কাজ শেষে সাথে সাথে বিকাশে পেমেন্ট নিন। আজকে আমরা কথা বলবো বিকাশে আয় করার সাইট সম্পর্কে।

বিকাশে আয় বলতে বিকাশে পেমেন্ট নিবেন। তবে আপনাকে কাজ করতে হবে। মানে এমন সব সাইটে কাজ করবেন যেখানে আপনি বিকাশে পেমেন্ট নিতে পারবেন।
যেহেতু আমি বলেই দিয়েছি যে, বাংলা লিখে আয় করতে পারবেন।
তাই আজকের পুরোটা আলোচনা হবে কিভাবে বাংলা লিখবেন এবং বিকাশে পেমেন্ট নিবেন।
কোথায় বাংলা লিখবেন? কোন টপিকের উপরে লিখবেন? কার কাছে লেখা জমা দিবেন? এবং আপনাকে পেমেন্ট কে দিবে? এর সবকিছুর একটাই উত্তর।
তা হলো আপনাকে লাইফটেক টুয়েন্টিফোরের সাথে কাজ করতে হবে।
মানে আপনি আমাদের সাইটে কনটেন্ট লিখবেন এবং আমরাই আপনাকে পেমেন্ট দিবো।
বিকাশে আয় করার সাইট
আপনি যদি আমাদের সাইটে বাংলা কনটেন্ট লিখেন তবে আমরা সাথে সাথে কনটেন্ট চেক করার পর আপনাকে বিকাশে পেমেন্ট দিয়ে দিবো।
শুধু যে বিকাশে তাই নয়, আপনার যেকোনো মোবাইল ব্যাংকিং থাকলেই হবে।
যেমন বিকাশ, নগদ, রকেট, ডাচ বাংলা ব্যাংক ইত্যাদি।
সহজ কথায় আপনি যেভাবে পেমেন্ট নিতে ইচ্ছুক। তাই আপনি আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
বিস্তারিত জানার জন্য contact us পেজে ভিজিট করুন। এবং আপনার যেকোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।
বাংলা লিখে অনলাইনে আয় বিকাশে পেমেন্ট
বিকাশে আয় বা পেমেন্ট নেয়ার জন্য আপনাকে যা করতে হবে তা হলো শুধু মাত্র আর্টিকেল লিখতে হবে।
আর্টিকেল সম্পর্কে আশা করি আপনার জানা আছে। আর্টিকেল বা ব্লগ হলো বিভিন্ন টপিক নিয়ে লেখা।
যে লেখা বাংলা হবে তা বাংলা আর্টিকেল।
আর আমাদের সাইটে আপনি বাংলায় লিখবেন। লেখা শেষ হলে আপনানি সাথে সাথে পেমেন্ট পেয় যাবেন।
বিকাশে আয় করার বিশ্বস্ত সাইট।
বিকাশে আয় করার সাইট সম্পর্কে আপনার প্রশ্ন থাকতে পারে যে, আমরা আপনার দ্বারা কাজ করিয়ে নিবো। কিন্তু আমরা কি আপনাকে যথাসময়ে পেমেন্ট দিবো?
আপনি নিশ্চিন্তে কাজ করে যেতে পারেন। আমরা অনলাইনে আজ কাল থেকে নয়।
আর আমাদের শুধু একটি সাইটে কাজ করা হয় না।
আর, আমরা প্রতারনা করার জন্য এখানে সাইট খুলিনি।
আপনি একবার আমাদের সাথে কাজ করে দেখতে পারেন।
আমাদের অফলাইনে অনেক রাইটার আছে। কিন্তু তাদের থেকে যথাসময়ে কনটেন্ট নেয়া সম্ভব হয় না।
তাছাড়া এটা আমাদের ব্যবসার মতো। আমরা আমাদের ব্যববসা বাড়ানোর উদ্ধেশ্যে েএই সম্প্রচারটি করছি।
আপনার ভালো লাগলে আপনি কাজ করবেন। না হলে কাজ করবেন না। আমি আবার অন্যদের মতো বেশি তোষামুদি করি না।
আমরা কাজ করাই বিনিময়ে টাকা। দিই। এটা মনে রাখবেন যে, আপনাদের থেকে একটা কনটেন্ট লেখিয়ে নিয়ে টাকা না দিয়ে আমাদের সাইট বন্ধ করে দিবো না।
বিকাশে আয় করার জন্য কি কাজ করতে হবে?
আগে যেমনটি বলেছি। আপনাকে শুধু কনটেন্ট রাইট করতে হবে। আপনার লেখা কনটেন্টটি লেখার পর আমাদেরকে পাঠিয়ে দিবেন।
এখন অনেকের কম্পিউটার নেই। যাদের কম্পিউটার নেই তারাও কাজ করে বিকাশে আয় করতে পারবেন।
তাদের ব্যাপারে নিচে আলোচনা করেছি।
যাইহোক! যদি আপনি কনটেন্ট রাইটিং সম্পর্কে না জেনে থাকেন তবে জেনে নিন।
কনটেন্ট লেখার সময় আমাদের সাথে মেইলের মাধ্যমে যোগাযোগ করতে হবে।
এবং আমরা আপনাকে টপিক বলে দিবো। মানে আপনি কোন টপিকের উপর লিখবেন।
এরপর লেখা শেষে তা আবার মেইলের মাধ্যমে পাঠিয়ে দিবেন।
আপনার মেইলটি পাওয়ার সাথে সাথে আমরা আপনার লেখাগুলো চেক করে নিবো।
কি চেক করবো? আসলে আমরা চেক করবো যে আপনার লেখাগুলো কোনো কপি করা কিনা।
মানে আপনি কোথাও থেকে লেখা কপি করেছেন কিনা।
বা আপনার লেখার সাথে অন্য কারো লেখার মিল রয়েছে কিনা ইত্যাদি বিষয়।
আর আপনি আমাদের সাইট থেকে আয় করতে চাইলে আজই ফরমটি পূরন করুন। ফরম পূরন করার লিংক
এবার আপনাকে বলে দিই যে, আপনি কোন কোন ক্যাটাগরিতে লিখতে পারবেন।
প্রথমত টিপস এন্ড ট্রিকস, ফেসবুক টিপস, টিকটক টিপস, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, অনলাইন ইনকাম, শিক্ষা বিষয়ক ইত্যাদি।
প্রতি কনটেন্ট লিখে কত টাকা আয় করতে পারবেন।
বিকাশে আয় করার সাইট মানে আমাদের সাইটে লিখে আয় করতে হলে কিছু নিয়ম আছে।
সেগুলো আমাদের সাথে যোগাযোগ করে জেনে নিতে হবে।
কারণ আমরা অন্য সাইটগুলো মতো কোনো সহজ শর্তে লোভনীয় অফার দেই না।
আমাদের টার্মসগুলো একজন ব্লগারের টার্মসের মতো।
যাইহোক! আমাদের কনটেন্টগুলো তিন ভাগে ভাগ করে পেমেন্ট দিয়ে থাকি।
মানে বলতে পারেন দুইটা প্লান আছে আমাদের সাইটে।
ব্যাসিক কাজ করে বিকাশে পেমেন্ট নিন।
আমাদের প্রথম প্লান বা ব্যাসিক প্ল্যানের নিয়ম ফলো করে আয় করতে পারেন। এবং বিকাশে পেমেন্ট নিতে পারবেন।
প্রথম বা ব্যাসিক প্লান হচ্ছে আমাদের দেয়া টপিকের উপর ৫০০ শব্দের আর্টিকেল লিখতে হবে।
এবং আপনার কনটেন্টটি এসইও প্রেন্ডলি না হলেও চলবে।
বিকাশে পেমেন্ট নেয়ার ক্ষেত্রে আমরা দিচ্ছি দুইটা অপশন। প্রথমত, কনটেন্ট লিখার সাথে সাথে পেমেন্ট নেয়া।
সেক্ষেত্রে আপনার কনটেন্টটি ৫০০ শব্দের ইউনিক হলে পেয়ে যাবেন ৳১০০ টাকা।
একটাই টার্মস, সেটা হচ্ছে কোনো কপি লেখা জমা দেয়া যাবে না।
মানে কোথাও থেকে কপি করে লেখাগুলো আবার আমাদের সাইটে জমা দেয়া যাবে না।
আমাদের ব্যাসিক প্লানের আরেকটা অপশন হচ্ছে মান্থলি পেমেন্ট। মানে আপনি আমাদের সাথে কাজ করে যাবেন।
এবং মাস শেষে পেমেন্ট নিবেন। এটা কিছুটা অনলাইন জব বলতে পারেন।
সেক্ষেত্রে আপনি প্রতি ভিউ হিসেবে টাকা পাবেন।
ব্যাসিক প্লানের এই অপশনটিতে সবাইকে এলাও করি না। মানে আমরা সাবইকে এই কাজে নিই না।
যারা এই কাজ করে তাদের মোটামুটি ভালো একটা ইনকাম হয়ে থাকে।
আমাদের এই অপশনটিতে কাজ করার জন্য আপনার কোনো ব্লগিং সাইট থাকতে হবে।
এবং আপননার কনটেন্ট কোয়ালিটি যথেষ্ট ভালো হতে হবে।
যারা আমাদের এই প্লানের মেম্বার, তাদেরকে আমরা আমাদের সাইটের সকর ডেটা শেয়ার করি।
তবে, শুধুমাত্র ভিজিটরের। মানে প্রতি মাসে কত ভিজিটর আসে ইত্যাদি।
এবং তাদের লেখা আর্টিকেলগুলোর ভিজটর অনুযায়ী পেমেন্ট দিয়ে থাকি। সেক্ষেত্রে আয়ের কোনো লিমিট নেই।
সহজ কথায় তারা আমাদের সাইটের পার্টনার হিসেবে কাজ করবে। তার জন্য একটু যাচাই বাচাই কর হয়ে থাকে।
প্রফেশনালভাবে কনটেন্ট রাইটার হিসেবে কাজ করে বিকাশে পেমেন্ট নিন।
আমাদের পরবর্তী প্ল্যানের অংশ হচ্ছে ৮০০ থেকে তার উপরে কনটেন্ট লিখে বিকাশে পেমেন্ট নিতে পারেন।
আপনি যদি প্রফেশনাল রাইটার হয়ে থাকেন তবে আপনি ৮০০ শব্দ বা তার বেশি শব্দের কনটেন্ট লিখে প্রতি কনটেন্ট এর জন্য ৳১৫০ টাকা করে পেমেন্ট পাবেন।
আর উপরে যেমনটি বলেছি যে, আমারদের সাইট পার্টনারদের কথা। মানে আপনি পার্টনার হিসেবে কাজ করতে চাইলে এর চেয়েও বেশি আয় করতে পারবেন।
আর আপনাদের যদি কারো সাইট থেকে থাকে তবে আপনারা পেয়ে যাবেন ব্যাকলিংক এবেং আপনাদের প্রোফাইলের লিংক।
তবে, সবগুলো আর্টিকেল আমার প্রোফাইল থেকে পাবলিশ করা হবে।
তাই আাপনি যদি বাংলায় লিখে আয় করতে চান তবে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন।
মোবাইল দিয়ে কাজ করা যাবে কিনা?
আপনার কম্পিউটার নেই কিন্তু মোবাইল আছে আপনিও আয় করতে পারবেন। তবে আপনার ইনকাম বা কম পেমেন্ট দেয়া হবে।
তার যেভাবে কাজ করবে তা হলো আপনি আমাদের দেয়া টপিকটির উপরে আপনার খাতায় লিখে তার ক্লিয়ার ফটো তুলে মেইল করতে হবে।
আমি আবারও মনে করিয়ে দিচ্ছি যে, আপনার কনটেন্ট যদি কপি হয় তবে আপনার পেমেন্ট আলোচনা করে নিতে হবে। এবং আপনার পেমেন্ট একেবারেই কম দেয়া হবে।
আবার সবাইকে পেমেন্ট দেয়াও হবে না, যারা কপি করে লিখবে। আশা করি পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন।
শেষ কথা:
“বিকাশে আয় করার সাইট” আপনি যদি কাজ করতে চান তবে আমাদের সাইটের হোম পেজে বিজিট করে নিচের দিকে স্ক্রল করে নিবেন।
এরপর “ব্লগিং করে আয় করার ফরম” এ ক্লিক করবেন এবং ফরমটিতে সঠিক তথ্য দিয়ে পুরন করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ!