দেশের বাজারে চাকরির সুযোগ কম থাকায় আমাদের সমাজে অনেকে ফ্রিল্যান্সিং করতে চায়! এমনকি এর চাহিদাও কিন্তু কম না। কিন্তু এটা জানা থাকে না যে, ফ্রিল্যান্সিং কি? অথবা ফ্রিল্যান্সিং কেন করব ইত্যাদি।

ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং কেনো করবেন? ফ্রিল্যান্সিং এর  সুবিধা অসুবিধা

বর্তমান সময়ে অনেকে ক্যারিয়ার কিংবা উপার্জনের ক্ষেত্র হিসেবে ফ্রিল্যান্সিংকে বেচে (সিলেক্ট করা) নেয়। কিন্তু যারা নতুন তাদের মনে প্রশ্ন থাকে যে, ফ্রিল্যান্সিং কেন করব বা ফ্রিল্যান্সিং করে কতটুকু লাভবান হওয়া যায়?

তাই আজকের আর্টিকেলটি পড়লে আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে একটা ব্যাসিক ধারণা পেয়ে যাবেন। এবার মূল আচোনায় যাই।

বর্তমান সময়ে বেকার বা যুবকরা ফ্রিল্যান্সিং এর দিকে বেশি আগ্রহী। অথবা বলতে পারেন বর্তমান প্রজন্মই ফ্রিল্যান্সিং এর দিকে বেশি আগ্রহী।

এমন পরিস্থিতিতে অনেকেই জানেনা যে ফ্রিল্যান্সিং কি? আমাদের অনেকের মতে ফ্রিল্যান্সিং হলো : অনলাইন ইনকাম বা ঘরে বসে আয়

এটাও ঠিক যে ফ্রিল্যান্সিং মানে অনলাইন ইনকাম। আবার শুধু যে অনলাইন ইনকাম তাও না। তাহলে চলুন বিস্তারিত জেনে নিই ফ্রিল্যান্সিং কি?

ফ্রিল্যান্সিং কি?

ফ্রিল্যান্সিং হলো অনলাইনের মাধ্যমে অফিস কিংবা কর্মস্থলে না যেয়ে ঘরে বসে কাজ করে আয় করা বুঝায়

অর্থাৎ আপনার নির্দিষ্ট কাজটা কর্মস্থলে না গিয়ে অনলাইনের মাধ্যমে সম্পন্য করাকে বুঝায়। এখন ফ্রিল্যান্সিং দুই প্রকারের :

  1. অফিসের কাজ কিংবা
  2. স্বাধীন কাজ

অফিসের কাজ বলতে বুজায় আপনি একটি অফিসে কাজ করেন এখন আপনি চাচ্ছেন অফিসে না যেয়ে ঘরে বসে কাজ করবেন এটাকেও ফ্রিল্যান্সিং বলে।

অফিসের কাজকর্ম ঘরে বসে করাকে ভার্চূয়াল জগত বলা হয় । মানে পরোক্ষভাবে উপস্থিত থেকেও অফিসের কাজ করা।

তাইতো বর্তমানে ফ্রিল্যান্সিং বেশ জনপ্রিয় হয়ে উঠছে সবার মাঝে।

আমাদের দেশে অফিসের কাজগুলো অফিসেই করা হয়। এখনো এটি ফ্রিল্যান্সিং এর আওতায় সচরাচর হয়নি। তবে আমাদের দেশও খুব দ্রুত ভার্চূয়াল জগতের দিকে অগ্রসর হবে।

স্বাধীন কাজ কিছুটা অফিসের কাজের মতোই। তবে অফিসের কাজে যেমন নির্দিষ্ট একটা চাকরি আছে, স্বাধীন কাজে তা নেই।

আপনাকে আগে একটা কাজ শিখতে হবে। তারপরে বিভিন্ন মার্কেটপ্লেস থেকে কাজ খুজে নিতে হবে। তাই আশা করি ফ্রিল্যান্সিং কি তা বুঝতে পেরেছেন।

FAQ :

স্বাধীন পেশা কোনগুলো?

  • ওয়েব ডিজাইনার
  • গ্রাফিক্স ডিজাইনার
  • এনিমেটর
  • ডিজিটাল মার্কেটিং
  • গেম ডেভেলপার
  • মোবাইল এ্যাপ ডেভেলপার
  • (আরও)

এখানে অল্প কিছু উদাহরণ দেয়া আছে। এছাড়াও আরও অনেক কাজ আছে। (আমি শুধুমাত্র বর্তমান সময়ের জনপ্রিয় কাজগুলো উল্লেখ করেছি)।

আর সহজভাবে বলতে গেলে আপনাকে বাস্তব জগতে একটা কাজ শিখতে বা জানতে হবে তারপর আপনি ভার্চূয়াল কিংবা ফ্রিল্যান্সিং এ কাজ করতে হবে।

উদাহরণস্বরূপ আপনি একজন মোবাইল অ্যাপ ডেভেলপার। অথবা আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার। এখন আপনি ফ্রিল্যান্সিং করে টাকা আয় করতে চান!

তাহলে আপনি সহজে অনলাইনে বিভিন্ন মার্কেটপ্লেস থেকে কাজ খুজে নিতে পারেন। কিন্তু সর্বদায়  মনে রাখতে হবে আপনাকে যেকোনো একটি কাজ অবশ্যই জানা থাকতে হবে ।

নাহলে ফ্রিল্যান্সিং আপনার দ্বারা হবে না । আপনি মার্কেটপ্লেসে গিয়ে কি কাজ খুঁজবেন? যদি কাজই জানা না থাকে!

ফিল্যান্সিং মানে কি?

বর্তমান সময়ে কর্মজগতের সবচেয়ে ট্রেন্ডিং টপিকঃ হচ্ছে ফ্রিল্যান্সিং। তাই ফ্রিল্যান্সিং মানে কি এ সম্পর্কে আরেকটু ধারনা দেয়ার চেষ্টা করি।

প্রথম কথা হচ্ছে ফ্রিল্যান্সিং কি? এই হেডলাইনে আমি খোলাখুলিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত বুঝানোর চেষ্টা করেছি।

এবার একটু সহজভাবে বলতে গেলে ফ্রিল্যান্সিং মানে কি? এর উত্তর হলো আমাদের প্রতিটা কর্মজগতে অনেকগুলো ক্যাটাগরি এবং অনেকগুলো অপশন থাকে।

সেই অপশনের মধ্যে একটা অপশন হচ্ছে ফ্রিল্যান্সিং। এটা কি আপনি ক্যারিয়ার বলতে পারেন। অনেকে ফ্রিল্যান্সিং করে তাদের ক্যারিয়ার গড়েছে।

আবার অনেকে ফ্রিল্যান্সিং শুরু করে আবার হারিয়ে গিয়েছে। অর্থাৎ ফ্রিল্যান্সিং জগতে সফল হতে পারে নাই।

তাদের সফল না হওয়ার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং কোথায় শিখবো এমন একটা প্রশ্ন থাকাতে।

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো 2023

একজন নতুন ফ্রিল্যান্সার মনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং কিভাবে শিখব। অনেকেই ফ্রিল্যান্সিং করতে চাই কিন্তু কিভাবে ফ্রিল্যান্সিং শিখবো সেটা না জানাতে তাদের ফ্রিল্যান্সিং করা হয় না।

আপনি যদি একজন নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন কিংবা ফ্রিল্যান্সিং করবেন ভাবছেন তাহলে, আপনাকে আগে জানতে হবে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং শিখবেন।

যেহেতু কিভাবে ফ্রিল্যান্সিং শেখা যায় এটা নিয়ে আমার আরেকটি আর্টিকেল রয়েছে। তাই আমি সে আর্টিকেল এর লিংক নিচে দিয়ে দিচ্ছি।

FAQ :

ফ্রিল্যান্সিং কাজ করার জন্য প্রয়োজন সমূহ

  • আপনার একটা কম্পিউটার লাগবে?
  • ইন্টারনেট ব্যবস্থা থাকা লাগবে
  • যেকোনো কাজ জানা লাগবে (যে বিষয়ের উপর কাজ করবেন)

ফ্রিল্যান্সিং এর কাজ কোথায় পাবো?

ফ্রিল্যান্সারদের জন্য অনেকগুলো মার্কেপ্লেস আছে, যেখানে লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার প্রতিনিয়ত কাজ করে আসছে। সেরকম কয়েকটি হলো:

ফাইবার

মার্কেটপ্লেসগুলাের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সাইট হলো ফাইবার। ফ্রিল্যান্সারদের মধ্যে যারা নতুন তাদের জন্য বেশ কার্যকরি।

ফাইবারে একাউন্ট খুলতে তেমন কোনো জামেলা নেই বললেই চলে। এছাড়াও এখানে $5 ডলার থেকে শুরু করে $1000 ডলার পর্যন্ত কাজ পাওয়া যায়।

সুন্দরমতো গিগ খুলতে পারলে খুব সহজেই অনলাইনে করা যায়। ফাইবারের পক্ষ থেকেও গাইডলাইন দেওয়া আছে। Fiverr Link

আপনার জন্য: এফিলিয়েট মার্কেটিং কি? এবং কিভাবে শুরু করবেন।

ফ্রিল্যান্সার ডট কম

যারা প্রফেশনালি কাজ করতে চায় তাদের জন্য রয়েছে ফ্রিল্যান্সার ডট কম। ফ্রিল্যান্সারে কাজ করতে চাইলে আপনার প্রয়োজন ভালো দক্ষতা।

যা ফ্রিল্যান্সার সাইটে কাজ পেতে খুব সহায়ক বলে আমি মনে করি। আর এই সাইটটিতেত 1800 শত এর অধিক ক্যাটাগরি রয়েছে। তাই আশা করি আপনার কাজের ক্যাটাগরিও থাকবে।

এছাড়াও আরও অনেক সাইট রয়েছে। এখানে শুধু মাত্র নতুনদের জন্য ফাইভার এবং প্রফেশনালদের জন্য ফ্রিল্যান্সার ডট কম নিয়ে আলোচনা করা হয়েছে ।

এখন তো বাংলাদেশেও অনেক সাইট আছে যেমন বিডি জবস ডট কম । আর আপনি গুগলে সার্চ করলেই অনেক সাইট পেয়ে যাবেন।

এখন কথা হচ্ছে এতো opportunity আছে ফ্রিল্যান্সারদের জন্য। তাহলে আমার ফিল্যান্সিং করা কি ঠিক হবে? বা আমি ফ্রিল্যান্সিং কেনো করবো?

ফ্রিল্যান্সিং কেন করব?

আসলেই আপনি ফ্রিল্যান্সিং কেনো করবেন? আপনি চাকরি বা ব্যবসা করতে পারেন। সেখানে তো অনেক লাভ। তাই না?

আমার কাছে এই প্রশ্নটার উত্তর একটু ভিন্ন। প্রথমত চাকরির বাজারের খুব করুণ অবস্থা। এরপরে অনলাইন জগতেও অনেক ব্যবসা আছে।

বর্তমান সময়ে ভালো ভালো গ্রাজুয়েট শেষ করেও চাকরি পাচ্ছে না, এরকম ঘটনা নতুন কিছু না। আর বেকার সমস্যাও নতুন না ।

আর দ্বিতীয়ত হচ্ছে ফ্রিল্যান্সিং সম্পূর্ন স্বাধীন পেশা। এখানে আপনার সময় মতো অফিস করার প্রয়োজন নাই কিংবা চাকরি খোজারও দরকার নাই।

শুধুমাত্র আপনার যোগ্যতা দেখাবেন এবং দক্ষতা অনুযায়ী কাজ করবেন। তার মানে এটা না যে, আপনি চাকরি ছেড়ে ফ্রিল্যান্সিং করবেন!

আরেকটা হচ্ছে দক্ষতা। এই দক্ষতা আমাদের অনেকের মধ্যেই থাকে। কিন্তু আমরা কাজে লাগাতে পারি না।

কাজের মাধ্যমে যেমন দক্ষতাকে কাজে লাগাতে পারবেন তেমনি টাকা আয়ও করতো পারবেন। তােই আপনার সুপ্ত প্রতিভাকে অনলাইনের মাধ্যমে কাজে লাগান।

ধরা যাক, আপনি একজন ডিজিটাল মার্কেটার। কিন্তু আপনার তো আর জোর জবরদস্তি নাই। আপনার যখন মন চাইবে আপনি তখন কাজ করতে পারবেন।

এরকম কাজ বা ফ্রিল্যান্সিং পুরোটা স্বাধীন। তবে, নতুন অবস্থায় প্রচুর কাজ করতে হবে। এবং প্রচুর সময় দিতে হবে।

ডিজিটাল মার্কেটিং কি?

ফ্রিল্যান্সিং এর ইনকাম

এবার আসুন টাকার ব্যাপারে ! আমি ফ্রিল্যান্সিং করে কেমন রোজগার করতে পারবো ? আমরা প্রত্যেকে চাই কাজ করি বিনিময়ে টাকা নিই!

এখন এতো কষ্ট করলাম কাজ শিখলাম কিন্তু টাকা ইনকাম করতে পারবো না তা কি হয় !

অবশ্যই আপনি আয় করতে পারবেন যদি আপনি কাজের প্রতি সময় দেন, ভালোমতো কাজ শিখেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে অনেকেই অর্ধ পথে গিয়ে হাল ছেড়ে দেয় ।

এতে তার এইদিকে ও হয়না আবার ওইদিকে ও হয় না । যদি এইরকম হয় তাহলে আপনানর দ্বারা হবে না । সর্বশেষ কথা দৃঢ় মনোবল থাকতে হবে।

ফ্রিল্যান্সিং সম্পর্কিত প্রশ্নঃ

ফ্রিল্যান্সিং কি?

সহজ ভাবে বলতে গেলে মুক্তা স্বাধীনভাবে কাজ করাকেই ফ্রিল্যান্সিং বলে।

ফ্রিল্যান্সিং মানুষ কেন করে?

বিভিন্ন দেশের মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম হলেও বাংলাদেশের সাধারণত বেকারত্ব দূর কিংবা কোন ইনকাম সোর্স করার জন্য মানুষ ফ্রিল্যান্সিং করে।

ফ্রিল্যান্সারদের এ সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় মার্কেটপ্লেস কোনটি?

একটা ব্লগ পোস্টে দেখা যায় যে ফ্রিল্যান্সারদের সংখ্যা দিক থেকে সবচেয়ে বড় মার্কেটপ্লেস হচ্ছে আপওয়ার্ক। এবং সেখানে আরো উল্লেখ থাকে যে আপওয়ার্কে এখন পর্যন্ত ১২ মিলিয়ন ফ্রিল্যান্সার তাদের প্রোফাইল খুলেছে।

শেষ কথাঃ

বর্তমান দেশের চাকরির ও বেকারের হারের দিকে তাকালে ফ্রিল্যান্সিং এর কোনো বিকল্প নেই । তবে এতো opportunity থাকার পরেও এই ক্যারিয়ারে অনেকেই সফল হতে পারে না।

তাই যারা ফ্রিল্যান্সার হতে চান তাদেরকে বলবো ভালোভাবে কাজ শিখুন তারপর কাজ খুঁজুন । সফলতা আসবেই ইনশাআল্লাহ।

আর আজকের টপিক ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং কেন করব, আশা করি পুরোটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ!