এখন থেকে পেপাল একাউন্ট খুলুন বাংলাদেশ থেকে। কিভাবে বাংলাদেশ থেকে পেপাল একাউন্ট খুলবেন তার বিস্তারিত গাইডলাইন দেয়া হয়েছে। how to create paypal account in bangladesh.

বর্তমান সময়ে টাকা টান্সফার থেকে শুরু করে অনলাইন কেনাকাটা অনেকটা নির্ভর হচ্ছে ডিজিটাল লেনেদেনেরে উপর। যার অনেকাংশেই রয়েছে অনলাইন গ্লোবাল মানি মার্কেটিং পেপাল।

কিছু টেকনিকের মাধ্যমে বাংলাদেশ থেকে চাইলে পেপাল একাউন্ট খোলা যায়। তাই টেকনিকগুলো ফলো করে পেপাল একাইন্ট খুলুন বাংলাদেশ থেকে-ই।

যেখানে এই জনপ্রিয় পেপাল সারা বিশ্বে চড়িয়ে গেছে সেখানে বাংলাদেশে ও পেপাল চালুর  ঘোষনা দিয়েছে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

বছরের মাঝামাঝি সময়ে ও ঘোষনা দেন তিনি। চলুন বাংলাদেশ থেকে পেপাল একাউন্ট খোলার নিয়ম গুলো বিস্তারিত জেনে নিই।

paypal কি?

পেপাল হলো একটি ইন্টারন্যাশানাল জনপ্রিয় মানি টান্সফারিং এবং পেমেন্ট সিস্টেম। যার মাধ্যমে আপনি সহজে অনলাইনে কেনাকাটার বিল পরিশোধ, এক একাউন্ট থেকে অন্য একাউন্টে মানি টান্সফার এছাড়াও আরো অনেক ফিচার আছে। এটি বাংলাদেশের বিকাশের মতো।

পেপাল কেনো এতো জনপ্রিয়?

তখনকার সময়ে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম হিসেবে আরও অনেক কোম্পানি ছিলো যেমন x.com। তবে তাদের থেকেও বেশি সুবিধা দিয়ে আসছিলো পেপাল।

যেমন: পেপাল এতো জনপ্রিয়তার কারন হচ্ছে খুব সহজে বিল পরিশোধ, টাকা টান্সফার ইত্যাদি।

এবং আপনার হাতে থাকা ডিভাইসের মাধ্যমে এমনকি স্মার্ট ফোনের মাধ্যমেও একাউন্টে লগইন করে সকল লেনদেন করতে পারবেন।

তাই বলা যায় খুব সহজে লেনদেন এবং ইউজার ফ্রেন্ডলি হওয়াতে পেপাল জনপ্রিয়।

আরও:   ফ্রি লোগো ডিজাইন

paypal bangladesh – পেপাল বাংলাদেশে কবে আসবে?

অনেক জল্পনা-কল্পনার পর, জনপ্রিয় অনলাইন পেমেন্ট সিস্টেম পেপ্যাল চলতি বছরের শেষের দিকে ডিসেম্বরে বাংলাদেশে চালু হবে বলে জানা গেছে। তবে ঠিক কখন চালু হবে তার সময় সীমা নির্দিষ্ট করে দেয়া হয়নি।

পেপাল একাউন্ট খুলুন বাংলাদেশ থেকে

বাংলাদেশ থেকে পেপাল একাউন্ট খুলতে গেলে বৈধভাবে এবং ভেরিফাইড সহ শুধুমাত্র পেপাল বিজনেস একাউন্ট খুলতে পারবেন।

তবে কিছু টিপস কাজে লাগিয়ে আপনি চাইলে পেপাল পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে পারেন বাংলাদেশ থেকে। তাও আবার ভেরিফাইয়েড সহ।

বাংলাদেশ থেকে পেপাল একাউন্ট

বালাদেশে পেপাল পার্সনাল সচরাচর হয় নাই। আপনি এখন বিজনেস একাউর্ট খুলতে পারেন।

তবে বাংলাদেশে চালু হলে পার্সনাল ও হবার সম্ভাবনা আছে।

তবে আমার মতে আপনি যদি একান্তই পেপাল একাউন্ট খুলতে চান তবে কিছু সময় ধৈর্য ধরুন। বাংলাদেশে যখন অফিশিয়ালি কার্যক্রম চালু হবে তখন পার্সনাল একাউন্ট খুলে পেলবেন।

যখন বাংলাদেশে অফিশিয়ালি কার্যক্রম চালু হবে তখন আমরা পোস্টটি আপডেট করে দিবো।

আপনারা পেপাল একাউন্ট বাংলাদেশ থেকে ব্যবহার করতে চাইলে বিজনেস একাউন্ট খুলতে হবে ।

পেপাল বিজনেস একাউন্ট খোলার জন্য প্রথমে পেপাল অফিশিয়াল ওয়েবসাইটে যাবেন।

এই লিংক (www paypal com bd) যাওয়ার পরে উপরে ডানদিকে দেখতে পাবেন সাইনআপ নামে একটা বাটন রয়েছে। সেই বাটনটিতে ট্যাপ করুন।

এবং পরে দেখবেন যে দুইটা অপশন আছে একটা পার্সনাল অন্যটা বিজনেস। যেহেতু আগেই বলেছি বাংলাদেশে এখনো অফিশিয়ালি নেই তাই বিজনেস অপশন টা চয়েজ করবেন।

তারপরে দেখবেন পেপাল এর সাইনআপ পেজ চলে এসেছে।

এখানে ডানপাশে লেখা আছে আপনার একাউন্টটি এক সেকেন্ডের মধ্যে খুলে পেলুন শুধুমাত্র আপনার সঠিক নাম এবং ইমেইল দিয়ে।

এটা যেহেতু বিজনেস এটাউন্ট হবে তাই এখানে একটু বেশি তথ্য চাইবে। তারপরে ডানপাশের ফর্মটি আপনার সঠিক নাম এবং ইমেইল দিয়ে পূরণ করুন।

এবং সেই সাথে একটা পাসওয়ার্ড দিবেন।

এটা যেহেতু একটা ব্যাংক একাউন্ট সুতরাং পাসওয়ার্ডটা একটু স্ট্রং দিবেন। তারপরে Agree and create account এ ক্লিক করে পরের স্টেপ এ যাবেন।

যেহেতু আমি একাউন্ট খুলছি না তাই আর বলতে পারছি না। তবে পরে আরও কিছু তথ্য চাইতে পারে।

সেগুলো যথাযথভাবে দিয়ে একাউন্ট খুলে ফেলবেন।

আর এভাবেই পেপাল একাউন্ট খুলুন বাংলাদেশ থেকে, আর কোনো ভাবে বুজতে অসুবিধা হলে সাথে সাথে কমেন্ট করে জানিয়ে দিন।

পেপার পার্সনাল একাউন্ট খোলা এবং বাংলাদেশ থেকে ভেরিফাই করার সকল টিপস পরবর্তী আপডেটে পেয়ে যাবেন।

পেপাল অ্যাপস

পেপাল কোম্পানির শুধু যে ওয়েবসাইট রয়েছে তা কিন্তু নয়। মানে শুধুমাত্র ওয়েবসাইট দিয়ে লেনদেন হয় তা মোটেও নয়।

তাদেরও অ্যাপস রয়েছে। যেটা পেপাল অ্যাপস নামে পরিচিত।

যেসব দেশে পেপাল সেবা অফিশিয়ালভাবে রয়েছে সেসব দেশে পেপাল অ্যাপসটি ব্যবহার করা যায়।

কিন্তু আমাদের দেশে পেপাল অফিশিয়ালি না হওয়াতে পেপাল অ্যাপসটি ব্যবহার করা যায় না।

পেপাল থেকে টাকা তুলবো কিভাবে?

পেপাল মূলত ইন্টারন্যাশনাল কারেন্সি ডলার এর মাধ্যমে লেনদেন হয়।

সেক্ষেত্রে আপনি চাইলে ডলারের মূল্য ধরে অন্য কারো কাছে বিক্রি করতে পারেন।

এছাড়াও আপনি পেপাল কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারবেন। তাছাড়া XOOM এর মাধ্যমে টাকা কনভার্ট করতে পারবেন।

বাংলাদেশ থেকে পেপাল একাউন্ট খোলার নিয়ম

পেপাল থেকে বিকাশ (ডলার উইথড্র)

আপনি চাইলে পেপাল থেকে বিকাশে টাকা আনতে পারবেন। প্রথমত, একটি টিক্স করে পেপাল থেকে বিকাশে টাকা আনতে পারবেন।

সেটা হলো আপনি আপনার আশে পাশের কিংবা পরিচিত কাউকে আপনার পেপাল থেকে তার পেপালে ডলার পাঠিয়ে তার থেকে বিকাশে বা হাতে টাকা নিতে পারবেন।

আরেকটা হলো আপনি যখন XOOM এর মাধ্যমে ডলার এক্সচেন্জ করবেন তখন মোবাইল ওয়ালেট অপশন আসবে।

সেভাবেও আপনি পেপাল থেকে বিকাশে টাকা আনতে পারবেন। আর এখন বিকাশ ব্যবহার বেশি হওয়াতে পেপাল থেকে বিকাশ এর লেনদেন বাড়ছে।

আর, আপনি যদি পেওনিয়ার ব্যবহার করে থাকেন সেক্ষেত্রেও আপনি পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনতে পারবেন।

শেষ কথা:

পেপাল একাউন্ট খুলুন বাংলাদেশ থেকে এবং ভেরিফাই করুন মাত্র কয়েকটি স্টেপ ফলো করে। আশা করি স্টেপগুলা ফলো করলে সহজেই পেপাল একাউন্ট খুলতে পারবেন।