কিছুদিন আগেই ফেসবুক কর্তৃপক্ষ নোটিশ দিয়েছে যে প্রতিটা আইডিতে ফেসবুক প্রফেশনাল মোড অন করা যাবে।

আবার কিছু কিছু আইডিতে অটোমেটিকভাবে ফেসবুক প্রফেশনাল মোড অন হয়ে যায়। কিন্তু সব আইডিতে অটোমেটিকভাবে অন হয় না।

আপনি কি আপনার ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড চালু করতে চান? ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড চালু করে সকল ফিচারস উপভোগ করুন। জেনে নিন ফেসবুক প্রফেশনাল মোড চালু করার নিয়ম

তাই আজকের পোস্টের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড চালু করবেন মাত্র এক ক্লিকেই।

ফেসবুক প্রফেশনাল মোড কি?

দীর্ঘ অনেক দিন পর ফেসবুক প্রোফাইলে কিছুটা আপডেট এসেছে। বর্তমানে আমাদের ফেসবুক আইডিগুলো নরমাল মোডে থাকে।

আর প্রফেশনাল মোডে আপনাকে নতুন নতুন অনেক অনেক টুলস দেয়। যার মাধ্যমে আমরা প্রতিটা পোস্টের বিস্তারিত দেখতে পারি।

অর্থাৎ আমরা পোস্ট করলে কত জন লোকে সেই পোস্ট দেখেছে, কিংবা কতজন প্রেন্ড সেই পোস্টটাতে রিয়েক্ট দিয়েছে অথবা বাহিরের কেউ এই পোস্টটি দেখেছে কিনা? ইত্যাদির রিপোর্ট নিয়ে নতুন একটা ড্যাশবোর্ড তৈরি হয়।

আর এই সকল ফিচার থাকে শুধুমাত্র ক্রিয়েটর মোডে। যা এখন প্রফেশনাল মোডে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

এছাড়াও নতুন করে রিলস যুক্ত করা হয়েছে। রিলস সাধারণত ইনস্টাগ্রামে ছিল। এরপর টিকটকের সাথে প্রতিদ্বন্দ্বীতা করে ফেসবুক নিজস্ব রিলস ফিচারটি যুক্ত করেছে।

এই রিলসটি মূলত টিকটক ভিডিও’র মতো। আবার এরকম রিলস রয়েছে ইউটিউবে। সেখানে এর নাম হচ্ছে ইউটিউব শর্টস।

ঠিক এরকমভাবে সকল ফিচার রয়েছে ফেসবুক প্রফেশনাল মোডে। মানে আপনি এখন থেকে ডিজিটাল ক্রিয়েটর হয়ে গেছেন।

তাই আপনি যদি ডিজিটাল ক্রিয়েটর হতে চান তাহলে আজই ফেসবুক প্রফেশনাল মোড অন করুন।

ফেসবুক প্রফেশনাল মোড এর সুবিধা

যাদের প্রোফাইলে ফলোয়ার চালু করা নেই তারা ফেসবুক প্রফেশনাল মোডে গেলে অটোমেটিকভাবে ফলোয়ার চালু হয়ে যাবে।

এবং প্রতিটা পোস্টে অনেক ভিউ হবে। আপনার প্রোফাইলটা অনেকের কাছে সাজেশন হিসেবে যাবে। অর্থাৎ আপনি প্রফেশনালভাবে একজন ডিজিটাল ক্রিয়েটর হতে পারবেন।

সোজা কথায় আগেকার ফেসবুক পার্সোনাল আইডিতে যে সকল সুবিধা পাওয়া যেত না তা এখনকার প্রফেশনাল মোড ফিচারটি আসার পর থেকে পাওয়া যাবে।

এছাড়াও যারা কনটেন্ট ক্রিয়েটর হতে চাইত তাদেরকে আগে ফেসবুক পেজ ওপেন করতে হতো। কিন্তু এখন ফেসবুক আইডি থেকেই কনটেন্ট ক্রিয়েটর হতে পারবে।

শুধুমাত্র ফেসবুক প্রফেশনাল মোড চালু করলেই হবে। এবং একজন কনটেন্ট ক্রিয়েটর এর যে সকল টুলস থাকা প্রয়োজন তার সবকিছুই থাকবে প্রফেশনাল মোডটিতে।

ফেসবুক প্রফেশনাল মোড চালু করে টাকা ইনকাম করা যাবে কিনা?

অবশ্যই! আপনি ফেসবুক প্রফেশনাল মোড অন করে আপনার প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন।

এ বিষয়ে মেটা জানিয়েছে যে ফেসবুক প্রফেশনাল মোড চালু করার পর রিলস আপলোড এর মাধ্যমে সরাসরি বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে পারবেন।

কারণ, আপনি যখন রিলস আপলোড করবেন তখন সেগুলো ভিডিও ফেজে সবার সামনে যাবে। যেটা আগে ফেসবুক পেজে হতো।

সহজ কথায় ফেসবুক প্রফেশনাল এই মোডটি আপনার একটা পেজের অপূর্ণতা পূর্ণ করবে।

এবং যেহেতু আপনার প্রোফাইলে সরাসরি একটা পেজ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে পেজটি মেনটেইন করতে আপনার জন্য আরো সহজ হবে।

ফেসবুক প্রফেশনাল মোড অন করার নিয়ম

আপনার ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড অন করতে চাইলে আপনাকে মাত্র দুইটা স্টেপ ফলো করতে হবে।

অনেক সময় দেখা যায় কিছু কিছু ফেসবুক আইডিতে অটোমেটিকভাবে প্রফেশনাল মোড চালু হয়ে যায়।

কিন্তু এখনো প্রত্যেক আইডিতে অটোমেটিকভাবে প্রফেশনাল মোড চালু হয় নি।

তাই আগে প্রফেশনাল মোড চালু করে নিতে হবে মেনুয়ালি ভাবে।

প্রথমে, আপনার ফেসবুক আইডিতে যেতে হবে। এবং নিচের স্ক্রীনশট দেখতে পাচ্ছেন যে ফেসবুক প্রোফাইলের সাথে থ্রি ডট আছে।

ফেসবুক প্রফেশনাল মোড অন

এই থ্রি ডটে ক্লিক করার পর প্রোফাইল সেটিং ওপেন হবে। এবং প্রোফাইল সেটিং এর একেবারে নিচে turn on professional mode অপশনটি আছে।

ফেসবুক প্রফেশনাল মোড অন

এখানে turn on professional mode অপশনটিতে যাওয়ার পর ফাইনালি আপনার কাছে একটা পেইজ আসবে যেখানে turn on লেখাটা থাকবে।

ফেসবুক প্রফেশনাল মোড

এবার আপনি অপশনটি চালু করে আপনার প্রোফাইলে গিয়ে একাবর রিপ্রেস করুন। তাহলেই দেখবেন যে আপনার প্রোফাইলটি প্রফেশনাল প্রোফাইল হয়ে গেছে।

এভাবেই আপনি আপনার ফেসবুক প্রেফাইলের প্রফেশনাল মোড চালু করতে পারবেন।

প্রফেশনাল মোডের অসুবিধা গুলো

সব সময় যে এই প্রফেশনাল মোট সুবিধা হবে তা কিন্তু মোটেও না। দেখবেন অনেকেই প্রফেশনাল মোড চালু করার পর আবার বন্ধ করে দেয়।

আসলে প্রফেশনাল মডেল যে ইন্টারফেস তা সবার কিন্তু পছন্দ হয়না। আর বিশেষ করে একজন পার্সোনাল ইউজারের জন্য প্রফেশনাল মোড প্রয়োজন হয় না।

সেজন্য ইচ্ছে করেই অনেকে প্রফেশনাল মোড চালু করে না। আর বিশেষ করে রিলস যুক্ত হওয়ার পর অনেকই তো এটা আরো বিরক্তি হয়ে দাঁড়িয়েছে।

আর প্রফেশনাল মোড চালু হলে অটোমেটিক ভাবে আইডিতে ফলো বাটন যুক্ত হয়। এতে করে কাউকে আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় না। অর্থাৎ তাকে ফলো করতে হয়।

কিন্তু এমন অনেক ইউজার রয়েছে যারা অন্যের ফলোয়ার হয়ে থাকতে চায় না। সেজন্য তারা ফলো করে না। আর ফ্রেন্ড রিকোয়েস্ট তো পাঠানো যায়ই না।

তবে সব মিলিয়ে কথা হচ্ছে সবার পছন্দ এক রকম নয়। এই প্রফেশনাল মোড কারো ভালো লাগতে পারে, আবার কারো খারাপ লাগতে পারে।

শেষ কথাঃ

আপনার আইডিতে যদি ফেসবুক প্রফেশনাল মোড অন করতে চান তাহলে এখানে উল্লেখ করা পয়েন্টগুলোর দিকে মনোযোগ দিন।

কারণ, এখানে আমি উল্লেখ করেছি কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড চালু করবেন।

আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিন ধন্যবাদ!

আরও পড়ুনঃ