প্রতি বছর দারাজ অনলাইন শপিং ১১ অনুষ্ঠিত হয়ে থাকে। এবং এই সময়টিতে সবচেয়ে বেশি বিক্রির রেকর্ড রয়েছে।
সাধারণত পুরো বছর জুড়ে কেনাকাটার পর বিশেষ কিছু দিনে এমন অফার দেয়। দারাজ অনলাইন শপিং ১১ ১১ শুরু হয় নভেম্বর মাসের ১১ তারিখে।
দারাজে এবছর অনলাইন শপিং ১১ ১১ এর মূল আকর্ষণ হলো প্রতিটা প্রোডাক্টের দাম অন্যান্য দিনের তুলনায় অনেক কম থাকে।
এই অফারটি অনেকদিন পর্যন্ত চলমান থাকে। তাই দারাজের কাস্টমাররা এই অফারে অনেক কেনাকাটা করে থাকে। যার ফলে এই অফারে রেকর্ড পরিমানে দারাজের বিক্রয় হয়ে থাকে।
দারাজ অনলাইন শপিং ১১ ১১
দারাজের মধ্যে প্রতি বছর অনলাইন শপিং ১১ ১১ কি সেটা নিশ্চয়ই বুঝে গেছেন! আগেও যেমনটি বলেছি দারাজে সেরা দিনের সেরা ডিল থাকবে।
এই অফারের মাধ্যমে তাদের সর্বোচ্চ বিক্রয়ও হয়ে থাকে। গত বছর ১১ ১১ তে যেসকল অফার ছিলো তা হয়তো এবছরও থাকতে পারে।
বিকাশ ক্যাশব্যাক অফার
১১ ১১ অফারে সবচেয়ে আকর্ষণীয় অফার হচ্ছে বিকাশ ক্যাশব্যাক অফার। বিকাশের মাধ্যমে পেমেন্ট করলেই ডিসকাউন্ট অফার পাওয়া যায়।
১১ টাকায় মিস্ট্রি বক্স
২০২১ সালে এই অফারটি খুবই জনপ্রিয় ছিল। এবারও এই অফারটি রয়েছে। তবে আপনি দারাজ অ্যাপে থাকলে সবসময় আপডেট পেয়ে যাবেন।
মিস্ট্রি বক্স আসলে কি? অনলাইনে হাজির হচ্ছে দারাজ ১১.১১ ক্যাম্পেইন, আর ক্রেতাদের জন্য কোন সারপ্রাইজ থাকবে না, তা কি হয়? মিস্ট্রি বক্স আসলে ক্রেতাদের জন্য একটা সারপ্রাইজ,
১১ তারিখে মিস্ট্রি বক্স চালু হওয়ার পর দারাজ অ্যাপ থেকে মাত্র ১১ টাকা দিয়ে এটি কিনে নিতে হবে। বক্সে যে আসলে কি থাকবে সেই রহস্যের উদঘাটন হবে শুধুমাত্র ডেলিভারি বক্স হাতে পাওয়ার পরেই।
ডেইলি অ্যাপ ভিজিট চ্যালেঞ্জ
প্রতিদিন দারাজ অ্যাপ এ ভিজিট করার মাধ্যমে নতুন নতুন চ্যালেঞ্জ পাবেন। এবং সেই চ্যালেঞ্জগুলোর মাধ্যমে গিফট করতে পারবেন।
দারাজ ১১ ১১ ক্যাম্পেইন ২০২২
এবছর দারাজে যা যা অফার থাকছে তা হলোঃ ১৬ লাখ প্রোডাক্ট ডিল থাকবে। এবং ৪০ কোটি টাকার ভাউচার দিয়ে প্রোডাক্ট ইনরোলের টার্গেট করেছে। প্রতি প্রোডাক্টে সর্বোচ্চ ৬০% ডিসকাউন্ট থাকবে।
তাই এই দিনের বিশেষ সকল অফার পেতে আজই জেনে নিন কিভাবে দারাজে শপিং করতে হয়।
অফারের এই বছরে ইচ্ছে মতো কেনাকাটা করুন। আর অনলাইন কেনাকাটায় অভিজ্ঞতা বাড়ান। আপনার প্রোডাক্ট কেনা হয়ে গেলে ফ্রি ডেলিভারি নিন।
শেষ কথাঃ
সামনে আসছে বিশাল অফার। দারাজ অনলাইন শপিং ১১ ১১ এর মাধ্যমে অনেক অফার উপভোগ করতে পারবেন।
দারাজ অনলাইন শপিং এ কি কি অফার উপভোগ করতে পারবেন তা উপরে আলোচনা করা হয়েছে। পোস্টটি ভালো লাগলে শেয়ার করে দিন ধন্যবাদ!