ইংরেজি থেকে শুরু করে অন্য যেকোনো ভাষা শেখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অনুবাদ অ্যাপ। তাই আজকে আমরা সেরা বাংলা থেকে ইংরেজি অনুবাদ app download লিংক দিয়ে দিবো।
বর্তমানে ভাষা শেখার আগ্রহ প্রায় সবারই আছে। তাই এখনকার সময়ে সবাই গুগলে সার্চ করে “বাংলা থেকে ইংরেজি অনুবাদ app download”
সেখানে সবগুলো অ্যাপের অনুবাদ অ্যাকোরেট নাও হতে পারে। তাই আজকে আমি আপনাদের সেরা এবং জনপ্রিয় কিছু বাংলা থেকে ইংরেজি অনুবাদ app এর কথা বলবো।
বাংলা থেকে ইংরেজি অনুবাদ app download
বাংলা থেকে ইংরেজি অনুবাদ বলতে আমরা ট্রান্সলেট অ্যাপকে বুঝি। যেখানে বাংলা লিখলে তা ইংরেজিতে অনুবাদ হয়ে যায়।
এমন অনেক অ্যাপ রয়েছে অনলাইনে কিংবা গুগল প্লে স্টোরে। তাই আজকে আমি সেরা ৩ টি বাংলা থেকে ইংরেজি অনুবাদ app download লিংক দেবো।
১. গুগল ট্রান্সলেটর: বাংলা থেকে ইংরেজি অনুবাদ app download
গুগল সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। গুগলের প্রতিটা প্রোডাক্ট আমাদের বিভিন্ন কাজে লাগে।
এবার ঠিক তেমনই একটি প্রোডাক্ট বা অ্যাপ হলো গুগুল ট্রান্সলেটর।
গুগল ট্রান্সলেটরকে ১ এ রাখার বেশ কিছু কারন রয়েছে। আপনাদেরকে সেগুলো বলি। আমরা অনেকেই বিভিন্ন ব্লগ পড়ি।
কখনো বাংলা কখনো বা ইংরেজি। বাংলাতে যথেষ্ঠ রেজাল্ট না পেলে তখন ইংরেজিতে সার্চ করি। কিন্তু সবাই ইংরেজি সব বাক্য বুঝতে পারে না।
আপনি যখন গুগল ট্রান্সলেটর ব্যবহার করবেন তখন যে বাক্য না বুঝবেন, সে বাক্য কপি করে সাথে সাথে ট্রান্সলেট করে নিতে পারবেন।
এছাড়াও গুগল ট্রান্সলেটরের জনপ্রিয়তা খুবই বেশি। যেমন আমি এখন আর্টিকেলটি লিখছি, এখন এর ডাউনলোড ১ বিলিয়ন।
এর আরও বেশ কিছু সুবিধা আছে। যেমন ইমেজ স্ক্যান করে তা লেখাতে ট্রান্সলেট করে। আরও অনেক সুবিধা আছে। তাই এখনই জেনে নিন গুগল ট্রন্সলেট বাংলা টু ইংলিস অনুবাদ করার নিয়ম
অ্যাপটি ডাউনলোড করতে Download এ ক্লিক করুন। এবং ভাষার ফাইল ডাউনলোড করে নিবেন।
Download লেখার উপরে যে লিংক আছে সেখানে ভাষার ফাইল ডাউনলোড এর বিস্তারিত জানতে পারবেন।
২. Hi translate: সেরা বাংলা থেকে ইংরেজি অনুবাদ app
আরেকটি সেরা বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার অ্যাপ হলো Hi translate. খুবই দারুন সব ফিচার আছে এই অ্যাপটিতে।
প্রথমত এক ট্যাপেই ট্রান্সটেল সুবিধা। মানে সব কিছু সেট করার পর শুধু এক ট্যাপ করবেন আর ট্রান্সলেট হয়ে যাবে।
সেটআপ করার জন্য প্রথমে Download লেখাতে ক্লিক করে ডাউনলোড করে নিবেন। অথবা প্লে স্টোরে গিয়ে Hi translate লিখে সার্চ করলেই পেয়ে যাবেন।
ডাউনলোড করা শেষে অ্যাপটি ওপেন করবেন। স্টার্ট বাটনে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইল সেটিং থেকে অ্যাপটির অনুমতি দিন।
অনুমতি দেয়ার জন্য শুধুমাত্র অফ বাটনটিকে অন করে দিবেন। তাহলেই হয়ে যাবে। তারপর আপনাকে হোম পেজে নিয়ে আসবে।
সেখানে হয়তো ডিফল্ট ভাবে হিন্দি টু ইংলিস থাকবে। আপনি হিন্দি এর জায়গায় বাংলা সিলেক্ট করবেন।
সিলেক্ট করার জন্য হিন্দি লেখার উপর ক্লিক করবেন। এবং দেখতে পাবেন যে সেখানে আরও অনেক ভাষা আছে।
এবং আপনি বাংলাকে খুঁজে বের করবেন। এবং সিলেক্ট করবেন। এরপর ইংলিস এর জায়গায় বাংলা সিলেক্ট করে দিবেন।
সবশেষে turn on accessibility তে ক্লিক করবেন। সাথে সাথে অ্যাপটি অন হয়ে যাবে। এরপর অ্যাপ থেকে বাহির হয়ে আপনার হোম স্ক্রিনে আসবেন।
এরপর যেকোনো একটা লেখা ওপেন করবেন। আর T আইকনটিকে লেখার উপর টেনে রাখবেন। তাহলেই সাথে সাথে ট্রান্সলেট হয়ে যাবে।
আর এভাবেই Hi translate ব্যবহার করে বাংলা টু ইংলিস অনুবাদ করতে পারবেন। উপরে Download লেখাতে ক্লিক করে ডাউনলোড করে নিন।
৩. ফ্রেন্ডলি U Dictionary ট্রান্সলেটর: বাংলা থেকে ইংরেজি অনুবাদ app
আমাদের লিস্টে থাকা ৩ নম্বরে আছে U Dictionary অ্যাপ। বেশ কিছু ফিচার এবং ইউজার ফ্রেন্ডলি একটি ট্রান্সলেটর।
শুধু ট্রান্সরেটর-ই নয়, U Dictionary তে রয়েছে অসাধারণ ওয়ালপেপার। যাইহোক, এই অ্যাপটিতে Hi translate অ্যাপের মতো একটি ফিচার রয়েছে।
সেটা হচ্ছে শুধু মাত্র এক ট্যাপেই ট্রান্সলেট করা যায়। মানে সব সেট করার পর Drag করে ট্রান্সলেট করতে পারবেন।
আর, প্রতিটা কিওয়ার্ড এর ট্রান্সলেট দেখার সময় অনেক সাজেশন পাবেন।
যেমন বাংলা কোনো লেখা লিখে সার্চ করলে ইংরেজি ট্রান্সলেট হওয়ার পাশাপাশি অনেক ইংরেজি সাজেশন পাবেন।
যেগুলো আপনার সার্চ করা কিওয়ার্ড এর সাথে মিল রয়েছে।
এবং গুগল ট্রান্সলেটরের মতো ক্যামেরা দিয়ে ফটো তুলে সেই ফটোর লেখাগুলোকে ট্রান্সলেট করতে পারবেন।
আর ট্রান্সলেট করার পাশাপাশি কুইজে অংশগ্রহন করে আইফোন পর্যন্ত জেতার সুযোগ।
আমার মনে এই অফার বেশিদিন থাকবে না।
তাই আজই ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করুন। কিছু শিখুন এবং পুরষ্কার জিতুন।
শেষ কথা:
জনপ্রিয় এবং দরকারি সেরা তিনটি বাংলা থেকে ইংরেজি অনুবাদ app download লিংক দিয়েছি।
আশা করি আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে তবে কমেন্ট করে জানিয়ে দিন। আর আজকের আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ!