ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ ২০২৩ – জনপ্রিয় সকল কাজের তালিকা দেখুন

Home » ফ্রিল্যান্সিং » ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ

ফ্রিল্যান্সিং করার জন্য আগে খুঁজে নিতে হয় ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ এবং ফ্রিল্যান্সিং এর জনপ্রিয় কাজগুলো।

আপনি কি ফ্রিল্যান্সিং শুরু করবেন ভাবছেন? তাহলে শুরুতেই দেখে নিন ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ কি কি? এবং এই তালিকা থেকে আপনি সহজেই বুঝতে পারবেন যে ফ্রিল্যান্সিং এর কোন কাজটি সহজ। এবং আপনি কোন কাজটির মাধ্যমে বেশি টাকা আয় করতে পারবেন।

তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ, মানে কোন কোন কাজ ফ্রিল্যান্সিং এর অন্তর্ভূক্ত।

আশা করি আপনি আজকের ব্লগটি মনোযোগ দিয়ে পড়লে ফ্রিল্যান্সিং এর কাজসমূহ এর একটা ধারনা পেয়ে যাবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

ফ্রিল্যান্সিং কাকে বলে?

ঘরে বসে কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে সম্পূর্ণ করা কাজকে ফ্রিল্যান্সিং বলে। তাহলে কোন কাজগুলো অনলাইনে করা হয় বা ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ কোনগুলো।

এরকম একটা প্রশ্ন আমাদের মাঝে থাকেই। বিশেষ করে যারা নতুন ফ্রিল্যান্সিং করবে তারা ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ নিয়ে উদ্ভেগে থাকে।

ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ সাধারণত ক্যাটাগরি আকারে ধাকে। মানে একটা ফ্রিল্যান্সিং কাজ অনেকগুলো কাজের সাথে সমন্বয়।

ব্লগটি পড়তে পড়তে আপনি তা বুঝে যাবেন। তা আগে আমরা ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ গুলোর ক্যাটাগরি জেনে নিই।

আমি প্রথমে সবগুলো ক্যাটগরি দেখাবো। এরপর দেখাবো ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ এর মধ্যে জনপ্রিয় কাজগুলো।

ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ

আপনি যদি নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তবে, ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ সম্পর্কে আপনার ধারনা থাকা জরুরি।

যাইহোক! ফ্রিল্যান্সিং কাজের অনেকগুলো ক্যাটাগরি আছে। আমি বেশি চাহিদার ক্যাটাগরিগুলো উল্লেখ করে যাবো।

প্রথমে যে ক্যাটাগরির কথা বলবো সেটা হলো গ্রাফিক্স এবং ডিজাইন। এই ক্যাটাগরির সাথে মানুষজন বেশি পরিচিত।

এরপরে রয়েছে ডিজিটাল মার্কেটিং, প্রোগ্রামিং এবং টেক, ভিডিও এবং এননিমেশন, রাইটিং এবং ট্রান্সলেশন ইত্যাদি।

আজকে যেমন জনপ্রিয় ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ সম্পর্কে জানবেন তেমনি ফ্রিল্যান্সিং জগতে যত রকম কাজ আছে তার সবগুলোর তালিকা প্রকাশ  করবো।

ডিজিটাল মার্কেটিং

ফ্রিল্যান্সিং জগতে এবং ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে  কাজটি সেটি হলো ডিজিটাল মার্কেটিং।

ডিজিটাল মার্কেটিং এর  মানে হলো অনলাইনে প্রোডাক্ট বা সেবাকে প্রচার প্রচারণা। মানে আপনি কোনো প্রোডাক্টের প্রমোট করার কাজ করবেন।

এই কাজের অন্তর্ভূক্ত হচ্ছে স্যোশাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইত্যাদি।

অনলাইন প্রোডাক্ট বলতে আছে ডিজিটাল সার্ভিস যেমন ডোমেইন হোস্টিং, ওয়েবসাইট থিম সফটওয়্যার ইত্যাদি।

আবার রয়েছে বিভিন্ন ই-কমার্স সাইট। যেখানে ই-কমার্স প্রোডাক্ট কেনা বেচা হয়। আপনি যদি ডিজিটাল মার্কেটিং করতে চান তবে আপনাকে সাইটগুলো প্রমোট করার কাজ করতে হবে।

এখন, সাইট প্রমোট বা র‌্যাংক করার জন্য আপনার এসইও জানা লাগবে। তবেই আপনি সাইটগুলোকে গুগলে র‌্যাংক করাতে পারবেন।

এই কাজগুলোর চাহিদা মোটেও কম নয়। শুধু যে এই কাজ মানে ডিজিটাল মার্কেটিং তা কিন্তু নয়। আরও অনেক কাজ আছে মার্কেটে যেগুলোর প্রচুর চাহিদা।

আপনি যদি ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ গুলোর দিকে নজর দেন তবে, স্যোশাল মিডিয়া মার্কেটিং খুবই গুরুত্বপূর্ন।

আমরা দৈনিক অনেক একটা সময় স্যোশাল মিডিয়ায় দিয়ে থাকি। এই স্যোশাল মিডিয়ার কাজ হচ্ছে আপনি অডিয়েন্স টার্গেট করবেন।

মানে, কোনো কোম্পানি তাদের নতুন কোনো প্রোডাক্ট বাজারে আনবে। তখন তারা স্যোশাল মিডিয়া মার্কেটিং শুরু করে।

কারন বেশিরভাগ মানুষ যেহেতু স্যোশালে সময় ব্যয় করে তাই তাদের প্রোডাক্টটি মানুষের কাছে পৌছাতে বেশি সময় লাগে না।

এভাবেই আপনি ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ খুঁজে নিতে পারেন। তবে, আমি সবগুলোর ধারণা দিচ্ছি এর মানে এই না যে, আপনি সব কাজ শিখবেন।

  • ফ্রিল্যান্সিং কাজ করার জন্য যা যা প্রয়োজন

প্রোগ্রামিং এবং টেক

বেশি উপার্জনের এবং হাই প্রোফাইলের কাজ হচ্ছে প্রোগ্রামিং। দিন দিন এর চাহিদা বাড়ছে। শুধু ফ্রিল্যান্সিং-ই নয় অফলাইনে বা বিভিন্ন কোম্পানিতে প্রোগ্রামাররা কাজ করে যাচ্ছে।

প্রোগ্রামিং হলো কোডিং এর বিষয়। মানে একজন সফটওয়্যার উঞ্জিনিয়ার যেমন কোডিং করে সফটওয়্যার তৈরি করে।

তেমনি অনেকগুলো বিষয় আছে যেগুলোকে প্রোগ্রামিং করা লাগে। যেমন ওয়েব ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার আবার ওয়েব ডিজাইনেও কোডিং ব্যবহার হয়ে থাকে।

এসব কোডিং বা প্রোগ্রামিং হলো পিএইচপি, জাভা, জাভাস্ক্রিপ্ট, পাইথন, এইচটিএমএল সিএসএস ইত্যাদি।

এগুলোর মার্কেট ডিমান্ড হাই লেভেলের। কারণ যে কেউ চাইলে প্রোগ্রামিং শিখতে  পারে না। সবার প্রোগ্রামিং আবার কাজে লাগে না।

এখানে সৃজনশীলতারও কিছু ব্যাপার আছে। তাইতো এগুলো মার্কেট সোর। আমি আরও একবার বলেছি যে, কোনো কোনো কাজ হাই লেভেলের।

এবং ইনকামও বেশি এবং এর মানে আপনাকে সেই কাজ শিখতে হবে। এরকম কোনো কথা নেই।

যাইহোক! প্রোগ্রামিং এবং টেক এ আরও বিষয় আছে। যেমন ওয়েবসাইট বিল্ডার বা সিএমএস।

মানে যেটাকে ওয়ার্ডপ্রেস বলে। আপনি শুধু ওয়েবসাইট তৈরি শিখবেন। এটা কঠিন কিছু না।

আরও আছে, সাইবার সিসকিউরিটি এবং ডাটা প্রোটেক্ট ইত্যাদি। তবে একটা কথা মনে রাখবেন যে প্রতিটা কাজেরই গুরুত্ব আছে।

ভিডিও এবং এনিমেশন

ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ এর মধ্যে রয়েছে এনিমেশন। এনিমেশন সম্পর্কে কম বেশি সবারই জানা আছে।

এনিমেশন এর একটা উদাহরণ হলো কার্টুন ভিডিও। আমরা ইউটিউবে কিংবা ফেসবুকে কখনো না কখনো কার্টুন দেখেছি।

শুধু যে, কার্টুন ভিডিও তা কিন্তু নয়। রয়েছে বিভিন্ন বিজ্ঞাপনের এনিমেশন। প্রায়শ এমন কিছু বিজ্ঞাপন দেখা যায় যেগুলোতে এনিমেশন ব্যবহার হয়ে থাকে।

ফ্রিল্যান্সিং জগতে  এনিমেশন বিজ্ঞাপনের কাজে বেশি ব্যবহার হয়ে থাকে। এছাড়াও অনেক বায়ার আছে যারা বিভিন্ন কার্টুন ভিডিও তৈরি করিয়ে নেয়।

আর, এখানে ভিডিও বলতে ভিডিও এডিটিং ভিডিও শর্ট ইত্যাদিকে বুঝানো হয়েছে। সহজ কথায় ভিডিও ফ্ল্যাটফর্মকে বুঝানো হয়েছে।

মানে একটা ভিভডিও কথা, কিংবা কারো শর্ট নেয়া একটি ভিডিও এডিট করা ইত্যাদি। এগুলোর চাহিদা ব্যাপক।

আপনি ভিডিও এবং এনিমেশন জগতে ফ্রিল্যান্সিং করতে চাইলে ভালো ভাবে ভিডিও এডিটিং শিখতে হবে।

আর আমি যেগুলো আলোচনা করে আসছি মানে যে ক্যডাটাগরির কথা বলছি সেগুলো সব বাচাই করা। আমি সবগুলো ক্যাটাগরির রিভিউ দিচ্ছি না।

শুধুমাত্র যেগুলোর কাজের চাহিদা বেশি সেগুলোর কথা উল্লেখ করছি। তাই আপনি যদি নতুন ফ্রিল্যান্সর হয়ে থাকেন তবে ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ এবং এর আইডিয়াগুলো আপনার উপকারে আসবে।

রাইটিং এবং ট্রান্সলেশন

আপনি এখন আমার ব্লগটি পড়ছেন। এই ব্লগটি রাইটিং এর অন্তর্ভূক্ত। সহজ কথায় কোনো লেখাকে রাইটিং বলে। হতে পারে সেটা কনটেন্ট রাইটিং।

  • কনটেন্ট রাইটিং কি এবং কিভাবে শুরু করবেন।

আমি কনটেন্ট রাইটিং সসম্পর্কে আর কিছু বলছি না। আমি যে লিংক দিয়ে দিয়েছি সেখানে গিয়ে বিস্তারিত জেনে নিন।

রাইটিং এ বুক এবং ই-বুক রাইটিংও থাকে। মানে আমরা অনলাইনে যে বইগুলো পড়ে থাকি সেগুলোকে ই-বুক বলা হয়।

রাইটাররা শুধু যে ই-বুক বা বিভিন্ন বুক লেখে তা কিন্তু নয়। তারা বিভিন্ন ওয়েবসাইটে কনটেন্ট লিখে কিংবা নিউজ সাইটগুলোতে রাইটার হিসেবে কাজ করে।

ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ এবং কাজসমূহের অন্কর্ভূক্ত হিসেবে রাইটিং মোটামুটি জনপ্রিয় আছে। এ কাজ করতে একটু কষ্টও হয়।

কারণ, সাবই তো আর বাংলা বুঝে না। তাই আপনাকে নিনর্দষ্ট একটি ভাষাতে রাইটিং এর কাজ করতে হবে।

হতে পারে ইংরেজি। অথবা ইংরেজি ছাড়াও যদি অন্য কোনো ভাষা জানা থাকে তবে সেই ভাষাতে রাইটিং এর কাজ করতে পারেন।

আর, ট্রান্সলেশন মানে তো বুঝেনই। সরাসরি ভাষা অনুবাদ। আপনাকে হয়তো বলা হবে এই লেখাটিতে ইংরেজি থেকে স্প্যানিস ভাষায় অনুবাদ কর।

  • বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার অ্যাপ

এই কাজেরও চাহিদা আছে। ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ করতে গেলেও ট্রান্সলেশনের প্রয়োজন হয়। ধরুন আপনি ফ্রিল্যান্সিং করেন।

এখন, আপনি একজান বায়ার পেলেন। সে ইংরেজিতে কথা বলবে। দেখা গেছে আপনার ইংরেজি জানা নেই।

তখন আপনিও ট্রান্সলেট করার চেষ্টা করবেন। এভাবেই মূলত ট্রান্সলেশনের কাজ হয়ে থাকে। এটা লেখাও হতে পারে আবার ভয়েসও হতে পারে।

ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ – তালিকা

ইংলিশ A – Z অক্ষরের যতগুলো কাজ আছে এর মধ্যে সকল ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ দেখে নিন।

  • Amazon FBA Specialist
  • Amazon Seller Central Consultant
  • Administrative Assistant
  • Arts Freelancer
  • Adobe After Effects Specialist
  • Adobe InDesign Expert
  • Anime Freelancer
  • Adobe Premiere Pro Specialist
  • Animator
  • Album Cover Designer
  • Actor
  • Adobe Illustrator Expert
  • Adobe Acrobat Expert
  • Adobe Photoshop Expert
  • Adobe Photoshop Lightroom Specialist
  • Audio Production Specialist
  • Acrylic Painter
  • Audio Editor
  • Ad Creative Freelancer
  • Audio Mixer
  • Android App Developer
  • Android Studio Freelancer
  • Apple Xcode Specialist
  • Amazon EC2 Specialist
  • ASP.NET Developer
  • Apache Spark Specialist
  • Alexa Skill Kit Specialist
  • ArcGIS Developer
  • AWS Developer
  • API Developer
  • App Store Specialist
  • Amazon Webstore Specialist
  • Artificial Intelligence Engineer
  • Airtable Freelancer
  • Accountant
  • Arbitration Lawyers & Legal Professional
  • Affiliate Marketer
  • App Store Optimization (ASO) Specialist
  • Advertising Consultant
  • Arduino Programmer
  • AutoCAD Civil 3D Freelancer
  • Architectural Designer
  • Algebra Freelancer
  • Architectural Rendering Specialist
  • Autodesk Revit Specialist
  • Autodesk Maya Specialist
  • Automotive Design Freelancer
  • AutoCAD Specialist
  • ANSYS Specialist
  • Arabic Translators & Writer
  • APA Formatting Freelancer
  • Academic Editing Freelancer
  • Article Writer
  • Academic Proofreading Freelancer
  • AP Style Writer

[তথ্য সংগ্রহে Upwork.]

  • Book Designer
  • Business Presentation Freelancer
  • Brochure Designer
  • Branding Freelancer
  • Blender3D Specialist
  • Book Cover Designer
  • Blockchain Developer
  • Babylon.js Freelancer
  • BigQuery Developer
  • Bot Developer
  • Bookkeeper
  • Business Coache
  • Business Process Modeling Specialist
  • Business Law Freelancer
  • Buying Freelancer
  • Bahasa Indonesia Freelancer
  • Bulgarian Translators & Writer
  • Blog Writer

[এই তথ্যটি Upwork থেকে]

  • Contact lists Freelancer
  • Chat Support Specialist
  • Calendar Management Specialist
  • Computer Engineer
  • Catalog Freelancer
  • Children’s Book Illustrator
  • Cartographer
  • CorelDRAW Specialist
  • Compositing Specialist
  • Character Designer
  • Comic Artist
  • Chatbot Developer
  • CSS Developer
  • Cloud Computing Specialist
  • Chrome Extension Developer
  • CodeIgniter Developer
  • CRM Specialist
  • C# Developers & Programmer
  • C++ Programmers & Developer
  • Computer Vision Engineer
  • Certified Public Accountant
  • Consultant
  • Contract Law Lawyers & Legal Professional
  • Copyright Lawyers & Legal Professional
  • Contract Drafter
  • Criminal Law Lawyers & Legal Professional
  • Content Strategist
  • Constant Contact Specialist
  • Content Marketer
  • Cold Caller
  • CAD Freelancer
  • Chemist
  • Chief Architect Specialist
  • Computational Fluid Dynamics (CFD) Specialist
  • CAD Designer
  • Control Engineering Freelancer
  • Circuit Designer
  • CAD Drafting Freelancer
  • Content Writer
  • Copywriter
  • Cook
  • Copy Editor
  • Creative Writer
  • Company Profile Freelancer
  • Career Freelancer

[____Source: Upwork.]

  • Dropshipper
  • Data Entry Specialist
  • Data Scraper
  • Digital Artist
  • Desktop Publishing Specialist
  • Drawe
  • Digital Design Freelancer
  • Database Design and Construction Freelancer
  • Django Freelancer
  • Data Extraction Specialist
  • Data Visualization Specialist
  • Database Designer
  • Data Miner
  • Deep Learning Expert
  • Data Analyst
  • Data Scientist
  • d3.js Developer
  • DevOps Engineer
  • Docker Specialist
  • Delphi Developer
  • Data Cleansing Analyst
  • Data analytics Freelancer
  • Digital Marketer
  • Drafting Specialist
  • Digital Signal Processing Specialist
  • Dietitian

এই তালিকার কাজগুলো খুবই জনপ্রিয়

  • Excel Freelancer
  • eBay Listing Writer
  • Error Detection Freelancer
  • Email Handler
  • Etsy Administration Specialist
  • Excel Expert
  • ePub Specialist
  • ESP32 Freelancer
  • Elementor Freelancer
  • ERPNext Specialist
  • Erlang Developers & Programmer
  • Employment Law Lawyers & Legal Professional
  • Event Planner
  • Electronics Specialist
  • Engineering Drawing Specialist
  • Electrical Drawing Specialist
  • Estimating Freelancer
  • Electrical Engineer
  • Estimator Specialist
  • English – India Freelancer
  • Estonian Freelancer
  • English to Dutch Translator
  • English to Italian Translator
  • Essay Writer
  • English to Portuguese Translator
  • English to Korean Translator
  • English to Spanish Translator
  • Ebook Writer
  • English Proofreader
  • English to Malay Translator
  • English to Polish Translator
  • Editor
  • English to Arabic Translator
  • English to German Translator

[____Source: Upwork.]

  • Fashion Designer
  • Fashion Illustrator
  • Flyer Designer
  • FFmpeg Specialist
  • Forex Trader
  • Flutter Developer
  • Figma Freelancer
  • Front-End Developer
  • Financial Modeler
  • Financial Analyst
  • Family Law Lawyers & Legal Professional
  • Facebook Ads Manager Freelancer
  • Fusion 360 Specialist
  • French Specialist
  • Financial Writer
  • Filipino Translators & Writer

আপওয়ার্কে আরও বিস্তারিত জানতে পারবেন।

  • Guitar Family Freelancer
  • GIF Freelancer
  • Graphic Designer
  • Genesis Framework Freelancer
  • Google Apps Script Freelancer
  • Google Sheets Freelancer
  • Game Designer
  • Geographic Information System (GIS) Developer
  • Google Cloud Platform Developer
  • Google Data Studio Specialist
  • Google AdWords Expert
  • Google Analytics Expert
  • German – Germany Freelancer
  • Grammar Freelancer
  • Ghostwriter
  • German Specialist
  • Grant Writer

[আপওয়ার্ক থেকে সংগ্রহকৃত]

  • HTML Developer
  • Haskell Developers & Programmer
  • HubSpot Specialist
  • High-Ticket Closing Freelancer

এছাড়া সকল ফ্রিল্যান্সিং এর কাজজ সমূহ জানতে নিচের দেয়া লিংকে ক্লিক করুন। তাহলে আরও অনেক ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ সম্পর্কে জানতে পারবেন।

All Freelancing work

ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ নিয়ে সকল প্রশ্নঃ

ফ্রিল্যান্স কি

আপনি যখন স্বাধীনতা মুক্তভাবে অন্য কারোর জন্য নিজের দক্ষতার মাধ্যমে কোন কাজ করবেন তখন সেটাকে ফ্রিল্যান্সিং বলা হয়।

ফ্রিল্যান্সিং এর কাজ গুলো কি কি?

ফ্রিল্যান্সিংয়ে অসংখ্য সেক্টর রয়েছে। আপনি যদি ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো সম্পর্কে ধারণা পেতে চান তাহলে এখানে তালিকা রয়েছে। অথবা আপনি শুধু এটা মনে করেন যে আপনি সরাসরি অফিসে গিয়ে যে কাজগুলো করেন তার সব কাজে এখন ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে করানো হচ্ছে। তাহলে এটা বলায় চলে যে ফ্রিল্যান্সিং এখন অনেক সেক্টর এবং এর অসংখ্য কাজ রয়েছে।

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো 2023?

আপনি যদি ২০২৩ সালের মধ্যে রিলায়েন্সিং শিখতে চান তাহলে আপনার জন্য সম্পূর্ণ ধারাবাহিক একটি পোস্ট আমি রেডি করে রেখেছি। এখানে ক্লিক করে ফ্রিল্যান্সিং শিখে নিন

শেষ কথা:

আশা করি ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ এবং ফ্রিল্যান্সিং এর কোনগুলো কাজ হয় তার একটা ধারনা পেয়েছেন।

আজকের ব্লগটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top