এখন থেকে ঘরে বসেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম জেনে নিন। আর প্রতি মাসে বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করুন।
আপনাকে যদি বলা হয় এখনকার সময়ে এসেও লাইনে দাঁড়িয়ে বিদ্যুৎ বিল দিন তবে, কেমন লাগবে আপনার কাছে।
মোটেও ভালো লাগবে না। যেখানে আপনি ঘরে বসেই মাত্র কয়েক ক্লিকেই বিদ্যুৎ বিল দিতে পারবেন। সেখানে কয়েক বছর আগের মতো বিল দেয়াটা অস্বস্তিকর।
কয়েক বছর আগের কথা বললেও দেখা যায় যে, অফিসে ঘুরা-ঘুরি করেও বিল দেয়াটা অনেক কষ্টের ছিলো।
তাও আবার বিল পরিশোধ হয়েছে কিনা এরও কোনো নিশ্চয়তা নেই। এমন পরিস্থিতিতে বাংলাদেশের মোবাইল ফ্যাইনেন্সিয়াল সার্ভিস বিকাশ নিয়ে এলো বিল বিকাশ।
বিদ্যুৎ বিল বিকাশ করতে বা বিকাশে বিদ্যুৎ বিল দিতে একটু ঝামেলা আছে। এখানে প্রিপেইড এবং পোস্ট পেইড থাকার কারনে অনেকেই সঠিকভাবে বিকাশে বিদ্যুৎ বিল দিতে পারে না।
তাই আজকে জানতে পারবেন বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম সম্পর্কে। এবং বিল দিয়ে সাথে সাথে রিসিট বুঝে নিন।
বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম।
বিকাশে বিদ্যুৎ বিল দেয়ার জন্য প্রথমে প্রয়োজন একটা বিকাশ একাউন্ট। আপনার যদি বিকাশ একাউন্ট না থাকে তবে জেনে নিন বিকাশ একাউন্ট খোলার নিয়ম। বোনাস সহ!
আর যদি আপনার বিকাশ একাউন্ট থাকে তবে, ঝামেলার কোনো কারন নেই। কারণ আজকে আমি আপনাদের খুব সহজেই দেখিয়ে দিবো। কিভাবে বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল দিবেন।
আবার বিকাশ একাউন্ট বাটন ফোন এবং স্মার্ট ফোন, দুই ফোনেই চালানো যায়। তাই আমি দুই ফোনেই দেখাবো।
তবে আমি বলে রাখি যে, বাটন ফোনে বিদ্যুৎ বিল পরিষোধ করা কিছুটা ঝামেলার। তবুও আমি আমি আপনাদের দেখাবে যে, বাটন ফোনে বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম।
তার আগে বিল দেয়ার সাধারণ কিছু প্রশ্নের উত্তর জেনে নিন। প্রথমত, আপনি যেই বিল পরিষোধ করেন।
আপনার সেই বিল পরিমান টাকা ব্যালেন্সে থাকতে হবে। মানে আপনার একটা বিল যদি ৳৪০০ টাকার আসে তবে আপনার একাউন্টে বিকাশ চার্জ সহ ৳৪০০ এর উপরে থাকতে হবে।
তার জন্য বিকাশ এজেন্ট থেকে পরিমান মতো টাকা ক্যাশ ইন করে নিবেন। তাহলে বিকাশ বিল দেয়ার মতো শর্ত পূরন হয়ে গেছে।
এবার বিল পরিশোধ করার সময়। তার আগে আপনাদের বলি আপনার যারা বিল দেয়ার চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই, তাদের বলছি আপনারা প্রিপেইড এবং পোস্টপেইড এই দুইটা শব্দ দেখেছেন নিশ্চয়ই।
এখন কথা হচ্ছে যে, আপনার মিটার প্রিপেইড নাকি পোস্টপেইড সেটা অনেকেই জানে না। যার কারনে বিলটিও আর দিতে পারে নাই।
আপনাদেরকে সহজ ভাষায় বলি, আপনার মিটারটিতে যদি মান্থলি বা মাসিক রিচার্জ করা লাগে। এটা সাধারনত শহরে দেখা যায়।
এবং যাদেরকে একটা কার্ড দেয়া হয়, তাদের মিটারটি প্রিপেইড। কার্ডটি কিছুটা ব্যাংক কার্ডের মতো।
আর যারা গ্রামে থাকে বা গ্রামের মিটারগুলো পোস্টপেইড হয়ে থাকে। তাই আশা করি প্রিপেইড এবং পোস্টপেইড এর পুরো তফাৎ বুঝতে পেরেছেন।
বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম। বাটন ফোন দিয়ে
how to pay electricity bill by bkash? চলুন এবার বিলটি দেয়া যাক। বাটন ফোনে বিল দেয়ার যে প্রক্রিয়া তা নিচে দেয়া হলো।
বাটন ফোন দিয়ে বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম। এখানে আপনাদেরকে বুঝিয়ে বলি। প্রথমে আপনার মোবাইলে কল অপশনে যাবেন।
তারপর সেখানে ডায়াল করবেন *247# । এটা বিকাশের ইউএসএসডি (USSD) কোড।
তারপরে বিকাশের একটা পেজ আসবে। এবং সেখানে আপনার ডায়াল অপশনে 6 লিখে সেন্ড করবেন। 6 নম্বরে আছে পে বিল। মানে বিল প্রদান।
এবং তারপরে আরেকটা পেজ আসবে। সেখানে 2 নম্বর অপশনটা মানে ইকেট্রিসিটি। আপনার ডায়াল বক্সে 2 লিখে সেন্ড করবেন।
এখন, পল্লি বিদ্যুৎ দুইটা আছে। এবং দুইটাই পোস্টপেইড। আপনি প্রথমটা সিলেক্ট করবেন। মানে 1. পল্লি বিদ্যুৎ পোস্টপেইড
তারপরের পেজ আসলে সেখানে বলা হবে যে, পেমেন্ট দেয়ার জন্য। অপশনটি 2. নম্বরে থাকবে।
যত ঝামেলা হয় এর পরেই। দেখতে পাচ্ছেন যে, এখানে দেয়া আছে ইনপুট বিল এ/সি নম্বর। অনেকেই জানে না যে, এ/সি নম্বর কোনটা।
এটা জানার জন্য আপনার মিটারের বিদ্যুৎ বিলের একটা রিসিট নিবেন। সেখানে উপরে দুইটা নম্বর দেখতে পাবেন।
প্রথমটা এসএমএস বিল নম্বর। এবং পরেরটা এসএমএস এ/সি। এই এসএমএস এ/সি টা আপনাকে ইনপুট করতে হবে।
মনে রাখবেন প্রতিটা মিটারের বিল এসি নম্বর আলাদা আলাদা হয়। মানে আপনার টার সাথে অন্য কারোর মিল থাকবে না। তাই বিল দিতে সাবধান।
ফটোতে 8. দেখতে পাচ্ছেন। সেখানে মাস এবং বছর দিতে বলা হয়েছে। এখানে মাস এবং বছর দিতে একটু ঝামেলা আছে।
ধরুন, আপনি মার্চ মাসের বিল দিবে। সেখানে তো লেখার কথা 3/20222 এই রকম। কিন্তু এই রকম হবে না। আপনাকে দিতে হবে 032022 এইভাবে। তাই একটু দেখে বুঝে দিবেন।
তারপরে এমাউন্ট দিয়ে দিবেন। এমাউন্ট হবে আপনার পল্লী বিদ্যুৎ বিলের কাগজ এ যত টাকা উল্লেখ আছে তত টাকা এখানে দিতে হবে।
এরপর আপনার পিন দিবেন। এবং কনফার্ম করে দিবেন। ব্যাস পরবর্তী এসএমএস আসবে। যদি পে হলে জানিয়ে দিবে। অন্য কোনো সমস্যা হলেও জানিয়ে দিবে।
তবে, আমি আগেই বলেছি যে, বাটন ফোনে বিল দিতে একটু ঝামেলা। আর যদি আপনার স্মার্ট ফোন হয় তবে, বিদ্যুৎ বিল দেয়া একেবারেই সহজ। চলুন জেনে নিই স্মার্ট ফোন দিয়ে বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম।
অ্যাপ দিয়ে বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম
শুধুমাত্র কয়েক ট্যাপেই বিল পরিশোধ করার ব্যাপারটা সত্যিই অসাধারণ। বিকাশ অ্যাপে এমন সুবিধাটিই পাওয়া যাচ্ছে।
প্রথমে বিকাশ অ্যাপ ডাউনলোড করে নিবেন। ডাউনলোড লিংক। তারপরে একাউন্ট খুলে নিবেন। জানুন বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম।
বিকাশ অ্যাপে যাওয়ার পরে বিল নামে একটা অপশন পাবেন। সেখান থেকে পে বিল নামে অপশনে ক্লিক করবেন। তারপরে বিলের ক্যাটাগরি সিলেক্ট করবেন। সম্ভবত বিদ্যুৎ সবার প্রথমেই থাকবে। তারপরে বিদ্যুৎ সিলেক্ট করবেন।
তারপরে আপনি যদি পোস্টপেইড ইউজার হন তবে, পোস্টপেইড সিলেক্ট করবেন। যেহেতু আমরা আগেও পোস্টপেইড দেখিয়েছি। তাই এখনও পোস্টপেইড দেখাচ্ছি।
তারপরে বিল সময়সীমা থেকে বিল পরিশোধের মাস সিলেক্ট করে নিবেন। এরপর এসএম্টসে একাউন্ট নম্বর দিবেন।
আমি আগেই এসএমএস সম্পর্কে বলেছি। যদি না জানেন তবে, একটু উপরে যান। সেখানে এসএমএস নিয়ে বিস্তারিত আছে।
তারপরে এসএমএস নম্বর দিয়ে দিবেন। সঠিক এসএমএস নম্বর দিয়ে আপনার বিল কত এসেছে তা অটোমেটিকভাবে দেখাবে।
নিশ্চিত হবার পর পিন দিয়ে কনফার্ম করে নিবেন। এবং সাথে রিসিটও ডাউনলোড করে নিতে পারবেন। তাহলেই আপনার বিল পরিশোধ হয়ে গেছে।
অ্যাপ দিয়ে বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম জানতে নিচের “পল্লী বিদ্যুৎ প্রিপেইড” লেখাটিতে ক্লিক করুন।
অ্যাপ দিয়ে বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম জানতে নিচের “পল্লী বিদ্যুৎ পোস্ট-পেইড” লেখাতে ক্লিক করুন।
এই দুইটা টপিক জানতে পরবর্তী আপডেট পর্যন্ত অপেক্ষা করুন।
বিদ্যুৎ বিল ডাউনলোড
আপনি যখন বিকাশে আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করবেন তখন বিল পেইড হয়ে গেলে বিদ্যুৎ বিল ডাউনলোড করার জন্য একটা পেজ আসবে।
বিদ্যুৎ বিল ডাউনলোড নামে অপশনটিতে ক্লিক করলে আপনার বাই ডিফল্ট ব্রাউজারে বিদ্যুৎ বিলটি ডাউনলোড হয়ে যাবে।
বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম
অনেকের অনেক সময় বিদ্যুৎ বিল বকেয়া হয়ে যায়। তখনো অনেকে বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম জানেনা।
তাই তাদের বকেয়া বিলটি আর বিকাশে দেওয়া হয় না। আপনারা যদি এমন হয়ে থাকে তাহলে আজকে বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম জেনে নিন।
আপনি যেকোন সময় যেকোন জায়গায় বকেয়া বিল থেকে শুরু করে যেকোনো বিল বিকাশে পরিশোধ করতে পারবেন।
যাইহোক! বিকাশে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য প্রথমে বিলটি চেক করতে হবে। এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে palli bidyut bill check online কিভাবে করে?
পল্লী বিদ্যুৎ বিল চেক অনলাইন
palli bidyut bill check online করার জন্য প্রথমে পে বিলে যাবেন।
- বিকাশের পে বিল অপশনে যাবেন।
- বিদ্যুৎ ক্যাটাগরি সিলেক্ট করুন।
- আপনার বিদ্যুতের ক্যাটাগরি সিলেক্ট করুন। (যেমন: Palli bidyut, DESCO, আরও রয়েছে)
- বিল সময়সীমা থেকে বকেয়া মাস সিলেক্ট করুন। (নোটঃ আপনি যদি বকেয়া মাসের পরের মাসে একত্রে দুইটা বিল দিয়ে দেন তাহলে বকেয়া বিল দেয়ার দরকার নেই।)
- এরপর এসএমএস একাউন্ট নাম্বার দিন।
- পে বিল করতে এগিয়ে যান বাটনে ক্লিক করুন।
- তখন আপনার কত টাকা বিল বকেয়া হয়েছে তা দেখতে পারবেন।
- সবকিছু ঠিক থাকলে পে বিল বাটনে ক্লিক করে বিল পরিশোধ করুন।
এছাড়াও, nesco postpaid bill check করতে পারবেন। এক্ষেত্রে শুধুমাত্র বিল ক্যাটাগরিতে nesco postpaid সিলেক্ট করবেন।
বিকাশে বিদ্যুৎ বিল ফ্রি
বিকাশে বিদ্যুৎ বিল চার্জ কত কিংবা প্রিপেইড কিংবা পোস্টপেইড বিলে কত টাকা চার্জ কাটে (bkash pay bill charge) কিংবা ফ্রি কিনা তা নিচের ইমেজ/ফটো থেকে জানতে পারবেন।
বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি কয়টি?
বাংলাদেশে কয়টি পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে তা জানার জন্য নিচে একটা লিংক দেয়া হয়েছে। সেই লিংকে ক্লিক করলে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি সংখ্যা জানতে পারবেন।
এছাড়াও প্রশ্নঃ পবিস বিল কি?
পল্লী বিদ্যুৎ সমিতির যে বিল রয়েছে তাকে পবিস বিল বলা হয়।
শেষ কথা:
বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম একেবারেই সহজ। যারা জানে তাদের জন্য। কিন্তু যারা জানে না তাদেরকে জানানোর জন্যই আমাদের ব্লগটি তৈরি।
আশা করি উপকৃত হবেন। বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম পোস্টটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।