শুরুতে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। বিগত বছরের সকল দুঃখকে ভূলে নতন বছরকে সাধরে গ্রহন করাই হলো নতুন বছরের আনন্দ। তাই আজকে নতুন বছরের শুভেচ্ছা 2023 এর কিছু মেসেজ নিয়ে এসেছি।
যেহেতু আমরা ২০২২ সাল থেকে ২০২৩ এ পা রাখতে চলেছি তাই এই নতুন বছর নতুন দিনকে উদযাপন করার জন্য আপনার বন্ধু বান্ধবকে পাঠিয়ে দিন নতুন বছরের শুভেচ্ছা বার্তা 2023।
তাই আজকে আমরা নতুন বছরের অনেকগুলো শুভেচ্ছা বার্তা দেখে নিবো। চলুন শুরু করা যাক।
নতুন বছরের শুভেচ্ছা বার্তা 2023
আমরা সাধারণত নতুন বছরগুলোতে আরবি কিংবা বাংলার থেকে ইংরেজীতে বেশি স্টাটাস দিয়ে থাকি। তাই কিছু ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা বার্তা 2023 উপস্থাপন করলাম।
নতুন বছর দিচ্ছে উঁকি,
আর মাত্র কিছুক্ষন বাকী,
গাছে গাছে উড়ছে পাখি,
বন্ধু তোমায় বলে রাখি,
–Happy New Year– ”
- এটি একটি খুবই চমৎকার শুভেচ্ছা বার্তা। আপনার বন্ধু-বান্ধবকে এই ম্যাসেজটি পাঠিয়ে দিন।
- এটি হলো আপনার বিগত বছরের আকাঙ্খা যেগুলো আপনি পাননি।
- এই বানীটি আপনার বন্ধুর ও বন্ধুর পরিবকবারকে শুভেচ্ছা কামনা করার জন্য
- এই বার্তার মাধ্যমে অতীতের সকল দুঃখ-কষ্টকে বিদায় জানানো।
- ছন্দে ছন্দে আপনার বন্ধুদের পাঠিয়ে দিন ম্যাসেজটি।
তাছাড়া ফেসুকেও স্টাটাস দিতে পারবেন। আপনাদের জন্য আমরা আরও ছন্দ বা বার্তা সংগ্রহ করেছি। আপনার ছন্দগুলো ভালো লেগে থাকলে শেয়ার করতে পারেন।
- মজার চলে বিদায় জানাতে পারেন পুরোনো বছরকে।
- এটা একটা দেশপ্রেমী ও চেতনার বানী
- জীবনে চলার পথে আমাদের অনেক বাঁধা আসে। সেই বাধা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে চলাকেই সাফল্য বলে।
- এই ম্যাসেজটি আমার তরফ থেকে বলতে আপনি আপনার তরফ থেকে সকলকে উইশ করবেন।
নতুন বছরের শুভেচ্ছা বার্তা
এতক্ষনে আমরা ইংরেজী বছরের শুভেচ্ছা বার্তা সম্পর্কে জানলাম। এবার বাংলা বছরের শুভেচ্ছা বার্তা কয়েকটা জেনে নেয়া যাক।
বাংলা নতুন বছরের শুভেচ্ছা বার্তা 2023
আমরা বাঙালি। তাই আমাদের ও বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তাগুলো একটু দেখা উচিৎ।
- দেখতে দেখতে মজায় মজায় বলা ছন্ধগুলো খুবই সুন্দর হয়ে থাকে। যেমন উপরের টা।
- বাংলাকে ভালোবাসুন বাংলাতে নববর্ষের স্টাটাস দিন। বাঙ্গালীর জীবনে ঘটে যাওয়া অতীতের ঘটনাকে পেছনে ফেলে নতুন জিবন শুরু করার স্টাটাস।
- এটাতো বাঙ্গালীর ঐতিহ্যের সাথে জড়িত। পাঠিয়ে দিন আপনার বন্ধুকে।
- জীবনের খারাপ সময়গুলো আসলেই মনে থেকে যায়। তাই সকল অতীতকে ভোলার জন্য নববর্ষের বার্তাটি স্টাটাস হিসেবে দিতে পারেন।
***শুভ নববর্ষ***
- এই বানী বা ছন্ধটি বন্ধুদের নিয়ে লেখা। আপনার এমন কোনো বন্ধু থাকলে শেয়ার করতে পারেন।
- বাংলার এক ঐতিহ্য
আজকে আমরা অনেকগুলো নতুন বছরের বার্তা বা ম্যাসেজ উপস্থাপন করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে।
আবার অনেকেই আরবি নতুন বছরের শুভেচ্ছা জানতে চায়। এই পোস্টে যেহেতু শুধু বাংলা পোস্ট আছে, তাই আরবি নতুন বছরের শুভেচ্ছা জানতে চাইলে কমেন্ট করে আপনার মন্তব্য লিখুন।
এরকম আরও পোস্ট বা বানী পেতে চাইলে কমেন্ট করে জানান। আর কোনো প্রকার ইস্যু মনে হলে আমাদের কন্টাক্ট পেজে গিয়ে আমাদের সাথে কন্টাক্ট করুন। ধন্যবাদ