অনেকদিন ধরে ব্লগিং বা ইউটিউবিং করে গুগল এডসেন্স পাচ্ছেন না? তাহলে আপনার জন্য সমাধান নিয়ে এসেছি। জেনে নিন নতুন ব্লগে দ্রুত গুগল এডসেন্স পাওয়ার উপায় সমূহ। কিভাবে দ্রুত গুগল এডসেন্স পাবেন সে ব্যাপারে থাকবে আজকের আলোচনা।

নতুন ব্লগ সাইটে দ্রুত সময়ে গুগল এডসেন্স পাওয়ার কিছু উপায় আছে। যেগুলো এখানে উল্লেখ করা আছে।

আমরা অনেকেই দীর্ঘদিন ধরে কষ্ট করে কনটেন্ট লিখে যাচ্ছি, কিন্তু কোনমতেই এডসেন্স পাচ্ছিনা। অনেকবার আবেদন করার পরও রিজেক্ট করে দেওয়া হচ্ছে।

তাই আজকে আমি এমন একটি টেকনিক আপনাদের সাথে শেয়ার করব, যেটা ট্রাই করলে আপনি একদিনের ভিতর এডসেন্স পেয়ে যাবেন।

সোজা কথা দ্রুত গুগল এডসেন্স পাওয়ার উপায় গুলো নিয়ে আলোচনা করব। এবং সবগুলো আমার নিজ অভিজ্ঞতা থেকে আলোচনা করব।

আপনার যদি দ্রুত গুগল এডসেন্স পাওয়ার উপায় নিয়ে সন্দেহ থাকে, তাহলে আপনি খেয়াল করবেন যে আপনি যে ব্লগে পড়ছেন এখানে বিজ্ঞাপন দেখা যাচ্ছে।

তাই আশা করি আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। এবং আমার ব্লগটি পুরো মনোযোগ দিয়ে পড়তে পারেন। যে, আমি কিভাবে এডসেন্স পেয়েছি।

গুগল এডসেন্স পাওয়ার উপায়

সহজে এবং দ্রুত গুগল এডসেন্স পাওয়ার উপায় অনেকগুলো আছে। তবে কিছু নিয়ম কানুন আছে।

এই শর্তগুলো শুধুমাত্র ইউটিউব এর ক্ষেত্রে। ব্লগিংয়ের ক্ষেত্রে কোন শর্ত নেই সেখানে শুধু কিছু রিকোয়ারমেন্ট আছে।

ইউটিউব এর ক্ষেত্রে গুগল এডসেন্স পাওয়ার জন্য 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হয়।

এর জন্য আপনাকে নিয়মিত কনটেন্ট তৈরি করে আপলোড করতে হবে। এবং হাই-কোয়ালিটির কনটেন্ট হলে দ্রুত আপনি 1000 সাবস্ক্রাইবার অর্জন করতে পারবেন।

কিন্তু যদি আপনার ব্লগিং হয়, সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট কোন আর্টিকেল এর কথা গুগল বলে নাই।

তাই বলতে পারি শুধুমাত্র আমার সাথে সাথে টিপস গুলো ফলো করুন তাহলেই হবে।

আমি কিভাবে দ্রুত গুগল এডসেন্স পেয়েছি?

আগে আমি শেয়ার করব কিভাবে আমি নিজে দ্রুত গুগল এডসেন্স পেয়েছি। তাহলে আপনার ব্যাপারটি বুঝতে কোন অসুবিধা হবে না।

আমি ব্লগিং শুরু করেছি 2021 সালের অক্টোবরের 16 তারিখে। বলতে পারেন অক্টোবর 16 তারিখে আমি প্রথম আমার কনটেন্ট পাবলিশ করেছি। যেটা ছিল ইউটিউব এর প্রথম ভিডিও সম্পর্কে।

এবং এরপর প্রায় দশ পনেরো দিন পর্যন্ত আমি কোন কনটেন্ট পাবলিশ করিনি। 15 দিন যাওয়ার পর থেকে আমি রেগুলার কনটেন্ট পাবলিশ করা শুরু করি।

তবে বলে রাখি ব্লগিংয়ে যেমন কনটেন্ট পাবলিশ করা প্রয়োজন, তেমনি কিছু পেজ ও পাবলিশ করা প্রয়োজন।

তবে কি কি পেজ পাবলিশ করতে হবে সে ব্যাপারে আমি বলে দেবো। আপনার চিন্তা করার কোন প্রয়োজন নেই।

এরপর আমি কনটেন্ট পাবলিশ করতে করতে যখন আমার 37 টা কনটেন্ট হয়ে গিয়েছে। তখন আমি আবেদন করার সাথে সাথে একদিনের মধ্যে আমি গুগল এডসেন্স এপ্রোভাল পেয়ে গিয়েছি।

একদিন সকাল এগারটায় আমি গুগল এডসেন্স এর জন্য আবেদন করি। এবং তারা যেভাবে বলেছিল সেভাবে গুগল এডসেন্স সাইটে যুক্ত করি।

যেমন: আবেদন করার পর একটা কোড দেওয়া হয় গুগল এডসেন্স থেকে। সেই কোডটি আপনার সাইটের হেডিং অংশে পেস্ট করতে হয়।

আমি তেমনটিই করেছি এবং পরের দিন ভোর 4.45 এ আমার মেইল চলে এসেছে ।

যেটা প্রায় পুরো একদিন এর চেয়েও কম। তবে এর আগেও আমার কনটেন্ট যখন 5 থেকে 7 টা ছিলো তখন আমি একবার আবেদন করেছিলাম। এবং আমারটা রিজেক্ট করে দেয়া হয়েছিল।

রিজেক্ট করার পর আমি আর একবারও আবেদন করিনি। একেবারে 37 টা কনটেন্ট হওয়ার পর আবেদন করেছিলাম।

আপনি কিভাবে দ্রুত গুগল এডসেন্স পাবেন

আপনার যদি কনটেন্ট কোয়ালিটি খুবই ভালো হয় তবে আপনি খুব দ্রুত এডসেন্স পেয়ে যাবেন। এবং দ্রুত গুগল এডসেন্স পাওয়ার উপায় গুলো তেমন একটা কঠিন না।

আপনার প্রতিটা কনটেন্ট যদি 1000 শব্দের উপরে হয় তাহলে আপনার সাইটে 30টা আর্টিকেল হলে হবে।

এবং প্রয়োজনীয় কিছু পেজ থাকতে হবে। তাহলে এবার বলি আমার সাইটে কোন কোন পেজ আছে। যার কারণে আমি এত দ্রুত এডসেন্স পেয়েছি।

আমার সাইটে আমি মাত্র তিনটা পেজ পাবলিশ করেছি। তারমধ্যে About us, Contact us, Privacy policy

মাত্র তিনটা পেজ আমি পাবলিশ করেছি। এবং 37 টা আর্টিকেল পাবলিশ করার পর আবেদন করেছি। সাথে সাথে একদিনের ভিতরে আমি এডসেন্স পেয়ে গিয়েছি।

আশা করি আপনি ন্যূনতম আমার টিপস গুলো ফলো করলে খুব দ্রুত এডসেন্স পেয়ে যাবেন। আর যদি আমার চেয়েও বেশি আর্টিকেল লিখেন তাহলে আরো ভালো।

এখানে আরেকটা কথা আছে। আপনি আমি যে রিকোয়ারমেন্ট গুলো দিয়েছি সেগুলো পূরণ করল অবশ্যই গুগল এডসেন্স পাবেন।

কিন্তু একদিনের ভিতর পাবেন কিনা সেটার নিশ্চয়তা আমি দিতে পারছি না। কারণ এডসেন্স এ আবেদন করা মানে আপনার সাইটটি রিভিউ করা।

যদি আপনার সাইটের স্ট্রাকচার ঠিকঠাক থাকে। এবং তাদের সকল নীতি আপনি মেনে চলেন, আপনার সাইট গুগল এডসেন্স পেয়ে যাবেন।

যেমনটি বলেছি একদিনের ভিতর পাবেন কিনা সেটা বলা মুশকিল। হয়তোবা আমার ভাগ্য ভালো ছিল, যার কারণে আমি একদিনের ভিতর গুগল এডসেন্স পেয়ে গেছি।

নতুন ব্লগে এডসেন্স পেতে করণীয়

আপনি যদি আপনার নতুন ব্লগে গুগল এডসেন্স পেতে চান! তাহলে আপনাকে বেশি কিছু করতে হবে না। শুধু আমি উপরে যা বলেছি সেগুলো ফলো করলেই হবে।

আর নিয়মিত কনটেন্ট পাবলিশ করতে থাকেন। কোন এক সময় আপনি গুগল এডসেন্স পাবেনই।

নতুনদের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো হলো, তারা বেশিরভাগ ব্লগারের ফ্রী ব্লগ খুলে আর্টিকেল পাবলিশ করার পর গুগল এডসেন্সের জন্য আবেদন করে থাকে।

এক্ষেত্রে তাদের নতুন ব্লগে এডসেন্স পেতে অনেক বেশি সময় লাগে। নতুন ব্লগার হিসেবে আপনার যদি ওয়ার্ডপ্রেস করে থাকেন সেক্ষেত্রে আপনার কোন তেমন চিন্তা করতে হবে না।

কারণ ওয়ার্ডপ্রেসে ডোমেইন কেনা, হোস্টিং কেনা, থিম কেনা। তাই ওয়ার্ডপ্রেসে নতুন ব্লগার হিসেবে এডসেন্স পেতে তেমন একটা কষ্ট হয় না।

আর ব্লগার ইউজারদের ক্ষেত্রে তাদের ডোমেইন ফ্রী, হোস্টিং ফ্রি এবং থিমও ফ্রি। সে ক্ষেত্রে আপনার যদি এমন হয়ে থাকে তাহলে আপনার অনেক বেশি সময় লাগবে।

আপনি যদি ব্লগারা নতুন ব্লগ দ্রুত পেতে চান তাহলে একটি কাস্টম ডোমেইন কিনবেন। এবং একটি থিম কিনবেন আর হাই কোয়ালিটি 30 টার মতো কনটেন্ট পাবলিশ করবেন।

তাহলে দেখবেন আপনি আমার মত খুব দ্রুত এডসেন্স পেয়ে যাবে। আর যদি আপনার ডোমেইন ফ্রী হয় এবং থিম ও ফ্রী হয় তাহলে আপনার গুগল এডসেন্স পেতে অনেক বেশি সময় লাগবে।

সবকিছু ঠিক থাকার পরও কেন আমি এডসেন্স পাচ্ছিনা?

এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকে অনেক কষ্ট করে কনটেন্ট লেখার পরও কিছুতেই গুগল এডসেন্স পাচ্ছে না।

স্বাভাবিকভাবে খুবই আফসেট এর ব্যাপার। এত কষ্ট করে কাজ করার পরও যদি তার সুফল না মেলে তখন মনে কষ্ট থাকার কথা।

অফসেট হবেন না! আপনার জন্য ও রয়েছে সমাধান। সকল রিকোয়ারমেন্ট পূরণ করার পরও এডসেন্স না পাওয়ার অনেকগুলো কারণ থাকে।

যার বেশিরভাগই নির্ভর করে আপনার কাজের উপর। আমি ব্যাপারটা একটু বুঝিয়ে বলি তাহলে বুঝতে পারবেন।

আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে কনটেন্ট লেখা। সেই কনটেন্ট যদি ইউনিক না হয় তাহলে আপনি কখনো গুগল এডসেন্স পাবেন না।

আপনাদেরকে এর একটা উদাহরণ দেই। একজন ব্লগার নতুন একটি সাইট খুলে ব্লগিং শুরু করে। (নাম অজানা)

কিন্তু তিনি শুরুতেই আমার সাইটের একটি কনটেন্ট কপি করে তার সাইটে পাবলিশ করে। এবং সবকিছু আমার কনটেন্ট এর মত পাবলিশ করে দেয়।

শুধুমাত্র ইমেইজ এবং ইন্টারনাল লিংক গুলো ব্যতীত সবকিছুই সরাসরি আমার কনটেন্ট থেকে কপি করে তার সাইটে পাবলিশ করে দেয়।

এবং ব্যাপারটি আমার নজরে এলে আমি তাকে মেইল করি। কিন্তু অনেক দিন অপেক্ষার পরও আমি কোন রেসপন্স পাইনি।

তাই বাধ্য হয়ে আমি তার বিরুদ্ধে ডিএমসিএতে অভিযোগ করি। এবং গুগোলে স্ট্রাইক দেই। এর ফলে আজ পর্যন্ত সে ব্লগার গুগল এডসেন্স পায়নি।

তাই আপনাদেরকে অনুরোধ করবো যদি কাজ করতে চান তাহলে মনোযোগ দিয়ে ইউনিক কন্টেন্ট এর পেছনে সময় দিন।

কপি করা কনটেন্ট এর দিকে যাওয়ার দরকার নেই। তাহলে আমি যেমনটি বলেছি সেই ব্লগারের মত আপনিও কখনো গুগল এডসেন্স পাবেন না।

গুগল এডসেন্স না পাওয়ার অন্যতম কারণ।

এতক্ষণে হয়তো বুঝে গেছেন কি কারনে নতুন ব্লগে গুগল এডসেন্স অ্যাপ্রুভ হয়না। কনটেন্ট কপি করা ছাড়াও আরো একটি কারণে ব্লগাররা গুগল এডসেন্স পায়না।

আশা করি গুগল অ্যাডসেন্স পাওয়ার উপায় সম্পর্কে আপনার ধারণা থাকলে এবং সকল কাজ ঠিক থাকলে আপনি খুব দ্রুতই গুগল এডসেন্স পেয়ে যাবেন।

আমি আরেকটি প্রধান কারণ বলব যার কারণে ব্লগাররা গুগল এডসেন্স পায়না। তাহলে আপনার সাইট স্ট্রাকচার।

যেমন সাইটের মেনু বার। এমন অনেক থিম আছে যেগুলোর স্ট্রাকচার দেখতে হ-য-ব-র-ল এর মত লাগে।

এবং মেনুবারটি সাজানো গোছানো থাকেনা। তাই আপনাকে বলব আপনি যদি কনটেন্ট লেখার পরও গুগল এডসেন্স না পান তবে আপনার থিমটি পরিবর্তন করুন।

আশা করি আপনি দ্রুতই নতুন ব্লগে গুগল এডসেন্স পেয়ে যাবেন। আর গুগল এডসেন্স পাওয়ার উপায় সম্পর্কে ধারণা নিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়।

শেষ কথা:

তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন নতুন ব্লগে কিভাবে দ্রুত গুগলের পাবেন।

নতুন ব্লগে দ্রুত গুগল এডসেন্স পাওয়ার উপায় হল ত্রিশটা ইউনিক কন্টেন্ট এবং তিনটি গুরুত্বপূর্ণ পেজ তাহলেই হবে।

আর টিপসগুলো যদি আপনার কাজে লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ!