নিজের নামে রিংটোন তৈরি করুন মাত্র ১ মিনিটেই। কিভাবে নিজের নামে রিংটোন তৈরি করবেন তার বিস্তারিত এখানে জানতে পারবেন।

যখনি নিজের নামে কােনো মোবাইলে রিংটোন বেজে উঠে, তখনি আমরা অবাক হয়ে যাই যে, কিভাবে সে নিজের নামে রিংটোন তৈরি করেছে।

কিংবা নিজের নামে রিংটোন তৈরি করলে সেই রিংটোন নিজের মোবাইলে বেজে উঠলে শুনতে সত্যিই ভালো লাগবে।

নিজের নামে রিংটোন তৈরি করুন মাত্র মিনিটেই।

তাই আজকের ব্লগে থাকছে কিভাবে নিজের নামে রিংটোন তৈরি করবেন। তাও আবার মাত্র ১ মিনিটেই। চলুন জেনে নেয়া যাক।

নিজের নামে রিংটোন তৈরি

বর্তমানে আমাদের বন্ধুবান্ধব কিংবা প্রতিবেশি অনেককেই দেখা যায় যে, তারা নিজের নামে রিংটোন তৈরি করছে।

এবং সেই রিংটোন তাদের মোবাইলে সেট করছে। তাই আমরাও চাই যে, কিভাবে নিজের নামে রিংটোন তৈরি করা যায়।

নিজের নামে রিংটোন তৈরি করা একেবারেই সহজ। নিজের নামে রিংটোন তৈরি করা হয় মূলত কিছু ওয়েবসাইট থেকে। সাইটগুলোর লিংক আমি নিচে দিয়ে দিবো।

fdmr বাংলা ভাষায় নামের রিংটোন

নিজের নামে রিংটোন তৈরি করার জন্য প্রথমে আপনার মোবাইলের যেকোনো একটা ব্রাউজারে যাবেন।

যেমন ক্রোম অথবা ফায়ারফক্স। আপনার মোবাইলে যেই ব্রাউজার আছে সেটা ওপেন করলেই হবে।

তারপর ব্রাউজারে সার্চ বক্সে গিয়ে সার্চ দিবেন যে, Fdmr। তারপরে প্রথম যে সাইটটা আসবে সেটাতে ক্লিক করবেন।

ক্লিক করার পর সেই সাইটটি দেখতে পাবেন। এই সাইটটিতে অনেকে জানে না যে, কিভাবে রিংটোন তৈরি করতে হয়।

আসলে এখানে আপনার কোনো কষ্ট করতে হবে না। এই সাইটটিতে বিশেষ সুবিধা হলো আপনি আগে থেকেই আপনার নামে রেডিমেট রিংটোন তৈরি করা থাকবে।

শুধু ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করাও একেবারেই সহজ।

প্রথমে আপনার নামটি সার্চ দিবেন। সার্চ দেয়ার জন্য একটা সার্চ বক্স পেয়ে যাবেন। সেই সার্চ বক্সে আপনার নাম লিখে সার্চ করবেন।

সার্চ করার সময় অনেকগুলো সাজেশন আসবে। আপনার নামের সাথে মিল রয়েছে এমনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন আরেকটা পেজ আসবে।

এখানেই আপনাদের একটু সমস্যা হয়ে থাকে। সমস্যাটি হলো: আমরা ডাউনলোড করার অপশনটি খুজে পাইনা।

তার জন্য আপনারা একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করতে থাকুন। একটু পরেই দেখতে পাবেন যে, “ডাউনলোড” তারপর সেখানে ক্লিক করলে আরেকটা পেজ আসবে।

সেই পেজটিতে অটোমেটিক ভাবে আপনার নামের রিংটোন টি বাজতে থাকবে।

আগে শুনে নিবেন যে, আপনার মন মতো হয় কিনা?

যদি না হয় তাহলে নিচে আরও সাইটের বিস্তারিত আলোচনা আছে। পড়ে নিন সেগুলোও

যদি পছন্দ হয়ে যায় তাহলে ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করার জন্য রিংটোনের পাশেই তিনটা বাটন যুক্ত একটা আইকন থাকবে।

সেখানে ক্লিক করলে ডাউনলোড অপশন পেয়ে যাবেন। তারপরে ডাউনলোড করে নিবেন।

নিজের নামে রিংটোন তৈরি করুন ৩০ সেকেন্ডে

উপরে যে পদ্ধতিতে দেখালাম সেটা যদি পছন্ধ না হয় তবে, আরও সাইট রয়েছে যেগুলোতে আপনি নিজের নামে রিংটোন তৈরি করতে পারবেন।

তবে উপরেরটাতে সুবিধা হলো সেখানে খুবই সহজে বানানো যায়।

কিন্তু আপনি চাইলে আরও সাইট রয়েছে আমি শুধু সেগুলোর লিংক দিয়ে দিবো।

কারন বিস্তারিতভাবে উপরেরটাতে যেহেতু আলোচনা হয়েছে, তাই আর আলোচনা করে ব্লগের লেখা বেশি করবো না।

আপনি যদি নিজের নাম ছাড়াও রিংটোন খুজেন তবে, আপনি অনেক রিংটোন পেয়ে যাবেন।

আসলে আমাদের মোবাইলে ডিফল্ট রিংটোন খুবই কম।

তাই আমরা রিংটোন গুলো উপভোগ করতে পারি না। তাই আপনাদের জন্য নিয়ে এলাম রিংটোন গ্যালারি। আরও রিংটোন

সেই সাইটে আপনি অনেক রিংটোন পাবেন। আরও পাবেন ফানি রিংটোন। তাই উপরের দেয়া লিংক থেকে গুরে আসতে পারেন।

তবে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় রিংটোন মেকার সাইট। সাইট লিংক

নিজের নামে রিংটোন তৈরি করুন

এখানে তো দেখতেই পাচ্ছেন একেবারেই ইউনিক রিংটোন তৈরি করতে পারবেন। স্টেপ ১ এ আপনার নাম দিবেন।

মানে আপনি যে নামে রিংটোন তৈরি করবেন। স্টেপ ২ তে, আপনি কেমন রিংটোন তৈরি করতে চান। মানে আপনার কল আসসলে রিংটোনে কি বলবে।

স্টেপ ৩ এ, আপনার ব্যাকগ্রাউন্ড এ কোন আওয়াজ হবে। মানে আপনার তৈরি করা রিংটোনটিতে নামের পাশাপাশি কোন গানটা বাজবে। তারপরে মেক রিংটোন এ ক্লিক করে ডাউনলোড করে নিবেন।

নিজের নামে রিংটোন বানানো সফটওয়্যার

নাম দিয়ে রিংটোন বানাতে চাইলে রিংটোন বানানো সফটওয়্যার দিয়েও পারবেন। বর্তমানে গুগল প্লে স্টোরে নিজের নামে রিংটোন বানানো সফটওয়্যার পাওয়া যায়।

প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন। এরপর Ringtone maker with name লিখে সার্চ করবেন। তাহলেই পেয়ে যাবেন।

শেষ কথা:

নিজের নামে রিংটোন তৈরি করুন মাত্র ১ মিনিটেই। এটা খুবই সহজ, তবুও যদি বুঝতে কোনো সমস্যা হয়, তবে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ