পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৩ – e passport check online

Home » পাসপোর্ট » পাসপোর্ট চেক করার নিয়ম

পাসপোর্ট অফিসে পাসপোর্ট এর অ্যাপ্লিকেশন জমা দেয়ার পর সেই পাসপোর্টটি হয়েছে কিনা তা অনলাইনে জানা যায়। এবং পাসপোর্ট চেক করার নিয়ম খুবই সহজ।

অনলাইনে নিজের পাসপোর্ট নিজে চেক করতে চাইলে পাসপোর্ট চেক করার নিয়ম জেনে নিন।

আজকে আপনাদেরকে পাসপোর্ট চেক করার নিয়ম গুলো সম্পর্কে বলবো। এবং কিভাবে অনলাইনে পাসপোর্ট চেক করবেন তাও জানতে পারবেন।

তাছাড়া আমাদের দেশে এই মুহূর্তে ই-পাসপোর্ট বেশি হয়ে থাকে। তাই আপনি কিভাবে ঘরে বসেস েই-পাসপোর্ট চেক করতে পারবেন এবং ই-পাসপোর্ট চেক করতে কি কি লাগে তা সহজেই জানতে পারবেন।

আমাদের দেশে বর্তমান সময়ে একটা পাসপোর্ট করা যে কত ঝামেলার, তা শুধুমাত্র যারা পাসপোর্ট করেছে তারাই জানে।

  • অনলাইনে আয় করুন ঘরে বসেই।

তার ওপর পাসপোর্ট করার পর পাসপোর্ট অফিসে যেতে হয় এই কারণে যে, আপনার পাসপোর্ট কি সাবমিট হয়েছে কিনা।

কিংবা পাসপোর্টে কোনো কারণে সাবমিট হয় না কেনো। এগুলো সাধারণত আমরা খবর রাখি না।

কারন আমাদের দেশে দালাল কিংবা থার্ডপার্টির মাধ্যমে পাসপোর্ট করিয়ে থাকি। কিন্তু আপনি চাইলে নিজেই সব কিছু করতে পারেন।

যেমন অনলাইন পাসপোর্ট করা। আবার সেই পাসপোর্ট চেক করা ইত্যাদি। তাই নিজে করলে কোনো কনফিউশন থাকে না।

কিন্তু অনেকেই এইসব ব্যাপারে জানে না। তাই এখানে আপনারা জেনে নিন পাসপোর্ট চেক করার নিয়ম,

আলোচনার মূল বিষয়

  • পাসপোর্ট চেক করার নিয়ম অথবা,
  • ই পাসপোর্ট চেক করার নিয়ম। e passport check online

পাসপোর্ট করার নিয়ম ২০২৩ – অনলাইনে নিজের পাসপোর্ট চেক করুন

পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট করার জন্য আবেদন করার পর কিছুদিনের মধ্যে পাসপোর্ট-টির স্ট্যাটাস চেক করা যায়।

যেমন, আপনার পাসপোর্টটি হয়েছে কিনা কিংবা যদি না হয় তাহলে কোনো হয় নি। কিংবা পাসপোর্টটি হাতে পেতে আর কতদিন লাগতে পারে েইত্যাদি।

তাই পাসপোর্ট করানোর পর সেই পাসপোর্টটি অনলাইনে চেক করা খুবই গুরুত্বপূর্ণ।

তার আগে বলে নিই যে, পাসপোর্ট চেক করার নিয়ম দুইটা। প্রথমত হলো ওয়েবসাইট থেকে। এরপর হলো মোবাইলের ম্যাসেজ অপশন থেকে।

আপনাদেরকে দুইভাবেই দেখাবো। প্রথমে জেনে নিই ওয়েবসাইটে পাসপোর্ট চেক করার নিয়ম সমূহ।

  • অনলাইন থেকে আপনার আইডি কার্ড সংগ্রহ করুন। স্মার্ট কার্ড

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক – passport check by passport number

অনলাইনে আপনার পাসপোর্ট সম্পর্কে জানতে চাইলে ই-পাসপোর্ট এর অফিশয়াল ওয়েবসাইটে যেতে হবে।

ওয়েবসাইটে যাওয়ার পর অনেকেই পাসপোর্ট চেক করার অপশন পায় না। তাই আমি সরাসরি পাসপোর্ট চেক করার লিংক দিয়ে দিচ্ছি।

উপরের লিংকে যাওয়ার পর একটা পেজ ওপেন হবে যেটাতে কিচু তথ্য চাইবে। যারা পাসপোর্ট অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন জমা দিয়েছে তারা এই তথ্য দিতে পারবেন।

আর, যারা পাসপোর্ট করেন নি তারা আগে পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট অ্যাপ্লিকেশন জমা দিতে হবে।

যাইহোক! নিচের ছবিটিতে যেরকম দেখতে পাচ্ছেন সেরকমই দেখাবে। এখানে আপনাকে মাত্র দুইটা তথ্য দিতে হবে।

পাসপোর্ট এপ্লিকেশন স্ট্যাটাস চেক করুন

এখানে আপনি আপনার পাসপোর্টের তথ্য দিয়ে সহজেই পাসপোর্ট চেক করতে পারবেন। অনলাইনে পাসপোর্ট চেক করার জন্য প্রথমে,

  • Application ID এবং পরে
  • date of birth লাগবে।

তাহলে চলুন দেখে নিন কিভাবে আপনি আপনার পাসপোর্ট চেক করবেন। এর আগে আপনার পাসপোর্টটির স্লিপটি হাতে নিন।

পাসপোর্ট করার সময় পাসপোর্ট এর অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর আপনাকে একটা স্লিপ দিবে। নিচের ছবির মতো।

পাসপোর্ট ডেলিভারি স্লিপ

১. প্রথমে Application ID এর ঘরে আপনার স্লিপ দেখে Application ID টি বসান

২. এরপর date of birth এর যায়গায় স্লিপের ফটোর অংশের নিচের date of birth টি বসিয়ে দিন।

৩. এবার i am a human ক্যাপচাটি পূরণ করুন।

৪. Check বাটনে ক্লিক করুন।

৫. এবার মোবাইল কিংবা কম্পিউটারের স্ক্রিনের উপরে স্ক্রল করুন।

এখন আপনি আপনার পাসপোর্টের সকল তথ্য পেয়ে যাবেন। যেমন আপনার পাসপোর্টটি রেডি হয়েছে কিনা কিংবা পুলিশ ক্লিয়ারেন্স হয়েছে কিনা ইত্যাদি বিষয় দেখতে পারবেন।

অ্যাপ্লিকেশন স্ট্যাটাস

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক – অ্যাপস এর মাধ্যমে

আপনি যদি আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করতে চান তাহলে নিচের স্টেপগুলো ফলো করুন।

প্রথমে চলে যাবেন গুগোল প্লে স্টোরে। এরপর “BD Passport Status” লিখে সার্চ করবেন। এরপর BD Passport Status অ্যাপটি দেখতে পাবেন।

সেই অ্যাপটি ইনস্টল করে নিবেন। এরপর অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর হোম পেজ আসবে। হোম পেজের নিচের দিকে Online Status নামে একটা অপশন আছে।

অ্যাপস দিয়ে পাসপোর্ট ডেলিভারি স্ট্যাটাস চেক করুন

সেই অপশনটিতে যাবেন। এবং এরপর একটু নিচের দিকে খেয়াল করলে দেখবেন যে একটা অংশে Application Status লেখা আছে।

অ্যাপ্লিকেশন ডিটেইলস

এখানে যে Enrollment  ID লেখা আছে এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটি দিবেন। এরপর পাসপোর্টে যে বয়স দিয়েছেন সেই বয়স দিবেন Date of Birth এর বক্সে।

এভাবেই আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করতে পারবেন। আশা করি এই প্রক্রিয়াটির মাধ্যমে আপনার পাসপোর্ট সহজেই চেক করতে পারবেন।

পাসপোর্ট চেক করার নিয়ম এসএমএস এর মাধ্যমে

আপনি চাইলে মোবাইল এসএমএস এর মাধ্যমেও চেক করতে পারেন। তার জন্য প্রথমে মোবাইলের এসএমএস অপশনে যাবেন।

এরপর নাম্বার অপশনে 26969 লিখবেন। এরপর ম্যাসেস বক্সে আপনার অ্যাপ্লিকেশন আইডিটা লিখবেন।

লিখার আগে EPP লিখে একটা স্পেস দিবেন। মনে রাখবেন যে, EPP কিন্তু বড় হাতের হতে হবে। তাহলে EPP <স্পেস> অ্যাপ্লিকেশন আইডি ব্যাস।

  • বিকাশ একাউন্ট খুলুন ঘরে বসেই।

কিছুক্ষনের মধ্যে ফিরতি ম্যাসেজ চলে আসবে। সেখানে আপনার পাসপোর্ট চেক করতে পারবেন। সেখানে অনেকগুলো স্ট্যাটাস থাকে।

নিচে পাসপোর্ট চেক করার নিয়ম এর মধ্যে থাকা স্ট্যাটাসের কিছু সংক্ষিপ্ত আলোচনা আছে।

passport status

অনেকের সাবমিট লেখা থাকে না। যদি না থাকে তবে, আপনার পাসপোর্ট এখনো হয়নি। এখানে অন্যকিছু থাকতে পারে যেমন:

Enrollment in process থাকে। এর মানে হলো আপনার পাসপোর্টটি অফিসে জমা হয়েছে। এবং এখনো প্রসেসিং এ আছে।

যদি এমনটি হয় তবে খুব শীগ্রই আপনার পাাসপোর্টটি সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়া মানে আপনার পাসপোর্টটি সফলভাবে হয়ে গেছে।

  • বিকাশ থেকে লোন নিন কোনো জামানত ছাড়াই।

এরপরে থাকতে পারে, SB/DSB Police verification । এর মানে হলো আপনার পাসপোর্টটি ভেরিফিকেশন অবস্থায় আছে।

এভাবে আরও থাকতে পারে। যেমন, Pending Backhand Verification। এই ব্যাপারটা অনেক ঝামেলার।

Pending Backhand Verification সাধারনত তথ্যের ভুলের কারনে হয়ে থাকে। যেমন আপনি পাসপোর্ট করার সময় যে তথ্যগুলো দিয়েছেন সেগুলোতে কিছু গড়মিল রয়েছে।

যদি এমন স্ট্যাটাস দেখেন তবে, আবার পাসপোর্ট অফিসে গিয়ে আলোচনা করুন। অথবা যার মাধ্যমে পাসপোর্টটটি করিয়েছেন তার সাথে আলোচনা করুন।

শেষ কথা:

এখানে পাসপোর্ট চেক করার নিয়ম গুলো জেনে নিয়ে অনলাইনে নিজের পাসপোর্ট চেক করুন।

আপনাদের পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে বলেছি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তবে, কমেন্ট করে জানিয়ে দিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top