প্লে স্টোর ডাউনলোড করার নিয়মটি এখানে জেনে নিন। এবং ১ মিনিটেই আপনার যেকোনো মোবাইলে প্লে স্টোর অ্যাপসটি ডাউনলোড করুন।
এন্ড্রয়েড সফটওয়্যার স্টোরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো প্লে স্টোর সফটওয়্যার অ্যাপটি। যেটা গুগল কর্তৃক পরিচালিত। মানে এটা গুগলের প্রোডাক্ট।

কিন্তু আমাদের অনেকের মোবাইলে প্লে স্টোর সফটওয়্যার একটু সমস্যা করে।
দেখা যায় যে, কারো মোবাইলে প্লে স্টোর সফটওয়্যার টি ওপেন হয় না। কারো মোবাইলে একাউন্ট খোলা যায় না।
আবার তো কারো মোবাইলে প্লে স্টোর সফটওয়্যার টা নাই। তাই প্লে স্টোর ডাউনলোড করতে আজকের ব্লগটি।
নিচে প্লে স্টোর ডাউনলোড করার লিংক দেয়া আছে। তাই একটু নিচে গেলেই পেয়ে যাবেন প্লে স্টোর ডাউনলোড করার লিংক।
প্লে স্টোর সফটওয়্যার কি?
এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে পরিচালিত অ্যাপ ডাউনলোড করার সেরা সফটওয়্যারও বলতে পারেন গুগল প্লে স্টোর সফটওয়্যারকে।
যেকোনো এন্ড্রয়েড অ্যাপ থেকে শুরু করে অনলাইন অফলাইন সকল গেম ডাউনলোড করা যায় প্লে স্টোরে।
আমরা সাধারনত আমাদের মোবাইলে বিভিন্ন সময় অ্যাপ ডাউনলোড করে থাকি। কেউ গুগলে সার্চ দিয়ে ডাউনলোড করে।
তবে, অনলাইনে যেহেতু নিরাপত্তার অনেক ঝুঁকি থাকে, তাই গুগল থেকে সবচেয়ে নিরাপদ অ্যাপ অথবা গেম ডাউনলোড করার অ্যাপই হচ্ছে গুগল প্লে স্টোর সফটওয়্যার।
এখানে প্রতিটা অ্যাপই নিরাপদ। যেগুলো গুগলের চোখে অনিরাপদ, সেগুলো গুগল সাথে সাথে রিমুভ করে দেয়।
তাই আপনার মোবাইলকে সুরক্ষা রাখতে ব্যবহার করতে পারেন গুগল প্লে স্টোর সফটওয়্যার টা।
প্লে স্টোর ডাউনলোড। play store app download and install
আগে যেমনটি বলেছি যে, প্রতিটা এন্ড্রয়েডে গুগল প্লে স্টোর এমনিতেই থাকে। কিন্তু মাঝে মাঝে আমাদের মোবাইল থেকে প্লে স্টোর সফটওয়্যার ডিলেট হয়ে যায়।
এর অনেক কারন থাকে। যেমন, কোনো মোবাইল ফ্লাস দিলে প্লে স্টোর সফটওয়্যার ডিলেট হয়ে যায়। তবে এটা এখনকার মোবাইলে নয়। যেসব মোবাইলে এন্ড্রয়েড ভার্ষন কম থাকে।
সেই মোবাইলগুলোতে আবার চাইলেও ডিলেট করা যায়। তাই ভুল করেও ডিলেট হয়ে যায়। যেহেতু প্লে স্টোর সফটওয়্যারটি গুগলের অ্যাপ তাই এটা যেখানে সেখানে পাওয়া যায় না।
মজার ব্যাপার হলো যে, মোবাইলে কোনো অ্যাপের প্রয়োজন হলে আমরা গুগল প্লে স্টোর সফটওয়্যার থেকে ডাউনলোড করে নিই।
কিন্তু এখন গুগল প্লে স্টোর ডাউনলোড করা নাই আমাদের মোবাইলে। তাই এখন ঝামেলাটা একটু বেশিই।
চিন্তার কোনো কারণ নেই। আজকে আপনাদেরকে প্লে স্টোর ডাউনলোড করার লিংক সহ দিয়ে দিবো। একটু নিচে গেলেই পেয়ে যাবেন।
আর আপনি চাইলেই আপনি নিজেই প্লে স্টোর ডাউনলোড করতে পারবেন।
তারজন্য প্রথমে গুগলএ গিয়ে সার্চ অপশনে লিখবেন “play store download apk” তারপরে প্রথম রেজাল্টে ক্লিক করলেই পেয়ে যাবেন।
গুগল প্লে স্টোর অ্যাপস ডাউনলোড করবো
এখানে উল্লেখ করা নিয়ম গুলো ফলো করলে মাত্র ১ মিনিটেই প্লে স্টোর সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন।
সফটওয়্যারটি ডাউনলোড এরপর আপনার মোবাইলে ইন্সটল করে নিবেন।
যখন দেখবেন আপনার মোবাইলে প্লে স্টোর সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে তখন আপনার ব্রাউজারে গিয়ে ডাউনলোডস থেকে প্লে স্টোর অ্যাপসটি ইন্সটল করে নিবেন।
FAQ – প্লে স্টোর সফটওয়্যার ওপেন হয় না কেনো?
আপনার মোবাইলে প্লে স্টোর ডাউনলোড আছে, কিন্তু ওপেন হয় না। এমন সমস্যাও হয়ে থাকে।
এখানে অনেকগুলো কারন থাকতে পারে। প্রথমত, আপডেট বা ইনস্টল করার সময় একটু হয়। তারপরেই আর হয় না।
তখন দেখা যায় আপনাকে প্লে স্টোর অ্যাপ থেকে বের করে দিয়েছে। অথবা আপনার আপডেট বা ইনস্টল রিমুভ হয়ে গেছে।
আবার অনেকেই তো গুগল একাউন্ট বা জিমেইল একাউন্ট খোলে নি। তাদের জন্য, জিমেইল একাউন্ট খোলার নিয়ম।
যদি এমনটিই হয়ে থাকে তবে, নিচে উল্লেখ করা স্টেপগুলো ফলো করুন।
প্লে স্টোর সফটওয়্যার ওপেন না হলে করণীয়!
প্লে স্টোর সফটওয়্যার সাধারনত সমস্যা হয় না। আবার হলে তা গুরুতর হয়। তাই আপনার যদি সমস্যা হয় তাহলে প্রথমেই ইন্টারনেট চেক করুন।
যার কারন হলো আমাদের অনেকের ইন্টারনেট সমস্যা হয়ে থাকে। যেমন তাদের নেট কানেক্ট থাকলেও কিছু চলে না।
বা, প্লে স্টোর ওপেন হয় না। এমন অবস্থায় প্রথমে আপননার ভিপিএনটি অফ করে নিবেন। (যদি থাকে)।
আর না থাকলে আপনার ফোনটি রিস্ট্রার্ট করে নিন। এর পরে হয় স্টোরেজ নিয়ে সমস্যা।
আমাদের মোবাইল কেনার সময় দোকানদাররা বলে দেয় যে, আপনার সেট মেমোরি ** জিবি।
তাই আপনি যদি প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করেন তবে,
মনে রাখবেন যে, আপনার ডাউনলোড করা অ্যাপগুলো সেট মেমোরিতে জমা হয়।
তাই প্রয়োজনের বাহিরে অ্যাপ ইনস্টল করবেন না।
সমস্যা দেখা দিলে সাথে সাথে ডাউনলোড করা কিছু অ্যাপ ডিলেট করে দিন। তারপরে প্লে স্টোর ওপেন করুন।
এরপরেও যদি ঠিক না হয় তবে, আপনার মোবাইলকে একবার রিস্ট্রার্ট করে নিবেন। তাহলেই ঠিক হয়ে যাবে।
ক্যাশ রিমুভ করুন
আরেকটা উপায় আছে। তা হলো, আপনার ক্যাস ডাটা রিমুভ করা।
ক্যাশ ডাটা রিমুভ করলেও সমস্যাগুলো ঠিক হয়ে যায়।
ক্যাশ ডাটা রিমুভ করার জন্য প্রথমে প্লে স্টোর সফটওয়্যার এর উপর ট্যাপ করে ধরে রাখবেন।
তারপরে App info তে ক্লিক করবেন।
আপনার অ্যাপ সেটিং ওপেন হয়ে যাবে। সেখানে প্রথমেই Storage usage নামে একটা লেখা দেখতে পাবেন।
সেখানে ক্লিক করবেন। তারপরে একটু নিচেই দেখতে পাবেন যে, Clear cache লেখা আছে।
সেখানে ক্লিক করে ক্যাস ডাটা রিমুভ করে নিবে।
এতে করে আপনার প্লে স্টোর সফটওয়্যার এ থাকা পুরোনো ডাটাগুলো রিমুভ হয়ে নতুন করে ওপেন হবে।
আর এইভাবেই আপনার প্লে স্টোর সফটওয়্যার এ থাকা সমস্যাগুলো ঠিক করতে পারবেন। আর নিচে ডাউনলোড লিংক আছে।
প্লে স্টোরে ডাউনলোড করা সেরা অ্যাপগুলো।
এই প্লে স্টোর সফটওয়্যার টি গুগলের তৈরি একটি সফটওয়্যার। যেটা প্রতিটা এন্ড্রয়েড এ আছে। তাই এখানে মিলিয়ন মিলিয়ন ইউজার রয়েছে।
অনুমান করা যায় যে, এখানে সেরা ডাউনলোড করা অ্যাপগুলোর মধ্যে স্যোশাল অ্যাপগুলোই বেশি বার ডাউনলোড করা হয়েছে।
এখন আবার অনলাইন গেমগুলোর মধ্যে সবচেয়ে বেশিবার ডাউনলোড হয়েছে ফ্রি ফায়ার।
প্লে স্টোরে দরকারি কিছু অ্যাপ।
প্লে স্টোর ডাউনলোড করার পর দেখবেন যে, Recommended for you নামে একটা অপশন পাবেন। সেখানে আপনার জন্য বাচাই করা কিছু অ্যাপ পাবেন।
গুগল আপনার ডাটা এনালাইজ করে আপনার জন্য Recommended for you পেজে দরকারি কিছু অ্যাপ দিয়ে দিবে।
তাই আর গুগল প্লে স্টোরে সার্চ দেয়ার প্রয়োজন হবে না। আপনার Recommended for you পেজেই পেয়ে যাবেন।
যেমন, কমিউনিকেশনের জন্য আপনার সামনে আসবে ম্যাসেঞ্জার, হোয়ার্টঅ্যাপ ইত্যাদি। আবার সেই সাথে পেয়ে যাবেন টপ স্যোশাল অ্যাপ। যেমন, ইউটিউব, ফেসবুক, টুইটার ইত্যাদি।
শেষ কথা:
প্লে স্টোর ডাউনলোড করতে চাইলে উপরের লেখাগুলো পুরো মনোযোগ দিয়ে পড়ুন। আপনপার মোবাইলে যদি প্লে স্টোর ডাউনলোড করতে অসুবিধা হয় তবে,
আবারো ব্লগটি পড়ুন। আশা করি আপনি সফলভাবে গুগল প্লে স্টোর ডাউনলোড করতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় তবে, কমেন্ট করে জানিয়ে দিন।

Hello, I am Mehedi. You can call me (Hasan N). and on this site, I share informative and tech-related articles. Explore more on my site.