আপনি কি বাংলাদেশি app দিয়ে টাকা ইনকাম করতে চান? তাহলে ফ্রি টাকা ইনকাম apps গুলোর মাধ্যমে রিয়েল টাকা ইনকাম করুন।
অনলাইনে এমন অনেক অ্যাপ রয়েছে যেগুলো দিয়ে টাকা ইনকাম করা যায়। কিন্তু সব অ্যাপ থেকে পেমেন্ট নেয়া যায় না।
তাই আজকে আমি বাংলাদেশি app দিয়ে টাকা ইনকাম করার উপায় বলবো। যেগুলো দিয়ে আপনি পেমেন্ট নিতে পারবেন।

বর্তমানে সবাই চায় টাকা ইনকাম করতে। কেউ চাকরি করে। আবার কেউ অনলাইনে। কিন্তু যেখানেই বলেন না কেনো, প্রয়োজন কাজের যোগ্যতা।
তাই বলতে পারেন টাকা ইনকাম করা অতটা সহজ নয়। এমন পরিস্থিতিতে আপনি চাইলে বিভিন্ন মোবাইল অ্যাপ দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। যেগুলোকে ফ্রি টাকা ইনকাম apps বলে।
কিছু দিন আগে যেমন রিং আইডিতে মানুষজন অনেক টাকা ইনকাম করেছে। কিন্তু কিছুদিনের মধ্যে তা আবার বন্ধ হয়ে গেছে। যেটা থেকে মাসে ২০ হাজার টাকা আয় করা যেতো।
তবে আজকে আমি আপনাদের যে অ্যাপগুলোর কথা বলবো সেগুলো বাংলাদেশি app। এবং সেখানে বন্ধ হবার কোনো সম্ভাবনাই নেই। কেন বন্ধ হবার সম্ভবনা নেই তা নিচে আলোচনা করা আছে।
ফ্রি টাকা ইনকাম apps গুলো থেকে সহজেই পেমেন্ট নিতে পারবেন। যেহেতু অ্যাপগুলো বাংলাদেশি অ্যাপ তাই সেখানে পেমেন্ট নিতে পারবেন বাংলাদেশি অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে।
আর কথা না বাড়িয়ে বাংলাদেশি app দিয়ে টাকা ইনকাম এবং ফ্রি টাকা ইনকাম apps গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।
বাংলাদেশি app দিয়ে টাকা ইনকাম – ফ্রি টাকা ইনকাম apps
কেনো টাকা ইনকাম করার অ্যাপ বাংলাদেশি হতে হবে? এখন অনেকে তো বলতে পারেন অন্যান্য দেশীয় অনেক অ্যাপ রয়েছে।
আমি বলবো পেমেন্ট সুবিধা। দেখুন. অন্যান্য অ্যাপগুলোতে পেমেন্ট নিতে হলে প্রয়োজন পেপাল একাউন্ট।
পেপাল একাউন্ট সবার থাকে না। আবার বাংলাদেশি অ্যাপগুলো থেকে পেমেন্ট নিতে কোনো অসুবিধা হলে তাদের সাথে সহজেই কন্টাক্ট করা যায়।
কিন্তু বিদেশি কোনো অ্যাপ হলে তাদের সাথে যোগাযোগ করা প্রায় অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই এসকল সুবিধার কারনে বাংলাদেশি app দিয়ে টাকা ইনকাম করা সহজ হয়।
আবার পেমেন্ট নেয়ার সময় বিকাশে পেমেন্ট নিতে পারবেন। আমাদের দেশে প্রায় সকলেরই বিকাশ একাউন্ট আছে।
আপনাদেরকে আরেকটা সুখবর বলে রাখি যে, আপনি চাইলে বিকাশ অ্যাপ থেকেই ইনকাম করতে পারবেন। চলুন, আলোচনা করা যাক।
বাংলাদেশি app দিয়ে টাকা ইনকাম 2023
বর্তমানে বাংলাদেশে অনেকগুলো জনপ্রিয় ফ্রি টাকা ইনকাম apps রয়েছে। যেগুলোর সাহায্যে আপনি মোটামুটি একটা আয় করতে পারবেন।
হবে সেগুলোতে আহামরি কোনো আয় হবে না। আপনি আপনার হাত খরচ কিংবা অবসর সময়ের মূল্য তুলতে পারবেন।
তাই আপনি বসে না থেকে ত্রই apps দিয়ে 300 টাকা ইনকাম করুন .কাজ করা খুব সোজা এবং কিভাবে কাজ করবেন তার গাইড করা হবে।
বিকাশ থেকে টাকা ইনকাম
বিকাশ সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। এটা মূলত টাকা লেনদের করার প্রতিষ্ঠান। তবুও বিকাশ থেকে টাকা ইনকাম করা যায়।
আমার মনে হয় বাংলাদেশি app দিয়ে টাকা ইনকাম করার জন্য বিকাশ সেরা হবে। বিকাশ থেকে টাকা ইনকাম করার জন্য কোনো এড দেখতে হবে না। বা কোনো কাজ করতে হবে না।
শুধু তাদের প্রমোট করবেন। আমি একটু বুঝিয়ে বলি। তারা শুধু বলবে নতুন ইউজারদের বিকাশে আনার জন্য। এটাকে বলে রেফারাল। // বর্তমানে এটা সচরাচর নেই। আপনি চাইলে নিয়মটি জেনে নিতে পারেন। তবে বিকাশ অফারে ইনকাম করতে পারবেন।
রেফার করে টাকা ইনকাম করার অ্যাপ হিসেবে বিকাশ সবার সেরা এবং ট্রাস্টেড। বিকাশ অ্যাপ রেফার করতে চাইলে প্রথমে মোবাইলে বিকাশ অ্যাপটি থাকতে হবে।
যদি আপনার মোবাইলে বিকাশ অ্যাপটি ইনস্টল করা না থাকে তবে, ডাউনলোড লিংক এ ক্লিক করে ইনস্টল করে নিন।
বিকাশ অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করবেন। আর যদি বিকাশ একাউন্ট খোলা না থাকে তবে, আমি উপরে “বিকাশ একাউন্ট খোলার নিয়ম” এর লিংক দিয়ে দিয়েছি। সেখানে গিয়ে একাউন্ট খুলে নিবেন।
ওপেন করার পর ড্যাসবোর্ডে গিয়ে ☰ এরকম একটা আইকন দেখতে পাবেন। যেটাকে মেনু বার বলা হয়।
যাইহোক! বিকাশ থেকে ইনকাম করার জন্য আপনাকে যে কাজ করতে হবে সেটা হলো বিকাশ অ্যাপে আপনার রেফারে নতুন ইউজার আনতে হবে।
তবে, যারা এমনটিই জেনে আসছেন তাদরে বলবো এই অফারটি এখন আর সচরাচর নেই। তবে, বিকাশে রেগুলার থাকবেন আশা করি কোনো আপডেট পেয়ে যাবেন। আমি শুধু প্রসেস টা বলে দিয়েছি।
বিকাশ থেকে টাকা ইনকাম করাার আরেকটি উপায় হচ্ছে অফার দেখা।
বিকাশ অফার
যখনই আপনি বিকাশ অ্যাপে লগইন করবেন তখনই আপনি অনেগুলো স্লাইড দেখতে পাবেন। এই স্লাইডগুলোতে অনেক অফার দেয়া থাকে।
যেমন, আজ বিকাশ থেকে ২০ টাকা রিচার্জে ১০ টাকা ক্যাশব্যাক। অথবা বিকাশ থেকে গ্রামীনফোনে ১৫০ টাকা রিচার্জে ২০ টাকা ক্যাশব্যাক ইত্যাদি অফারগুলো থাকে।
এই অফারগুলোতে ইনকাম হয় না ঠিক আছে। তবে, আপনি অনেক লাববান হতে পারবেন। এমনকি যদি অফারগুলো আপনারও প্রয়োজন না হয় তবে, অন্য কেইকে রিচার্জ করে দিবেন। সেখানে আপনার লাভ হবে।
এভাবে কিছু অফারে আপনি কুপন পাবেন। এবং কেনাকাটার সময় সেই কুপন ব্যবহার করে অনেক ডিসকাউন্ট পাবেন।
আর, বিকাশ থেকে টাকা ইনকাম নিয়ে আমার লেখা আরেকটি আর্টিকেল আছে। যেখানে কোনো পুঁজি ছাড়াই হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন।
আজকের ব্লগে বাংলাদেশি app দিয়ে টাকা ইনকাম করার জন্য বিকাশের ছোট ছোট অফারগুলো উল্লেখ করেছি। কিন্তু এটা সন্তোসজনক নয়।
তাই আরও কিছু মোবাইল অ্যাপ রয়েছে যেগুলো দিয়ে আপনি মাসে কিছু টাকা আয় করতে পারবেন। চলুন তার একটা ধারণ দেয়ার চেষ্টা করি।
Taka Income – টাকা ইনকাম : ফ্রি টাকা ইনকাম apps
বাংলাদেশে এখনকার সময়ে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ “টাকা ইনকাম” অ্যাপ। আপনি যদি বাংলাদেশি app দিয়ে টাকা ইনকাম করতে চান তবে, আপনার জন্য এই অ্যাপটিই সেরা হবে।
খুবই সহজে এবং সহজ পেমেন্ট নেয়ার জন্য “টাকা ইনকাম” অ্যাপটি খুবই দারুন। প্রথমে ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নিন।
এর পরের কাজ হবে একটা ভিপিএন ইনস্টল করা এবং সেই ভিপিএন এ দেশ হিসেবে ইউএস সিলেক্ট করতে হবে।
এরপরে আবার টাকা ইনকাম অ্যাপে আসবেন। এবার রেজিস্টেশন করে নিবেন। তবে মনে রাখবেন যে, ভিপিএন ছাড়া কোনো মতেই আপনি অ্যাপটিতে প্রবেশ করতে পারবেন না।
অ্যাপটিতে যেভাবে ইনকাম হয় তা হলো কুইজ গেম খেলে কয়েন জমাতে হবে। এবং সেই কয়েন দিয়ে টাকায় রুপান্তর করতে পারবেন।
এবং আমি যা দেখেছি তা হলো আপনি বাংলাদেশি app দিয়ে টাকা ইনকাম করতে চাইলে এই অ্যাপটি মোটেও খারাপ নয়।
যাইহোক আমি রুলসগুলো বলে দিচ্ছি।
১. কুইজে ১২ টি প্রশ্ন কমপ্লিট করার পর সেভ কয়েন বাটনে ক্লিক করবেন।
২. সেভ কয়েন বাটনে ক্লিক করার পর ১টি এড আসবে। এবং সেই এড এ ক্লিক করতে হবে।
৩. ক্লিক করার পর ওয়েবসাইটে নিয়ে যাবে। এবং ১ মিনিট ওয়েবসাইটে অপেক্ষা করবেন। তারপর ব্যাক বাটতে ক্লিক করবেন। যদি ব্যাকবাটনে ক্লিক করার পর হোম স্ক্রিনে না নিয়ে প্লে স্টোরে নিয়ে যায় তবে যে অ্যাপটি সো করবে সেটি ইনস্টল করতে হবে।
➡ প্রতি কুইজে ৪০ কয়েন করে পাবেন।
এছাড়াও মানে কুইজ ছাড়াও রয়েছে স্পিনার গেম। যেখানে দিনে ৫০ বার স্পিন করতে পারবেন। এবং স্পিন করা কয়েনগুলো আপনার ব্যালেন্সে অটোমেটিকভাবে যোগ হয়ে যাবে।
তবে, আপনি যদি দিনে ২০ টা স্পিন করেন তবে, ২০ টা কুইজও খেলতে হবে। মানে সমান সমান কাজ করতে হবে।
প্রতিটা কয়েনের মূল্য জেনে নিন
মানে আপনাকে যে কয়েনগুলো দিবে সেই কয়েনগুলোর দাম জেনে নিন।
প্রতি ৫,০০০ কয়েনের মূল্য ৪০ টাক। এবং সেই ৪০ টাকা মোবাইল রিচার্জ করতে পারবেন।
আবার, ৬,৫০০ কয়েনের মূল্য ৫০ টাকা। এবং সেই কয়েনন দিয়ে আপনি নগদে নিতে পারবেন।
এবং সর্বশেষ যদি আপনার ১০,০০০ কয়েন হয়ে যায় তবে, আপনি পাবেন ৮০ টাকা। এবং তা বিকাশ পেমেন্ট নিতে পারবেন।
পেমেন্ট নেয়ার পদ্ধতি হবে ম্যানুয়ালি। মানে আপনার যখন পর্যাপ্ত কয়েন হয়ে যাবে তখন, আপনি অ্যাপ থেকে পেমেন্ট রিকুয়েস্ট পাঠাতে হবে।
তারপর আপনি তাদের ফেসবুক পেজে যোগাযোগ করলে তারা আপনাকে পেমেন্ট দিয়ে দিবে।
এবং এই অ্যাপটিকে ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ বলতে পারেন। কারণ এখানে মাঝেমধ্যে কিছু বিজ্ঞাপন আসবে যেগুলো ভিডিও আকারে থাকবে।
গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপস
গেম খেলার নেশা প্রায় সবারই থাকে। কি হবে যদি গেম খেলার সাথে সাথে টাকাও ইনকাম হয়। হ্যাঁ এমনই রয়েছে।
এমন কিছু গেম খেলার অ্যাপ রয়েছে যেগুলো থেকে আপনি গেম খেলে টাকা আয় করতে পারেন। তাই গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপস গুলো সম্পর্কে জানতে নিচের লিংকে ক্লিক করুন।
বাংলাদেশি app দিয়ে টাকা ইনকাম আমার মতামত: আপনি যদি সত্যিকারের টাকা আয় করতে চান তবে,
আপনি ভালো কাজ শিখুন যেমন ফ্রিল্যান্সিং। যার কারন হচ্ছে এই অ্যাপগুলো আজ আছে হয়তো কাল থাকবে না।
এছাড়াও আপনি ভালোমানের কাজের মধ্যে ব্লগিং করতে পারেন। কিংবা লোগো ডিজাইনের কাজ করতে পারেন। অথবা গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন।
যেখানে মাসে একটা ভালো পরিমানের আয় করতে পারবেন।
আরও:
শেষ কথা:
এখানে বাংলাদেশি app দিয়ে টাকা ইনকাম করা এবং ফ্রি টাকা ইনকাম apps গুলোর মাধ্যমে রিয়েল টাকা ইনকাম করতে পারবেন।
আর আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ব্লগটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ!
Hi
জ্বি বলুন। আপনাকে কিভাবে সহায়তা করতে পারি? এখানে যতগুলো অ্যাপস আছে তার মধ্যে সবগুলোই বাংলাদেশি অ্যাপস। তাই টাকা ইনকামের পর বাংলাদেশী পেমেন্ট মেথড এর মাধ্যমে সহজে আপনার টাকা হাতে পাবেন। এছাড়াও যদি আরও কোনো সহায়তার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।
Good nine