আপনার বিকাশ একাউন্টে কত টাকা আছে তা কিভাবে দেখবেন? যদি জানা না থাকে তাহলে আজকে বিকাশে টাকা দেখার নিয়ম জানতে পারবেন।

আমরা কমবেশি সবাই জানে যে বিকাশ অনেক জনপ্রিয় একটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস। তাই এখন কমবেশি অনেকের বিকাশ একাউন্ট রয়েছে।
কেউ বা নতুন অ্যাকাউন্ট খুলেছে। আবার কারো প্রথম বিকাশে টাকা এসেছে। তাই তারা বিকাশে ব্যালেন্স চেক করবে।
তাই যারা বিকাশের নতুন কিংবা এর আগে কখনো বিকাশ ব্যালেন্স চেক করতে পারেন নাই তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি।
আজকের আর্টিকেল থেকে বিকাশ একাউন্টের টাকা দেখার নিয়ম জানতে পারবেন। এবং কয় ভাবে বিকাশে টাকা দেখা যায় তাও আপনাদেরকে জানাবো।
এতকিছুর পরও এখনো যারা বিকাশ অ্যাকাউন্ট খোলেন নি তাদেরকে বলছি, বিকাশ একাউন্ট খুলে জিতে নিতে পারেন 125 টাকা পর্যন্ত বোনাস।
বিকাশে টাকা দেখার নিয়ম
আপনার বিকাশে কত টাকা আছে তা মাত্র 2/3 টি স্টেপ ফলো করলে জানতে পারবেন। এবং বিকাশে কয়ভাবে টাকা দেখা যায় তাও জানতে পারবেন।
বিকাশে টাকা দেখার দুইটি নিয়ম রয়েছে। প্রথমতঃ বিকাশ কোড ডায়াল করে, দ্বিতীয়তঃ বিকাশ মোবাইল অ্যাপ দিয়ে।
এ দুটো উপরের যেকোন একটি উপায় এর মাধ্যমে আপনি বিকাশের টাকা দেখতে পারবেন। তাছাড়া আমি দুইটা নিয়মেই দেখিয়ে দিব।
বিকাশ কোড
বিকাশে টাকা দেখার প্রথম এবং প্রচলিত নিয়ম হচ্ছে বিকাশ কোড। মানে বিকাশ কোড ডায়াল করে বিকাশের ব্যালেন্স চেক করা যায়।
প্রথম যখন বিকাশের মোবাইল অ্যাপ জনপ্রিয় হয়নি তখন বিকাশ কোড খুব জনপ্রিয় ছিল। এবং সচরাচর সবাই বিকাশে টাকা দেখার জন্য বিকাশ কোড ডায়াল করত।
বিকাশ একাউন্ট চেক করার জন্য প্রয়োজনীয় কোড হচ্ছে *247# . এই কোডটি ডায়াল করে কিভাবে আপনি আপনার বিকাশ একাউন্টের ব্যালেন্স চেক করবেন তা নিচে উল্লেখ করা হলো।
বাটন ফোনে বিকাশে টাকা দেখার নিয়ম
আজকে আমি শুরু করব বাটন ফোনে বিকাশের টাকা কিভাবে দেখবেন। বিকাশ কোড দিয়ে বিকাশে টাকা দেখার জন্য নিচের ধারাবাহিক নিয়ম গুলো ফলো করুন।
- *247# ডায়াল করুন
- 9. My bkash
- 1. Check balance
- Enter pin
আপনার বিকাশ একাউন্টে কত টাকা আছে তা দেখার জন্য *247# ডায়াল করুন। এরপর একটা পেজ আসবে সেখানে 9 নম্বর অপশনটি সিলেক্ট করবেন।
9 নম্বর অপশনটা সিলেক্ট করার পর আরেকটা পেজ আসবে। যেখানে একেবারে শুরুতে দেখতে পারবেন যে চেক ব্যালেন্স নামে একটা অপশন আছে।
এরপর এক অপশনটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আরেকটি পেজ আসবে। এবং সেই পেজটিতে আপনার পিন কোড দিতে হবে।
বি:দ্র: এখানে সিলেক্ট বলতে প্রতিটা নম্বর ডায়াল করতে হবে। নিচের ফটোটা দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবেন।

এভাবে আপনি আপনার বাটন ফোনে বিকাশের টাকা দেখতে পারবেন। এবং বাটন ফোনে এভাবেই বিকাশের টাকা দেখা হয়। আপনি অন্য কোথাও অন্য কোন ব্লগ পড়লে দেখবেন যে নিয়ম একই।
বিকাশে উপবৃত্তির টাকা দেখার নিয়ম
আপনার মোবাইলে উপবৃত্তির টাকা এসেছে কিনা কিংবা কত টাকা এসেছে তা কিভাবে দেখবেন? বিকাশে উপবৃত্তির টাকা দেখার নিয়ম খুবই সহজ।
আপনি যেভাবে আপনার বিকাশ একাউন্টের ব্যালেন্স চেক করেন ঠিক সেভাবেই বিকাশ উপবৃত্তির টাকা দেখতে পারবেন।
সহজভাবে বলতে গেলে আপনার বিকাশে যখন উপবৃত্তির টাকা আসবে তখন, সে টাকা আপনার বিকাশ ব্যালেন্স এ যোগ হবে।
এরপর আপনি আপনার বিকাশের ব্যালেন্স চেক করে নিবেন। বাটন ফোনে বিকাশে টাকা দেখার নিয়ম আমি উপরে দেখিয়ে দিয়েছি।
আপনি যদি আপনার বাটন ফোন দিয়ে বিকাশ উপবৃত্তির টাকা দেখতে চান তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি।
- *247# ডায়াল করুন
- 9. My bkash
- 1. Check balance
- Enter pin
উপরের এই স্টেপটি ফলো করলে আপনার বিকাশের উপবৃত্তির টাকা দেখতে পারবেন। আশাকরি প্রক্রিয়াটি বুঝতে পেরেছেন।
এবার আমরা জানবো কিভাবে স্মার্টফোনে বিকাশ অ্যাপ দিয়ে বিকাশের ব্যালেন্স চেক করতে হয়।
বিকাশে টাকা দেখার নিয়ম ২০২৩ – bkash balance check
আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে যদি বিকাশে টাকা দেখার নিয়ম জানতে চান তাহলে আপনাকে দুইটা স্টেপ ফলো করতে হবে।
প্রথমতঃ বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নিবেন। বিকাশ অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি ওপেন করবেন।
আপনার যদি বিকাশ একাউন্ট বাটন ফোনে থাকে তাহলে সেই সিম টি স্মার্টফোনে নিয়ে আনুন। এরপর বিকাশ একাউন্টে লগইন করুন।
লগ ইন করার জন্য প্রথমে আপনার মোবাইল নম্বরটি দিন। (যে নম্বরে বিকাশ অ্যাকাউন্ট আছে) এরপর একটা ভেরিফিকেশন কোড আসবে। সেই কোডটি বসিয়ে দিন।
দ্বিতীয়তঃ আপনার বিকাশ অ্যাপটি ওপেন হওয়ার পর ব্যালেন্স দেখুন নামে একটা অপশন আছে। এ অপশনটি বিকাশ অ্যাপের একেবারে উপরের দিকে রয়েছে।

উপরে ফটোতে যেভাবে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স দেখুন নামে একটা লেখা আছে। এ লেখাটির উপর একবার টাচ করুন।
তাহলে দেখবেন যে ৳ আইকনটি ডান দিকে চলে যাচ্ছে। এবং সাথে সাথে আপনার বিকাশ একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন।
নোট: বিকাশের শুধু একাউন্ট খোলার লেনদেন কিংবা ব্যালেন্স চেক করার মধ্যেই সীমাবদ্ধ নয়। আপনি চাইলে বিকাশ থেকে মাসে হাজার হাজার টাকা আয় করতে পারবেন।
বিকাশ কোড ভুলে গেছি
অনেকে বিকাশ কোড ভুলে যায়। এখানে বিকাশ কোড বলতে একটা হচ্ছে বিকাশ একাউন্টের ব্যালেন্স চেক করার কোড। আরেকটা হচ্ছে বিকাশ পিন কোড।
আপনার যদি বিকাশ একাউন্ট ব্যালেন্স চেক করার কোড হয় তাহলে উপরে পেয়ে যাবেন। আর যদি বিকাশ পিন কোড হয় তাহলে আপনাকে বিকাশের পিন কোদে রিসেট করতে হবে।
এর জন্য আপনাকে নিজের লিংক করা ব্লগটি মনোযোগ দিয়ে পড়তে হবে। তাহলে আপনি আপনার বিকাশ পিন রিসেট করতে পারবেন।
বিকাশ রিলেটেড সচরাচর প্রশ্নঃ
আপনি আপনার বিকাশ একাউন্ট নাম্বারটি চেক করতে চাইলে ডায়াল প্যাডে গিয়ে *247# লিখে ডায়াল করলে যদি বিকাশ মেনু আসে তাহলেই বুঝবেন যে আপনার সিমে বিকাশ আছে।
বিকাশের কোড নাম্বার সাধারণত দুইটা অর্থ হয়ে থাকে। প্রথমত ভেরিফিকেশন কোড। এবং পরবর্তী হচ্ছে পিন কোড। এছাড়াও বিকাশের ডায়াল কোড হয়ে থাকে যেটা হলো *247#
বিকাশ অ্যাপ থেকে সহজে বিকাশের ব্যালেন্স চেক করতে পারবেন। সেজন্য বিকাশ অ্যাপ ইন্সটল করে একাউন্ট লগইন করার পর ব্যালেন্স লেখাটিতে টাইপ করলেই ব্যালেন্স দেখাবে।
শেষ কথা:
খুবই সহজে বিকাশ কোড এবং মোবাইল অ্যাপ দিয়ে বিকাশে টাকা দেখতে পারবেন। বিকাশে টাকা দেখার নিয়ম এর মধ্যে দুটি নিয়ম রয়েছে।
উপরে আমি দুটো নিয়মে আলোচনা করেছি। তাই আপনি যেকোনো একটি নিয়ম ফলো করে বিকাশে ব্যালেন্স চেক করতে পারবেন।
আশা করি আজকের ব্লগটি বুঝতে পেরেছেন। কেমন হয়েছে আজকে ব্লগটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ!