আপনার মোবাইলে ফ্রি ফেসবুক ডাউনলোড হচ্ছে না? জেনে নিন কিভাবে সকল মোবাইলে ফ্রি ফেসবুক ডাউনলোড করবেন।

আপনার মোবাইলে যদি ফেসবুক ডাউনলোড করতে না পারেন তাহলে ফ্রি ফেসবুক ডাউনলোড করে নিন যেকোনো মোবাইলে

ফেসবুক চেনেনা বা নাম শুনেনি এমন লোক পাওয়া সত্যিই মুশকিল। কারন বর্তমান সময়ের সেরা স্যোশাল মাধ্যম হলো ফেসবুক

যেখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন পোস্ট করে থাকি। বন্ধু বানানো, কাউকে ফলো করা, কোনো গ্রুপে জয়েন হওয়া ইত্যাদি নিয়েই ফেইসবুক।

আবার অনেকে ফেসবুক পেজ খুলে। ফেসবুক যে শুধু স্যোশাল তা কিন্তু মোটেও না। অনেকে বিভিন্ন ভাবে ফেসবুক থেকে আয় করে থাকে।

আজ আমরা কথা বলবো কিভাবে ফ্রি ফেসবুক ডাউনলোড করা যায় সহজ পদ্ধতিতে।চলুন যেনে নেয়া যাক।

আপনার জন্য: ফেসবুকে কিভাবে আয় করা যায়

ফ্রি ফেসবুক ডাউনলোড

স্যোশাল নেটওয়ার্ক হিসেবে ফেসবুক শীর্ষ অবস্থানে। আমরা প্রতিনিয়তই ফেসবুক ব্যবহার করে থাকি। এখন কথা হচ্ছে ফেসবুক যেহেতু এতো জনপ্রিয় তাহলে কি এটি গুগল প্লে স্টোরে নেই?

অবশ্যই আছে। তাহলে কেনো এই ব্লগটি? আপনারা খেয়াল করে থাকবেন এখনো কিছু কিছু এন্ডয়েডে ফেসবুকের বর্তমান ভার্ষনটি সাপাের্ট করছে না।

আজকে আপনাদেরকে বলবো কিভাবে ফেসবুক সকল এন্ডয়েডে চালাবেন!

প্রথমেই বলে রাখি ফেসবুক ইনস্টল করার ক্ষেত্রে প্রথমে দেখবেন আপনার এন্ডয়েড ভার্ষন কত?

ফেসবুক বলছে তাদের ফেসবুক এপটি সকল ডিভাইসে রান করবে অর্থাৎ ফেসবুক কম বেশি সকল ডিভাইসে নিজের মতো করে স্থান দখল করে।

যেহেতু ফেসবুক সকল ডিভাইসে চলবে তাই এন্ডয়েড ভার্ষনটি আপনার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না।

সহজেই আপনাদের মোবাইলে ইনস্টল করতে পারবেন। কিছু ‍ কিছু এযাপ ডাউনলেঅড করার জন্য এন্ডয়েড ভার্ষন খুব দরকারি।

প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে ফেসবুক লিখে সার্চ দিবেন। তারপর এ্যাপটি ইনস্টল দিবেন। ওপের হবার পর আপনার মতো করে একাউন্ট একটি একাউন্ট খুলবেন।

বর্তমানে ফেসবুক একাউন্ট খুলতে কি নাম দিবে তাই নিয়ে অনেকের চিন্তা থাকে তাই

আপনার জন্য: শীর্ষ ১০০০ ফেসবুক নাম

এটি মূলত ফেসবুক মেইন ভার্ষন এটি সবার মোবাইলে ইনস্টল হয় না। যদি আপনার ক্ষেত্রে মেইন ভার্ষনটি ডাউনলোড করতে অসুবিধা হয় তাহলে ফেসবুক লাইট ভার্ষন আছে।

সেটি ইনস্টল করতে পারেন। এটিও গুগল প্লে স্টোরে পাওয়া যায়। আপনাদের সুবিধার জন্য লিংক দিলাম।

নতুন ফেসবুক ডাউনলোড করুন ভিন্ন উপায়ে।

তারপরেও আমাদের অনেকের মোবাইলে দুটির একটিও ইনস্টল হয় না। এটি কিন্তু আপনাদের এন্ডয়েড ভার্ষনের কোনো সমস্যা না।

এটার সমস্যা হলো আমাদের অনেকের মোবাইল স্লো কাজ করে যার কারনে মোবাইলে ইনস্টল হয়ে চায় না।

তাদের জন্য করণিয় ফেসবুকের আগের ভার্ষন বা ওল্ড ভার্ষনটি ইনস্টল করতে হবে। তাহলে আপনার আর সমস্যা হবে না।

তাহলে ওল্ড ভার্ষন পাবো কোথায়? আসল কথা এখানেই। যখন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড হলো না।

তখন তো বিকল্প কিছু করতে হবে। বিকল্প হিসেবে অনেক উপায় আছে। চলুন একটা একটা করে আলোচনা করা যাক।

প্রথম হলো প্লে স্টোরের বাইরে। আপনাদেরকে জানিয়ে রাখি যে প্লে স্টোর ছাড়া ও এন্ডয়েড এ্যাপ ডাউনলোড করার অনেক এ্যাপ স্টোর রয়েছে সেগুলো একেকটার নাম একেকটা।

আপ টু ডাউন স্টোরে এর একটা ভার্ষন পাবেন। সেখানে প্লে স্টোরের মতোই ডাউনলোড সিস্টেম। শুধু এই লিংকে যান এবং ডাউনলোড এ ক্লিক করবেন।

ক্রোম থেকে ওপেন করলে যদি এক্সেস না থাকে তবে এক্সেস দিতে হবে। অনেক ক্ষেত্রে ব্রাউজার এ নোটিস আসে যে এটি হারমফুল। আপনি যদি ওকে দিয়ে দেন তাহলে ডাউনলোড শুরু হবে।

ফেসবুক ইস্টল করুন ব্রাউজার থেকে

ডাউনলোড শেষে যে ব্রাউজার থেকে ডাউনলোড করেছেন সে ব্রাউজারে ডাউনলোডে যাবেন এবং আপনার ফাইলটি পেয়ে যাবেন।

ফাইলের উপর ক্লিক করার পর আবারও এক্সেস চাইতে পারে। এই এক্সেস মানে ফাইলটি আপনার মোবাইলের ক্ষতি করতে পারে।

যদি আপনি সম্মতি দেন তাহলে ওকে তে ক্লিক করবেন তাহলেই ইনস্টল শুরূ হয়ে যাবে। ইন্সটলের পর দেখতে পাবেন হুবহু ফেসবুক।

এছাড়াও আরও অনেক ভার্ষন পাবেন যেমন bn.vessoft.com এতে ও রয়েছে। এর লিংক হলো ফেসবুক এবং লাইট ভার্ষনটিও রয়েছে ।

এছাড়াও জনপ্রিয় আরেকটি স্টোর হলো 9APPS Store সেখানেও পাবেন ফেসবুক এ্যাপটি। প্লে স্টোর ছাড়া বাকী যেগুলোর কথা বললাম সেগুলোতে ডাউনলোড করতে পারবেন খুব সহজে।

একটাতে না হলে আরেকটাতে চেষ্টা করবেন। মোটামুটি বলা যায় যত গুলো এ্যাপ স্টোর আছে সবগুলোতেই ফেসবুক এ্যাপটি পাবেন।

যে অ্যাপ স্টোরগুলোর কথা বললাম এগুলো সাধারণত গুগল প্লে স্টোরের মতো না। এগুলো থেকে যেমন সহজে যেকোনো অ্যাপ ইন্সটল করা যায় তেমনি অনেক ক্ষতি ও রয়েছে

যেমন: এখান থেকে ডাউনলোড করা এ্যাপ থেকে খুব সহজে আপনার মোবাইলে ভাইরাসে আক্রান্ত করতে পারে। কিন্তু সব ক্ষেত্রে না! আশা করি আপনি ফ্রি ফেসবুক ডাউনলোড করতে পারবেন।

FAQ – ফেসবুক ডাউনলোড হচ্ছে না কেন

উপরে আমি যেভাবে আলোচনা করেছি সেভাবে আপনি সহজেই ফেসবুক ডাউনলোড করতে পারবেন।

এরপরও অনেকের মোবাইলে ফেসবুক ডাউনলোড হয় না। তাদের জন্য উপরের কোনোটি কাজ না করলে বিকল্প হিসেবে একটাই পথ রয়েছে।

সেটা হচ্ছে মোবাইলে ফ্ল্যাস করা। যদি আপনার মোবাইলে কোনোভাবেই ফেসববুড ডাউনলোড না হয় তাহলে আপনার মোবাইলে ফ্ল্যাস দিয়ে দেখতে পারেন।

শেষ কথা:

এখানে ফ্রি ফেসবুক ডাউনলোড করার গাইডলাইন দেয়া হয়েছে। আজকের ব্লগটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে।

আরও ব্লগ পড়তে আমাদের সাইটটির হোম পেজ ভিজিট করুন। ধন্যবাদ!