শুরুতে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। বিগত বছরের সকল দুঃখকে ভূলে নতুন বছরকে সাধরে গ্রহন করাই হলো নতুন বছরের আনন্দ। তাই আজকে নতুন দিনের শুভেচ্ছা মেসেজ নিয়ে এসেছি।

একটি নতুন বছর শুরু মানে অতীতের সকল সুখ দুঃখ মুছে নতুন বছরে নতুন দিনগুলো ভালো ভাবে কাটানোর আশা ও ইচ্ছা।
যেহেতু আমরা ২০২৩ সাল থেকে ২০২৪ এ পা রাখতে চলেছি তাই এই নতুন বছর নতুন দিনকে উদযাপন করার জন্য আপনার বন্ধু বান্ধবকে পাঠিয়ে দিন এবছরের বছরের শুভেচ্ছা বার্তা 2024।
তাই আজকে আমরা নতুন বছরের অনেকগুলো শুভেচ্ছা বার্তা দেখে নিবো। চলুন শুরু করা যাক।
নতুন বছরের শুভেচ্ছা বার্তা 2024
আমরা সাধারণত নতুন বছরগুলোতে আরবি কিংবা বাংলার থেকে ইংরেজীতে বেশি স্টাটাস দিয়ে থাকি। তাই কিছু ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা বার্তা 2024 উপস্থাপন করলাম।
নতুন বছর দিচ্ছে উঁকি,
আর মাত্র কিছুক্ষন বাকী,
গাছে গাছে উড়ছে পাখি,
বন্ধু তোমায় বলে রাখি,
–Happy New Year– ”
এটি একটি খুবই চমৎকার শুভেচ্ছা বার্তা। আপনার বন্ধু-বান্ধবকে এই ম্যাসেজটি পাঠিয়ে দিন।
আগামী বছরটা যেনো তোমার
গত বছরের চেয়েও ভালো কাটে
সেই সমস্ত সুখ ও আনন্দ
যা তুমি গত বছরে পাও নি,
তা যেনো এই বছরে পাও
–Happy New Year–”
এটি হলো আপনার বিগত বছরের আকাঙ্খা যেগুলো আপনি পাননি।
“এই নতুন বছরটাতে
অনেক অনেক শুভেচ্ছা জানাই
তোমাকে ও তোমার পরিবারকে
–Happy New Year–”
এই বানীটি আপনার বন্ধুর ও বন্ধুর পরিবকবারকে শুভেচ্ছা কামনা করার জন্য
“পুরোনোকে বিদায় জানিয়ে,
নতুনকে বরণ করে,
তোমার পুরো বছরটা
হাসি-খুশির মধ্যেদিয়ে কেটে যাক।
–Happy New Year–”
এই বার্তার মাধ্যমে অতীতের সকল দুঃখ-কষ্টকে বিদায় জানানো।
“মনে আসুক বসন্ত, সুক হোক অনন্ত!
স্বপ্ন হোক জীবন্ত,
আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত!
–Happy New Year–”
নতুন বছরের শুভেচ্ছা নিয়ে কিছু কথা
ছন্দে ছন্দে আপনার বন্ধুদের পাঠিয়ে দিন ম্যাসেজটি।
তাছাড়া ফেসুকেও স্টাটাস দিতে পারবেন। আপনাদের জন্য আমরা আরও ছন্দ বা বার্তা সংগ্রহ করেছি। আপনার ছন্দগুলো ভালো লেগে থাকলে শেয়ার করতে পারেন।
“আর মাত্র একদিন, আমার জীবনের শেষ
দিন!
আমাকে চলে যেতে হবে, আর ফিরবো
না,
দেখা হবে না, যে চলে যায় সে কি আর
আসতে পারে? আমিও আর আসবো না।
ইতি ২০২৩
–Happy New Year–”
মজার চলে বিদায় জানাতে পারেন পুরোনো বছরকে।
“সকলের মন থেকে হিঃসা- দেশ পালিয়ে
যাক বহুদূরে…
তার জায়গা নিক সততা,
বিশ্বাস ও ভালোবাসা…
–Happy New Year–”
এটা একটা দেশপ্রেমী ও চেতনার বানী
“ সাফল্য ও আনন্দে ভরা একটি বছর
অতিক্রম হল….
প্রত্যেক নতুন বছর নিয়ে আসে
নতুন নতুন বাঁধা ও
নতুন চ্যালেঞ্জ…
এই নতুন বছর যেন তোমার নতুন সব
বাঁধা অতিক্রম করার সাহস ও ক্ষমতা
দেয়….
–Happy New Year–”
জীবনে চলার পথে আমাদের অনেক বাঁধা আসে। সেই বাধা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে চলাকেই সাফল্য বলে।
আমার তরফ থেকে আপনাকে নতুন
বছরের অনেক অনেক শুভেচ্ছা।
নতুন বছরের দিনটাকে আনন্দের সাথেেউপভোগ করুন।
–Happy New Year–”
এই ম্যাসেজটি আমার তরফ থেকে বলতে আপনি আপনার তরফ থেকে সকলকে উইশ করবেন।
“ নতুন বছরের নতুন দিন,
অল্পো কিছু শুভেচ্ছা নিন।
দুঃখ গুলো ঝেড়ে ফেলুন,
নতুন কিছু স্বপ্ন গড়ুন।
নতুন বছর নতুন আশা,
রইলো কিছু ভালোবাসা।
–Happy New Year–”
এতক্ষনে আমরা ইংরেজী বছরের শুভেচ্ছা বার্তা সম্পর্কে জানলাম। এবার বাংলা বছরের শুভেচ্ছা বার্তা কয়েকটা জেনে নেয়া যাক।
পার্ট ২ঃ বাংলা নতুন বছরের শুভেচ্ছা বার্তা 2024
আমরা বাঙালি। তাই আমাদের ও বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তাগুলো একটু দেখা উচিৎ।
ইলিশ মাছের ৩০ কাঁটা” বোয়াল
মাছের দাড়ি..!! বৈশাখ মাসের ১
তারিখে আইসো আমার বাড়ি..!! ছেলে
হলে পাঞ্জাবি’ মেয়ে হলে শাড়ি..!!
করব বরণ বন্ধু তোমায় ‘ আইসো আমার
বাড়ি..!! [ আপনাকে জানাই পহেলা বৈশাখের
অগ্রিম শুভেচ্ছা ]
দেখতে দেখতে মজায় মজায় বলা ছন্ধগুলো খুবই সুন্দর হয়ে থাকে। যেমন উপরের টা।
বার মাসে তেরো পার্বন এবার এলো
বলে, বাঙ্গালির একটি বছর বয়ে গেলো চলে..!!
নতুন বছর আসুক শুধু আনন্দের স্পর্শে..!!
আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের জানাই
শুভ নববর্ষ
বাংলাকে ভালোবাসুন বাংলাতে নববর্ষের স্টাটাস দিন। বাঙ্গালীর জীবনে ঘটে যাওয়া অতীতের ঘটনাকে পেছনে ফেলে নতুন জিবন শুরু করার স্টাটাস।
পানতা ইলিশ আর ভরতা বাজি বাঙ্গালীর
প্রান…. নতুন বছরে গাইবো সবাই বৈশাখের
গান… এসো হে বৈশাখ এসো এসো…
শুভ নববর্ষ
এটাতো বাঙ্গালীর ঐতিহ্যের সাথে জড়িত। পাঠিয়ে দিন আপনার বন্ধুকে।
আর আমাদের আজকের পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে।
উদীত রবির প্রথম আলো দূর করবে সকল
কালো। মেটবে মন আনন্দ ধারায় সবাই
হবে বাধন হারা। দিনটি হোক তোমার তরে
মন ভরে উঠুক খুশির ঝরে।
শুভ নববর্ষ
জীবনের খারাপ সময়গুলো আসলেই মনে থেকে যায়। তাই সকল অতীতকে ভোলার জন্য নববর্ষের বার্তাটি স্টাটাস হিসেবে দিতে পারেন।
দিন যদি চলে যায় দিগন্তের শেষে, রাত যদি
চলে যায় তারার দেশে ভেব না বন্ধু আমি
থাকবো আমি তোমাদের পাশে।
শুভ নববর্ষ
এই বানী বা ছন্ধটি বন্ধুদের নিয়ে লেখা। আপনার এমন কোনো বন্ধু থাকলে শেয়ার করতে পারেন।
রেশমি চুড়ি আর রঙিন শাড়ি, ইলিশ ভাজি
আর পান্তা হাড়ি। ঢাক ঢোল আর তবলা।
নতুন সাজে সাজলো বাংলা। এলোরে পহেলা বৈশাখ।
শুভ নববর্ষ
বাংলার এক ঐতিহ্য
বাউল গানের তালে তালে, নতুন বছর
এসেছে ঘুরে। উদাসী হাওয়ার সুরে সুরে
বাংলা মাটির পথটি জুড়ে।
শুভ নববর্ষ
নতুন বছর কে আমন্ত্রণের জন্য বিশেষ বার্তার মাধ্যমে জানানোই হলো নববর্ষের শুভেচ্ছা।
শেষ কথাঃ
আজকে আমরা অনেকগুলো নতুন বছরের বার্তা বা ম্যাসেজ উপস্থাপন করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে।
আবার অনেকেই আরবি বছরের শুভেচ্ছা জানতে চায়। এই পোস্টে যেহেতু শুধু বাংলা পোস্ট আছে, তাই আরবি নতুন বছরের শুভেচ্ছা জানতে চাইলে কমেন্ট করে আপনার মন্তব্য লিখুন।
এরকম আরও পোস্ট বা বাণী পেতে চাইলে কমেন্ট করে জানান।
আর কোনো প্রকার ইস্যু মনে হলে আমাদের কন্টাক্ট পেজে গিয়ে আমাদের সাথে কন্টাক্ট করুন। ধন্যবাদ