ফ্রি ওয়েবসাইট তৈরি করুন মাত্র ৫ মিনিটেই

আজকে আপনাদের সাথে কথা বলবো কিভাবে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করবেন। আমরা আগের ব্লগেও বলেছি ওয়েবসাইট কি? এবং কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন।

ফ্রি ওয়েবসাইট তৈরি করুন মাত্র ৫ মিনিটেই। জেনে নিন ফ্রি ওয়েবসাইট তৈরি করার নিয়ম।

তাই এই বার বলবো কিভাবে এডভান্সড ভাবে এয়েবসাইট তৈরি করবেন একদম ফ্রিতে। যেহেতু আগেই ব্যাসিক আলোচনা করেছি। এবার সরাসরি লাইভে আলোচনা করবো। চলুন শুরু করা যাক।

আপনারা থাম্নেইল দেখে নিশ্চই বুঝে গেছেন যে আজ আমরা কোন কোন ফ্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করবো।

আজকে আলোচনা করবো ব্লগার, ওয়ার্ডপ্রেস এবং গুগল সাইট নিয়ে। তবে এটা বলে রাখি যে আপনি যদি ব্লগিং করে আয় করতে চান তবে আপনার জন্য হবে ব্লগার এবং ওয়ার্ডপ্রেস।

আর গুগল সাইট হলো অনলাইনে আপনার নিজের পার্সনাল সাইট তৈরি করা। তবে আমরা সবগুলোই আলোচনা করবো।

ফ্রি ওয়েবসাইট বলতে কি বুঝায়?

যেহেতু আমরা আলোচনা করবো ফ্রি ওয়েবসাইট তৈরির বিষয় তাই আগে জেনে নেয়া যাক যে, ফ্রি ওয়েবসাইট তৈরি করলে কি কি সুবিধা পাওয়া যায়। আর কি কি অসুবিধা হয়। প্রথমে আমরা সুবিধাগুলো নিয়ে কথা বলবো।

ফ্রি ওয়েবসাইটের সবচেয়ে বড় সুবিধা হলো ইনভেস্ট না করেও একটা সাইট বিল্ড করা। বা একটা সাইটের মালিক হওয়া।

বর্তমান ডিজিটাল যুগে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। যেটা এই ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে বড় একটা সুবিধা বলে আমি মনে করি।

আপনি যদি মনে করেন যে আপনার কাছে ইনভেস্ট করার টাকা নাই, কিংবা আপনি অনলাইনে বিশ্বাস করতে পারছেন না।

তখন আপনি ফ্রি ওয়েবসাইট বানিয়ে দেখতে পারেন। যেটার মাধ্যমে আপনার কিছুটা ধারনা হবে।

আপনি যদি প্রফেশনালভাবে কাজ করতে চান তবে আগে আপনি ফ্রি ওয়েবসাইট তৈরি করে সেখান থেতে ধারনা নিতে পারেন। যেটা আপনার পরবর্তীতে কাছে লাগবে।

আর আপনি যদি মনে করেন আমি কোনো প্রকার ইনকাম করতে চাই না। আমার শুধুমাত্র অনলাইনে পরিচিতি থাকলেই হবে।

কিংবা আপনি অন্য কোনো ফ্ল্যাটফর্মে কাজ করবেন কিন্তু আপনার কায়েন্টদেরকে আপনার সম্পর্কে জানাতে চান তবে আপনি ফ্রি ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারেন।

তবে আজকে আমরা আলোচনা করবো কিভাবে ফ্রিতে একটা ওয়েবসাইট বানিয়ে পেলতে পারবেন।

এবং আরও থাকছে যে, আপনি যদি ফ্রি ওয়েবসাইট বানিয়ে টাকা আয় করবেন তাহলে আপনাকে কি করতে হবে। তাই আশা করি আপনার যদি এই প্রশ্ন গুলো থাকে তবে আপনি উত্তর পেয়ে যাবেন।

ফ্রি ওয়েবসাইট তৈরি করুন খুব সহজেই

আপনি যদি ফ্রি ওয়েবসাইট তৈরি করতে চান তবে এখনি শুরু করুন আমাদের সাথে, আর ফ্রি ওয়েবসাইট তৈরি করে আয় করুন কিংবা অনলাইনে পরিচিতি প্রসার করুন।

এখানে আমরা তিনটা ফ্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করবো। একটা হলো ওয়ার্ডপ্রেস। বর্তমানে ওয়েবসাইট বানানোর জন্য সেরা ফ্ল্যাটফর্ম হলো ওয়ার্ডপ্রেস।

বর্তমানে অনলাইনে যতগুলো ওয়েবসাইট আছে তার এক তৃতীয়াংশই হলো ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। আপনি যখন ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট খুলতে যাবেন, তখন আপনার একটুু সমস্যা হতে পারে।

কি সমস্যা হতে তা একটু পরেই আলোচনা করবো। আর ওয়ার্ডপ্রেস দিয়ে কিংবা গুগল সাইট দিয়ে ওয়েবসাইট তি করলে কোনো সমস্যা হবে না।

ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রি ওয়েবসাইট তৈরি করুন

ওয়ার্ডপ্রেস অনেক জনপ্রিয়। কেনো তা উপরেই জেনে গেছেন। কিন্তু আমি এটাও বলেছি যে একটু সমস্যা আছে। তাহলে সমস্যা নিয়ে একটু আলোচনা করা যাক।

আমরা অনেকেই ওয়ার্ডপ্রেস কে জানি বা এর সাথে পরিচিত। কিন্তু আপনি কি জানেন ওয়ার্ডপ্রেস এই ফ্ল্যাটফর্ম দুই ভাগে বিভক্ত।

কি অবাক হচ্ছেন তাই না। অবাকের সাথে সাথে এটাও জেনে নিন যে ওয়ার্ডপ্রেস দুই ভাগে বিভক্ত হলে এর কাজ কিন্তু একই।

এরা দুইজন মানে ওয়ার্ডপ্রেস এর দুই ফ্ল্যাটফর্ম হলো WordPress.org এবং wordpress.com যাইহোক, এগুলো নিয়ে পরে একদিন আলোচনা করবো। তবে আপনি কোনটাতে শুরু করবেন সেটা বলে দিবো।

আপনি যেহেতু ওয়েবসাইট বিল্ড করতে চাচ্ছেন তখন আপনাকে বলে দিই যে, আপনার কম্পিউটার এবং সেই সাথে ইন্টারনেট লাগবে।

যদি আপনি প্রফেশনালভাবে করতে চান। আর তাছাড়াও ইন্টারনেট লাগবে যদি আপনি দেখার জন্য ফ্রি ওয়েবসাইট তৈরি করুন।

আপনার ফ্রিতে শুরু করার জন্য wordpress.com এ যাবেন। এবং গেলে দেখতে পাবেন তাদের কিছু ব্লগ আছে। এবং নিচে লক্ষ করবেন যে Start your website অথবা get started।

এবং এই লেখাতে ক্লিক করবেন। তারপরে একটা একাউন্ট খুলতে বলা হবে। একাউন্ট খোলা একেবারেই সহজ। প্রথমে একটা ইমেইল এড্রেস দিবেন। সাথে একটা ইউজারনেম এবং পাসওয়ার্ড। তারপরে Create account এ ক্লিক করবেন।

একাউন্ট খুলতে খুলতেই ফ্রি ওয়েবসাইট তৈরি করুন ওয়ার্ডপ্রেস দিয়ে

একাউন্ট খুলতে খুলতে সাইট ও খোলা হয়ে যাবে। যেমন পরে বলবে একটা ডোমেইন সিলেক্ট করার জন্য।

যেকোনো বা আপনার পছন্দের একটা ডোমেইন দিয়ে দেখবেন। তবে মন রাখবেন এটা কিন্তু সাবডোমেইন।

ডোমেইনটি বসানোর পরে আসবে Free for the first year। সেই সাথে সিলেক্ট করার জন্য বলবে। যদি আপনি ফ্রিতে না করে ডলারে করবেন। বা টাকা খরচ করবেন। তখন সিলেক্টের পরে ক্রেডিট কার্ড দিয়ে পে করে নিবেন।

আর যেহেতু আপনি ফ্রি ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন তখন, আরেকটু নিচে দেখতে পাবেন শুধু Free লেখা আছে। সেটা সিলেক্ট করে নিবেন।

সেখানে আরেকটা পেজ আসবে। যেখানে তাদের অনেকগুলো পোডি প্ল্যান দেয়া আছে। সেখানে লক্ষ করলে দেখবেন যে start with a free site।

সেখানে ক্লি করে দিবেন। তারপরে লেখা আছে যে where will you start এবং দুইটা অপশন আছে। প্রথমত write এবং পরে build।

আপনি যদি লেখালেখি বা ব্লগিং শুরু করবেন তাহলে write সিলেক্ট করবেন।

আর যদি কাস্টম ওয়েবসাইট তৈরি করেন তাহলে build সিলেক্ট করবেন। তবে আপনি write সিলেক্ট করে পরে ধাপে এগিয়ে যান।

তারপরে আপনার সাইটের জন্য একটা নাম সিলেক্ট করবেন। সেই সাথে ছোট করে একটা বিবরন দিবেন।

এর মানে হলো আপনি কোন বিষয়ে লিখবেন বা ব্লগিং করবেন। সেটা আপনার ওয়েবসাইট ভিজিটরদের জানিয়ে দিন।

এরপরেই আপনার প্রথম পোস্ট করার জন্য বলবে। আপনি চাইলে পরেও প্রথম পোস্ট করতে পারবেন। তাই আগে আপনার ওয়েবসাইটের জন্য একটা থিম বা ডিজাইন সিলেক্ট করে নিন।

তার জন্য Choose a design এ যান। তারপের অনেকগুলো থিম আসবে। আপনার পছন্দের থিমটি সিলেক্ট করে নিবেন। সিলেক্ট করার পর একটু সময় নিতে পারে। তারপরে আপনার প্রথম পোস্ট করে নিবেন।

যদি এই পর্যন্ত ভালোভাবে পড়েন তাহলে আপনাকে অভিনন্দন। আপনার ওয়েবসাইট তৈরি হয়েছে।

ব্লগার দিয়ে ফ্রি ওয়েবসাইট তৈরি করুন

ফ্রি ওয়েবসাইট তৈরি করার পর্বে আমরা জানবো যে, কিভাবে ফ্রিতে ব্লগারে ওয়েবসাইট তৈরি করবেন। মনে রাখবেন আপনি যদি ভালোভাবে কাজ করেন, তবে যেকোনো ফ্ল্যাটফর্মে আয় করতে পারবেন।

যেমন আমি ব্লগারে সাইট খুলেছি। তবে ফ্রিতে না, এখন আলহামদুলিল্লাহ আমার কিছু ইনকাম হচ্ছে।

তাই আপনি কোথায় কিংবা কোন ফ্ল্যাটফর্মে ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন তা কোনো বিষয় নয়। তাই এবার জেনে নিন কিভাবে ব্লগারে ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন।

 ব্লগারে ফ্রি ওয়েবসাইট তৈরি করুন

ওয়ার্ডপ্রেসের পরেই রয়েছে ব্লগার। যেটা গুগলের অধীনে। এমনকি এটাও ওয়ার্ডপ্রেসের মতোই খুবই সহজ। ব্লগারের সাইট লিংক হলো blogger.com।

তারপরে Start এ ক্লিক করবেন। এটা যেহেতু গুগলের প্রোডাক্ট তাই এখানে আপনার গুগল একাউন্ট দিয়েই লগইন করতে হবে। আপনার জিমেই একাউন্টের পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিবেন।

পরে একটা টাইটেল দিবেন। যেমনটা ওয়ার্ডপ্রেসে দিয়েছেন। তারপরে দিবেন আপনার নাম। যেটা আপনার পাঠক দেখবে। যেমন আপনার প্রোফাইল নাম।

তারপরে ক্রিয়েট ব্লগে ক্লিক করবেন। সেখানে ব্লগ টাইটেল দিবে। যদি আগে স্কিপ করে থাকেন। এরপর ডোমেইন নেম সিলেক্ট করে দিলেই হয়ে যাবে।

এর পর পোস্ট করবেন। পোস্ট করার জন্য একেবারে উপরে Create post দেখতে পাবেন। সেখানে ক্লিক করে পোস্ট করতে থাকবেন।

সেখানে যে পেজটি আসবে সেটি কিছুটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো। আশা করি ব্লগারে সুন্দর মতো পোস্ট করতে পারবেন।

আর যদি পোস্ট করতে কোনো অসুবিধা হয় তখন আমাদের যেকোনো একটা পোস্ট দেখে নিবেন। তাহলে আপনার বুঝতে সুবিধা হবে বলে আমি মনে করি।

গুগল সাইটে ফ্রি ওয়েবসাইট তৈরি করুন

গুগল সাইট মূলত পার্সনাল সাইট। যেখানে আপনি আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে সাইটটি সাজাতে পারেন।

তবে মনে রাখবেন যে, আপনি এখানে কোনো প্রকার আয় করতে পারবেন না। কারন এখানে গুগল এডসেন্স এড করতে পারবেন না। বা অনুমতি নেই। তাই এই সম্পর্ক আর বিস্তারিত আলোচনা করবো না।

শেষ কথা:

আপনি কি একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করতে চান? তাহলে আজকের এই পোস্টে জানতে পারবেন কিভাবে ফ্রিতে একটি ওয়েবসাইট বানানো যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *