অনেকেই নগদ উদ্দ্যোক্তার কাছ থেকে নগদ একাউন্ট খোলে। কিন্তু তারা নগদ একাউন্ট দেখার নিয়ম জানে না।
তাই আজকে আপনাদের জানাবো নগদ একাউন্ট খোলার নিয়ম থেকে শুরু করে নগদ একাউন্ট দেখার নিয়ম সহ। তাই শেষ পর্যন্ত পড়তে থাকুন।
প্রথমত, নগদ একাউন্ট খোলা খুবই সহজ। এটা আমরা সবাই জানি। কিন্তু এই সহজ প্রক্রিয়াটা অনেকের কাছে অজানা।
এজন্য নগদ একাউন্ট খুলতে খুলতে নগদ একাউন্ট দেখার নিয়মও জেনে নিবো।
নগদ একাউন্ট দেখার নিয়ম
নগদ একাউন্ট দেখার নিয়ম দুইটা। প্রথমত আপনার হাতে থাকা স্মার্ট ফোন দিয়ে। আর পরে হচ্ছে, আপনার ফোনের USSD কোড ডায়াল করে।
এই সার্ভিসটি, মানে নগদ কিন্তু বিকাশের মতো এতো জনপ্রিয় নয়। তাই নগদের একাউন্ট চেক করার কোড জানা একটু মুশকিল।
মোবাইল কোড দিয়ে নগদ একাউন্ট দেখার নিয়ম
প্রথমে আপনাদেরকে জানাবো নগদ একাউন্ট দেখার নিয়ম, যেটা খুবই সহজ। এর জন্য ডায়াল অপশনে গিয়ে *167# ডায়াল করবেন।
নগদ কোড নাম্বার *167#
তাহলেই আপনার নগদ একাউন্ট মেনু দেখতে পাবেন। সেখান থেকে আপনার ব্যালেন্স চেক, স্টেসমেন্ট ইত্যাদি প্রায় সবকিছুই দেখতে পাবেন।
অ্যাপ দিয়ে নগদ একাউন্ট দেখার নিয়ম
আপনি যদি মনে করেন যে, আপনি নগদ একাউন্টটি মোবাইল অ্যাপ দিয়ে দেখবেন, তাহলেও পারবেন।
তখন প্রথমে নগগদ অ্যাপটি ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য প্রথমে গুগগল প্লে স্টোরে যাবেন।
nagad app: App download link ☑
আপনার মোবাইলে যদি গুগল প্লে স্টোর না থাকে তবে, গুগল প্লে স্টোর ডাউনলোড ☑ করে নিন। এরপর অ্যাপটি ওপেন করুন।
তারপরে আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিন। আপনার যদি নগদ একাউন্ট থাকে তবে নগদএ লগইন হবে।
আর যদি না থাকে তবে, নতুন করে একাউন্ট ওপেন হয়ে যাবে। একাউন্ট খোলার নিয়ম এখন আর দেখাচ্ছি না।
লগইনের পর হোম পেজে “ব্যালেন্স জানতে ট্যাপ করুন” এ ক্লিক করুন। তারপরেই আপনার একাউন্টে থাকা ব্যালেন্স দেখতে পাবেন।
নগদ মোবাইল ব্যাংকিং ব্যালেন্স চেক কোড
আপনি এখানে ব্যালেন্সও চেক করতে পারবেন। তার জন্য আগের বলা কোডটিতে ডায়াল করবেন। *167# এ
আপনার যেই সিমে নগদ একাউন্ট আছে সেই সিমে *167# ডায়াল করলে নগদ একাউন্ট দেখার নিয়ম জানতে পারবেন।
যদি নগদ একাউন্টের ব্যালেন্স চেক করতে চান তবে, নগদ মেনু থেকে 7 সিলেক্ট করবেন। 7 এ MY NAGAD অপশনটি আছে।
সিলেক্টের পর আরেকটা পেজ আসবে। সেখান থেকে প্রথমটা সিলেক্ট করবেন। 1. এখানে Balance Enquiry নামে লেখা থাকবে।
এরপর আপনার একাউন্টের পিন কোড দিবেন। পিন দেয়ার পরই আপনার একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন।
নগদ একাউন্টের ধরণ
নগদ একাউন্ট সাধারনত দুই ধরনের:
- সাধারণ একাউন্ট
- মুনাফা ভিত্তিক একাউন্ট
আপনি যদি নিজে নিজে একাউন্ট খোলেন তবে, দেখতে পাবেন যে, “আপনি কি মুনাফা পেতে চান?”
এর মানে হলো আপনি যদি আপনার একাউন্টে টাকা রাখেন তবে, আপনি সেই টাকার উপর লাভ বা মুনাফা পাবেন।
তার জন্য সেখানে “হ্যাঁ” তে ক্লিক করতে হবে। তবেই আপনি মুনাফা পাবেন। আর যদি “না” তে ক্লিক করেন তবে, আপনি মুনাফা পাবেন না।
না, তে ক্লিক করলে সেটা সাধারন একাউন্ট হবে। সেখানে কোনো প্রকার মুনাফা পাবেন না। তবে, লেনদেন করতে কোনো অসুবিধা হবে না।
আমাার মতে একজন মুসলমান হিসেবে কোনো প্রকার মুনাফা না উপভোগ করাই উত্তম। কারণ এখানে তেমন কোনো মুনাফা দিবে না।
সামান্য মুনাফার জন্য গুনাহ না করাই ভালো। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা পরের আলোচনায় চলে যাই।
নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ
আপনি যদি আপনার নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে চান সে ক্ষেত্রে প্রথমে আপনার ডায়াল প্যাড বারে চলে যাবেন।
এবং *167# লিখে ডায়াল করুন। এরপর আপনার সামনে নগদ একাউন্টের মেনুবার চলে আসবে নিচে আমি সারিবদ্ধ ভাবে নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার প্রক্রিয়াটি দেখিয়ে দিয়েছি
- *167#
- 3. Mobile Recharge
- Select Operator (আপনি যে সিমে মোবাইল রিচার্জ করবেন সেই সিম টি সিলেক্ট করুন)
- একাউন্টের ধরন নির্বাচন করুন (আপনার সিমটি কি প্রিপেইড নাকি পোস্টপেইড)
- মোবাইল নম্বরটি দিন
- টাকার পরিমান দিন
- পিন নম্বর দিন
নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার নাম্বার।
যেহেতু সেবাটি টাকা পয়সার লেনদেন। তাই এখানে সমস্যা হতেই পারে। তবে, নগদের সাধারন কিছু সমস্যা এখানেই আলোচনা করবো।
nagad helpline code
যদি নগদ হেল্প সেন্টরে কল দেয়ার প্রয়োজন হয় তবে, 16167 এ ডায়াল করবেন। তখন নগদ হেল্পলাইনে যোগাযোগ করতে পারবেন।
নগদের ক্যাশআউট সমস্যা।
নতুন করে একাউন্ট খোলার পর দেখা যায় যে, ক্যাশআউট করতে গেলে বলে “আপনি এই মুহূর্তে ক্যাশআউট করতে পারবেন না”।
এরকম সমস্যা প্রায় নতুন ইউজারদের সাথে হয়ে থাকে। তবে, যারা নগদ এজেন্ট বা উদ্দোক্তার কাছে একাউন্ট ওপেন করে তাদের এই সমস্যা হয় না।
নগদে ক্যাশআউট সমস্যার সমাধান।
খুবই সহজেই আপনি এই সমস্যা সমাধান করতে পারবেন। এর জন্য আপনার “কে ওয়াই সি” জমা দিতে হবে।
কে ওয়াই সি বলতে আপনার একটা পরিচয়পত্র। সাধারনত ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ড।
নগদ এর কে ওয়াই সি জমা দেয়ার নিয়ম।
তথ্য বা কে ওয়াই সি জমা দেয়ার জন্য প্রথমে আপনার নগদ একাউন্টে লগইন করবেন। যেহেতু আপনি নিজেই জমা দিবেন তাই,
আগে নগদ মোবাইল অ্যাপ এ লগইন করবেন। তাহলে আর কোনো জামেলা হবে না।
অ্যাপে লগইনের পর “আমার নগদ” নামে নিচে ডানপাশে একটা অপশন পাবেন। সেখানে ক্লিক করবেন।
তারপর একটু নিচেই দেখতে পাবেন যে, “কে ওয়াই সি জমা দিন” নামে একটা লেখা আছে। সেখানে ক্লিক করবেন।
তারপরে আপনার আইডি কার্ডের সামনের দিক এবং পেছনের দিক তুলবেন। তারপরে আপলোড দেয়ার পর একটা ফরম আসবে।
যেখানে আপনার আইডি কার্ডের সকল তথ্য থাকবে। সবকিছু ঠিক থাকলে পরবর্তীতে ক্লিক করুন।
এরপর আপনার ফেস এর একটা লাইভ ফটো তুলতে হবে। ব্যাস হয়ে গেছে। কিছুক্ষন অপেক্ষা করুন। তাহলেই হবে।
শেষ কথা:
এখানে নগদ একাউন্ট দেখার নিয়ম উল্লেখ করা আছে। যদি নগদ একাউন্ট দেখার নিয়ম জানতে বা বুঝতে অসুবিধা হয় তবে,
কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আর সকল বিষয়ের টিপ্স পেতে সাথেই থাকুন। ধন্যবাদ!
কে ওয়াই সি জামা দেয়ার জন্য বলা হলো কে ওয়াই সি সব ঠিক ভাবে জমা দিয়েছি কিন্তু ম্যাসেজ আসতেছে মাসিক লিমিট অতিক্রম করা হয়েছে। এর সমাধান কি?
পরের মাস পর্যন্ত অপেক্ষা করুন। আশা করি ঠিক হয়ে যাবে।