আপনি কি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে ফেসবুক পেজ খুলতে চান? তাহলে এখানে জেনে নিন ফেসবুক পেজ খোলার নিয়ম গুলো।

আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় একটি মোবাইল দিয়ে।

বর্তমানে ফেসবুক শুধুমাত্র সাধারণ ইউজারের মধ্যে সীমাবদ্ধ নেই। ফেসবুকে এখন কেনা-কাটা আবার আয়ও করা সবকিছুই।

এই সবকিছু হয় ফেসবুক পেজের মাধ্যমে। তাই আজকে জেনে নিবো ফেসবুক পেজের যাবতীয় সবকিছু।

যেমন: ফেসবুক পেজ খোলার নিয়ম, কিভাবে ফেসবুক পেজ খুলতে হয়, ফেসবুক পেজের নাম, ওয়েলকাম পোস্ট ফর ফেসবুক পেজ।

আপনি কি ফেসবুক থেকে টাকা আয় করতে চান? তাহলে একটি ফেসবুক পেজ খুলুন। এবং টাকা আয় করুন ফেসবুক থেকে। সেজন্য ফেসবুক পেজ খোলার নিয়ম জেনে নিন।

ফেসবুক পেজ কি?

ফেসবুক পেজকে বলতে পারেন ফেসবুক প্রোফাইলের মতোই। তবে ফেসবুক প্রোফাইলে কিছু সীমাবদ্ধতা আছে।

যেমন ফেসবুক প্রোফাইলে ৫,০০০ এর বেশি প্রেন্ড বানানো যায়না। আবার ফেসবুক পেজে থাকে ফলোয়ার যেখানে কোনো সীমাবদ্ধতা নেই।

তাই ফেসবুক পেজে হাজার হাজার ফলোয়ার জোগাড় করা যায়। ফেসবুক পেইজে অনেকগুলো কযাটাগরি আছে।

যেমন আপনি একটা পার্সনাল ব্লগিং পেজ খুলতে পারবেন তবে সেটা ফেসবুক প্রোফাইলে নেই। ফেসবুক পেজ থেকে আয়ও করা যায়।

এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে ফেসবুক পেজ কি? তাহলে পরবর্তী ধাপ জেনে নিন ফেসবুক পেজ খোলার নিয়ম সম্পর্কে।

ফেসবুক পেজ কেনো খোলা হয়?

ফেসবুক পেজ কি? এটা সম্পর্কে মোটামুটি আইডিয়া তো পেলেন। এখন কথা হচ্ছে ফেসবুক পেজ কেনো খোলা হয়।

একটা ফেসবুক পেজ খোলার পর মূল কারন ব্যবসা পরিচালনা কিংবা ইনকাম করা। আপনাদেকে একটু বুঝিয়ে বলি।

বাংংলাদেশে অনেক ই-কমার্স সাইট আছে। তাদের প্রত্যেকের ফেসবুক পেজ আছে। এবং ফেসবুক পেজ দিয়েও তারা রেভিনিউ বা আয় করে থাকে। এটা হলো ফেসবুক পেজ বিসনেজ।

আরেক প্রকার হলো যেমন দরুন একজন সেলিব্রেটির পেজ আছে। সেখানে সে প্রতিনিয়ত কন্টেন্ট পাবলিশ করে যায়।

কারন হচ্ছে সহজেই তার ভক্তদের কাছে পৌছাতে পারে কিংবা অনেক বেশি ফ্যান ফলোয়ার জোগাড় করতে পারে।

আবার অনেক ছোট ছোট ক্রিয়েটর রয়েছে যারা ফেসবুকে বিভিন্ন ভিডিও পাবলিশ করে থাকে। যার মাধ্যমে একটা ইনকাম করে থাকে।

তাই আর দেরি না করে এখনই ফেসবুক পেজ খোলার নিয়ম জেনে একটি প্রফেশনাল মানের ফেসবুকে পেজ খুলে ফেলুন।

প্রফেশনাল ফেসবুক পেজ খোলার নিয়ম ২০২৩

আজকে আপনাদের দেখাবো কিভাবে ফেসবুক পেজ খুলতে হয়। তবে আপনাদের দুইভাবে দেখাবো একটা হলো মোবাইল দিয়ে আর অন্যটা হলো মোবাইল দিয়ে।

ফেসবুক পেজ খোলার আগে বেশ কিছু গুরুত্বপূর্ন কাজ করতে হবে যেমন প্রথমে আপনার পেজের জন্য লোগো লাগবে।

এটা কিছুটা আপনার ফেসবুক প্রোফাইলের মতো একটা প্রোফাইল ফটো আরেকটা কভার ফটো।

আপনার ফেসবুক পেজের জন্য প্রোফাইল এবং কভার ফটোর জন্য লোগো ডিজাইনের আর্টিকেলটি পড়ুন।

এছাড়াও বর্তমানে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে যেখান থেকে রেডিমেট অনেকগুলো লোগো পেয়ে যাবেন। লিংক।

মোবাইল দিয়ে ফেসবুক পেজ খোলার নিয়ম।

বর্তমানেে আমাদের অনেকেরই হাতের মোবাইল ফোনটা দিয়ে ফেসবুক পেজ খূলতে চায়। তাই তাদের জন্য নিয়ে এলাম মোবাইল দিয়ে ফেসবুক পেজ খোলার নিয়ম।

মোবাইল দিয়ে ফেসবুক পেজ খুলতে হলে আগে মোবাইলে ফেসবুক ডাউনলোড করে নিন। আমাদের প্রায় অনেকেরই ফেসবুক একাউন্ট খোলা আছে তাই আর বলছি না।

তবে ফেসবুক অনেক স্টাইলিশ নাম আছে যেগুলো আপনার একাউন্ট টিকে দেখতে অনেক সুন্দর করবে।

তারপর আপনার ফেসবুক একাউন্টে লগইন করুন। লগইন করার পর ফেসবুকের মেনু বারে যাবেন। সেখানে নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন।

Page নামে একটা অপশন আছে। সেখানে ক্লিক করলে একটা পেজ আসবে যেখানে থাকবে আপনার পেজ অথবা আপনি কোনো পেজকে ফলো করেছেন কিনা ইত্যাদি বিষয়।

যদি ফেসবুক পেজ খোলার নিয়ম জানতে চান তাহলে বলবো ফেসবুক পেজ খোলার নিয়ম এর মধ্যে ফেসবুক পেজ নেম এবং ইউজারনেম সবচেয়ে গুরুত্বপূর্ন।

ফেসবুক পেজ খোলার নিয়ম ২০২২ - কিভাবে ফেসবুক পেজ খুলতে হয়

তারপরে পেজ খোলার জন্য Create এ ক্লিক করবেন এই লেখাটা থাকবে সবার উপরে। ক্লিক করলে একটা পেজ আসবে যেখানে একটা নোটিশ থাকবে।

আর নিচে লেখা থাকবে Get Start। এখানে ক্লিক করা মানে আপনি এখন আপনার পেজ খোলা আরম্ভ করেছেন।

তারপরে আসবে What do you want to name this page? মানে আপনি এই পেজের কি নাম দিতে চাচ্ছেন।

আপনার পেজের জন্য একটা না সিলেক্ট করুন। মতে রাখবেন এটা আপনার ফেসবুক পেজের নাম। সুতরাং চেষ্টা করবেন নামটা যেনো সুন্দর হয়।

এবং যে ক্যাটাগরির জন্য পেজ খুলবেন তার সাথে যেনো মিল থাকে। যেমন আপনি পার্সনাল ব্লগ খুলবেন সেখানে ব্লগের মতোই একটা নাম দিবেন।

সেখানে এন্টারটেইনমেন্টের নাম দিলে ভিজিটর কনফিউজ হয়ে যাবে।

সুন্দর একেটা নাম সিলেক্ট করার পর আসবে ক্যাটাগরি সিলেক্ট করার জন্য়। আপনার ক্যাটাগরিটি সার্চ করতে পারবেন।

যেমন সেই পেজে একটি সার্চ বক্স আছে। যেকানে লেখা আছে Search for categories। এখানে আপনার ক্যাটাগরিটি খুজে নিবেন।

যেমন: আপনি ব্লগ করবেন। তখন আপনি সিলেক্ট করবেন। Personal blog ইত্যাদি।

তারপরে আসবে আপনার কোনো ওয়েবসাইট আছে কিনা। যদি আপনার ওয়েবসাইট থাকে তবে সাইটের ইউআরএলটি Enter website বক্সে বসিয়ে দিন।

আর যদি না থাকে তাহলেও কোনো সমস্যা নেই। নিচের দিকে লক্ষ করলে দেখতে পাবেন I don’t have a website।

এবং একটা খালি বক্স আছে সেটাতে ক্লিক করে দিন। ক্লিক করে Next বাটনে ট্যাপ করুন।

তারপরে দেখতে পাবেন আপনার ফেসবুক পেজটি রেডি হয়ে গেছে। এবার আসবে পেজটি সাজানো। মনে রাখবেন একটি পেজ যত সুন্দর করে সাজাতে পারবেন।

ততই ভিউয়ার্সদের চোখে পড়বেন। এমনও পেজ আছে যারা অনেক ভালো ভালো কন্টেন্ট বানায় কিন্তু তাদের সাইটটি অগোছালোর কারনে তেমন ভ্যেলু পায় না।

ফেসবুক পেজ খোলার নিয়ম ২০২২ - কিভাবে ফেসবুক পেজ খুলতে হয়

ফেসবুক পেজের সবচেয়ে গুরুত্বপূর্ন হলো পেজের একটা ইউনিক প্রোফাইল। তাই পেজের একটা সুন্দর প্রোফাইল দিবেন।

প্রোফাইল দেয়ার জন্য ফেসবুক পেজ এর মতো একটা চিহ্ন থাকবে সেখানে ক্লিক করুন। Choose new profile picture এ ক্লিক করে গ্যালারি থেকে প্রোফাইলের জন্য একটি ইমেজ সিলেক্ট করুন। একটু পরেই তা আপলোড হয়ে যাবে।

কভার ফটো সিলেক্ট করার জন্য কভার এর উপরে একটা Edit অপশন দেখতে পাবেন । সেখানে ক্লিক করে Edit cover Area তে ক্লিক করবেন।

তারপরে অনেকগুলো + আইকন দেখতে পাবেন সেগুলোর একটাতে ক্লিক করলে Choose a photo তে CAMERA ROLL এ ট্যাপ করলে আপনার গ্যালারিতে যাবে।

তারপর আপনার কভারটি চয়েজ করে সেভ এ ক্লিক করলেই হয়ে যাবে। আপলোড হওয়ার পর পেজটি রিপ্রেস করে নিবেন।

আরেকটা গুরুত্বপূর্ন বিষয় হলো পেজের জন্য একটা বাটন সেট করা। আপনার পেজের জন্য যদি ফলোয়ারের প্রয়োজন হয় তবে ফলো বাটনটি এড করুন।

বাটন এড করার জন্য Create action Button এ ট্যাপ করুন। তারপর অনেকগুলো বাটন পেয়ে যাবেন। যেটা আপনার জন্য ভালো হবে সেটা সেট করে নিবেন। ব্যাস তারপরে দুই একটা ওয়েলকাম পোস্ট করে নিবেন।

ওয়েলকাম পোস্ট ফর ফেসবুক পেজ

যখন ফেসবুক পেজ খোলার নিয়ম পেজটি সম্পুর্ন করবেন তখন আপনার ফ্রেন্ডলিস্টে যারা আছে তাদেরকে ইনভাইট করবেন।

এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়েলকাম পোস্ট ফর ফেসবুক পেজ। আপনার ইনভিটেশন থেকে যখন আপনার ফ্রেন্ডরা আসবে তখন আপনার পেজে একটা ওয়েলকাম পোস্ট খুবই গুরুত্বপূর্ণ।

আপনি আপনার পেজে কি শেয়ার করবেন? কিংবা কোন টপিক এর ভিডিও আপলোড করবেন এগুলো নিয়ে সংক্ষেপে একটা ওয়েলকাম পোস্ট আপলোড দিবেন।

ফেসবুক পেজ সেটিং

সাধারণত ফেসবুক পেজ খোলার নিয়ম জানার পর অনেকে অ্যাডভান্স লেভেলের ফেসবুক পেজ সেটিং করতে চায়।

আপনি যখন উপরের দেয়া গাইড থেকে ফেসবুক পেজটি ওপেন করবেন সেখানে বাই ডিফল্ট ভাবে ফেসবুক পেজ সেটিং করা থাকে।

তাই আপনাকে আর এডভান্স ভাবে কোন সেটিং পরিবর্তন করতে হবে না। পরবর্তীতে পদক্ষেপ অনুযায়ী আপনি ফেসবুকে যেকোনো সেটিং পরিবর্তন করতে পারেন। সেটা ভিন্ন ব্যাপার।

তবে ফেসবুক পেজ খোলার পর আপাতত ফেসবুকের কোন সেটিং পরিবর্তন বা আপডেট করতে হবে না।

কম্পিউটার দিয়ে ফেসবুক পেজ খোলার নিয়ম।

কম্পিউটার দিয়ে ফেসবুক পেজ খোলা একেবারেই সহজ। প্রথমে ফেসবুকে যাবেন। ফেসবুকে লগইন করলে একাউন্ট পেজের একটু নিচেই দেখতে পাবেন Page লেখা।

সেখানে ক্লিক করুন। তারপরে দেখতে পাবেন Create new page। নিয়মগুলো প্রায় মোবাইল দিয়ে খোলার নিয়মেরই মতো।

যেমন পেজ নেম, ক্যাটাগরি, বাটন, ডেস্ক্রিপশন ইত্যাদি। সবকিছু যেহেতু আগে একবার বলেছি তার আর বলছি না।

শেষ কথা:

একটি প্রফেশনাল ফেসবুক পেজ খোলার নিয়ম। এবং কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় এখানে আমরা খুবই সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।

আপনি যদি একটু মনোযোগ দিয়ে পড়ুন তাহলে আশা করি খুব সহজেই খুলে ফেলতে পারবেন একটি ফেসবুক পেজ।

আমরা প্রতিনিয়ত এরকম কিছু টিপ্স এন্ড ট্রিকস শেয়াক করে থাকি। তাই আরও টিপ্স পড়তে চাইলে আমাদের হোম পেজটি ভিজিট করুন। ধন্যবাদ!