সম্প্রতি ফ্রি ফেসবুক অফার এর মাধ্যমে ফেসবুক এবং মেসেঞ্জার ব্যবহার করা যাবে এমন একটা নিউজ চড়িয়ে পড়েছে। নিউজটা সত্য ঠিকই তবে কিছু শর্ত আছে।
আজকে আপনাদের সাথে শেয়ার করবো কোন কোন সিমে ফ্রি ফেসবুক ব্যবহার করা যাবে, কিভাবে এবং কোনো শর্ত আছে কিনা। এবং ব্যবহারের সুবিধা অসুবিধা চলুন জেনে নেয়া যাক।

বর্তমান সময়ের সেরা স্যেশাল মিডিয়া হলো ফেসবুক। আমরা অনেকেই ফেসবুক ব্যবহার করছি। কেউ শখের বসে আবার কেউ সময় অতিক্রম করার জন্য। কারো আড্ডা দেওয়ার জন্য, কেউ আবার রোজগার ও করছে।
আপনার জন্য: ফেসবুক থেকে আয় করুন ঘরে বসেই।
শুধু তাই নয় ফেসবুক এখন দৈনন্দিনের একটা অংশ হয়ে পড়েছে। এতোকিছু যখন এই ফেসবুকে তখন তো ফেসবুক ব্যবহার করতে হবেই।
তাও আবার ইন্টানেট ব্যবহার করে (এমবি তো লাগবেই)। আমাদের দেশে ব্রডব্যান্ড এখনো সচরাচর হয় নি। তাই আমাদের এমবি কিনে ফেসবুক ব্যবহার করতে হয়।
এমতাবস্থায় যখন ঘোষনা আসে ফ্রি ফেসবুক অনলি টেক্সট তখনি আমাদের ফ্রি ফেসবুক ব্যবহারের ইচ্ছা জাগে।
কিন্তু সঠিক নিয়ম না জানার কারণে অনেকেরই সিমের টাকা কাটে আবার অনেকের ফেসবুক চলে না ইত্যাদি ইত্যাদি।
তাহলে কি ফ্রি ফেসবুক মেসেঞ্জার চালাতে পারবোনা? অবশ্যই পারবেন! ব্লগটি মনোযোগ সহকারে পড়ুন আর ফ্রি ফেসবুক উপভোগ করুন!
আপনার জন্য: আজই ডাউনলোড করুন ফেসবুক অ্যাপ কোনো জামেলা ছাড়াই।
ফ্রি ফেসবুক ২০২৩
ফ্রি ফেসবুকের মূল শর্ত হচ্ছে এটা ফ্রি ফেসবুক অনলি টেক্সট। আশা করি কথাটা বুঝতে পারছেন।
যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদের বলছি ফ্রি ফেসবুক অনলি টেক্সট মানে আপনি ফ্রি ফেসবুক তো ব্যবহার করতে পারবেন ঠিকই।
কিন্তু শুধুমাত্র টেক্সট করতে পারবেন। মেসেঞ্জারেও একই শুধু টেক্সট করতে পারবেন।
এখন টেক্সট তো বুঝতে পারছেন! যেমন ফেসবুকে স্টাটাস দিবেন। সেখানে শুধুমাত্র লেখা লিখতে পারবেন। কোনো প্রকার ইমেজ বা ফটো আপলোড করতে পারবেন না।
মেসেঞ্জারেও আপনার বন্ধুদের সাথে চ্যাট করতে পারবেন কিন্তু কোনো প্রকার ভয়েজ, কিংবা ফটো সেন্ড কজরতে পারবেন না।
এগুলো শুধুমাত্র ফ্রি ফেসবুক অনলি টেক্সটের ক্ষেত্রে। আপনার এমবির ক্ষেত্রে স্বাভাবিক নিয়মে। এখন পর্যন্ত গ্রামীনফোন, রবি ও এয়ারটেলে ফ্রি ফেসবুক অফার ক্যাম্পেইন চলছে।
বিস্তারিত নিচে আলোচনা করা হলো। এছাড়াও অন্যান্য অপারেটররা যদি অফার দেয় তাহলে আমরা চোস্ট আপডেট করে দিবো।
গ্রামীনফোন ফ্রি ফেসবুক
সম্প্রতি ফ্রি ফেসবুক ঘোষনা গ্রামীনফোনই দিয়েছিল। এর আগে কিন্তু রবিতে এরকম অফার ছিলো। তারা দীর্ঘদিন আগেই অফারটি বন্ধ করে দিয়েছে।
বর্তমানে জিপি আবার অফারটি চালু করেছে। গ্রামীনফোনে ফ্রি ফেসবুক অনলি টেক্সট ব্যবহার করতে চাইলে শর্ত হচ্ছে কোনো প্রকার এমবি থাকতে পারবেনা আপনার সিমে।যদি থাকে তাহলে ফেসবুক ব্যবহার করলে আপনার এমবি দিয়ে চলবে।
যখন কোনো এমবি না থাকবে তখন কোনো টাকাও থাকতে পারবেনা। নইলে আপনি ডাটা ওপেন করলে আপনার ব্যালেন্স থেকে টাকা কাটবে।
এমবি এবং টাকা দুটাই শূন্য থাকার পর ডাটা ওপেন করবেন, আর কিছু করতে হবে না। আপনি উপভোগ করতে পারবেন ফ্রি ফেসবুক এবং মেসেঞ্জার অনলি টেক্সট।
তবে প্রথমে পে এজ ইউ গো (Pay as you go) সেখানে আপনার ব্যালন্স থেকে এরাউন্ড ৫ টাকার কাছাকাছি কাঁটতে পারে। বি.দ্র: ৫ টাকা থেকে কমও হতে পারে আবার বেশিও হতে পারে।
আর যদি আপনি শুধু টেস্ট করতে চান যে ফেসবুক আসলেই ফ্রি চলবে কিনা? তাহলে আপনি ব্যালেন্স শূন্য করে তারপর টেস্ট করতে পারেন। ব্যালেন্স থাকলে আপনার ব্যালেন্স কেটে নিবে।
রবি ফ্রি ফেসবুক
বাংলাদেশে মোবাইল অপারেটর রবি এর আগেও এই অফারটি দিয়েছিলো। তখনো ফ্রি ফেসবুক অনলি টেক্সট অফারটি ছিলো।
সম্প্রতি গ্রামীনফোন তাদের এই অফার দেয়ার সাথে সাথে রবিও এই অফারটি দিচ্ছে। এই অফারটি রবিতে পেতে চাইলে গ্রামীনের নিয়মের মতোই নিয়ম যেটা আপনাকে ফলো করতে হবে।
ব্যালেন্স শূন্য রেখে ডাটা ওপেন করবেন। তারপর ম্যাসেজ কিংবা স্টাটাস যাই দেন না কেনো তা কাজ করবে।
তবে আগের মতোই কোনো প্রকার ফটো আপলোড কিংবা সেন্ড করতে পারবেন না! Pay as you go এর ক্ষেত্রে এখানেও কিছু টাকা কাটতে পারে।
তবে আমার সাজেশন হলো আপনার ব্যালেন্সএ কোনো টাকা রাখবেন না।
এয়ারটেল ফ্রি ফেসবুক
জিপি এবং রবির মতোই এয়ারটেল ফ্রি ফেসবুক। তাই নতুন করে কিছু বলছি না। তবে যদিস আপনাদের একাউন্টে এমবি থাকে তবে আপনাদের এমবিই কাটবে।
সেখানে ফ্রির কোনো অপশন নাই। তবে ভাফারিং এর ক্ষেত্রে আপনার নেটওয়ার্কের উপর ভিত্তি করে। যেহেতু এটা ফ্রি কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। তবুও যদি কোনো সম্যা হয় তবে কমেন্ট করে জানিয়ে দিন।
আরও : ১০০০ ফেসবুক নাম। স্টাইলিশ নাম
বাংলালিংকে কিভাবে ফ্রি ফেসবুক চালানো যায়
আপনি যদি বাংলালিংকে ফ্রী ফেসবুক চালাতে চান তাহলে উপরের নিয়ম গুলো ফলো করলেই হবে। যেমন গ্রামীণফোন ফ্রি ফেসবুক কিংবা রবি ফ্রি ফেসবুক ব্যবহারের নিয়ম ফলো করলেই হবে।
ফ্রি ফেসবুকের সুবিধা অসুবিধা
ফ্রি ফেসবুকের অনেকগুলো সুবিধা আছে আবার কিছু অসুবিধাও আছে। সুবিধাগুলো যেমন: আপনি কোথাও গিয়েছিলেন কিন্তু সেই মূহুর্তে আপনার এমবি শেষ!
এইদিকে কাউকে জরুরি ম্যাজেস করতে হবে। তখন আপনি ফ্রি মেসেঞ্জার ব্যবহার করে ম্যাসেজ করতে পারবেন। তাছাড়া আপনার খরচ টাও কমলো।
যেখানে আপনাকে ফেসবুক ব্যবহার করতে হলে এমবি কেনা লাগতো সেখানে কিছু কম এমবি কেনা লাগতেছে।
আরও অনেক সুবিধা আছে। সবচেয়ে বড় কথা কমিউনিকেশন টা করতে পারছেন।
অসুবিধা দেখতে গেলে ম্যাসেঞ্জারে আপনার কোনো বন্ধু ইমারজেন্সি কোনো ভয়েস কিংবা ফটো দিলো তখন তা দেখতে পারবেন না।
তবে ফ্রি হিসেবে আপনাকে আর অফার করছে না বিদাই এটা ততোটা খারাপ না।
শেষ কথা:
আপনি যদি ফ্রি ফেসবুক অফার পেতে চান তাহলে এখানের দেয়া নিয়মগুলো ফলো করুন। আমার মতে ফ্রি ফেসবুক ম্যাসেঞ্জারের ব্যবহারটা ভালোই। এতে আমাদের কমিউনিকেশন টা কন্টিনিউ করা যায়।
যেটা ডিজিটালাইজের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ন। আপনারা কি মনে করেন? জানান কমেন্টের মাধ্যমে।
আর ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আরও গুরুত্বপূর্ন ব্লগ পড়তে আমাদের হোম পেজ ভিজিট করুন। ধন্যবাদ

Hello, I am Mehedi. You can call me (Hasan N). and on this site, I share informative and tech-related articles. Explore more on my site.