি আপনারা দেখে নিন।
এখন কথা হচ্ছে কিভাবে আপনারা সেই অফার পাবেন। কিংবা সে অফার পাওয়ার জন্য কি কি শর্ত রয়েছে সবকিছু বিস্তারিত জেনে নিন।
বিকাশ রেফার অফারের বিস্তারিত
বিকাশ রেফার অফারের সবচেয়ে আকর্ষণীয় অফার হচ্ছে প্রতি রেফারে নির্দিষ্ট হারে বোনাস। সেক্ষেত্রে এবারে যে যে বোনাস গুলো থাকছে তা দেখে নিনঃ
- প্রতিটা নন বিকাশ অ্যাপ ইউজারকে অ্যাপে আনতে পারলেই পাচ্ছেন ৳৫০ টাকা বোনাস!
- এরপরে যে অফারটি রয়েছে সেটা হচ্ছে “অ্যাপ ফাস্ট অ্যাক্টিভেশন”। এখানে আপনি প্রতি ইউজার ভিত্তিতে অফার পাবেন।
- ভিন্ন ভিন্ন রেফারেল রেঞ্জ অনুযায়ী থেকে ভিন্ন ভিন্ন অফার পেয়ে থাকবে।
- অফারটি চলাকালীন নিচের চার্ট অনুযায়ী প্রত্যেকে ভিন্ন ভিন্ন পুরস্কার পেয়ে থাকবে।
রেফারের রেঞ্জ | পুরষ্কার |
---|---|
১০১ থেকে ২০৫ | ডিনার সেট |
২৫১ থেকে ৩৫০ | স্ট্যান্ডিং ফ্যান |
৩৫১ থেকে ৫০০ | সেলাই মেশিন |
৫০১ থেকে ১০০০ | ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি |
১০০০ + | ৩৮০ লিটার রেফ্রিজারেটর (নন ইনভার্টার) |
একজন রেফারার আনলিমিটেড রেফার করতে পারবেন। তবে একটি সফল রেফার থেকে মাত্র একবারই বোনাস পাবেন।
নোটঃ এই অফারটি চলবে ১৭ মে থেকে ৩০ জুন পর্যন্ত। তবে বিকাশ চাইলে যেকোনো সময় পরিবর্তন করতে পারে।
বিকাশ রেফার করার নিয়ম
চলুন এবার আমরা সংক্ষেপে জেনে নেই কিভাবে আপনি বিকাশ রেফার করে এই অফার গুলো জিতে নিতে পারেন।
আপনি বিকাশ রেফার করতে চাইলে সর্বপ্রথম বিকাশ একাউন্ট থাকতে হবে।
তবে এখনকার সময় সবারই বিকাশ একাউন্ট থাকে। যদি আপনার না থাকে তাহলে জেনে নিন বিকাশ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে।
এবার আপনারা মাত্র কয়েকটি স্টেপ ফলো করে বিকাশ রেফার করতে পারবেন। তবে তার আগে আপনাদের প্রত্যেকের মোবাইলে বিকাশ অ্যাপ ডাউনলোড করা থাকতে হবে।
যদি আপনার মোবাইলে বিকাশ অ্যাপ ডাউনলোড করা না থাকে তাহলে এখানে ক্লিক করে বিকাশ অ্যাপ ডাউনলোড করে নিন।
চলুন তাহলে বিকাশ রেফার করা যাকঃ
- প্রথমে বিকাশ অ্যাপ ওপেন করুন।
- হোম পেজে যাওয়ার পর ডানপাশে উপরে কোনায় বিকাশ আইকনে ক্লিক করতে হবে। (মূলত এটা Menu আইকন)
- এবার নিচের ইমেজগুলো ফলো করুন।




১. প্রথমে বিকাশ মেনু সিলেক্ট করবেন। বিকাশ অ্যাপের হোম পেইজে গেলে উপরে ডান পাশে কোনায় এই আইকনটি দেখতে পাবেন।
২. মেনু থেকে একটু নিয়েছিস কল করলে রেফার বিকাশ অ্যাপ দেখতে পাবেন।
৩. রেফার করুন বাটনে ক্লিক করলে সর্বশেষ ফটোটির মতো একটা পেজ আসবে।
এখান থেকে আপনি শেয়ার করার অপশনটি পাবেন। অর্থাৎ “রেফার করুন” বাটনে ক্লিক করার পর আপনার জন্য একটা ইউনিক রেফারাল লিংক তৈরি হবে।
এবার আপনি যাকে রেফার করবেন তাকে এই লিংকটি শেয়ার করতে হবে। এখানে যতগুলো শেয়ার অপশন আছে সবগুলো যে কোন একটি দিয়ে আপনি চাইলে শেয়ার করতে পারেন।
এবার যাকে এই লিংকটি পাঠাবেন তার মোবাইলে সেই লিংকে ক্লিক করে বিকাশ অ্যাপস ডাউনলোড করে নিবেন।
তারপর তার মোবাইলে বিকাশ একাউন্ট খুলে দিবেন। অথবা সে যদি আগে কখনো বিকাশ অ্যাপ ব্যবহার না করে তাহলে তার ক্ষেত্রেও আপনি অফারটি পাবেন।
FAQ: বিকাশ রেফার অফার ২০২৩
এখানে উল্লেখ করা উদ্ধতি অনুসরণ করলে বিকাশ রেফার করতে পারবেন।
বিকাশ রেফার অফার ২০২৩ এ আপনি রেফার করলে পাচ্ছেন ৳৫০ টাকা এবং আকর্ষনীয় সব পুরষ্কার।
বিকাশ অ্যাপ থেকে একাউন্ট খুলে ৭২ ঘণ্টার ভিতরে সেট করলে পারছেন ১০ টাকা ক্যাশব্যাক, এরপর প্রথমবার লগইনে পাচ্ছেন ১৫ টাকা ক্যাশব্যাক এবং অ্যাপ থেকে যেকোনো মোবাইলে রিচার্জ করলেই পাচ্ছেন ২৫ টাকা ক্যাশব্যাক!
রেফার করার সময় শুধু এটা মনে রাখবেন যে, যাকে রেফার করছেন সে যেনো আগে থেকে বিকাশ অ্যাপ ইউজার না হয়।
বিকাশ রেফার অফার ২০২৩ নিয়ে শেষ কথা
এ বছর এখন পর্যন্ত বিকাশে যতগুলো অফার ছিল তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে বিকাশ রেফার অফার ২০২৩,
এই অফারটির মাধ্যমে নগদ টাকা ক্যাশব্যাক সহজে সকল পুরস্কার রয়েছে তার সবই খুবই আকর্ষণীয়। তাই আজই বিকাশ রেফার করা শুরু করে দিন।