বয়স ক্যালকুলেটর এর মাধ্যমে দিন/মাস/সাল দিয়ে অনলাইনে আপনার বর্তমান বয়স নির্ণয় করতে পারবেন।

বর্তমানে অনেকেই দিন/মাস/সাল দিয়ে তাদের আসল বয়স বের করতে পারে না। এটার মূল কারণ হচ্ছে নির্দিষ্ট দিন থেকে শুরু করে আজজকের দিন হিসাব করতে না পারা।

আপনার বর্তমান বয়স কত তা অনলাইনে বয়স ক্যালকুলেটর এর মাধ্যমে জানতে পারবেন।

যাইহোক। আপনাকে এতোকিছু বুঝতে হবে না। শুধু আজকের পোস্টটি মনোযোগ দিয়ে পড়লেই অনলাইনে আপনার বয়স নির্ণয় করতে পারবেন।

বয়সের শুধু যে বছর তা কিন্তু নয়, এখানে আপনি বছরের সাথে সাথে কত মাস কিংবা কত দিন, কত ঘন্টা সেই সাথে কত সেকেন্ড এর সবকিছুই বিস্তারিত জানতে পারবেন।

বয়স ক্যালকুলেটর মানে কি?

আপনার এই মুহূর্তে ঠিক কত বছর, কত মাস, কত দিন, কত ঘন্টা এবং কত সেকেন্ড তা জানার সে অনলাইন টুলস রয়েছে তাকে বয়স ক্যালকুলেটর বলা হয়ে থাকে।

সাধারণত মুখে মুখে হিসাব করলে একজন ব্যাক্তির বয়সের বছর এবং মাস হিসাব করা যায়। কিন্তু যেকেউ চাইলে মাস, দিন ঘন্টা এবং সেকেন্ডেরও হিসাব করতে পারবে।

কিভাবে বয়স ক্যালকুলেটর এর সাহায্যে বয়স নির্ণয় করা হয়?

সঠিক এবং যথাযথ বয়স বের করার ক্যালকুলেটর অনলাইন এ রয়েছে। সাধারণত অনলাইনে বয়স নির্ণয় ক্যালকুলেটর এর মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে বয়স বের করা যায়।

বয়স ক্যালকুলেট করার দুইটা পদ্ধতি আছে। এর মধ্যে একটা হচ্ছে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে বয়স ক্যালকুলেট করা।

আরেকটা হচ্ছে বয়স ক্যালকুলেটর apps এর মাধ্যমে সঠিক বয়স নির্ণয় করা। এখানে দুইটা পদ্ধতির যেকোনো একটা অনুসরন করলেই হবে

যেকোনো এক পদ্ধতিতে সহজে আপনার বয়স নির্ণয় করতে পারবেন।

তবে বয়স নির্ণয় করার অ্যাপস এবং ওয়েবসাইট দুইটা দুই রকম সুবিধা দিয়ে থাকে।

দুইটারই মূল লক্ষ্য হচ্ছে বয়স নির্ণয় করা।

কিন্তু আপনি যখন একদিন বা একবারের জন্য বয়স নির্ণয় করবেন তখন আপনার জন্য বয়স নির্ণয় করার ওয়েবসাইট ভালো হবে।

কিন্তু আপনি যখন চাচ্ছেন আপনার পরিবারের কিংবা আরো অন্যান্য মানুষের বয়স নির্ণয় করতে তখন আপনি বয়স পরিমাপের apps ব্যবহার করলে বেশি সুবিধা পাবেন।

বয়স ক্যালকুলেটর দিয়ে বয়স নির্ণয় করুন।

জন্ম তারিখ এর পর থেকে আজকে এই দিন পর্যন্ত আপনার বয়স কত হয়েছে তা নির্ণয় করে নিন।

আজকে আমি আপনাদেরকে বয়স পরিমাপের apps এবং বয়স পরিমাপের ওয়েবসাইট দিয়ে দেখাবো কিভাবে আপনার বর্তমান বয়স নির্ণয় করবেন।

তবে আপনি একবার এবং একাধিকবার অর্থাৎ যতবার এই বয়স ক্যালকুলেট করবেন ততবার আপনি বয়স ক্যালকুলেটর অ্যাপস ব্যবহার না করে বয়স ক্যালকুলেটর ওয়েবসাইট ব্যবহার করবেন।

কেনো আমি বয়স ক্যালকুলেটর ওয়েবসাইট ব্যবহার করতে বলেছি তা একটু পরেই বুঝতে পারবেন।

কারণ, আপনারা সবাই জানেন যে কিভাবে বয়স হিসাব করা হয়্ যেমন সাল এবং মাস ব্যবহার করে বয়স হিসাব করা হয়।

কিন্তু একটা ওয়েবসাইট আছে যেটা এখনকার সময়ে সেরা বয়স বের করার ক্যালকুলেটর।

অনলাইনে আপনার বয়স দেখে নিনঃ

  • প্রথমে এই ওয়েবসাইটে যান, http://newwidgetsforblogger.blogspot.com/p/age-calculator.html অথবা এখানে ক্লিক করুন
  • আরেকটা ওয়েবসাইট আছে, এটাও খুবই জনপ্রিয়। এখানে ক্লিক করুন
  • এরপর Enter Your Date of Birth: এর নিচে আপনার জন্ম তারিখ উল্লেখ করবেন।
  • যেমনঃ প্রথমে জন্ম তারিখ, এরপরও জন্ম মাস, এবং পরে জন্মসাল দিয়ে GO বাটনে ক্লিক করবেন।

তাহলে সহজেই অনলাইনে আপনি আপনার বয়স নির্ণয় করতে পারবেন। সেখানে আজকে এই মুহূর্তে আপনার জন্ম তারিখ এবং প্রতি সেকেন্ড সহ নির্ণয় করতে পারবেন।

আর সেই ওয়েবসাইট দিয়ে সহজেই বয়স ক্যালকুলেট করা যায়। যারা বয়স নির্ণয় করতে চায় তাদের জন্য এই ওয়েবসাইটটি খুবই উপকারী হবে।

তাছাড়া এই বয়স হিসাবের ক্যালকুলেটরটি সহজেই এবং সাথে সাথে বয়স নির্ণয় করতে পারে।

আমার বয়স কত বছর কত মাস কত দিন

আপনার বয়স কত কত বছর কত মাস কত দিন তা সহজেই অনলাইনে বের করতে পারবেন।

শেষ কথাঃ

অনলাইনে বয়স ক্যালকুলেটর এর মাধ্যমে আপনার বয়স নির্ণয় করে নিন।

আজকে এই মুহূর্তে আপনার জন্মের কত মাস কত দিন কত বছর কত সেকেন্ডে এবং কত মিনিট তার সবকিছুই নির্ণয় করতে পারবেন।

আশা করি আজকের এই পোস্টটি আপনাদের অনেক কাজে আসবে।

আর এই পোস্টটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ!

আরও পড়ুনঃ