আজকে আমরা লোগো ডিজাইনের A-Z সবকিছু জানবো। এবং সেই সাথে ফ্রী লোগো ডিজাইন করার গাইডও থাকবে।
বর্তমানে লোগো ডিজাইন বেশ জনপ্রিয় এবং প্রফেশনাল একটি কাজ । প্রচুর মার্কেট চাহিদা নিয়ে লোগো ডিজাইন জনপ্রিয়তার শীর্ষে।
আমরা অনেকে কম বেশি লোগো ডিজাইন এর সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে জড়িত। প্রতিনিয়ত প্রতিটা কাজেই লোগো ডিজানের ব্যাপক চাহিদা।
হয়তোবা আবার অনেকে এই লোগো ডিজাইনকে পেশা হিসেবে নিয়েছে । এখন কথা হচ্ছে :
- লোগো ডিজাইন কি?
- লোগো ডিজাইনের মার্কেট চাহিদা কেমন?
- লোগো ডিজাইন কোথায় থেকে শিখবো?
- ফ্রিতে কিভাবে লোগো ডিজাইন করা যায়?
- লোগো ডিজাইন শিখে কাজ পাবো কোথায়?
লোগো ডিজাইন কি?
লোগো ডিজাইন মূলত কোনো প্রতিষ্ঠনের চিহ্ন বা প্রতীক যার দ্বারা আপনি কোনো প্রতিষ্ঠানকে সহজে চিনতে পারবেন।
আর প্রতিষ্ঠানের ক্ষেত্রে তাদের পরিচিতি লাভ, ব্যবসা গ্রো অথবা প্রমোট করতে সহায়তা করে।
উদাহরনস্বরূপ : আমরা যখন দারাজমলে ভিজিট করি তখন দারাজমলের লোগো দেখতে পাই। লোগো ডিজাইন গ্রাফিক্স ডিজাইন এর একটা অংশ। গ্রাফিক্স ডিজাইন করেই লোগো ডিজাইন করা হয়।
লোগো ডিজাইনের মার্কেট চাহিদা কেমন?
বর্তমানে এর চাহিদা ব্যাপক, আপনি অনলাইন কিংবা অফলাইন যেখানেই দেখেন এর চাহিদার কমতি নেই।
অনলাইনে মার্কেটপ্লেস গুলোতে গিয়ে দেখবেন লোগো ডিজাইনের চাহিদা কেমন। আবার টাকার পরিমানও অনেক।
ধরুন আপনি ব্লগিং করবেন তখন আপনার প্রয়োজন প্রতিটা পোস্টের একটা করে থাম্নেইল লাগবে তখন প্রয়োজন একটা করে লোগো।
তাই বলা যান লোগো ডিজাইনের মার্কেট চাহিদা প্রচুর। বর্তামে বিশ্বের অনেক ফ্রিল্যান্সাররা ফ্রিল্যান্সিং হিসেবে লোগো ডিজাইনকেই বেছে নিয়েছে।
কারন এই কাজ খুব সহজ এবং সময় কম লাগে। আবার মোটামুটি একটা আয়ও করা যায়। নিচে ফাইভারের লোগো ডিজাইন কাজের একটা নমুনা যেমন
এখানে দেখতে পাচ্ছেন সে ১০ ডলার করে কাজ করছে। মোট ১ হাজারটা কাজ করেছে তাহলে তার মোট ইনকাম ১০ হাজার ডলার যা টাকার পরিমানে প্রায় (আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
একটা লোগো ডিজাইন করে যদি এত টাকা ইনকাম করে তাহলে চিন্তা করুন এর মার্কেট চাহিদা কেমন।
আর আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ কাজ করেন তাহলে তো আপনার লোগো ডিজাইন জানতেই হবে।
ফ্রী লোগো ডিজাইন কোথায় থেকে শিখবো?
লোগো ডিজাইন ফ্রি এবং পেইড দুইভাবে শেখা যায়। বর্তমানে বাংলাদেশেও লোগো ডিজাইনের ভালো কোর্স পাওয়া যায়।
অনলাইনে বা গুগলে সার্চ দিয়ে আপনার পছন্দের মতো কোর্সটি খুজে নিতে পারেন। আর যদি আপনি লোগো ডিজাইনের ব্যাসিক জানেন!
তবে, আপনি বিভিন্ন অনলাইন ট্যাম্পলেট ডাউনলোড করে সেই ফাইল এক্সটেইশনে ইডিট করতে পারবেন।
কিভাবে ফ্রী লোগো ডিজাইন করা যায়? online logo maker free
ফ্রিতে লোগো ডিজাইন করার জনপ্রিয় একটা সাইট হলো Canva যার মাধ্যমে আপনারা লোগো ডিজাইন করতে পারবেন।
এখানে অনেকগুলো প্রি টেম্পলেট দেয়া আছে. আপনি চাইলে মোবাইল অথবা কম্পিউটার (উভয়) দিয়ে কাজ করতে পারেন।
ক্যানভাতে আপনার পছন্দের বা প্রয়োজনীয় টেম্পলেট টি সেখানেই ইডিট করতে পারবেন আপনার মন মতো।
এবং শেষে এটা ডাউনলোড ও করতে পারবেন পিএনজি ফরমেটে। এখান থেকে সাইনআপ করলে কিছু পেইড টেম্পলেট ফ্রিতে পাবেন।
লোগো ডিজাইন শিখে কাজ পাবো কোথায়?
একবার লোগো ডিজাইন শিখলে কাজের অভাব হবে না। উপরে যেখানে প্রফ দেখালাম সেখানেও কাজ করতে পারেন।
আপনারা যেকোনো মার্কেট প্লেসে কাজ পাবেন . যেমন Fiverr, Upwork, Freelancer ইত্যাদি। এছাড়াও অফলাইনে আপনার পরিচিত কেউ এই বিষয়ের সাথে জড়িত থাকলে তার থেকে ও কাজ নিতে পারেন।
শেষ কথা :
ফ্রী লোগো ডিজাইন করে টাকা আয় করতে পারবেন। আপনাকে আমরা ব্যাসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি।
আপনি চাইলে ভালো ভাবে কাজ শিখে বিভিন্ন ভাবে আয় করতে পারবেন। এছাড়াও আপনার অন্যান্য কাজের ক্ষেত্রেও লোগো ডিজাইনের প্রয়োজন পড়ে।