আপনি চাইলে দারাজ ফ্রি ডেলিভারি অফারের মাধ্যমে প্রোডাক্টগুলোকে ফ্রি ডেলিভারি করতে পারবেন। যে প্রোডাক্টগুলোতে দারাজ ফ্রি ডেলিভারি থাকছে তা এখানে জেনে নিন।
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ই-কমার্স সাইট হলো দারাজ শপিং। দারাজ ধীরে ধীরে মানুষের বিশ্বাস অর্জন করেছে।
তাই এখনকার সময়ে প্রতিনিয়ত আপনার আমার আসে পাশের কিছু মানুষ দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করে।
সেই অর্ডারের সাথে প্রোডাক্টটি ডেলিভার করার জন্য দারাজ ডেলিভারি চার্জ থাকে। তাই আসল প্রোডাক্টের সাথে ডেলিভারি চার্জ সহ খরচ অনেক বেড়ে যায়।
এমন অবস্থায় দারাজ অনলাইন শপিং বাংলাদেশ থেকে কিভাবে ফ্রি ডেলিভারি করবেন তার গাইডলাইন করার চেষ্টা করব।
আজকের ব্লগ থেকে জানতে পারবেন দারাজ থেকে পণ্য কেনার নিয়ম, দারাজ ডেলিভারি চার্জ কত, দারাজ ফ্রি ডেলিভারি অফার, দারাজে সপ্তাহের কোন দিন ফ্রি ডেলিভারি থাকছে ইত্যাদি বিষয়ের।
দারাজ ফ্রি ডেলিভারি অফার পেতে হলে প্রথমে দারাজ থেকে পণ্য কিনতে হবে। পুরোপুরিভাবে পণ্যটি অর্ডার করার প্রয়োজন নেই। বিস্তারিত পড়ে নিন তাহলে বুঝতে পারবেন।
দারাজ অ্যাপ
দারাজ থেকে পণ্য কেনার জন্য প্রথমে দারাজ অ্যাপ ডাউনলোড করতে হবে।অনেকের কাছে দারাজ মোবাইল অ্যাপ ইন্সটল করা অনেক ঝামেলার মনে হতে পারে। তবে,
আপনি যদি দারাজ মোবাইল অ্যাপ এর মাধ্যমে কোন প্রোডাক্ট ক্রয় করেন তাহলে আপনি সুবিধা হিসেবে কিছু ডিসকাউন্ট পাবেন।
আর আজকের মূল আলোচনার টপিক ফ্রি ডেলিভারি। তাও কিন্তু আপনি দারাজ মোবাইল অ্যাপস ব্যবহার করে পেয়ে যাবেন।
যাইহোক! আমার কিন্তু অনেক আগ থেকেই দারাজ একাউন্ট রয়েছে। তাই আমি এখন সরাসরি দারাজ অ্যাপে লগইন করবো
- প্রথমেই দারাজ অ্যাপটি ইনস্টল করবেন
- এরপর দারাজ অ্যাপে লগইন করুন।
- আর যারা এখনও অ্যাকাউন্ট খোলেন নি তারা সাইনআপ করে নিবেন। (অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। তাই একাউন্ট সম্পর্কে আর কিছু বলবো না)
- নোটঃ দারাজ ফ্রি ডেলিভারি নিশ্চিত করতে মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করুন।
প্রোডাক্ট অর্ডার করার আগে আপনাকে আরো একটি কাজ করতে হবে। সেটা হল আপনার শিপিং অ্যাড্রেস যোগ করতে হবে।
মানে আপনি আপনার অর্ডারটি কোথায় ডেলিভারি নিবেন। সেই ঠিকানা আপনার প্রোফাইলে যুক্ত করতে হবে।
দারাজ শিপিং ঠিকানা – দারাজ ফ্রি ডেলিভারি
ফ্রি ডেলিভারি বলেন কিংবা ডেলিভারি চার্জ বলেন, আপনাকে অবশ্যই শিপিং ঠিকানা যোগ করতে হবে।
- ঠিকানা যোগ করার জন্য প্রথমে দারাজ অ্যাপ এর একাউন্ট সেকশনে যাবেন।
- এরপর উপরে ডান পাশে কোনায় সেটিং অপশনটি রয়েছে।
- সেটিং এ যাওয়ার পর অ্যাড্রেস বুক (Address book) নামে একটি অপশন পাবেন।
- সেখানে ক্লিক করলে নতুন ঠিকানা যুক্ত করুন নামে একটি অপশন দেখতে পাবেন।
যখনই “নতুন ঠিকানা যুক্ত করুন” নামে অপশনটিতে ক্লিক করবেন তখন আপনার সামনে একটি ফরম চলে আসবে।
- পুরো নাম
- মোবাইল নাম্বার
- অঞ্চল
- শহর
- জোন
- অফিস/বাড়ি
প্রথমে আপনার পুরো নামটা লিখবেন। এরপর আপনার সঠিক একটি নাম্বার দিবেন। যেটাতে কল করা হলো যাতে আপনাকে পাওয়া যায়।
এবং আপনি যখন অঞ্চল সিলেক্ট করবেন এরপর থেকে শহর, জোন সব লিস্ট আকারে চলে আসবে। (আপনার এরিয়া অনুযায়ী)
সবশেষে, আপনি অফিসে নাকি বাড়ি কোনটাতে ডেলিভারি গ্রহণ করবেন তা সিলেক্ট করতে হবে। তারপর একেবারে নিচে দুইটা অপশন থাকবে।
- make default shipping address
- make default billing address
এই দুটো অপশন অফ থাকবে আপনি অন করে দিবেন। এরপর সেভ বাটনে ক্লিক করবেন। আপাতত ঠিকানার কাজ শেষ।
দারাজ থেকে পণ্য কেনার নিয়ম
দারাজ থেকে পণ্য কেনার জন্য প্রথমেই দারাজ অ্যাপে লগইন করবেন। লগইন করার সম্পূর্ণ নিয়ম আমি উপরে উল্লেখ করেছি।
এরপর যখন আপনি দারাজ হোম পেজে আসবেন তখন দেখবেন যে অনেকগুলো প্রোডাক্ট আপনার সামনে আছে।
যদি আপনি সেগুলোর মধ্যে কোনটাই পছন্দ না করেন অর্থাৎ, আপনার পছন্দের প্রোডাক্টটি হোমপেইজে না থাকে তাহলে দারাজ সার্চ বারে (🔍) গিয়ে সার্চ করুন।
যেমন এই মুহূর্তে আমি একটি ঘড়ি সার্চ করব। এবং প্রোডাক্টটি কিভাবে ফ্রি ডেলিভারি পাবো সে ব্যাপারেও বলবো।
উপরে যেমনটি বলেছি, সার্চ বারে গিয়ে 🔍 Watch লিখে সার্চ করব।
এরপর আপনি যখন প্রোডাক্ট গুলো দেখবেন সেগুলোর রেটিং এর নিচে কিছু লেখা আছে বাংলাদেশে (Bangladesh) কিছু লেখা আছে বিনামূল্যে পরিবহন (Free shipping)।
এবার আপনার পছন্দের ঘড়ি টি সিলেক্ট করুন। এবং দেখুন যে বিনামূল্যে পরিবহন লেখাটি আছে কিনা।
আপনার পছন্দের প্রোডাক্ট বেছে যদি বিনামূল্যে পরিবহন লেখা থাকে তাহলে, সহজেই সিলেক্ট করে ফেলুন।
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি যদি দারাজ থেকে কিছু কিনতে চান এবং আপনি যদি দারাজে নতুন অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আপনি অনেকগুলো ভাউচার পাবেন।
ভাউচার গুলো ব্যবহার করে আপনি সহজেই ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই ভাউচার গুলো সাধারণত নতুন ইউজারদেরকে দেয়া হয়।
আপনি কি কোন প্রোডাক্ট কেনার আগে সর্বপ্রথম রেটিং এবং রিভিউ দেখে নিবেন। রিভিউ হচ্ছে যারা এই প্রোডাক্টটি আগে অর্ডার করেছি তারা তাদের মতামত জানিয়েছে।
প্রোডাক্টটি আসলেই ভালো কিনা। কিংবা তারা যেমনটি চেয়েছে তেমনটি পেয়েছে কিনা। ডেলিভারি সার্ভিস কেমন দিয়েছি। এসব ব্যাপারে আলোচনা বা মন্তব্যই হচ্ছে রিভিউ।
সুতরাং আপনার প্রোডাক্টটি আসলেই ভাল মানের পাবেন কিনা? তা রিভিউগুলো পড়লেই বুঝতে পারবেন।
সবকিছু ঠিকঠাক থাকলে “এখনই কিনুন” বাটনে ক্লিক করুন। আপনার প্রোফাইলে ইমেইল যুক্ত করা না থাকলে এখানে নতুন করে ইমেইল যুক্ত করতে হবে।
দারাজ ফ্রি ডেলিভারি
দারাজ ফ্রি ডেলিভারি অফার পেতে হলে আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে। যেমন প্রোডাক্ট সার্চ করে ক্রয় করার আগে উপরে ডানপাশে ফ্রি ডেলিভারি নামে একটা অপশন পাবেন।
সেই অপশনটিতে ক্লিক করলে আপনার সার্চে যতগুলো ফ্রি ডেলিভারি অফার রয়েছে তার সবগুলো দেখতে পাবেন।
যদিও সেখানে ফ্রি ডেলিভারি লেখা থাকে কিন্তু, আসলেই সব প্রডাক্টটে দারাজ ফ্রি ডেলিভারি দেয় না। তারা বলে দেয় যে ন্যূনতম 750 টাকা ব্যয় করে ফ্রি ডেলিভারি উপভোগ করুন।
আবার ৭৫০ টাকার প্রোডাক্টে গেলে দেখা যায় তাদের ডেলিভারি চার্জ ধরা হয়। সব মিলিয়ে বলা যায় যে দু-একটাতে ফ্রি ডেলিভারি নেওয়া গেলেও সবগুলোতে ফ্রী ডেলিভারি নেওয়া যায় না।
দারাজ কেনাকাটা সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তরঃ
লোকেশন অনুযায়ী দারাজের ডেলিভারি চার্জ ভিন্ন ভিন্ন হয়ে থাকে
যদিও আগে দারাজে ফ্রি ডেলিভারি অফারটি ছিলো না। এখন প্রায় সবদিনই দারাজে ফ্রি ডেলিভারি নেয়া যা। তবে কিছু নিয়ম কানুন আছে। উপরে মনোযোগ দিয়ে পড়লে বুঝতে পারবেন
শেষ কথাঃ
দারাজের কিছু কিছু প্রোডাক্টে ফ্রি ডেলিভারি অফার রয়েছে। কিভাবে সেই প্রোডাক্টগুলো ফ্রি ডেলিভারি নিবেন তা উপরে আলোচনা করা হয়েছে।
আশা করি আজকের ব্লগটি বুঝতে পেরেছেন। কোন জায়গায় বুঝতে অসুবিধা হলে সাথে সাথে কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ!