বর্তমান সময়ে বাংলাদেশে একটি জনপ্রিয় এবং পরিচিত অনলাইন শপিং হচ্ছে দারাজ। কিভাবে দারাজ অনলাইন শপিং থেকে কেনাকাটা করবেন তা নিয়ে আজকে বিস্তারিত জানাবো।

আপনার কি দারাজ অনলাইন কেনাকাটার সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে? কিভাবে দারাজে কেনাকাটা করতে হয় বা কিভাবে দারাজে অর্ডার করতে হয়। যদি এসব ব্যাপারে ধারণা না থাকে তাহলে দারাজ অনলাইন শপিং এর বিস্তারিত দেখে নিন।

লক্ষ্য করলে দেখা যায় যে আমাদের দেশেও অনলাইন শপিং এর অভিজ্ঞতা মানুষের মাঝে কয়েকগুণ বেড়ে গেছে।

তাই এখন মানুষজন শখের বসে কিংবা প্রয়োজনে অনলাইনে অর্ডার করতে অভ্যস্ত হচ্ছে। তবে সেই ছোঁয়াটা শুধুমাত্র শহরে দেখা যায়।

গ্রামেগঞ্জে এখনো অনলাইনে শপিং এর কদর তেমন একটা বাড়েনি। তবে এটা বলতেই হবে যে আগের তুলনায় অনলাইন শপিং করার অভিজ্ঞতা বেড়েছে।

দারাজ কি?

বাংলাদেশের মধ্যে এখনকার সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি ই-কমার্স প্রতিষ্ঠান হচ্ছে দারাজ। শুধু বাংলাদেশেই নয় বরং দারাজ এশিয়ার মধ্যে আরো অনেক কান্ট্রিতে তাদের ব্যবসা করে যাচ্ছে।

মজার ব্যাপার হচ্ছে দারাজ এতটাই জনপ্রিয় হচ্ছে যে আমরা অন্যান্য ই-কমার্স প্রতিষ্ঠানগুলো সম্পর্কে তেমন জানি না, যতটা দারাজ সম্পর্কে জানি।

দারাজ কে আপনি একটি মাল্টি স্টোর বলতে পারেন। কারণ এখন পর্যন্ত দারাজে প্রায় সব রকমের প্রোডাক্ট পাওয়া যায়।

সুঁই থেকে শুরু করে টিভি ফ্রিজ সবকিছুই এখন দারাজে রয়েছে। এমনকি প্রতিটি কোরবান ঈদে গরুও পাওয়া যায়।

দারাজ অনলাইন শপিং

ক্রমান্বয়ে বাংলাদেশের মানুষও অনলাইনে কেনাকাটা করতে পারছে। তাই সেখানে দারাজ এর মতো প্রতিষ্ঠানগুলো ভালো পারফর্ম করছে।

তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি দারাজ থেকে যেকোনো ধরনের প্রোডাক্ট অর্ডার করবেন।

এমনকি অর্ডার করার পর কিভাবে সেই প্রোডাক্ট হাতে পাবেন। সেই পর্যন্ত আপনাকে কি কি করতে হবে সবকিছুই আজকে জানতে পারবেন।

দারাজ অ্যাপ ইনস্টল

দারাজ অনলাইন শপিং করতে হলে আপনার হাতে দুইটা উপায় থাকবে। প্রথমত হচ্ছে দারাজ মোবাইল অ্যাপ এর মাধ্যমে কেনাকাটা করা।

দ্বিতীয়ত হচ্ছে আপনি দারাজ অফিশিয়াল ওয়েবসাইট থেকে যেকোনো প্রোডাক্ট কিনতে পারবেন। তবে সুবিধার ক্ষেত্রে দারাজ থেকে কেনার সময় আপনারা দারাজ মোবাইল অ্যাপস ব্যবহার করবেন।

তাহলে চলুন আমরা দারাজ মোবাইল অ্যাপ ইন্সটল করে ফেলি। দারাজ মোবাইল অ্যাপস ইন্সটল করার জন্য নিচের স্টেপগুলো ফলো করুন।

  • গুগল প্লে স্টোর ওপেন করুন।
  • Daraz লিখে সার্চ করুন।
  • এবং ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নিন।

পুরোপুরি ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন। এবার কোন প্রোডাক্ট কেনার আগে সর্বপ্রথম দারাজ অ্যাপে একটি অ্যাকাউন্ট খুলে নিবেন।

দারাজ অ্যাপে একাউন্ট খুলুন

এখানে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। আপনি নিচের স্টেপগুলো ফলো করুন।

  • অ্যাপে যাওয়ার পর সাইনআপ বাটনে ক্লিক করবেন।
  • ইমেইল/মোবাইল নম্বর দিয়ে একাউন্ট খুলবেন
  • পরে একটা পাসওয়ার্ড সেট করবেন।

এভাবেই দারাজ অ্যাপে একাউন্ট তৈরী করতে পারবেন। আর আপনি যখন দারাজ অ্যাপে একাউন্ট তৈরি করবেন। সে অ্যাকাউন্টে আপনি দারাজ ওয়েবসাইট থেকেও কেনাকাটা করতে পারবেন।

তবে দারাজ থেকে কেনাকাটার জন্য একজন নতুন ইউজার এর সবচেয়ে ভালো হয় অ্যাপ ব্যবহার করা।

কারণ একজন নতুন ইউজার দারাজ অ্যাপে 5 থেকে 10 টি ভাউচার পাবেন। আবার আপনার ঠিকানায় ফ্রী ডেলিভারি নিতে পারবেন।

দারাজ প্রোডাক্ট

এককথায় আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সকল প্রোডাক্ট এখানে রয়েছে। তাই প্রতিটা প্রোডাক্ট এর নাম উল্লেখ করা সম্ভব নয়।

তাই আমি প্রতিটা ক্যাটাগরির প্রোডাক্ট গুলো উল্লেখ করব। যাতে করে বুঝতে পারেন যে কোন ক্যাটাগরিতে কি প্রোডাক্ট থাকতে পারে।

দারাজ অনলাইন শপিং - দারাজ প্রোডাক্ট
দারাজ স্পোর্টস ক্যাটাগগরি

দারাজ থেকে পণ্য কেনার নিয়ম

দারাজ থেকে কোনো পন্য কিনতে চাইলে প্রথমে সেই পন্যটিকে খুঁজে বের করতে হবে। এজন্য প্রথমে সার্চ করতে হবে।

এর আগে আমি একবার দেখিয়েছি যে কিভাবে দারাজ থেকে ফ্রি ডেলিভারি নেয়া যায়। এবং সেখানে বলেছি যে কিভাবে দারাজ অনলাইন শপিং করবেন।

যাইহোক! এরপরও আমি এখানে দেখাবো কিভাবে আপনি দারাজ থেকে পন্য কিনবেন। দারাজ থেকে পণ্য কিনতে হলে সর্বপ্রথম অ্যাকাউন্ট লগইন থাকতে হবে।

আবার প্রোডাক্ট সিলেক্ট করার পরও লগইন করতে পারবেন। এবার পন্য কেনার ধাপগুলো ফলো করুন।

  • পছন্দের প্রোডাক্ট খুঁজে বের করুন
  • প্রোডাক্ট সম্পর্কে রিভিউ দেখে নিন।
  • আপনার ভাউচার থাকলে সে ভাউচার ব্যবহার করুন।
  • প্রোডাক্ট সম্পর্কে কোন কিছু জানার থাকলে খোশগল্প/চাট বাটনে ক্লিক করে চ্যাট করুন।
  • এখনই কিনুন বাটনে ক্লিক করুন।

এরপর আপনি যে ঠিকানায় প্রোডাক্ট রিসিভ করতে চান সেই ঠিকানা দিতে হবে। এক্ষেত্রে অনেকে আগেই দারাজ অ্যাপ তাদের শিপিং অ্যাড্রেস দিয়ে থাকে।

আর যাদের থাকে না তারা একটি ফরম পূরণ করতে হয়। ফরমটিতে যা যা থাকবেঃ

  • পুরো নাম
  • মোবাইল নাম্বার
  • অঞ্চল
  • শহর
  • জোন
  • অফিস/বাড়ি

ফরমটি পূরণ করে সাবমিট করলে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে।

দারাজ অনলাইন শপিং বাংলাদেশ

দারাজ বাংলাদেশ ছাড়াও আরও অনেক দেশে তাদের শাখা স্থাপন করেছে। শাখাগুলো হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল।

এবং এখন পর্যন্ত বাংলাদেশের টপ ওয়ান মার্কেটপ্লেস হিসেবে দারাজকে বিবেচনা করা হয়। তার কারণ হচ্ছে দারাজ বহুদিন থেকে বাংলাদেশের তাদের ব্যবসা করে আসছে।

দারাজ অনলাইন শপিং ১১ ১১

দারাজ এর একটা বিশেষ অফার হচ্ছে “দারাজ অনলাইন শপিং ১১ ১১” এই দারাজ অনলাইন শপিং ১১ ১১ এর মানে হচ্ছে প্রতি বছরের ১১ তম মাসের ১১ তম দিনে বিশেষ একটা ডিসকাউন্ট অফার দেওয়া হয়।

এবং এই অফারটি নভেম্বর মাসের 11 তারিখে পাওয়া যায়। আপনারা যারা দারাজ থেকে কেনাকাটা করেন তাদের জন্য এই অফারটি একটি স্পেশাল অফার হবে।

এছাড়াও দারাজের আরো অফার পেতে হলে সব সময় দারাজ অ্যাপ এ লগইন করে দেখবেন। আর যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাদের কাছে অবশ্যই দারাজের বিজ্ঞাপন যাবে।

দারাজ মল

দারাজের শপিং এর অভিজ্ঞতা বাড়ানোর জন্য তারা তাদের মলে প্রয়োজনীয় সকল প্রোডাক্ট ক্যাটাগরি আওতায় নিয়ে এসেছে।

যাতে করে আপনি আপনার ক্যাটাগরির প্রোডাক্ট রিলেটেড আরও অনেক প্রোডাক্ট খুঁজে পান। এবং সহজে প্রোডাক্ট সম্পর্কে জানা এবং রিলেটেড আরো খুজে পেতে সহায়তা করে।

দারাজ মলে গেলে আপনি কি প্রোডাক্ট গুলোর ক্যাটাগরি খুঁজে পাবেন তা নিচে উল্লেখ করা হলোঃ

  • গ্রোসারিস
  • মোবাইল
  • হেলথ এন্ড বিউটি
  • স্পোর্টস আউটডোর এন্ড ট্রাভেলস
  • হোম এন্ড লাইফ-স্টাইল
  • মাদার এন্ড বেবি
  • টয়েস এন্ড গেম
  • ফ্যাশন
  • অটোমোটিভ
  • ইলেকট্রনিক্স

আরো দুই একটা আছে তবে সেগুলো খুব একটা প্রয়োজনীয় নয়। তাই এখানে সেগুলো উল্লেখ করি নি।

আর কোন ক্যাটাগরিতে কি প্রোডাক্ট রয়েছে তা আমি উপরে একবার উল্লেখ করেছি। ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্ট দেখলে নির্দিষ্ট প্রোডাক্ট খুঁজে বের করতে খুবই সহজ হয়।

গুগলে বেশি সার্চ হয় এমন কয়েকটি দারাজের সেলিং পয়েন্ট নিচে দেওয়া রয়েছেঃ

দারাজ অনলাইন শপিং ঢাকা, দারাজ অনলাইন শপিং সিলেট, দারাজ অনলাইন শপিং রাজশাহী, দারাজ অনলাইন শপিং কুষ্টিয়া, দারাজ অনলাইন শপিং চট্টগ্রাম, দারাজ অনলাইন শপিং রংপুর।

দারাজ অনলাইন শপিং এর সুবিধা

এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত একটি ই-কমার্স প্রতিষ্ঠান হচ্ছে দারাজ। তাই দারাজ অনলাইন শপিং এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন।

এছাড়াও ডেলিভারিতে একটু সময় লাগলেও প্রোডাক্টে হাতে পাবেন। এমনকি ভালো রিভিউ এবং রেটিং দেখে প্রোডাক্ট কিনলে প্রোডাক্টের শতভাগ নিশ্চয়তা দেওয়া যেতে পারে।

আর উল্লেখযোগ্য সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। মানে আপনি প্রোডাক্টটি হাতে পাওয়ার পর বিলটা পেমেন্ট করতে পারবেন।

তাই এখানে বুঝা যায় যে আপনি প্রোডাক্টটি অর্ডার করলে নিশ্চিতভাবে প্রোডাক্টটি হাতে পাবেন।

আর ক্রমান্বয়ে দারাজ এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। তাই আপনি চাইলে দারাজ থেকে অর্ডার করতে পারেন।

শেষ কথাঃ

আশাকরি দারাজ অনলাইন শপিং সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। যেমন কিভাবে প্রোডাক্ট অর্ডার করবেন বা কিভাবে একাউন্ট খুলবেন।

এবং দারাজ থেকে কিভাবে প্রোডাক্ট কিনতে হয়, অথবা দারাজ কতটুকু বিশ্বস্ত, বা দারাজ অনলাইন শপিং এর সুবিধা কি কি সবকিছু উল্লেখ করা হয়েছে।

আশা করি আজকের পোস্টটি আপনাদের উপকারে আসবে। যদি পোস্টটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন। ধন্যবাদ!

শপিং সম্পর্কিত আরো পোস্টঃ